পাইকগাছায় মাদক দ্রব্য বিক্রি ও সেবনকালে আটক ৬

3
Spread the love

পাইকগাছা প্রতিনিধি

পাইকগাছায় মাদক দ্রব্য বিক্রেতা ও সেবন অবস্থায় ৬জনকে পুলিশ আটক করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে। পুলিশ জানায়, বুধবার রাতে ঘোষাল গ্রামের আব্দুল গফুর মোড়লের ছেলে মাদক বিক্রেতা একাধিক মাদক মামলার আসামী সেলিম রেজা মোড়ল (৩৪) কে তার নিজ বাড়ী থেকে আটক করে। একই রাতে গোপালপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে হুমায়ুন কবির (২৫), মঠবাটী গ্রামের পঞ্চানন বাছাড়ের ছেলে গোষ্ঠ বাছাড় (৪০), সরল ৩নং ওয়ার্ডের মোকাম আলীর ছেলে মাজহারুল ইসলাম (৩০), সরল ৫নং ওয়ার্ডের জাকির গাইনের ছেলে জসিম গাইন (৩২), মঠবাটী গ্রামের দুলাল মল্লিকের ছেলে শিরন (৩৮) কে আটক করে।

তারা পৌরসভার সরল ৩নং ওয়ার্ডে রাস্তায় মাদক সেবন করে মাতলামী করছিল। পুলিশ সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে ৫জনকে আটক করে। এ ঘটনায় থানায় মাদক দ্রব্য আইনে মামলা হয়েছে বলে ওসি এজাজ শফী জানান।

পাইকগাছায় নবাগত নির্বাহী অফিসারের সাথে প্রেসক্লাবের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

পাইকগাছা প্রতিনিধি

পাইকগাছায় নবাগত উপজেলা নির্বাহী  কর্মকর্তা এবিএম খালিদ হোসেন সিদ্দিকীর সাথে পাইকগাছা প্রেসক্লাবের কার্যকরি কমিটি সহ সকল সদস্যবৃন্দের সৌজন্য সাক্ষাৎ। 

বুধবার সকালে নিজিস্ব অফিস রুমে সাক্ষাৎ করেন। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার ভুমি মোহাম্মদ আরাফাতুল আলম, পাইকগাছা প্রেসক্লাবের সভাপতি এ্যাড. এফ এম এ রাজ্জাক, সাধারণ সম্পাদক এম মোসলেম উদ্দিন আহমেদ, সহ-সভাপতি আঃ আজিজ, তৃপ্তি রঞ্জন সেন, সহ সম্পাদক এন ইসলাম সাগর, কোষাধ্যক্ষ এস এম বাবুল আক্তার, দপ্তর সম্পাদক স্নেহেন্দু বিকাশ, সাবেক সভাপতি সাপ্তাহিক সুন্দরবন বার্তার সম্পাদক মোস্তফা কামাল জাহাঙ্গীর, জি এ গফুর, সাবেক সম্পাদক এসএম আলাউদ্দিন সোহাগ, আলাউদ্দীন রাজা, এম আর মন্টু, বি সরকার, প্রমথ রজ্ঞন সানা, নজরুল ইসলাম, অমল, পূর্ণচন্দ্র মন্ডল, ফসিয়ার রহমান, প্রমুখ।