সারা খুলনা অঞ্চলের খবর

13
Spread the love

যুবদল নেতা লিটন ও ছাত্রদল নেতা আশিকউল্লাহর পিতার ইন্তেকাল : বিএনপি’র শোক

খবর বিজ্ঞপ্তি

মহানগর যুবদলের বন ও পরিবেশ সম্পাদক ফরহাদ হোসেন লিটনের পিতা মো. তোফজ্জেল হোসেন (৭৮) ও মহানগর ছাত্রদলের সহ-সভাপতি আশিকউল্লাহর পিতা মো. নুরুজ্জামান (৭৮) ইন্তেকাল করেছেন (ইন্না…..রাজিউন)। বৃহস্পতিবার খালিশপুর বায়তুল ফালাহ জামে মসজিদ প্রাঙ্গণে তোফজ্জেল হোসেনের নামাজে জানাযা শেষে তাকে গোয়ালখালি সরকারি কবরস্থানে দাফন করা হয়। অপর দিকে নিরালা কবরখানা জামে মসজিস প্রাঙ্গণে নুরুজ্জামানের নামাজে জানাযা শেষে তাকে নিরালা সরকারি কবরস্থানে দাফন করা হয়। তোফজ্জেল হোসেন ও নুরুজ্জামানের ইন্তেকালে তাদের রুহের মাগফেরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন নগর বিএনপি’র নেতৃবৃন্দ। নেতৃবৃন্দরা হলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টামন্ডলীর সদস্য ভাষাসৈনিক এম নুরুল ইসলাম, নগর বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু, সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র মনিরুজ্জামান মনি, সাহারুজ্জামান মোর্ত্তজা, মীর কায়সেদ আলী, শেখ মোশাররফ হোসেন, জাফরউলাহ খান সাচ্চু, জলিল খান কালাম, সিরাজুল ইসলাম, এড. ফজলে হালিম লিটন, স ম আব্দুর রহমান, শেখ ইকবাল হোসেন, শেখ জাহিদুল ইসলাম, অধ্য তারিকুল ইসলাম, শেখ আমজাদ হোসেন, অধ্যাপক আরিফুজ্জামান অপু, সিরাজুল হক নান্নু, মোঃ মাহবুব কায়সার, নজরুল ইসলাম বাবু, আসাদুজ্জামান মুরাদ, এসএম আরিফুর রহমান মিঠু ও ইকবাল হোসেন খোকন প্রমুখ।

এবারের ঈদে ঝিনাইদহের চমক বাহুবলি ও টাইগার

খাইরুল ইসলাম নিরব, ঝিনাইদহ

ঝিনাইদহ সদর উপজেলার পাগলাকানাই ইউনিয়নের গয়েশপুর গ্রামের আলতাফ হোসেন ঝন্টুর ছেলে ইমরান হোসেন। তিনি ঝিনাইদহ সিটি কলেজ থেকে বাংলা বিভাগে অনার্স লেখাপড়ার পর বেকারত্ব জীবন যাপন করতে থাকেন। এরই মাঝে স্বপ্ন দেখেন চাকুরি না করে নিজের একটি কর্মসংস্থান গড়ে তোলার। সেখান থেকেই তার কর্ম জীবনের পথ চলা। প্রথমে ব্রয়লার মুরগির একটি ফার্ম দিয়ে শুরু করেন কর্ম জীবন। পরবর্তীতে ভাই ভাই ডেইরি ফার্ম নামে একটি গো খামার গড়ে তোলেন। সেখান থেকেই তিনি গত ৫ বছরে বেকারত্বকে কাটিয়ে নিজে স্বনির্ভরশীল হন। এভাবেই তার বেড়ে ওঠা। এরই মাঝে এবারের ঈদুল আযহায় চমক সৃষ্টি করেছে বাহুবলি ও টাইগার নামের দুই ষাঁড় ।

খোজ নিয়ে জানা গেছে, ভাই ভাই ডেইরি ফার্ম এর স্বত্তাধিকারী ইমরান হোসেন ২০১৫ সালে একটি গো খামার তৈরী করেন। এবারের ঈদুল আযহায় বাহুবলি ও টাইগার নামের দুই ষাঁড় দিয়ে আলোচিত হয়েছেন।

ইমরান হোসেন বলেন, পরিশ্রম কখনো বৃথা যায় না। পরিশ্রম করলে সফলতা আসবেই। বিভিন্ন ফার্মে গিয়ে ও পশু চিকিৎসকদের পরামর্শ নিয়ে ফার্ম করে আজ আমি সফল খামারী। ৫ বছর হলো এই খামারে তিনি গরু লালন-পালন করেন। বর্তমানে তার খামারে ১৩ টি ছোট বড় গরু রয়েছে। তার মধ্যে বাহুবলি ও টাইগার অন্যতম। তিনি আরও বলেন, প্রায় ১৫ লক্ষ টাকা নিয়ে তিনি এ খামার শুরু করেন। ৫ বছরের মধ্যে প্রায় ৫০ লক্ষ টাকার গরু তোলা হয়েছে তার খামারে। এছাড়াও খামার তৈরীর মাধ্যমে তিনি কয়েকজন বেকার যুবকদের কর্মসংস্থানের সৃষ্টি করেছেন। তার দাবি এ বছর করোনার মধ্যে ন্যায্য মূল্য পেয়ে লাভের মুখ দেখবেন তিনি।

খামারে কর্মরত শ্রমিক জানান, খামারের মালিক ইমরান গরুর সঙ্গে কথা বলে। সে নাম ধরে ডাক দিলেই গরু বুঝতে পারে। তিনি বলেন, এই ষাঁড় দুটি তাদের গ্রামটিকে অনেক এলাকার মানুষের কাছে পরিচিতি বাড়িয়ে দিচ্ছে। দূর-দূরান্ত থেকে লোকজন আসছেন ষাঁড় দুটিকে দেখতে।

দর্শনার্থী আব্দুস সালাম জানান, এমন গরু আমার জীবনে আগে কখনও দেখিনি এই প্রথম দেখলাম। তার সঙ্গে সেলফি উঠানোর হিড়িকও চলছে। অনেকে আবার এই ষাঁড়ের সঙ্গে তোলা ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিচ্ছে। এসব কারণে ষাড় দুটি এখন আলোচিত হয়ে উঠেছে।

ইমরান হোসেনের ভাই রাজিবুল ইসলাম বলেন, আমরা দুই ভাই মিলে অনেক কষ্ট করে এই গরু দুটিকে লালন পালন করেছি। আসছে ঈদুল আযহায় গরু দুটিকে নিয়ে তাদের দু’ভাইয়ের স্বপ্ন আছে গরু দুটি বিক্রয় করে ভবিষ্যতে এর চেয়ে আরো বড় গরু ঝিনাইদহ বাসীর জন্য উপহার দেব। ইনশাল্লাহ।

এ বিষয়ে জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ আনন্দ কুমার অধিকারী জানান, তারা গরু দুটির ওজন আনুমানিক ৪০ মণ বলে ধারণা করছেন। ঈদ আসতে এখনও কিছুদিন বাকি আছে। এরই মধ্যে আরো কিছু ওজন বাড়তে পারে বলে তিনি ধারণা করছেন।

দেবহাটায়  ইজিবাইক চালক মনিরুল হত্যার ঘটনায় আরো এক আসামী গ্র্রেফতার, ইজিবাইক উদ্ধার

দেবহাটা প্রতিনিধি

সাতক্ষীরার দেবহাটায় চাঞ্চল্যকর ইজিবাইক চালক মনিরুল হত্যা মামলায় তার খোয়া যাওয়া ইজিবাইকসহ আরো এক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার সকালে উপজেলার গাজীরহাট এলাকা থেকে দেবহাটা থানা পুলিশ তাকে  গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামীর নাম রমজান আলী (৪০)। তিনি কালিড়ঞ্জ উপজেলার সোনাটিকারী গ্রামের মৃত শহর আলী সরদারের ছেলে।

গ্রেফতারকৃত রমজান আলীর দেয়া তথ্যের ভিত্তিতে উপজেলার কামটা গ্রামের কৌশিক সেন গুপ্তের পুকুর থেকে ও হাঁসড়াতলা সমাধিস্থলের পাশের একটি বাগান থেকে পাট পাট ছাড়ানো অবস্থায় নিহত মনিরুলের ব্যবহৃত ইজিবাইকটি উদ্ধার করা হয়।

এর আগে গত ২ জুলাই ২০২০ ইং তারিখ বৃহষ্পতিবার সাতক্ষীরার বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট বিলাস মন্ডলের আদালতে নিহত ইজিবাইক চালক মনিরুলের স্ত্রী গ্রেফতারকৃত আসামী রাবেয়া খাতুন ও তার প্রেমিক উপজেলার কামটা গ্রামের ওহাব সরদারের ছেলে সাইদুর রহমান রাজু পৃথক পৃথকভাবে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রদান করেন। জবানবন্দীতে কেন, কি কারনে, কোথায় ও কিভাবে মনিরুলকে ঠান্ডা মাথায় পরিকল্পনা করে খুন করা হয়েছে তার বর্ননা দেন। মনিরুলের স্ত্রী রাবেয়ার সাথে রাজুর অবৈধ সম্পর্কের জেরে তারা উভয়ে পরিকল্পনা করে তাকে হত্যা করেছে বলে আদালতে তারা জানান। উল্লেখ্য, গত ২৫ জুন ২০২০ ইং তারিখে সাংসারিক বিরোধে মনিরুল তার স্ত্রী রাবেয়াকে মারপিট করলে ওই দিন রাতে রাবেয়া ও তার প্রেমিক সাইদুর রহমান রাজু এবং রমজান নামের একজনসহ তিন জনে মিলে পরিকল্পিতভাবে মনিরুলকে হত্যা করে বলে রাবেয়া ও রাজু গত ২ জুলাই আদালতে স্বীকারোক্তিমূলক জবান বন্দী প্রদান করেন। এরপর শুক্রবার সকালে এ মামলার অপর আসামী রমজানকে নিহত মনিরুলের ব্যবহৃত ইজিবাইকসহ গ্রেফতার করে পুলিশ।

