ডিপিএল দিয়ে ফিরবে ক্রিকেট

3
Spread the love

ক্রীড়া প্রতিবেদক

করোনাভাইরাসের কারণে দীর্ঘ চার মাস পর ইংল্যান্ডে ক্রিকেট ফিরেছে। অনেক ক্রিকেট খেলুড়ে দেশগুলো অভ্যন্তরীণ ক্রিকেটের সূচনা ঘটিয়েছে। কিন্তু উল্টো চিত্র বাংলাদেশে। ক্রিকেট তো দূরে করোনা পরিস্থিতির জন্য অনুশীলনে নামতে পারছে না ক্রিকেটাররা। ক্রিকেট বন্ধ থাকায় বিপাকে পড়েছে প্রথম শ্রেণির লিগ খেলা ক্রিকেটাররা।
খেলোয়াড়দের অর্থ সংকটের কথা মাথায় রেখে ক্রিকেট ফেরাতে কোয়াবের বৈঠক হয়েছে। যেখানে সিদ্ধান্ত এসেছে দেশের অবস্থা স্বাভাবিক হলে সর্বপ্রথম ডিপিএল দিয়েই ফিরবে ক্রিকেট। এছাড়া কাবগুলোকে ক্রিকেটারদের চুক্তির ৫০ শতাংশ অর্থ পরিশোধের নির্দেশনা দিয়েছে কোয়াব। করোনা প্রভাবে মাত্র এক রাউন্ড মাঠে গড়ানোর পরই স্থগিত হয়ে যায় ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ (ডিপিএল) দেশের পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় লিগ আয়োজনতো দুরের কথা অনুশীলনই শুরি করতে পারেনি ক্রিকেটাররা। ঘরোয় লিগই আয়ের মূল উৎস এমন ক্রিকেটাররা করোনার সাথে মানিয়ে নিয়ে মাঠে নামতে রাজি। আর এ কারণেই ক্রিকেটার্স ওয়েলফেয়ারে অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) এর সাথে বৈঠকে বসে তারা। ডিপিএলের বাকি অংশ দিয়েই যেন ঘরোয়া লিগ ফেরানো হয় বিসিবির কাছে সেই দাবিই করছে তারা। এদিকে নিয়মানুসারে লিগ শুরুর আগে চুক্তির ৫০ শতাংশ অর্থ পাওয়ার কথা থাকলেও সেটি পায়নি বেশিরভাগ ক্রিকেটার। লিগ শুরু আগে সেই অর্থ বুঝিয়ে দেওয়ার দাবিও ছিল ক্রিকেটারদের। একদিন পরই ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম) কাবগুলোকে নির্দেশ দিয়েছে ৫০ শতাংশ অর্থ ক্রিকেটারদের বুঝিয়ে দিতে। মাঠে ফেরার মত অবস্থা তৈরি হওয়ার ১৫ দিনের মধ্যেই লিগ শুরু হতে পারে তাই সেভাবেই ক্রিকেটারদের প্রস্তুত রাখতে বলা হয়েছে কাবগুলোকে। বিকল্প ভেন্যু হিসেবে কক্সবাজার ও বিকেএসপিতে যথাযথ নিরাপত্তা মেনে ম্যাচ আয়োজনের ভাবনাও আছে তাদের।
৮ জুলাই এক সংবাদ বিজ্ঞপ্তির বরাত দিয়ে সিসিডিএম চেয়ারম্যান কাজী ইনাম বলেন, ‘গতকাল আমি কোয়াবের সভায় উপস্থিত ছিলাম যেখানে বেশ কিছু জাতীয় দল ও প্রথম শ্রেণির ক্রিকেটারও ছিল্ আমরা ডিপিএল শুরুর সম্ভাব্য সময় নিয়ে কথা বলছি। এই মুহূর্তে আমরা কোন নির্দিষ্ট তারিখ বলতে পারি না। তবে চাই কাবগুলো যেন ক্রিকেটারদের ফিটনেস বজায় রাখতে নিয়মিত যোগাযোগ রাখে। পরিস্থিতি স্বাভাবিক হলে কাবগুলো যেন ১৫ দিনের নোটিশে লিগ শুরুর জন্য প্রস্তুত থাকতে পারে।’ ইনাম আরো বলেন, ‘আমি কক্সবাজার ও বিকেএসপিকে বিকল্প ভেন্যু হিসেবে পরামর্শ দিয়েছি। এবং সব খেলোয়াড় ও কাব মডারেটর থাকার ব্যবস্থা তার যাবে সেখানেই। এদিকে ব্রাদর্স ইউনিয়ন ও পারটেক্স খেলোয়াড়রা আর্থিক শঙ্কার কথা জানিয়েছে, এখনো তারা কোন অর্থ পায়নি। এবার সরাসরি চুক্তিতে কাবগুলো ক্রিকেটার দলে নেওয়া সত্ত্বেও লিগ শুরুর আগেই ৫০ শতাংশ অর্থ প্র্রদানের নির্দেশ দিয়েছে সিসিডিএম।’
ডিপিএল দিয়েই দেশের ক্রিকেট ফিরবে বলে জানিয়েছেন কাজী ইনাম। তিনি বলেন, ‘আমরা আশা করি দেশে পুনরায় ক্রিকেট ফিরবে ডিপিএলের মাধ্যমে। আর এটা আমাদের বোর্ড সভাপতিও এর আগে কয়েকবার বিভিন্ন আলোচনায় বলেছে।’

