দিঘলিয়ায় বিশ্ব জনসংখ্যা দিবসে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণী

6
Spread the love

দিঘলিয়া প্রতিনিধি

‘মহামারি কোভিড-১৯ কে প্রতিরোধ করি, নারী ও কিশোরীর সুস্বাস্থ্যের অধিকার নিশ্চিত করি’’ শ্লোগানে দিঘলিয়ায় ৩১তম বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন হয়েছে। শনিবার (১১ জুলাই) সকাল ১১টায় উপজেলা পরিষদে অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা পরিবার ও পরিকল্পনা বিভাগ।

সভায় প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উপস্থিত ছিলেন খুলনা-৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শেখ মারুফুল ইসলাম। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার হাফিজ আল-আসাদ। এসময় অন্যান্যের মধ্য উপস্থিত ছিলেন- উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মাহাবুবুল আলম, উপজেলা ভাইস চেয়ারম্যান এম এ রেজা বাচা, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ শিরীন ময়না, মেডিকেল অফিসার ডা: সুলতানা দিনার। এছাড়াও উপজেলার বিভিন্ন দফতরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি উপস্থাপনা ও পরিচালনা করেন উপজেলা পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা: ফিরোজা পারভীন।

অনুষ্ঠান শেষে ৮টি ক্যাটাগরিতে শ্রেষ্ঠ ৮ জনকে পুরষ্কার বিতরণ করা হয়।