এ মামলার তদন্ত কর্মকর্তা দেবহাটা থানার পুলিশ পরিদর্শক উজ্জ্বল কুমার মৈত্র জানান, মনিরুল হত্যায় জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। ইতিমধ্যে মনিরুলের ব্যবহৃত ইজিবাইকসহ রমজানকে গ্রেফতার করা হয়েছে।

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে দুই জনের মৃত্যু

খান নাজমুল হুসাইন, সাতক্ষীরা

করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে দুই জনের মৃত্যু হয়েছে। শুক্রবার বিকালে মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশনে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান।

মৃত ব্যক্তিরা হলেন, সাতক্ষীরা শহরের কাটিয়া মাঠপাড়া এলাকার নুর মোহাম্মদের ছেলে করোনা আক্রান্ত মাহমুদ হোসেন (৩৮) ও সদর উপজেলার বাঁকাল শেখ পাড়া এলাকার মৃত গোলাম মোক্তাদির ছেলে আব্দুস সাত্তার (৭৮)। তিনি করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন।

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ রফিকুল ইসলাম জানান, মাহমুদ হোসেন গত ২৮ জুন জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের ভর্তি হন । এরপর তার অবস্থার অবনতি হলে তাকে সকালে আইসিইউতে নেয়া হয়। সেখানে চিৎিসাধীন অবস্থায় বিকাল ৩ টার দিকে তিনি মারা যান। তার নমুনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে বলে তিনি আরো জানান।

এদিকে, করোনার উপসর্গ নিয়ে মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশনে আজ দুপুরে ভর্তি হন আব্দুস সাত্তার। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকালে তিনিও মারা যান।

মেডিকেল তত্বাবধায়ক ডাঃ রফিক আরো জানান, স্বাস্থ্য বিধি মেনে তাদের লাশ দাফনের প্রস্তুতি চলছে। ইতিমধ্যে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে তাদের বাড়িসহ কয়েকটি বাড়ি লক ডাউন করা হয়েছে। টানানো হয়েছে লাল পতাকা।

এদিকে, এনিয়ে সাতক্ষীরায় করোনার উপসর্গ নিয়ে এ পর্যন্ত মোট ৩৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৬ টি রিপোর্ট পজিটিভ এসেছে বলে জানিয়েছেন সাতক্ষীরার স্বাস্থ্য বিভাগ।

নগর পিতার শোক

খবর বিজ্ঞপ্তি

বাংলাদেশ আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য, স্বরাষ্ট্র এবং ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী এডভোকেট সাহারা খাতুন-এর মৃত্যুতে খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক গভীর শোক প্রকাশ করেছেন।

এক শোক বার্তায় সিটি মেয়র মরহুমার রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।

রামপালে আরো ২জন করোনারোগী সনাক্ত ঃ সর্বমোট আক্রান্ত ২৩

রামপাল (বাগেরহাট) প্রতিনিধি

রামপালে শুক্রবার নতুন আরো ২ জনের করোনাভাইরাস (কোভিড-১৯) শনাক্ত হয়েছে। আক্রান্তরা হলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র স্টাফ নার্স মাক্কিয়া খাতুন এর স্বামী কে.এম. মোস্তাফিজুর (২৭) ও উপজেলার পেড়িখালি ইউপি স্বাস্থ্য সহকারী মোঃ আবুল কালাম (৩৮)।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ সুকান্ত কুমার পাল বিষয়টি নিশ্চিত করে বলেন, ০৭ জুলাই খুলনা মেডিকেলে ৬ জনের নমুনা পাঠানো হয়েছিলো। আজ শুক্রবার (১০ জুলাই) তাদের পরীক্ষার রিপোর্টে ২ জনের করোনা পজিটিভ এসেছে। আক্রান্তরা বর্তমানে হোম আইসোলেশনে আছেন। এ পর্যন্ত সর্বমোট রামপালে করোনা ভাইরাসে আক্রান্তর সংখ্যা ২৩ জন। এর মধ্যে সুস্থ হয়েছে ১৭ জন।

মহেশপুর সীমান্তে বিজিবি’র হাতে নারী-শিশুসহ ৯জন আটক

মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধিঃ

ঝিনাইদহের মহেশপুরের শ্যামকুড় সীমান্ত এলাকা থেকে ভারত থেকে অবৈধ ভাবে বাংলাদেশে আসার সময় মহেশপুর ৫৮ বিজিবি’র সদস্যরা নারী-পুরুষ ও শিশুসহ ৯ জনকে আটক করেছে। বৃহস্পতিবার গভীর রাতে শ্যামকুড় সীমান্ত দিয়ে বাংলাদেশে আসার সময় তাদেরকে আটক করা হয়েছে। আটক কৃতদের মধ্যে ৬জন নারী,২জন পুরুষ ও একটি শিশু রয়েছে।

মহেশপুর ৫৮ বিজিবি’র সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খাঁন জানান, বৃহস্পতিবার গভীর রাতে মহেশপুর সীমান্ত এলাকার একাশিপাড়া ইট ভাটার পাশের রাস্তার উপর থেকে মানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলার রঞ্জিত হাওলাদারের ছেলে সুমন হাওলাদার (২৪), বরিশাল জেলার হিজলা উপজেলার রাধিশ্বাস দেওয়ানের ছেলে শুভংকর দেওয়ান (২৮) ও তার ছেলে দেব দেওয়ান (৮), বাগেরহাট জেলার চিতলমারী উপজেলার বড়খোকা ঘটকের ছেলে স্বরদিনি ঘটক (৭০), মাগুরা জেলার শালিখা উপজেলার অনিল কুমার দাসের স্ত্রী বুলু রানী দাস (৩৫), ফরিদপুর জেলার ভাংগা উপজেলার অখিল মালুর স্ত্রী সাধনা মালু (৩৫), নড়াইল জেলার নরাগতি উপজেলার সেলিম সরদারের স্ত্রী পান্না বেগম (৪০), খুলনা জেলার দৌলতপুর উপজেলার বিপ্লব শেখের স্ত্রী ফাতেমা শেখ (৩৫) ও একই গ্রামের কায়সার শেখের মেয়ে ফাতেমা খানম (১৯)।

আটক কৃতদেরকে গতকাল শুক্রবার সকালে মহেশপুর থানায় সোপর্দ্দ করেছে শ্যামকুড় বিজিবি ক্যাম্পের সদস্যরা। এ ঘটনায় মহেশপুর থানায় মামলা হয়েছে।

মণিরামপুরে চিকিৎসক শিক্ষকসহ ১৩ জনের করোনা সনাক্ত

মণিরামপুর (যশোর) প্রতিনিধি :

মণিরামপুরে একদিনে সর্বাধিক  ১৩ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। শুক্রবার (১০ জুলাই) সকালে ও বিকেলে যশোর সিভিল সার্জন অফিস থেকে পৃথকভাবে এই তথ্য জানানো হয়।

আক্রান্তদের মধ্যে মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার (সেকমো), মণিরামপুর পৌরশহরের মাধ্যমিক স্তরের এক স্কুল শিক্ষক, ব্রাকের কর্মকর্তা ও উপজেলা শিক্ষা অফিসের এক স্টাফ রয়েছেন।

মণিরামপুর উপজেলা স্বস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. অনুপকুমার বসু বিষয়টি নিশ্চিত করেছেন।

ডা. বসু বলেন, গত বুধবার (৮ জুলাই) মণিরামপুর হাসপাতাল থেকে ১২ জনের নমুনা সংগ্রহ করে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জেনোম সেন্টারে পাঠানো হয়। আজ (শুক্রবার) সকালে তাদের মধ্যে চারজনের ও ঢাকা থেকে খুলনা মেডিকেল কলেজের মাধ্যমে নয় জনের পজেটিভ রিপোর্ট এসেছে। ঢাকা থেকে পজেটিভ রিপোর্ট আসা ব্যক্তিরা বেশ আগে বিভিন্ন হাসপাতালে নমুনা দিয়েছিলেন।

শুক্রবার নতুন পজেটিভ রিপোর্ট আসা ১৩জন হলেন, মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার (সেকমো) ইফতেখার রসুল, মণিরামপুর পৌরশহরের একটি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মনিরুজ্জামান মনির, উপজেলা ব্রাক অফিসের কর্মকর্তা বিনয় অধিকারী, উপজেলা শিক্ষা অফিসের স্টাফ তাসলিমা বেগম, পৌর এলাকার গাংড়া গ্রামের রবিন্দ্রনাথ ম-ল, মণিরামপুর গ্রামের সংকর ব্যানার্জি, মোহনপুর গ্রামের নুরুল ইসলাম, তাহেরপুর এলাকার আব্দুস সালাম ও আব্দুর রহিম, কামালপুর গ্রামের ইউসুফ আলী, সালামতপুর গ্রামের সাইফুল ইসলাম, দেবিদাসপুর গ্রামের নিজাম হোসেন ওরুফে মধু নিজাম এবং কেশবপুর এলাকার এনজিও কর্মী মিজানুর রহমান।

আক্রান্তদের মধ্যে সংকর ব্যানার্জি এক সপ্তাহ ধরে মণিরামপুর হাসপাতালে আইসোলেশনে ভর্তি আছেন।বাকিরা নিজ নিজ বাড়িতে আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন। নতুন আক্রান্তদের বাড়ি লকডাউনের জন্য প্রশাসনকে তালিকা পাঠানো হয়েছে বলে জানান ডা. বসু।

করোনা পরীক্ষার জন্য বৃহস্পতিবার পর্যন্ত মণিরামপুর হাসপাতাল থেকে ৩৪৬ জনের নমুনা সংগ্রহ করা হয়। এছাড়া যশোর জেনারেল হাসপাতাল ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে এই অঞ্চলের অনেকেই নমুনা দেন। এই পর্যন্ত এই উপজেলায় ৫৬ জনের করোনা শনাক্ত হয়েছে; যাদের ৩২ জন ইতিমধ্যে সুস্থ হয়েছেন।