ম্যানচেস্টার সিটির গোল উৎসব

ক্রীড়া প্রতিবেদক

প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন লিভারপুলকে নাস্তানাবুদ করার পর সাউদাম্পটনের কাছে অনাকাঙ্ক্ষিতভাবে হেরে যায় ম্যানচেস্টার সিটি। তবে পরের ম্যাচেই রীতিমত গোল উৎসব করে জয়ের ধারায় ফিরেছে পেপ গার্দিওলার শীষ্যরা। বুধবার নিজেদের মাঠ ইতিহাদে নিউক্যাসল ইউনাইটেডকে ৫-০ গোলের বিধ্বস্ত করেছে দলটি।
নিজেদের মাঠে একক রাজত্ব করেছে ম্যানসিটির ফুটবলাররা। ম্যানসিটির পক্ষে গ্যাব্রিয়েল জেসুস, রিয়াদ মাহরেজ, ডেভিড সিলভা ও রাহিম স্টার্লিং একটি করে গোল করেছেন। অন্য গোলটি এসেছে আত্মঘাতী থেকে। প্রথমার্ধের ১০ মিনিটেই ম্যাচের লাগাম টেনে ধরেন ম্যানসিটি ফরোয়ার্ড জেসুস। বাঁ দিক থেকে সিলভার বাড়ানো বল ছোট ডি-বক্সের সামনে থেকে সহজেই জালে পাঠান এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। ২১তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন মাহরেজ। ডি-বক্সের ভেতর বাঁ দিকে বাইলাইনের কাছাকাছি থেকে কেভিন ডে ব্রুইনে কাটব্যাক করলে মাহরেজ বাঁ পায়ের শটে জাল খুঁজে নেন।
বিরতির পর ৫৮তম মিনিটে নিউক্যাসলের ভুলে স্কোরলাইন ৩-০ হয়। বল নিয়ে ডি-বক্সের ভেতরে ঢুকে পড়েছিলেন জেসুস। কিয়ার করতে গিয়ে নিজেদের জালে জড়িয়ে দেন ডিফেন্ডার ফেদেরিকো ফের্নান্দেস। ৬৪তম মিনিটে অসাধারণ এক ফ্রি-কিকে দলের চতুর্থ গোল করেন সিলভা। ডি-বক্সের একটু সামনে থেকে বাঁ পায়ের শটে রক্ষণ দেয়ালের ওপর দিয়ে ঠিকানা খুঁজে নেন এই স্প্যানিশ মিডফিল্ডার। শেষ মুহূর্তের যোগ করা সময়ে ৫ম গোলটি করেন জেসুসের বদলি নামা স্টার্লিং। সিলভার পাস থেকে দূরের পোস্ট দিয়ে ঠিকানা খুঁজে নেন এই ইংলিশ মিডফিল্ডার।
লিগের ৩৪ ম্যাচে ২২ জয় ও তিন ড্রয়ে ৬৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে ম্যানসিটি। সর্বশেষ দুই মৌসুমের চ্যাম্পিয়নরা এরই মধ্যে চলতি মৌসুমে শিরোপা হারিয়েছে। সমান ম্যাচে ৯২ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা লিভারপুলের শিরোপা নিশ্চিত হয়ে গেছে আগেই।

