পাইকগাছায় নবাগত ইউএনও এবিএম খালিদ হোসেন সিদ্দিকী’র যোগদান

1
Spread the love


পাইকগাছা প্রতিনিধি


পাইকগাছায় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম খালিদ হোসেন সিদ্দিকী দায়িত্বভার গ্রহণ করেছেন। তিনি মঙ্গলবার বিদায়ী ইউএনও জুলিয়া সুকায়নার নিকট থেকে দায়িত্বভার গ্রহণ করেন। ৩৩তম বিসিএস-এর এ কর্মকর্তা জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। যোগদানকালে তাকে ফুলেল শুভেচ্ছা জানান, উপজেলা চেয়ারম্যান গাজী মোহাম্মদ আলী, সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ আরাফাতুল আলম। পরে সকল দপ্তরের কর্মকর্তাদের সাথে তিনি মতবিনিময় করেন।

পাইকগাছায় করোনা উপসর্গ নিয়ে এ্যাড. আব্দুল কাদিরের মৃত্যু


পাইকগাছা প্রতিনিধি


পাইকগাছা আইনজীবী সমিতির সদস্য এ্যাড. আব্দুল কাদির করোনা উপসর্গ নিয়ে ঢাকার একটি হাসপাতালে মারা গেছেন (ইন্নানিল্লাহি………..রাজিউন)। দীর্ঘদিন ধরে তিনি জ্বর, শ্বাস কষ্ট ও কিডনী সমস্যা জনিত রোগে ভুগছিলেন। ঢাকার কুর্নিটোলা হাসপাতালে মঙ্গলবার ভোর ৫টায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ্যাড. আব্দুল কাদির ইতোপূর্বে খুলনা পল্লী বিদ্যুৎ সমিতির পাইকগাছা জোনাল শাখার পরিচালক ছিলেন। তার মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন পাইকগাছা আইনজীবী সমিতি।

পাইকগাছায় সোলাদানা ইউনিয়নে ৩২২ জেলে পরিবারের ৫৬ কেজি করে চাল বিতরণ

পাইকগাছা প্রতিনিধি

পাইকগাছায় সোলাদানা ইউনিয়ন পরিষদে ৩২২ জন জেলে পরিবারের মাঝ ৫৬ কেজি করে চাল বিতরণ করা হয়েছে। মঙ্গলবা দুপুরে চেয়ারম্যান এনামুল হক এ চাল বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন, ইউপি সদস্য মোঃ আবুল কাশেম, ঠাকুর দাশ সরদার, মোঃ আবু সাইদ মোল্লা, আব্দুস সবুর, মোঃ আবু বক্কর সিদ্দিক শিকারী, মোঃ আনিছুর রহমান সহ অত্র এলাকার বিভিন্ন শ্রেণী পেশার জনগন।

পাইকগাছায় জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যু বার্ষিকী পালিত

পাইকগাছা প্রতিনিধি

পাইকগাছায় জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, সাবেক রাষ্ট্রপতি পল্লী বন্ধু আলহাজ্ব হুসেইন মুহম্মদ এরশাদের ১ম মৃত্যু বার্ষিকী পাইকগাছা উপজেলা জাতীয় পার্টি যথাযোগ্য মর্যাদায় পালন করেছে। মঙ্গলবার বিকালে দলীয় কার্যালয়ে জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য, জেলা শাখার সহ-সভাপতি, উপজেলা জাতীয় পার্টির সভাপতি মোস্তফা কামাল জাহাঙ্গীরের সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক সামছুল আলম খোকন, পৌরসভা শাখার সভাপতি গাজী আব্দুস সামাদ, সম্পাদক রবিউল ইসলাম। উপস্থিত ছিলেন, জাপা নেতা কৃষ্ণ রায়, আঃ রহিম, আশিক মাহমুদ, খায়রুল ইসলাম, জি এম আহাদুজ্জামান বাবলা, জি,এম, বাবুল, মাহফুজুল ইসলাম, শুকুর আলী, আঃ ওয়াদুদ, ফারুক হোসেন, শেখ আব্দুল, মুনছুর আলী, আঃ রহমান, রবিউল ইসলাম প্রমুখ। দোয়া পরিচালনা করেন মাওলানা ইব্রাহীম খলিল।

পাইকগাছায় সাবেক এমপি নুরুল হকের রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল

পাইকগাছা প্রতিনিধি

খুলনা ৬ (পাইকগাছা-কয়রা) সাবেক সংসদ সদস্য আ’লীগ নেতা এ্যাডঃ আলহাজ্ব শেখ মোঃ নুরুল হক করোনা আক্রান্ত হয়ে সংকটাপন্ন অবস্থায় ঢাকার স্পেশালাইসড হাসপাতালে চিকিৎসাধী থাকায় রোগ মুক্তি কামনায় ইউনিয়ন আ’লীগের নেতৃবৃন্দ ও এলাকাবাসীর দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকালে গজালিয়া উদয়ন সংঘে উপজেলা আ’লীগ নেতা জি,এম, ইকরামুল ইসলামের সার্বিক পরিচালনায় দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, আ’লীগ নেতা উপজেলা আ’লীগের সাবেক সদস্য আঃ সামাদ সরদার, গাজী শফিকুল ইসলাম, শেখ গোলাম রাব্বানী, বাবুল আক্তার, এস এম নুরুল ইসলাম, মনজুরুল ইসলাম সরদার, রফিকুজ্জামান মিনু, এম এম নুরুল ইসলাম, ইউনিয়ন যুবলীগের সভাপতি এস এম নুরুল ইসলাম, যুবলীগ নেতা সিরাজুল ইসলাম, প্রভাষক দেলয়ার হোসেন, মঞ্জুরুল ইসলাম, বাবলু ইসলাম, খাইরুল ইসলাম, জি এম বাসারুল ইসলাম, জি এম রেজাউল ইসলাম। দোয়া ও মিলাদ মাহফিল পরিচালনা করেন মাওলানা আব্দুল মালেক।

পাইকগাছায় দেলুটি ইউনিয়নে ৩ হাজার ৫শ পরিবারের মাঝ চাউল বিতরণ

পাইকগাছা প্রতিনিধি

পাইকগাছা দেলুটি ইউনিয়নে প্রধানমন্ত্রীর শেখ হাসিনার প্রদত্ত ১০ কেজি করে চাউল ৩ হাজার ৫শ ক্ষতিগ্রস্থ পরিবারের মধ্যে বিতরন করা হয়েছে। মঙ্গলবার সকালে দেলুটি ইউনিয়ন পরিষদে এ চাউল বিতরণ করেন চেয়ারম্যান রিপন কুমার মন্ডল। উক্ত ত্রান সামগ্রী বিতরন কালে উপস্থিত ছিলেন, ট্যাগ অফিসার মোঃ আমিনুল ইসলাম, ইউ পি সচিব নিরাপদ মল্লিক, ইউ পি সদস্য প্রীতিলতা ঢালী, রবীন্দ্র নাথ মন্ডল, কিংশুক রায় সহ অন্যান্য ইউপি সদস্য ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।