সাহারা খাতুনের মৃত্যুতে খুলনা চেম্বারের শোক

খবর বিজ্ঞপ্তি

বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলির সদস্য, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও বর্তমান সংসদ সদস্য অ্যাডভোকেট সাহারা খাতুন (৭৭) ০৯ জুলাই, ২০২০ তারিখে আনুমানিক রাত্র ১১:৩০ ঘটিকায় থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন)। তাঁর এ মৃত্যুতে বাংলাদেশ একজন দেশপ্রেমিক বর্ষীয়ান রাজনীতিবিদ ও জনমানুষের নেতাকে হারাল। তাঁর এ মৃত্যুতে খুলনার সর্বস্তরের ব্যবসায়ী সম্প্রদায়ের পক্ষ থেকে খুলনা চেম্বারের সভাপতি কাজি আমিনুল হক, উর্দ্ধতন সহ-সভাপতি শেখ আসাদুর রহমান, সহ-সভাপতি সিদ্দিকুর রহমান বিশ্বাস বুলু, সহ-সভাপতি মোঃ মোস্তফা জেসান ভূট্টো, পরিচালকবৃন্দ গোপী কিষণ মুন্ধড়া, এম এ মতিন পান্না, জেড এ মাহামুদ ডন, এস এম ওবায়দুল্লাহ, আলহাজ্ব মোঃ মফিদুল ইসলাম টুটুল, ঠাকুর মোঃ শাহ্ আলম, জোবায়ের আহমেদ খান (জবা), মোঃ সিরাজুল হক, কাজী মাসুদুল ইসলাম, আলহাজ্ব মোঃ মোশাররফ হোসেন, শেখ আল্লামা ইকবাল তুহিন, মোঃ আবুল হাসান, দীপক কুমার দাস, মোঃ ইসলাম খান, উজ্জল কুমার গাঙ্গুলী, শেখ মোঃ গাউসুল আজম, খান সাইফুল ইসলাম, মোঃ মনিরুল ইসলাম মাসুম, মোঃ মাহবুব আলম ও চৌধুরী মিনহাজ¦ উজ জামান এবং খুলনা চেম্বারের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ গভীর শোক প্রকাশ করে মরহুমার রুহের মাগফেরাত কামনা এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেছেন।

ঝিনাইদহে নতুন করে আরও ১২ জন করোনায় আক্রান্ত

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে নতুন করে আরও ১২ জন করোনায় আক্রান্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা দাড়ালো ৩৭৮ জন। সিভিল সার্জন ডাঃ সেলিনা বেগম জানান, শুক্রবার সকালে কুষ্টিয়া ল্যাব থেকে ঝিনাইদহে ৪৯ টি রিপোর্ট এসেছে। এর মধ্যে ১২ টি পজেটিভ। আক্রান্তরা হলেন, সদর উপজেলায় ৫ জন, কালীগঞ্জ উপজেলায় ৪ জন, শৈলকুপা উপজেলায় ২ জন এবং মহেশপুরে ১ জন। আক্রান্ত ৩৭৮ জনের মধ্যে সুস্থ্য হয়েছেন ১২৮ জন। হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ২০ জন। জেলায় মোট মৃত্যুর সংখ্যা ৬ জন।

তোপের মুখে ঠিকাদার: শরণখোলায় ভবন নির্মানে নিম্নমানের উপকরন

শরনখোলা (বাগেরহাট) প্রতিনিধি

বাগেরহাটের শরণখোলায় দাতা সংস্থার অর্থায়নে একটি স্কুল কাম সাইকোন শেল্টার নির্মাণে নি¤œ মানের উপকরন ব্যবহার করার অভিযোগ উঠেছে বে-সরকারী উন্নয়ন সংস্থা ডিএসকের বিরুদ্ধে। নির্মান কাজে ব্যবহৃত ইট, বালু, রড ও সিমেন্ট সহ নানা উপকরনের গুনগত মান সঠিক না থাকায় স্থানীয় বাসিন্দাদের তোপের মুখে পড়েছেন সংশ্লিষ্ট ঠিকাদার।

খোঁজ নিয়ে জানাগেছে, উপজেলা প্রাথমিক শিক্ষা বিভাগের ১৪টি সরকারী স্কুল জরাজীর্ন হয়ে পড়লে তা পরিত্যাক্ত ঘোষনা করেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। পরবর্তীতে জার্মানী একটি দাতা সংস্থার অর্থায়নে ওই স্কুল গুলোর মধ্য থেকে চলতি বছরের ১১ মার্চ ঢাকাস্থ বে-সরকারি উন্নয়ন সংস্থা দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্র (ডিএসকের) শরণখোলা উপজেলা শাখার তদারকিতে ৯০ লাখ ৫০ হাজার টাকা ব্যয়ে উপজেলার ৬১ নং বড় রাজাপুর নেছারিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের (স্কুল কাম সাইকোন শেল্টারের) দুই তলা ভবনের নির্মাণ কাজ শুরু করেন। চাঁপাইনবাবগঞ্জের ব্রাইটাস বাংলাদেশ লিমিটেড নামের একটি ঠিকাদারী প্রতিষ্ঠান এবং ওই কাজ চলতি বছরের অক্টোবরে শেষ হওয়ার কথা রয়েছে। এ দিকে  কাজের স্বচ্ছতা নিশ্চিত করতে উন্নয়ন সংস্থা ডিএসকের পাশাপাশি উপজেলা প্রাথমিক শিক্ষা বিভাগ তদারকির দায়িত্ব থাকলেও প্রকল্প এলাকায় এদের কোন প্রতিনিধি না থাকার সুযোগে নির্মাণ কাজে পুকুর চুরি শুরু করেন সংশ্লিষ্ট ওই ঠিকাদার। কাজে অনিয়মের বিষয়টি স্থানীয়দের নজরে আসলে ১০জুলাই (শুক্রবার) নির্মান কাজ বন্ধের উদ্যোগ গ্রহন করেন তারা। এ সময়  স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ নাছির মুন্সী, স্কুলের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক মোঃ নান্না মিয়া, স্থানীয় বাসিন্দা যুবলীগ নেতা শামীম মুন্সী ও বৃদ্ধ আব্দুল কুদ্দুস খান সহ এলাকাবাসীর অনেকে বলেন, সংশ্লিষ্ট ঠিকাদার স্কুলের শিক্ষক কিংম্বা ম্যানেজিং কমিটি কাউকেই কোন কাগজ পত্র দেখান না । তাদের  ইচ্ছা মতো  খারাপ মালামাল (নি¤œ মানের উপকরন) দিয়ে দায়সারা ভাবে রাতা-রাতি কাজ শেষ করতে ব্যস্ত হয়ে উঠেছেন। নিয়ম-নীতি উপেক্ষা করে ভবনটি নির্মান করলে তা বেশি দিন টিকবে না। লাখ-লাখ টাকা পানিতে  যাবে এবং ক্ষুদে শিক্ষার্থীরা এর সু-ফল বেশি দিন পাবে না। তাই সিডিউল অনুসারে ভবন নির্মানের দাবী জানান বিক্ষুদ্ধ এলাকাবাসী। এ ব্যাপারে প্রকল্পটি তদারকির দায়িত্বে থাকা ডিএসকের প্রকল্প ব্যাবস্থাপক মোঃ আব্দুস ছাত্তার বলেন, আমরা নির্মাণ কাজের দিকে সব সময় নজর রাখছি। ফলে অনিয়ম করার কোন সুযোগ নেই। এছাড়া ভবন নির্মান পরবর্তী ১০বছরের মধ্যে কোন সমস্যা দেখা দিলে সংশ্লিষ্ট ঠিকাদার পুনঃরায় তা কোন টাকা পয়সা ছাড়াই ঠিক করে দিতে বাধ্য বলে ডিএসকের সাথে চুক্তি আছে। তবে, স্থানীয়রা না বুঝে অভিযোগ করেছেন। জানতে চাইলে, ঠিকাদারী প্রতিষ্ঠানের পক্ষে মোঃ বশির আহম্মেদ বলেন, এই নির্মাণ কাজের মুল ঠিকাদার ডিএসকে তাই অনিয়মের বিষয়ে আমাদের কোন বক্তব্য নাই। অপরদিকে, এব্যাপারে জানতে  উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার মুঠোফোনে একাধিক বার  কল করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি ম-লির সদস্য এ্যাড. সাহারা খাতুনের মৃত্যুতে খুলনার নেতৃবৃন্দের শোক

খবর বিজ্ঞপ্তি

বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি ম-লির সদস্য ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এ্যাড. সাহারা খাতুন-এর মৃত্যুতে গভীর শোক, শোকাহত পরিবারের প্রতি সমবেদনা ও মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিবৃতি দিয়েছেন, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান এমপি, খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক, খুলনা জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শেখ হারুনুর রশীদ, খুলনা মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এ্যাড. সুজিত কুমার অধিকারী সহ আওয়ামী লীগের সকল স্তরের নেতৃবৃন্দ।

॥ শেখ হেলাল উদ্দিন এমপি’র শোক ॥

বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি ম-লির সদস্য ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এ্যাড. সাহারা খাতুন-এর মৃত্যুতে গভীর শোক, শোকাহত পরিবারের প্রতি সমবেদনা ও মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিবৃতি দিয়েছেন, বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন।

॥ সেখ সালাহ্ উদ্দিন জুয়েল এমপি’র শোক ॥

বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি ম-লির সদস্য ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এ্যাড. সাহারা খাতুন-এর মৃত্যুতে গভীর শোক, শোকাহত পরিবারের প্রতি সমবেদনা ও মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিবৃতি দিয়েছেন, খুলনা-২ আসনের সংসদ সদস্য সেখ সালাহউদ্দিন জুয়েল।

॥ এস এম কামাল হোসেনের শোক ॥

বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি ম-লির সদস্য ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এ্যাড. সাহারা খাতুন-এর মৃত্যুতে গভীর শোক, শোকাহত পরিবারের প্রতি সমবেদনা ও মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিবৃতি দিয়েছেন, বাংলাদেশ আওয়ামী লীগ কার্যনির্বাহী সংসদের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন।