বিসিবি সভাপতির সফল অস্ত্রোপচার

ক্রীড়া প্রতিবেদক

সুচিকিৎসার উদ্দেশে প্রোস্টেট জনিত জটিলতা নিয়ে লন্ডনে গেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। পূর্ব পরিকল্পনা অনুযায়ী বুধবার সাড়ে ১১টায় তার সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। এই মুহূর্তে বিসিবি সভাপতি সুস্থ আছেন বলে জানিয়েছেন, মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস।
জালাল ইউনুস বলেছেন, ‘সফলভাবে বোর্ড সভাপতির অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। এই মুহূর্তে তিনি সম্পূর্ণ সুস্থ আছেন। তার সঙ্গে আমাদের আরেক পরিচালক ইসমাইল হায়দার মল্লিকও আছেন। মল্লিক জানিয়েছেন, অস্ত্রোপচার সফল হয়েছে। চিন্তার কোনও কারণ নেই।’ গত ২১ জুন ইংল্যান্ডের উদ্দেশে দেশ ছাড়েন নাজমুল। কিন্তু করোনার কারণে এতদিন অস্ত্রোপচার করাতে পারেননি। বাংলাদেশ থেকে লন্ডনে যাওয়ার পর বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে ছিলেন ৫ জুলাই পর্যন্ত। এর পরেই শুরু হয় তার চিকিৎসা। সব প্রক্রিয়া শেষে বুধবার রাতে তাকে চিকিৎসকের ছুরির নিচে যেতে হয়।

অসহায়দের খাদ্য সহায়তা দিলো বাফুফে

ক্রীড়া প্রতিবেদক

মহামারি করোনাভাইরাসের কারণে অসহায় হয়ে পড়েছে শ্রমজীবী মানুষ। প্রায় দুই মাসের ও বেশি দুস্থ মানুষদের ‘একবেলা খাবার’ দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। এবার আবারো সেই সহায়তা দিলো ফুটবলের অভিভাবক সংস্থা।
গতকাল বৃহস্পতিবার দুপুরে মতিঝিলের বাফুফে ভবনের প্রধান ফটকের সামনে খাদ্য সহায়তা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাফুফে সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ ও বাফুফে হেড অব মিডিয়া আহসান আহমেদ অমিত। ইয়ংম্যান্স কাবের চেয়ারম্যান ও আর কিউ ফাউন্ডেশন সাধারণ সম্পাদক সৈয়দ রেজাউল করিমের পৃষ্ঠপোষকতায় প্রায় ৩০০ মানুষের হাত এ খাদ্য সহায়তা তুলে দেয়া হয়।

