খানজাহান আলী থানা এলাকা মাদকমুক্ত করতে সকল পদক্ষেপ গ্রাহন করা হবে-ওসি শফিকুল

1
Spread the love

ফুলবাড়ীগেট(খুলনা)প্রতিনিধি

খানজাহান আলী থানা এলাকাকে মাদকমুক্ত ঘোষণা করতে পুলিশ সকল ধরনের পদক্ষেপ গ্রহন করেছে। থানা এলাকায় হয় পুলিশ থাকবে না হয় মাদক ব্যবসায়ী থাকবে এমন কঠোর হুশিয়ারী দিলেন খানজহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শফিকুল ইসলাম। তিনি সরকারের মাদকের বিরুদ্ধে জিরোটলারেন্স ঘোষণার অংশহিসাবে মাদকের বিরুদ্ধে অভিযান আরো কঠোর এবং চিহিৃত মাকদ ব্যবসায়ীদের বিরুদ্ধে অব্যাহত অভিযানে থানাকে মাদকমুক্ত ঘোষনার অঙ্গিকার করেন এবং মাদক ব্যবসায়ীদের আটকের ব্যাপারে এলাকার সকলের সহযোগীতা কামনা করেন।

১৪ জুলাই মঙ্গলবার সকাল ১১টায় ফুলবাড়ীগেট বাজার বণিক সমিতির পক্ষ থেকে করোনাভাইরাস প্রতিরোধে জনসচেতনতামূলক প্রচার আমাদের করোনীয় বিষয়ে বক্তৃতায় এ কথা বলেন। এসময় ফুলবাড়ীগেট বাজার বণিক সমিতির সভাপতি বেগ লিয়াকত আলীসহ বাজার বণিক সমিতির নেতৃবৃন্দ ও বাজারের ব্যবসায়ীগণ উপস্থিত ছিলেন।