খুলনা বিভাগে কোভিড রোগী সাড়ে ছয় হাজার ছাড়াল

স্টাফ রিপোর্টার

খুলনা বিভাগে ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৩৩৭ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে বিভাগে কোভিড-১৯-এ আক্রান্ত রোগীর সংখ্যা সাড়ে ছয় হাজার ছাড়াল। শুক্রবার খুলনা বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর এ তথ্য জানিয়েছে।

বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর জানায়, নতুন শনাক্ত ৩৩৭ জনের মধ্যে খুলনা জেলায় ১০৭ জন, বাগেরহাটে ৭, চুয়াডাঙ্গায় ২, যশোরে ১১৮, ঝিনাইদহে ১২, কুষ্টিয়ায় ৩৮, মাগুরায় ৪, নড়াইলে ১৮ ও সাতক্ষীরা জেলায় ৩১ জন রয়েছেন। এ নিয়ে বিভাগে কোভিড রোগীর সংখ্যা দাঁড়াল ৬ হাজার ৬০৬। এর মধ্যে মারা গেছেন ১১৪ জন। মারা যাওয়া লোকজনের মধ্যে খুলনা জেলায় ৪৩ জন, কুষ্টিয়ায় ১৯, যশোরে ১৪, নড়াইল ও মাগুরায় ৭ জন করে, মেহেরপুর ও ঝিনাইদহে ৬ জন করে, সাতক্ষীরায় ৫ জন, বাগেরহাটে ৪ ও চুয়াডাঙ্গায় ৩ জন রয়েছেন।

খুলনা বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক (প্রশাসন) মো. মনজুরুল মুরশিদ জানান, বিভাগে নতুন করে ১৭১ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে সুস্থ হলেন ২ হাজার ৪০১ জন। শনাক্ত বিবেচনায় বিভাগে সুস্থ হওয়ার হার প্রায় ৩৭ শতাংশ।

রিজেন্ট সাহেদের কঠিন শাস্তি চায় সাতক্ষীরাবাসী

সাতক্ষীরা প্রতিনিধি

করোনাকালে মানুষের সঙ্গে প্রতারণা করে লাখো-কোটি টাকা অনৈতিকভাবে আয় করার ঘটনায় মো. সাহেদ করিম ওরফে রিজেন্ট সাহেদের শাস্তি দাবি করেছে তার জন্মস্থান সাতক্ষীরার বাসিন্দারা। সাহেদের প্রতারণামূলক কর্মকা-ের দায় নিতে রাজি নন তারা। সাধারণ মানুষের পাশাপাশি জেলা আওয়ামী লীগ ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরাও সাহেদের অপকর্মের শাস্তি দাবি করেছেন।

জানা যায়, সাহেদের বাড়ি সাতক্ষীরা হলেও এ এলাকার লোকজন তাকে কম চিনতো। এসএসসির পর থেকেই সাহেদ ঢাকায় থাকতো, সাতক্ষীরায় আসতো কম। জেলার মানুষ তার বিষয়ে তেমন কিছুই জানতো না। টেলিভিশন টকশোতে তাকে দেখলেও নিজ জেলার মানুষ হিসেবে সাতক্ষীরার অনেকেই তাকে চিনতো না। তবে বাবা সিরাজুল করিম ও মা সাফিয়া করিম সাহেদের অনৈতিক কর্মকা- ও তার বিরুদ্ধে মামলার পাহাড় নিয়ে চিন্তিত ছিলেন। পরে তার মা মারা যাওয়ার পর বাবা সিরাজুল করিম শহরের প্রাণকেন্দ্র কামালনগরের করিম সুপার মার্কেট ও তাদের বসতভিটা ছিল বিক্রি করে স্থায়ীভাবে ঢাকায় চলে যান।

শহরের কামালনগরে বিক্রি হয়ে যাওয়া সাহেদের পুরোনো বাড়িএদিকে করোনা দুর্যোগের সময় অনিয়ম-দুর্নীতির মাধ্যমে সাধারণ মানুষের টাকা লুটপাটের ঘটনায় সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম সাহেদের কঠিন শাস্তির দাবি জানিয়েছেন। তিনি বলেন, স্বাস্থ্যসেবার নামে সাহেদ যেভাবে মানুষের সঙ্গে প্রতারণা করেছে, তা লজ্জাজনক। আইনের সর্বোচ্চ প্রয়োগের মাধ্যমে এ ধরনের প্রতারকের শাস্তি হওয়া উচিত।

এদিকে জেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক অ্যাড. ফাহিমুল কিসুল সাহেদের শাস্তি দাবি জানিয়ে বলেন, সাহেদ মানুষের সঙ্গে প্রতারণা করেছে। মানুষকে জিম্মি করে কোটি কোটি টাকা লুটপাট করেছে। স্বাস্থ্যসেবা ধ্বংস করে দিয়েছে বলে মন্তব্য করেন তিনি।

মাকে দেওয়া কথা রেখেছেন, ড্রাগন চাষে সফল রাসেল

ঝিনাইদহ প্রতিনিধি

চাহিদা বৃদ্ধি পাওয়ায় দেশে দিন দিন ড্রাগন ফলের চাষ বৃদ্ধি পাচ্ছে। দেশের বিভিন্ন এলাকায় এ ফলের চাষ হচ্ছে। এরমধ্যে শুধু কালীগঞ্জ উপজেলার দেড়শ’ বিঘা জমিতে ড্রাগন ফলের আবাদ হয়েছে। উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের শেখ রাসেল আহমেদ বাড়ির আঙিনায় প্রথম এ ফলের চাষ করেন। এখন মাঠেও আবাদ করেছেন। ভালো জাত চিনে চাষ করায় সফলতাও পেয়েছেন তিনি।

রাসেল জানান, তার বাড়ির আঙিনার আশপাশে ১৬ শতক জমিতে মেহগনিসহ বিভিন্ন প্রজাতির গাছ ছিল। ১৫ বছর আগে লাগানো এসব গাছ মাত্র এক লাখ টাকায় বিক্রি করা হয়। গাছগুলো কাটার সময় তার মা তাকে বাধা দেন। ওই সময় তিনি মাকে বলেন, ‘১৫ বছর আগে লাগানো সব গাছ বিক্রি করে দাম পাওয়া গেছে এক লাখ টাকা। আর আপনি আমাকে দোয়া করলে আমি প্রতি বছর আপনাকে ড্রাগন থেকে এক লাখ টাকা লাভ দেবো।’

এমন প্রতিশ্রুতি দেওয়ার পর গাছগুলো কাটা হয়। ২০১৯ সালে বাড়ির আঙিনার ১৬ শতক জমিতে প্রথমে ড্রাগন চাষ শুরু করেন রাসেল। একই সময়ে মাঠে আরও এক বিঘা জমিতে ড্রাগনের চাষ করেন তিনি। আঙিনাসহ মাঠের গাছে প্রচুর ফল ধরেছে। ইতোমধ্যে তিনি ৫০ হাজার টাকার ফল বিক্রি করেছেন। আরও প্রায় এক লাখ টাকার ফল বাজারজাত করার প্রক্রিয়া চলছে।

রাসেল জানান, ইউটিউব চ্যানেলে চাষের বিভিন্ন ভিডিও দেখে তিনি ড্রাগন চাষে উদ্বুদ্ধ হন। পরে প্রথমে বাড়ির আঙিনার ১৬ শতক জমিতে ও পরে মাঠে এক বিঘা জমিতে আবাদ শুরু করেন। চলতি বছর আরও এক বিঘা জমিতে ড্রাগনের চাষ করেছেন। সব মিলিয়ে তার এখন ড্রাগনের আবাদ আছে ২ বিঘা ১৬ শতক জমিতে।

তিনি আরও জানান, ড্রাগন চাষ করতে হলে প্রধানত তিনটি বিষয় মাথায় রাখতে হবে। সমস্যা, সমাধান ও সম্ভাবনা। এই তিনটি বিষয় মাথায় রেখে নতুন উদ্যোক্তারা কৃষিতে প্রবেশ করলে তারা লাভবান হবেন।  তিনি জানান, তার এক বিঘা জমিতে ২২০টি পিলার আছে। প্রতিটি পিলারের দাম পড়েছে ২২০ টাকা। পিলারগুলো বাইরে থেকে না কিনে নিজেই তৈরি করেছেন। এতে পিলার মজবুত হয়েছে। প্রতিটি পিলারের গোড়ায় ৪টি করে ড্রাগনের চারা রোপণ করা হয়েছে। এক বিঘায় ৮৮০টি চাষা রোপণ করেছেন। পিলার, টায়ার, চারা, সার, কীটনাশক, সেচ পরিচর্যা বাবদ এক বিঘা জমিতে তার প্রায় ২ লাখ টাকা খরচ হয়েছে। কেজিতে ৮-১০টি ফল হলে তার দাম কম। কেজিতে ৩-৪টি হলে দাম ভালো পাওয়া যায়। সুতরাং চারা লাগানোর সময় অবশ্যই কেজিতে সর্বোচ্চ ৪টি ফল হয় সে জাতের ড্রাগনের চারা লাগাতে হবে। এতে ফলের দাম ভালো পাওয়া যায়।

রাসেল বলেন, লাভ করতে চাইলে ভালো দাম দিয়ে চারা কিনতে হবে। ড্রাগন চাষে প্রথম বছরটায় বেশি খরচ হয়। এরপর থেকে আর তেমন কোনও খরচ নেই। আর একবার গাছ হলে একটানা ২০-২৫ বছর ফল পাওয়া যায়। আগে পাইকারি এক কেজি ড্রাগন ফল ৪০০-৫০০ টাকায় বিক্রি হতো। কিন্তু করোনার সময় বাজার দর ভালো পাওয়া যাচ্ছে না। বর্তমানে ২০০ থেকে আড়াইশ’ টাকা কেজি দরে পাইকারি হারে ফল বিক্রি হচ্ছে। চাষি যদি একশ’ টাকা করে ড্রাগন ফল বিক্রি করেন তাহলেও তার লাভ থাকবে।

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ জাহিদুল করিম বলেন, কালীগঞ্জ উপজেলায় প্রায় ৬০ জন কৃষক দেড়শ’ বিঘা জমিতে ড্রাগনের আবাদ করছেন। রাসেলের ড্রাগনের বাগান সম্পর্কেও জানতে পেরেছেন। যারা ড্রাগনের চাষ করছেন কৃষি বিভাগ তাদের কারিগরি সহায়তা দিচ্ছেন ও ফল বিক্রির ব্যবস্থা করে দিচ্ছেন।