১১৫০ অস্বচ্ছল ক্রীড়াবিদ পাবেন মাসিক ভাতা

ক্রীড়া প্রতিবেদক

আর্ত মানুষের পাশে থাকছে বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশন। ২০১৯-২০২০ অর্থবছর থেকে ১১৫০ অস্বচ্ছল ক্রীড়াবিদকে মাসিক ক্রীড়া ভাতা প্রদান করবে তারা। প্রত্যেক ক্রীড়াসেবী বা তাদের পরিবার মাসিক ভাতা হিসেবে ২,০০০ টাকা হারে বছরে ২৪,০০০ টাকা পাবে।
গতকাল বৃহস্পতিবার দুপুরে জাতীয় ক্রীড়া পরিষদের সম্মেলন কক্ষে বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশনের বোর্ড সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশনের চেয়ারম্যান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এম পি। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল জানান, স্বাধীনতার পরই অস্বচ্ছল ক্রীড়াবিদ ও ক্রীড়া সংগঠকদের কল্যাণার্থে এ ফাউন্ডেশনটি গড়ে তুলেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। জাতির পিতার স্মৃতি বিজড়িত এ ফাউন্ডেশনটি সবসময় ক্রীড়াবিদদের পাশে রয়েছে। আমরা করোনা ভাইরাস মহামারী চলাকালে ৫০ জন অস্বচ্ছল খেলোয়াড়, ক্রীড়াসেবীকে ১০ হাজার টাকা হারে মোট পাঁচ লক্ষ টাকা দিয়েছি। তাছাড়াও এ অর্থ বছরে ১১৫০ জন অস্বচ্ছল ক্রীড়াবিদকে মাসিক ক্রীড়া ভাতা প্রদানের সিদ্ধান্ত হয়েছে। আমরা অচিরেই এ অর্থ ক্রীড়াবিদদের হাতে তুলে দিব।’

এশিয়া কাপ বাতিল

ক্রীড়া প্রতিবেদক

করোনা সংক্রমণের জেরে বাতিল হয়ে গেল এশিয়া কাপ। বুধবার ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতি সৌরভ গাঙ্গুলী নিশ্চিত করেছেন এই খবর। তিনি বলেছেন, ‘সেপ্টেম্বরে এশিয়া কাপ হওয়ার কথা ছিল। কিন্তু তা বাতিল করা হয়েছে।’
এশিয়া কাপ আয়োজনে এবার মরিয়া ছিল পাকিস্তান। শ্রীলঙ্কায় এই টুর্নামেন্ট আয়োজন করার চেষ্টা চালাচ্ছিল আয়োজক পিসিবি। এদিকে টি-২০ বিশ্বকাপও প্রায় বাতিল হওয়ার পথে। এশিয়া কাপে গত দুই আসরেই ফাইনাল খেলে বাংলাদেশ। কিন্তু দুইবারই ভারতের কাছে হেরে যায় টাইগাররা।

দুই পেসারেই শেষ ইংল্যান্ডের প্রথম ইনিংস

ক্রীড়া প্রতিবেদক

সাউদম্পটন টেস্টের দ্বিতীয় দিনে হোল্ডার দেখালেন, তিনি নিজের দিনে কি করতে পারেন। আগুনে বোলিংয়ে ইংল্যান্ডের ব্যাটসম্যানদের কাঁদিয়ে ছাড়লেন। করলেন ক্যারিয়ারসেরা বোলিং। সঙ্গে শেনন গ্যাব্রিয়েলও কম গেলেন না। দুই পেসারের বিধ্বংসী বোলিংয়েই মাত্র ২০৪ রানে গুটিয়ে গেল ইংল্যান্ডের প্রথম ইনিংস।
টেস্টের প্রথম দিন বৃষ্টির কারণে খেলা হয়েছিল মাত্র ১৭.৪ ওভার। তাই বোঝা যাচ্ছিল না, করোনা-বিরতির পর বিপদে পড়বেন কারা-বোলার নাকি ব্যাটসম্যান? তবে দ্বিতীয় দিনে এসে মনে হচ্ছে, করোনার ধাক্কা সবচেয়ে বেশি গায়ে লাগবে ব্যাটসম্যানদেরই। ঘরের মাঠে খেলা, তারপরও ওয়েস্ট ইন্ডিজের বোলারদের সামনে রীতিমত ধুঁকেছেন ইংলিশ ব্যাটসম্যানরা। কেউ হাফসেঞ্চুরিও করতে পারেননি। দলের পে সর্বোচ্চ ৪৩ রান করেন অধিনায়ক বেন স্টোকস। তার উইকেটটিও নিয়েছেন প্রতিপ অধিনায়ক হোল্ডার।