বেনাপোল আমদানি পণ্যাগারে ১১ কোটি টাকা রাজস্ব ঘাটতি

বেনাপোল প্রতিনিধি

বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে আমদানি করা পণ্যের জন্য নির্ধারিত পণ্যাগার ভাড়ায় ধস নেমেছে। গেল ২০১৯-২০ অর্থ বছরে পণ্যাগার ভাড়া নির্ধারণ করা হয়েছিল ৯৫ কোটি ৮ লাখ টাকা। তার বিপরীতে আদায় হয়েছে ৮৪ কোটি ১৯ লাখ টাকা। অর্থ্যাৎ লক্ষ্যমাত্রার চেয়ে ১১ কোটি ৬ লাখ টাকার রাজস্ব কম আদায় হয়েছে। অর্থ বছরের এ সময়ের মধ্যে ভারত থেকে আমদানি হয়েছে ১৭ লাখ ৭৮ হাজার ৬২৮ মেট্রিক টন বিভিন্ন ধরনের পণ্য। এর আগে ২০১৮-১৯ অর্থবছর ভারত থেকে ১৮ লাখ ৩৬ হাজার ৯৫৩ মেট্রিক টন পণ্য আমদানি হয়।

বেনাপোল বন্দরের পরিচালক (ট্রাফিক) আব্দুল জলিলের কাছে রাজস্ব আদায়ের বিষয়টি জানতে চাইলে তিনি ১১ কোটি ৬ লাখ টাকা রাজস্ব ঘাটতির বিষয়টি নিশ্চিত করেছেন।

বন্দর সূত্রে জানা যায়, ভারত থেকে আমদানিকৃত পণ প্রথম অবস্থায় বেনাপোল বন্দরের ওয়্যারহাউজে (পণ্যাগারে) রাখা হয়। এসময় ওই সব আমদানি পণ্য রক্ষণাবেক্ষণ ও পণ্যাগার ভাড়া বাবদ বন্দর কর্তৃপক্ষ ব্যবসায়ীদের কাছ থেকে নির্ধারিত পরিমাণে রাজস্ব আদায় করে থাকে।

বেনাপোল সিঅ্যান্ডএফ স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান জানান, বেনাপোল বন্দরের বর্তমান ধারণ ক্ষমতা প্রায় ৫০ হাজার মেট্রিক টন। তবে এখানে সব সময় পণ্য থাকে প্রায় দেড় লাখ মেট্রিক টন। চাহিদার অনুপাতে জায়গা না থাকায় ভারত থেকে আমদানিকৃত মূল্যবান সামগ্রী রাখতে হয় খোলা আকাশের নিচে। এতে সুবিধাবঞ্চিত হয়ে অনেক ব্যবসায়ীরা এ বন্দর ছেড়ে বাণিজ্য করছেন অন্য বন্দরে। ফলে এ বন্দর কাঙ্ক্ষিত রাজস্ব অর্জনে ব্যর্থ হচ্ছে।

বেনাপোল আমদানি-রফতানিকারক সমিতির সভাপতি মহসিন মিলন বলেন, এ পথে রাজস্ব আয় বাড়াতে হলে বন্দরের অবকাঠামো উন্নয়ন বাড়াতে হবে। এছাড়া বন্দরে বার বার রহস্যজনক অগ্নিকা-ের ঘটনায় অনেক ব্যবসায়ী পুঁজি হারিয়ে পথে বসেছেন। বন্দর কর্তৃপক্ষ তাদের কোনও ক্ষতিপূরণ না দেওয়ায় তারা এ বন্দর ছেড়েছেন। বেনাপোল ট্রান্সপোর্ট মালিক সমিতির সাধারণ সম্পাদক আজিম উদ্দীন গাজী বলেন, পণ্য ছাড়করণের ক্ষেত্রে বৈধ সুযোগ সুবিধা নিশ্চিত না হওয়ায় আমদানি কমে যাওয়াও এর একটি কারণ। এতে রাজস্ব দিন দিন ঘাটতি হচ্ছে।

বেনাপোল বন্দর পরিচালক (ট্রাফিক) আব্দুল জলিল বলেন, করোনার কারণে প্রায় আড়াই মাস ধরে আমদানি বন্ধ ছিল। এজন্য রাজস্ব ঘাটতি হয়েছে। আর ইতোমধ্যে বেনাপোল বন্দরে অনেক অবকাঠামো উন্নয়ন হয়েছে। এছাড়া আরও যে উন্নয়ন প্রকল্প হাতে নেওয়া হয়েছে এর মধ্যে রয়েছে বন্দরে সিসি ক্যামেরা স্থাপন, উঁচু প্রাচীর নির্মাণ বন্দরের চারদিকে ও নতুন জায়গা অধিগ্রহণ। এসব উন্নয়নকাজ সম্পন্ন হলে বেনাপোল বন্দর বিশ্বের কাছে একটি আধুনিক বন্দর হিসাবে পরিচিতি পাবে। তখন আমদানি বৃদ্ধির পাশাপাশি রাজস্ব ও রাড়বে।

বেনাপোল বন্দর থেকে ভারতের কলকাতা শহরের দূরত্ব মাত্র ৮৩ কিলোমিটার। তিন ঘণ্টায় একটি পণ্যবাহী ট্রাক আমদানিকৃত পণ্য নিয়ে পৌঁছাতে পারে কলকাতা শহরে। ঠিক একই সময় কলকাতা থেকে পণ্যবাহী ট্রাক পৌঁছায় বেনাপোল বন্দরে। যোগাযোগ ব্যবস্থা সহজ হওয়ায় এ পথে ব্যবসায়ীদের আমদানি-রফতানি বাণিজ্যে আগ্রহ রয়েছে। দেশে স্থলপথে যে পণ্য আমদানি হয় তার ৭০ শতাংশ হয়ে থাকে বেনাপোল বন্দর দিয়ে।  প্রতিবছর এ বন্দর দিয়ে প্রায় ৬০ হাজার কোটি টাকার পণ্য আমদানি হয়ে থাকে। যা থেকে সরকার প্রায় ৫ হাজার কোটি টাকা রাজস্ব আয় করে। আমদানি পণ্যের মধ্যে শিল্পকারখানার কাঁচামাল, গার্মেন্টস, তৈরি পোশাক, কেমিক্যাল ও বিভিন্ন ধরনের খাদ্যসামগ্রী রয়েছে। তবে এপথে আমদানি কমলেও দিন দিন বাড়ছে রফতানি বাণিজ্য।

এছাড়া বেনাপোল বন্দর দিয়ে ভারতে প্রায় ৮ হাজার কোটি টাকা মূল্যের বিভিন্ন পণ্য রফতানি হয়ে থাকে। রফতানি পণ্যের মধ্যে পাট ও পাটজাত পণ্য, তৈরি পোশাক, কেমিক্যাল, টিস্যু, চালের কুঁড়া, মেহেগনী ফল, মাছ ও অক্সিজেনসহ প্রায় ৩০ প্রকারের পণ্য রয়েছে।

ধান-চাল সংগ্রহে নড়াইলে কৃষকদের সাড়া কম

নড়াইল প্রতিনিধি

ধান-চাল সংগ্রহে নড়াইল জেলা প্রশাসন ও খাদ্য বিভাগের পক্ষ থেকে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হলেও  কৃষকদের সাড়া কম। বাজারে ধানের মূল্য ভালো থাকায় তারা এবার গুদামে ধান দিতে খুব একটা আগ্রহী না। গত একমাসে নড়াইল জেলায় ৯.৮১ ভাগ ধান এবং ৫২.১৫ ভাগ চাল সংগ্রহ হয়েছে। ৪১ মিলারের মধ্যে ৭ জন তাদের চুক্তিবদ্ধ চাল দিয়েছেন। ১৪ মিলার এখনও পর্যন্ত এক ছটাক চালও দেয়নি।

জেলা খাদ্য নিয়ন্ত্রক কার্যালয় সূত্রে জানা গেছে, জেলার তিন উপজেলায় এবার মোট ৮ হাজার ৮১ মেট্রিক টন ধান এবং ৪ হাজার ৮৬ মেট্রিকটন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার পর্যন্ত ৭৯৩ মেট্রিক টন ধান এবং ২ হাজার ১৩১ মেট্রিকটন চাল সংগ্রহ সম্ভব হয়েছে। ৩১ আগস্ট পর্যন্ত এ ধান ও চাল সংগ্রহ করা হবে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এবার ধান-চাল সংগ্রহ অভিযানকে সফল করতে জেলা প্রশাসন এবং খাদ্য বিভাগ থেকে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। ইতোমধ্যে ৩ জন মিলার খাদ্য গুদামে তাদের চুক্তির শতভাগ চাল পূর্ণ করায় সোমবার (৭ জুলাই) সদর উপজেলা খাদ্য গুদাম চত্বরে জেলা প্রশাসক আনজুমান আরা ৩ জনকে সংবর্ধনা ও ক্রেস্ট উপহার দেন। এছাড়া  নড়াইল-২ আসনের এমপি মাশরাফি বিন মর্তুজা বাড়িতে বাড়িতে গিয়ে ধান কেনার ব্যবস্থা করেছেন। এক্ষেত্রে যাবতীয় পরিবহন খরচ তিনি নিজে বহন করছেন। কৃষকের বাড়িতে ট্রাক নিয়ে গিয়ে ধান ক্রয় করছে খাদ্য বিভাগ।

নড়াইল পৌরসভার ৩নং ওয়ার্ডের ভাটিয়া এলাকার কৃষক কোহিনুর রহমান, বিন্দু রহমান ও আরতি দাস জানান, এবার ধান বাজারে মণ প্রতি ৯৫০ থেকে একহাজার টাকা বিক্রি হচ্ছে। সরকার দাম দিচ্ছে একহাজার ৪০ টাকা। এর মধ্যে বহন খরচ আছে। এছাড়া ধান পরিষ্কার ও নির্দিষ্ট আদ্রতা ঠিক করতে গেলে লোকসান হয়ে যায়। এবার বাড়িতে এসে ধান নিয়ে গেছে বিধায় আমাদের তা পুষিয়ে গেছে।

জেলা খাদ্য নিযন্ত্রক শেখ মনিরুল হাসান জানান, এবারই প্রথম সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজার দেওয়া দু’টি ট্রাকে করে কৃষকের বাড়িতে গিয়ে সরকারিভাবে ক্রয় করা ধান খাদ্য গুদামে আনা হয়েছে এবং ধানের মূল্য হিসেবে কৃষকের বাড়িতে চেক প্রদান করা হয়েছে। ধান ও চাল সংগ্রহ সফল করতে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি।

সাহেদের দেশত্যাগ ঠেকাতে বেনাপোলে সতর্কতা জারি

বেনাপোল প্রতিনিধি

করোনাভাইরাসের চিকিৎসা নিয়ে প্রতারণা করা রিজেন্ট হাসপাতালের মালিক সাহেদ করিম ওরফে মোহাম্মদ সাহেদ যাতে কোনোভাবেই দেশ থেকে পালিয়ে যেতে না পারে সে জন্য যশোরের বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। বেনাপোল ও শার্শার বিভিন্ন সীমান্তেও সতর্ক রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে শুক্রবার (১০ জুলাই) সকাল থেকে সীমান্তে সতর্কতার বিষয়টি ইমিগ্রেশন কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।

জানা যায়, বেনাপোল ইমিগ্রেশন ও সীমান্ত পথে বিভিন্ন কৌশলে ভারতে যাওয়ার সুযোগ বেশি। তাই এ সীমান্ত পথ দিয়ে সাহেদ করিমের ভারতে পালিয়ে যাওয়ার সম্ভাবনাকে একেবারে উড়িয়ে দেয়া যায় না। তবে করোনার সময়ে এ সুযোগ একেবারে বন্ধ। তারপরও কর্তৃপক্ষ সীমান্তে সতর্ক রয়েছে।

বেনাপোল ইমিগ্রেশন ও সীমান্ত এলাকা ঘুরে পুলিশ ও বিজিবির নজরদারি ও সতর্কতা দেখা গেছে। তবে করোনাভাইরাসের সময় কোনো নাগরিককে ভারত যেতে দেয়া হচ্ছে না। কোনোভাবেই যাতে অবৈধভাবে কেউ সীমান্ত অতিক্রম করতে না পারে সে জন্য আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক রয়েছে

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান কবির বলেন, মামলা হওয়া আসামিরা এমনিতেই দেশত্যাগ করতে পারবে না। এছাড়াও বর্তমানে করোনাভাইরাসের জন্য আমরা কোনো বাংলাদেশি পাসপোর্ট যাত্রীকে ভারত যেতে দিচ্ছি না বা ভারত ইমিগ্রেশনও গ্রহণ করছে না। সাহেদ করিম যাতে দেশত্যাগ করতে না পারে সে জন্য আমাদের কাছে সতর্ক থাকার জন্য বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেলে একটি চিঠি এসেছে।

যশোর ৪৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল সেলিম রেজা ও খুলনা ২১ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মনজুর-ই-এলাহী জানান, অপরাধীদের অবৈধ পথে পালিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। অপরাধী যাতে কোনোভাবে সীমান্ত পথে অবৈধভাবে চলে যেতে না পারে সে জন্য বিজিবি সতর্ক থেকে দায়িত্ব পালন করছে।

ব্যক্তি মালিকানাধীন মহসেন জুট মিলের চুড়ান্ত পাওনা পরিশোধের দাবিতে বিক্ষোভ মিছিল ও শ্রমিক জনসভা

ফুলবাড়ীগেট(খুলনা) প্রতিনিধি

খুলনার শিরোমণি শিল্পাঞ্চলের ব্যক্তিমালিকানাধীন মহসেন  জুট মিলের  শ্রমিক কর্মচারীদের পিএফ, গ্রাচুইটি সহ  চুড়ান্ত পাওনা পরিশোধের দাবিতে ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে ১০ জুলাই শুক্রবার বিকাল ৪ টায় মিল এলাকায় বিক্ষোভ মিছিল শেষে মহসিন জুট মিলস শ্রমিক কলোনিতে শ্রমিক জনসভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন মোঃ এরশাদ আলী। বক্তৃতা করেন গোলাম রসুল খান, মোড়ল আব্দুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মাহাতাব উদ্দিন, কাগজী ইব্রাহিম, ইঞ্জিল কাজী, ডাঃ ফরিদ হোসেন, ক্বারী আছহাব উদ্দিন, আইছ উদ্দিন,সাহেব আলী, মোঃ হাসেম আলী, আমির মুন্সি, মঙ্গল, শাহজাহান , অমিত দত্ত প্রমুখ। সভায় নেতৃবৃন্দরা বলেন মিলটি বিগত  ২০১৩ সালের ২৩ শে জুন প্রথমে ৩৯০ দিন লে অফ এবং পরবর্তিতে ২০১৪ সালের ১৭ জুলাই  শ্রমিক কর্মচারীদেরকে শ্রম আইন অমান্য করে  এক নোটিশের মাধ্যমে ছাটাই করা হয় । ছাটাইয়ের ৭ বছর অতিবাহিত হলেও অদ্যবধি  শ্রমিক কর্মচারীদের যাবতীয় পাওনাদি পরিশোধ করা হয়নি। নেতৃবৃন্দ আরোও বলেন  আগামী ১৫ জুলাই বুধবার সকাল ১০ টায়  মহসেন জুট মিলের সামনে শ্রমিক কর্মচারীদের সন্তান ও পরিবারদের নিয়ে মানববন্ধন কর্মসূচী পালিত হবে এবং ১৬ জুলাই এর মধ্যে তাদের পাওনাদী পরিশোধ করা না হলে ১৭ জুলাই শুক্রবার শ্রমিক জনসভার মাধ্যমে মিল মালিকের বাসভবন ঘেরাও সহ কঠিন আন্দোলনের কর্মসূচী ঘোষনা করা হবে।

গিলাতলা ইউপি সদস্যের মামা’র মৃত্যুতে শোক

ফুলবাড়ীগেট(খুলনা) প্রতিনিধি

আটরা গিলাতলা ইউপি সদস্য হাফেজ গোলাম মোস্তফার মামা ও বিশিষ্ট সমাজ সেবক শেখ ইউসুফ আলী ৫ জুলাই রবিবার  সকাল সাড়ে ৫টায়  বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন। (ইন্নালি……..রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। তিনি ২ ছেলে ও ৩ মেয়েসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। রবিবার আছরবাদ গিলাতলা বাইতুল হামদ জামে মসজিদ মাঠ প্রাঙ্গণে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। জানাযায় উপস্থিত ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান আটরা গিলাতলা ইউপি চেয়ারম্যান আলহাজ¦ শেখ মনিরুল ইসলাম, শেখ আব্দুল মজিদ, অবসর: শিক্ষক মোল্যা মোজহার আলী, আলহাজ¦ মোফাজ্জেল হোসেন, শেখ হারুন অর রশিদ,হাসান মাহমুদ টিটু, অধ্যাপক মিয়া গোলাম কুদ্দুস, ইউপি সদস্য খান হাফিজুর রহমান, শেখ আব্দুল হক, মোল্যা হারুন অর রশিদ,গাজী সিরাজুল ইসলাম, গাজী মনির উজ জামান মনু, মোল্যা নূরুল ইসলাম, আলহাজ¦ শেখ রুহুল আমিন, শামিম হোসেন,ইউপি সদস্য নবীরুল ইসলাম রাজা,মাহমুদ হাসান, শেখ আব্দুস সালাম, শেখ হুমায়ুন কবির, শেখ জাকার হোসেন,খানজাহান আলী থানা সাংবাদিক ইউনিটি’র সভাপতি শেখ বদর উদ্দিন,গাজী মাকুল উদ্দীন, সাইফুল্লাহ তারেক, হাফেজ ওহিদুজ্জামান,গাজী মনিরুল ইসলাম প্রমুখ।

ন্যাপ ভাসানী’র সাবেক চেয়ারম্যান শেখ আনোয়ারুল হক-এর ৪র্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা

খবর বিজ্ঞপ্তি

ন্যাশনাল আওয়ামী পার্টিÑন্যাপ ভাসানী’ন সাবেক চেয়ারম্যান, বিশিষ্ট সমাজসেবক, খাদেম-এ মিল্লাত শেখ আনোয়ারুল হকের ৪র্থ ওফাত দিবস উপলক্ষ্যে খুলনা মহানগর ন্যাপ ভাসানীর উদ্যোগ শুক্রবার তাঁর রুহের মাগফেরাত কামনায় বিভিন্ন মসজিদে কুরআন তেওয়াত এবং যোহর বাদ দোয়া ও তিহারী বিতরণ করা হয়। পরবর্তীতে বিকেল ৫টায় ইসলামিয়া কলেজ রোডস্থ খুলনা মহানগরের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট শেখ ওবায়দুল হোসেনের বাসভবনে এবং তাঁর সভাপতিত্বে স্বাস্থ্যবিধি মেনে শারীরিক দূরত্ব বজায় রেখে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেনÑন্যাপ ভাসানী’র কেন্দ্রীয় সিনিয়র ভাইস চেয়ারম্যান ও খুলনা মহানগর সভাপতি শেখ ইকবাল আহমেদ, খুলনা মহানগর উপদেষ্টা বিশিষ্ট সমাজসেবক শেখ ফজলুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ মাসুম মির্জা, ন্যাপনেতা শেখ রিজওয়ান রিজু প্রমুখ। সভায় বক্তারা মরহুমের কর্মজীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। সভায় বর্তমান প্রাণিঘাতী মহামারী করোনায় দেশে তথা বিশ্বে যারা মৃত্যুবরণ করেছেন তাঁদের রুহের মাগফেরাত এবং আক্রান্তদের সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