ক্রিকেট ফিরছে ১৪ জুলাই

ক্রীড়া প্রতিবেদক

দীর্ঘ চার মাসের বিরতি শেষে ক্রিকেট ফিরতে যাচ্ছে শ্রীলঙ্কয়ও। বুধবার দেশটির ক্রিকেট বোর্ড এমন তথ্য নিশ্চিত করেছে। সামনের সপ্তাহের মঙ্গলবার (১৪ জুলাই) থেকে শুরু হবে দেশটির ঘরোয়া ক্রিকেট টুর্নামেন্ট। তবে ক্রিকেটার এবং অফিসিয়ালদের সুরক্ষার কথা বিবেচনা করে দর্শকশূন্য মাঠে ম্যাচ আয়োজনের পরিকল্পনা নিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট।
মার্চে দেশটিতে করোনা বিপর্যয় শুরু হওয়াতে স্থগিত হয়ে যায় ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট ইন্টার কাব। এখন করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসায় স্থগিত হয়ে যাওয়া ইন্টার কাব টি-টোয়েন্টি টুর্নামেন্ট দিয়েই দেশটিতে খেলা ফেরাতে চাইছে লঙ্কান ক্রিকেট বোর্ড। এদিকে খেলা মাঠে ফেরালেও করোনা পরিস্থিতি নিয়ে সচেতন লঙ্কান ক্রিকেট বোর্ড জানিয়েছে, পুরো টুর্নামেন্ট দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী চলবে। যাতে ক্রিকেটার এবং অফিসিয়ালদের সুরক্ষা নিয়ে কোনো প্রশ্ন না ওঠে।

পাকিস্তানের জার্সিতে থাকবে আফ্রিদি ফাউন্ডেশনের লোগো

ক্রীড়া প্রতিবেদক

কোমল পানীয় প্রস্তুতকারী প্রতিষ্ঠান পেপসির সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর পাকিস্তান ক্রিকেট দলের এখন নেই কোন স্পন্সর। ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন সিরিজের জন্য যে অনুশীলন চলছে বাবর আজম, আজহার আলীদের; সেই জার্সিতে নেই কোনো স্পন্সরের লোগো।
এখনও পর্যন্ত কোনো স্পন্সরের খোঁজ পায়নি পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। একটি প্রতিষ্ঠান আগ্রহ দেখিয়েছে কিন্তু তারা প্রস্তাব করেছে পেপসির মাত্র ৩০ শতাংশ অর্থ। এত ক্ষতি করে চুক্তি করতে রাজি নয় পিসিবি। তাই তারা অপেক্ষা করতেই রাজি। এর মাঝেই জানা গেলো, ইংল্যান্ড সফরের তিন টেস্ট ও তিন টি-টোয়েন্টিতে পাকিস্তান দলের জার্সিতে থাকবে দেশটির সাবেক অধিনায়ক শহিদ আফ্রিদির ফাউন্ডেশনের লোগো। পিসিবির চ্যারিটি পার্টনার হওয়ায় এ সুযোগটি পাচ্ছেন আফ্রিদি।

রেকর্ড গড়তে আর ৯ পয়েন্ট প্রয়োজন লিভারপুলের

ক্রীড়া প্রতিবেদক

সাত ম্যাচ হাতে রেখে শিরোপা উদযাপন করা হয়ে গেছে। এবার লক্ষ্য রেকর্ড পয়েন্ট সংগ্রহ করে নিজেদের শ্রেষ্ঠত্বের প্রমাণ দেওয়ার। বলছি লিভারপুলের কথা।
প্রিমিয়ার লিগ শিরোপা জেতার তিন দশকের আক্ষেপ চলতি মৌসুমে ঘুচিয়েছে লিভারপুল। বুধবার রাতে ব্রাইটনকে ৩-১ গোলে হারিয়ে চলতি মৌসুমের ৩০তম জয় তুলে নিয়েছে। ইতিমধ্যে এই জয়ে ৩৪ ম্যাচ শেষে প্রিমিয়ার লিগের শীর্ষ দলের মোট পয়েন্ট দাঁড়ালো ৯২। হাতে ম্যাচ আছে আর ৪টি। প্রিমিয়ার লিগের ইতিহাসে সর্বাধিক পয়েন্ট অর্জন করতে লিভারপুলের প্রয়োজন আর ৯ পয়েন্ট। তাহলে ২০১৭-১৮ মৌসুমে ম্যানচেস্টার সিটির ১০০ পয়েন্টের রেকর্ড ভেঙে নিজেদের করে নিতে পারবে ইয়ুর্গেন কপের শিষ্যরা।