ঝিনাইদহের আদর্শপাড়ায় জমিতে বাঁধ দিয়ে জলবদ্ধতার সৃষ্টি : ভোগান্তিতে এলাকাবাসী

ঝিনাইদহ প্রতিনিধি-

ঝিনাইদহ শহরের পৌর এলাকার আদর্শপাড়ার কবি সুকান্ত সড়ক সংলগ্ন (কৃষ্ণ নগর পাড়া) ডা. দুলাল কুমার চক্রবর্তী এর বাড়ির পেছনের মহল্লায় এক প্রভাবশালী ব্যক্তি তার বাস্ত জমিতে বাধ দিয়ে জলবদ্ধতার শিকার হয়েছেন ওই মহল্লাবাসী।

সরেজমিনে গিয়ে দেখা যায়, ওই মহল্লার রেজাউল করিমের বাড়ির পাশে সাইফুল ইসলাম শিমুলের বাড়ি। মহল্লার মধ্যে বৃষ্টির পানি নিষ্কাশনের একমাত্র পথ বাধ দেওয়ার কারণে মহল্লাবাসী রেজাউল করিমসহ একাধিক ব্যক্তির বাড়িতে একটু বৃষ্টি হলেই জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। এমনকি অনেকের ঘরের মধ্যে পানি প্রবেশ করতে দেখা গেছে। ঘটনাটি ঘটেছিল গত ২৮ জুন তারিখে।

এব্যাপারে স্থানীয় মহল্লাবাসী প্রভাবশালী সাইফুল ইসলাম শিমুল এর বাধ অপসারণ করার দাবি জানালে প্রতিবেশি রেজাউল করিমের উপর অতর্কিতভাবে হামলা করার চেষ্টা করে। সেসময় তার বাড়ির বারান্দার গেট গ্রিল ভাংচুর ও বিশাল নামের এক যুবকের শারীরিকভাবে লঞ্চিত করে এবং অকথ্য ভাষায় গালিগালাজ করে। যার ভিডিও ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম (ফেসবুক) ভাইরাল হয়েছে।

এ ঘটনার পর পৌর মেয়র সাইদুল করিম মিন্টুকে বিষয়টি জানালে তিনি তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিবেশ শান্ত করেন। পাশাপশি তিনি ড্রেন নির্মাণের আশ্বাস এবং বাধ অপসারণের নির্দেশ দেন।

এ ব্যাপারে ঝিনাইদহ সদর থানার ওসি তদন্ত এমদাদুল হক বলেন, ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক দেখা গেছে। তবে বাধ অপসারণের কথা বলা হয়েছে। পাশাপাশি যে বাড়িটি ভাংচুর হয়েছে তার সংস্কার করে দেওয়ার জন্য বিবাদী পক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু সে নির্দেশ অমান্য করে অদ্যবদি বাঁধ অপসারণ করেনি তারা।

গতকাল বৃহস্পতিবার রাতে পূনরায় বৃষ্টি হওয়ায় আবারও ওই এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়। ফলে ওই এলাকায় বসবাসকারী মানুষের চরম ভোগান্তি পোহাতে হয়। ভুক্তভোগিরা জানায়, এসমস্যা দ্রুত সমাধান না হলে যে কোন সময় ঘটে যেতে পারে বড় ধরনের দূর্ঘটনা। দূর্ঘটনা এড়াতে এলাকাবাসী প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

সাতক্ষীরার ভাদড়া সীমান্ত থেকে দুই কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী আটক

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরার ভাদড়া সীমান্ত এলাকা থেকে দুই কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটেলিয়নের (র‌্যাব) সদস্যরা। শুক্রবার দুপুরে সদর উপজেলার ভাদড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের উত্তর পাশে পাঁকা রাস্তার উপর থেকে তাকে আটক করা হয়।

আটক মাদক ব্যবসায়ীর নাম মান্নান হোসেন গাজী (২৮)। তিনি সদর উপজেলার ভবানীপুর গ্রামের আজগর আলী গাজীর ছেলে।

র‌্যাব জানায়, সদর উপজেলার ভাদড়া সীমান্ত এলাকায় কতিপয় ব্যক্তি মাদক দ্রব্য ক্রয়-বিক্রয় করার উদ্দেশ্যে অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তি র‌্যাব-৬ এর সাতক্ষীরা ক্যাম্পের অধিনায়ক সিনিয়র এ.এস.পি বজলুর রশিদের নেতৃত্বে একটি আভিযানিক দল সেখানে অভিযান চালায়। এ সময়  ভাদড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের উত্তর পাশে পাঁকা রাস্তার উপর থেকে উপর থেকে দুই কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী মান্নানকে হাতেনাতে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে একটি মোবাইল ফোন ও দুটি সিম কার্ড জব্দ করা হয়। র‌্যাব সাতক্ষীরা ক্যাম্পের অধিনায়ক সিনিয়র এ.এস.পি বজলুর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন।

হরিনাকুন্ডু দারিয়াপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম ও দুর্ণীতির অভিযোগ

ঝিনাইদহ প্রতিনিধি-

ঝিনাইদহের হরিনাকুন্ডু উপজেলার দারিয়াপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামছুর রহমানের বিরুদ্ধে ব্যাপক অনিয়ম ও দুর্ণীতির অভিযোগ উঠেছে।

প্রাপ্ত অভিযোগে জানা যায়, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন, প্রাইমারি শিক্ষা উন্নয়ন প্রোগ্রাম (পিইডিপি) মেরামত কাজ, স্কুলের বেঞ্চ বিক্রিসহ নানা বিধ অনিয়ম ও দুর্ণীতি করে চলেছেন তিনি। ২০২০ সালের ফেব্রুয়ারি মাসে স্কুলের ম্যানেজিং কমিটির মেয়াদ শেষ হওয়ার পর থেকে তিনি এই অনিয়ম শুরু করেন। এছাড়াও নতুন কমিটি গঠন নিয়ে বিভিন্নভাবে তালবাহানা করে যাচ্ছেন বলে অভিযোগ করেছেন এলাকাবাসী। অতি দ্রুত পূর্নাঙ্গ কমিটি গঠন, বিভিন্ন ধরণের অনিয়মের তদন্ত করে ওই প্রধান শিক্ষকের বিরুদ্ধে শাস্তির দাবি জানিয়েছে ভুক্তভোগি এলাকাবাসী।

স্কুল ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি ড্যানি আহমেদ জানান, কাজের যে বরাদ্ধ এসেছিল তা প্রধান শিক্ষক শামছুর রহমান নিজে ব্যাপক অনিয়ম করে আমার স্বাক্ষর জাল করে টাকা আত্মসাৎ করেছে। এছাড়াও তিনি স্কুলের ৪৫ টি বেঞ্চ এর লোহা বিক্রি করে কমিটির কাউকে না জানিয়ে টাকা আত্মসাৎ করেছেন। হরিনাকুন্ডু উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এস এম আব্দুর রহমানকে বিষয়টি মৌখিকভাবে জানিয়েছেন তিনি।

এ বিষয়ে কাপাসাটিয়া ইউনিয়নের  ৯ নং ওয়ার্ড সদস্য সোলাইমান হক উথান অভিযোগ করে বলেন, প্রধান শিক্ষক শামছুর রহমান স্কুল মেরামতের কাজ সিডিউল অনুযায়ি করেনি। এছাড়াও নিজের অপকর্ম ঢাকতে তার পছন্দের কমিটি গঠনের জন্য একের  পর এক এমপি মহোদ্বয়ের ডিও লেটার নিয়েও বিভিন্নভাবে তালবাহানা করে চলেছেন। তিনি আরও জানান, প্রধান শিক্ষকের এই অনিয়ম দূর্ণীতিতে এলাকার মানুষের মাঝে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। এ ব্যাপারে প্রধান শিক্ষক শামছুর রহমানের কাছে তার অনিয়ম দুর্ণীতির বিষয়ে জানতে চাইলে তিনি এই প্রতিবেদককে বলেন, স্কুলের কাজ ঠিকমত হয়েছে। ম্যানেজিং কমিটি গঠনের প্রক্রিয়া চলছে। সুবিধা বঞ্চিতরা আমার বিরুদ্ধে নানা জায়গায় মিথ্যাচার করছে। হরিনাকুন্ডু উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এস এম আব্দুর রহমান জানান, বিষয়টি মৌখিকভাবে শুনেছি। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দোষিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

পি আর এস প্রস্তুতি বিষয়ক ওয়ার্কশপ অনুষ্ঠিত

খবর বিজ্ঞপ্তি

বাংলাদেশ স্কাউটস খুলনা জেলা রোভারের ব্যবস্থাপনায় ১০ জুলাই, প্রেসিডেন্ট’স রোভার স্কাউট (পি.আর.এস) অ্যাওয়ার্ড অর্জন প্রস্তুতি বিষয়ক ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়। ভার্চুয়াল প্লাটফর্ম তড়ড়স অঢ়ঢ় এর মাধ্যমে সকাল ১০ টায় ওয়ার্কশপটি শুরু হয়। ওয়ার্কশপে ৬টি জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ৫৭ জন রোভার ও গার্ল-ইন-রোভার অংশগ্রহণ করে। উল্লেখ্য রোভার স্কাউটের নির্দিষ্ট সিলেবাস সমাপ্ত করে পরীক্ষায় উত্তীর্ণদের মহামান্য রাষ্ট্রপতি এই অ্যাওয়ার্ড প্রদান করেন। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জনাব আখতারুজ্জামান রিপন (জাতীয় কমিশনার-প্রোগ্রাম)। সেশন পরিচালনা করেন, শিকদার রহুল আমিন (এল,টি) ডি.আর.সি (ট্রেনিং) রোভার অঞ্চল, ড. কেএমএএম সোহেল (এল,টি) যুগ্ম সম্পাদক-রোভার অঞ্চল, এসএম মোস্তাফিজুর রহমান (এ,এল,টি), পিআরএস ও সম্পাদক নারায়ণগঞ্জ জেলা রোভার। ওয়ার্কশপটির সার্বিক তত্ত্বাবধান করেন, মো: মাহমুদ হোসেন, সম্পাদক খুলনা জেলা রোভার। এছাড়া খুলনা জেলার রোভার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আগামী ১১ জুলাই ২য় দিনের মাধ্যমে ওয়ার্কশপটি সমাপ্ত হবে বলে আশা করা হচ্ছে।