১০ জন নিয়েও জিতলো বার্সা

ক্রীড়া প্রতিবেদক

স্প্যানিশ লা লিগায় ৩৫তম ম্যাচে কষ্টার্জিত জয় পেয়েছে বার্সেলোনা। ন্যু ক্যাম্পে বুধবার রাতে তারা ১-০ গোলে হারিয়েছে এম্পানিওলকে। ম্যাচের ৫০ ও ৫৩ মিনিটে উভয় দল একজন করে খেলোয়াড় হারিয়ে ১০ জনের দলে পরিণত হয়। বাকি সময় দশজন নিয়েই খেলে তারা। ১০ জন নিয়ে খেলেও জয় বঞ্চিত হয়নি কাতালানরা।
ম্যাচের ৫০ মিনিটে বার্সেলোনার আনসু ফাতি ও ৫৩ মিনিটে এস্পানিওলের পোল লোজানো লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। প্রথমার্ধ গোলশূন্য থাকলেও দ্বিতীয়ার্ধে এসে গোলের দেখা পায় বার্সা। এ সময় (৫৬ মিনিটে) লুইস সুয়ারেজ গোল করে এগিয়ে নেন কিকে সেতিয়েনের দলকে। এটি ছিল বার্সার জার্সি গায়ে তার ১৯৫তম গোল। আর এর মধ্য দিয়ে তিনি ছাড়িয়ে গেছেন বার্সেলোনার হাঙ্গেরিয়ান স্ট্রাইকার লাজলো কুবালাকে। যিনি এতোদিন কাতালানদের সর্বকালের তৃতীয় সর্বোচ্চ গোলদাতা ছিলেন। তাকে পেছেন ফেলে সর্বকালের তৃতীয় সর্বোচ্চ গোলদাতা এখন সুয়ারেজ। বাকি সময়ে সুয়ারেজের করা গোলটি আর শোধ দিতে পারেনি এস্পানিওল। তাতে হারও এড়াতে পারেনি তারা।

ইউএস ওপেনে খেলা নিয়ে অনিশ্চিত জকোভিচ

ক্রীড়া প্রতিবেদক

কোর্টে টেনিস ফেরাতে প্রদর্শণী টুর্নামেন্ট আদ্রিয়া ট্যুরের আয়োজন করেন বিশ্বের এক নম্বর তারকা নোভাক জকোভিচ। আর এতেই মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হন এ সার্বিয়ান তারকা। সম্প্রতি করোনাভাইরাস থেকে নেগেটিভ হওয়া জকোভিচ সার্বিয়ান পত্রিকায় বলেছেন আসন্ন ইউএস ওপেনে খেলার ব্যপারে এখনো তিনি শতভাগ নিশ্চিত নন।
এ সম্পর্কে সার্বিয়ান তারকা বলেন, ‘আমি এখনো জানিনা ইউএস ওপেনে খেলবো কিনা। তবে ওয়াশিংটন ও সিনসিনাতিতে খেলবো না এটা নিশ্চিত’।
আগামী মাস থেকে কোর্টে ফিরছে এটিপি ও ডব্লিউটিএ ট্যুর। যদিও বেশ কয়েকজন পেশাদার খেলোয়াড় কোভিড-১৯’ এ আক্রান্ত রয়েছেন। করোনা পরবর্তী টেনিস কোর্টে ফেরার পর ইউএস ওপেনই হতে পারে সর্বপ্রথম গ্র্যান্ড স্ল্যাম। আগামী ৩১ আগস্ট থেকে পূর্ব নির্ধারিত সূচী অনুযায়ী দর্শকশুন্য স্টেডিয়ামে এই স্ল্যাম শুরু হবার কথা রয়েছে।