ইন্দুরকানীর উপজেলার সর্বজন শ্রদ্ধেয় সাবেক চেয়ারম্যান ইকরামুল করিব মজনু আর নেই

ইন্দুরকানী(পিরোজপুর)প্রধিনিধি

ইন্দুরকানী উপজেলার রুপকার ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব ইকরামুল কবীর মজনু তালুকদার (৭৫) ফুসফুস ও বার্ধক্য জনিত রোগে খুলনা ইসলামী ব্যাংক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি—–রাজেউন)। মৃত্যু কালে তিনি স্ত্রী,এক পালিত মেয়ে সহ তার ভাই,বোন,আত্মীয়স্বজনদের রেখে গেছেন। তিনি এ উপজেলায় বিএনপি সমর্থিত প্রথম উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন । এর আগে তিনি এ উপজেলার পত্তাশী ইউনিয়ন পরিষদের ২ বারের চেয়ারম্যান ছিলেন । তিনি ইন্দুরকানী সরকারি কলেজের প্রতিষ্ঠাতা,সেতারা স্মৃতি মাধ্যমিক বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক, এফ.করিম আলিম মাদ্রাসা প্রতিষ্ঠাতা ও বর্তমান মাদরাসায় ম্যানেজিং কমিটির সভাপতি সহ এ উপজেলা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ইন্দুরকানী থানা ও উপজেলা পরিষদ প্রতিষ্ঠায় ও সামাজিক কর্মকান্ডে অবদান রেখে গেছেন

তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জেপি চেয়ারম্যান ও পিরোজপুর-২ আসনের (ইন্দুরকানী, ভান্ডারিয়া, কাউখালী) এমপি সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু, ইন্দুরকানী উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড এম মতিউর রহমান,সাবেক উপজেলা চেয়ারম্যান মাসুদ সাঈদী,ইন্দুরকানী প্রেস কাবের সভাপতি মোঃ আজাদ হোসেন বাচ্চু ।

ব্যক্তি উদ্যোগে কাঁচা রাস্তা সংস্কার

আনোয়ার হোসেন,মণিরামপুর

বর্ষা মৌসুমে যে কাঁচা রাস্তায় হাঁটার কথা শুনলে চোখে পানি আসে পথচারীদের। যেই কাঁদার স্থানে আসলে পার হওয়ার সময় খানিক দাঁড়িয়ে ভাবেন পথিক; সেই কাঁচা রাস্তায় পথচারীদের ভোগান্তি কমাতে এগিয়ে আসলেন হারুন অর রশীদ নামে উপজেলা কৃষকলীগের এক নেতা। শুক্রবার (১০ জুলাই) সকালে নিজ অর্থায়নে তিনি ট্রাকভর্তি ইট এনে নিজ হাতে রাস্তায় বিছিয়ে দেন। ইট বিছানোর কাজে স্কুল শিক্ষক দেবাশীষ বিশ্বাসসহ স্থানীয় অনেকেই অংশ নেন। মণিরামপুর উপজেলার মাহমুদকাটি গ্রামে জিয়ার বাড়ির সামনে থেকে ছবিউল্লাহর দোকান পর্যন্ত এক কিলোমিটারের বেশি কাঁচা রাস্তা বর্ষা মৌসুমে কাঁদায় ভরে যায়। একটু বৃষ্টি হলেই রাস্তাটি চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। বহুবছর ধরে রাস্তাটি সংস্কারের দাবি এলাকাবাসীর থাকলেও জনপ্রতিনিধি বা সমাজপতিদের কেউ এগিয়ে আসেননি। একপর্যায়ে ক্ষোভ প্রকাশ করতে দুই বছর আগে এই রাস্তায় এলাকাবাসী ধানের চারা রোপন করেন। তারপরও ফল আসেনি। অবশেষে এলাবাসীর ভোগান্তি কমাতে সেই রাস্তাটি সংস্কারের উদ্যোগ নেন উপজেলা কৃষকলীগের সহ সভাপতি মাহমুদকাটি গ্রামের বাসিন্দা হারুন অর রশীদ। তিনি নিজ খরচে ট্রাকভর্তি ইট এনে নিজ হাতে রাস্তায় বিছিয়ে দেন। এরআগেও করোনা দুর্যোগের শুরুতে তিনি ৭৫-৮০ হাজার টাকা দুস্থদের মাঝে বিলিয়েছেন। স্থানীয় ভ্যান চালক শাহাজান বলেন, বর্ষার সময় এই রাস্তায় ভ্যান পার করতি খুব কষ্ট হয়। এবার কষ্ট কিছুটা কমবেনে।

কলেজ ছাত্র আলাউদ্দিন জানায়, এই রাস্তা দিয়ে মাহমুদকাটি ও রঘুনাথপুর গ্রামের বহু শিক্ষার্থী স্কুল কলেজে যাতায়াত করে। বৃষ্টির সময় আসলে প্রায়ই বইখাতা নিয়ে আমাদের কাঁদায় পড়তে হয়েছে।

স্বেচ্ছায় রাস্তা সংস্কারকারী হারুন অর রশীদ বলেন, এই রাস্তাটা বহুদিন ধরে অবহেলিত। রাস্তাটি সংস্কারে কাউকে এগিয়ে আসতে দেখিনি। নাম ছড়ানোর জন্য নয়; শুধু জনগণের কথা ভেবে আমি রাস্তাটি সংস্কারের উদ্যোগ নিয়েছি।

ফুলতলায় ছাত্রদলের শোক প্রকাশ

ফুলতলা প্রতিনিধি

জাতীয়তাবাদী ছাত্রদল খুলনা জেলা সাংগঠনিক সম্পাদক গাজী সহিদুল ইসলামের মাতা’র মৃত্যুতে গভীর শোক প্রকাশ, শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন এবং তার আত্মার মাগফেরাত কামনা করে বিবৃতি প্রদান করেছেন ছাত্রদলের ফুলতলা উপজেলা শাখার নেতৃবৃন্দ। বিবৃতিদাতারা হলেন জেলা সহসংগঠনিক সম্পাদক মেহেদী হাসান শিপলু, উপজেলা যুগ্ন আহবায়ক যথাক্রমে আসাদুজ্জামান জুয়েল, এস এম রিফাত হাসান, আলীমুল শেখ, মোতালেব হোসেন তারেক, গাউসুল আজম, সাগর গাজী, রাসেল শেখ, সদস্য আবির হোসেন, রাকিবুল ইসলাম, নাজমুল হুদা, হাসিব হোসেন, হাফিজুর রহমান, সোহেল রানা, কিবরিয়া হোসেন, হাসান গাজী প্রমুখ।

নৌকার সরকার ক্ষমতায় থাকলে দেশের মানুষ স্বস্তি আর শান্তিতে বসবাস করতে পারে: শাহীন চাকলাদার

কেশবপুর প্রতিনিধি,

কেশবপুর সংসদীয় আসনে উপ-নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী ও যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার বলেছেন, দেশের শতকরা ৮০ ভাগ মানুষ বিশ্বাস করে নৌকার সরকার রাষ্ট্র ক্ষমতায় থাকলে দেশের মানুষ স্বস্তিতে থাকে শান্তিতে থাকে, পরিবার-পরিজনকে নিয়ে ভালোমন্দ খেয়ে বসবাস করতে পারে, দেশে ব্যাপক উন্নয়ন হয়। আওয়ামী লীগ যদি ঐক্যবদ্ধ থাকে, আওয়ামী লীগ যদি শক্তিশালী হয়, তবে সরকারও শক্তিশালী হয়। ঐক্যের কোন বিকল্প নাই। নেত্রীর দেওয়া নৌকা আগামী ১৪ জুলাই বিপুল ভোটের মাধ্যমে বিজয়ী করতে হবে।

তিনি আরো বলেন, বিএনপি, জাতীয় পার্টি দেশের ক্ষমতায় ছিল, কিন্তু তারা দেশের মানুষের কল্যাণে কোন কাজ করেনি। যে কারণে দেশে মানুষ এখন এক ধারায় ফিরে এসেছে। তারা নৌকার বাইরে কেউ ভোট দিতে চায় না। ভোট না থাকার কারণে বিএনপি এই উপ-নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে। যে ষড়যন্ত্র কখনই সফল হবে না। আগামী ১৪ জুলাই বিপুল ভোটের মাধ্যমে নৌকাকে বিজয়ী করে ভোটাররা বিএনপির ষড়যন্ত্রের উপযুক্ত জবাব দিবে।

বৃহস্পতিবার বিকাল থেকে সন্ধ্যারাত পর্যন্ত সাগরদাঁড়ী ইউনিয়নের কাস্তা বাজার, চিংড়া বাজার ও  সাগরদাঁড়ী বাজার এবং হাসানপুর ইউনিয়নের  ইউনিয়ন বগা মোড় ও  হাসানপুর বাজারে পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। উক্ত পথসাভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন যশোর জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও বেনাপোল পৌর সভার মেয়র আশরাফুল আলম লিটন, কেশবপুর উপজেলা চেয়ারম্যান যুদ্ধাহত বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম, যশোর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহিত কুমার নাথ, মণিরামপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান নাজমা খানম, কেশবপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান এইচ এম আমির হোসেন, সাধারণ সম্পাদক গাজী গোলাম মোস্তফা, সাংগঠনিক সম্পাদক ও সাগরদাঁড়ী ইউপি সুযোগ্য চেয়ারম্যান কাজী মুস্তাফিজুল ইসলাম মুক্ত, সাংগঠনিক সম্পাদক শেখ এবাদত সিদ্দিক বিপুল, সাগরদাঁড়ী ইউপির সাবেক চেয়ারম্যান শাহাদাৎ হোসেন, উপজেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক এস এম বাবর আলী, পৌর আওয়ামী লীগনেতা ইকবাল খান, সাগরদাঁড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, হাসানপুর ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক ওবায়দুর রহমান ওহাব, শহিদুজ্জামান শাহীন, জি এম আলতাফ হোসেন, কেশবপুর উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক কাজী আজাহারুল ইসলাম মানিক, যুগ্ম-আহ্বায়ক হাবিবুর রহমান খান মুকুল প্রমুখ।