স্টাফ রিপোর্টার
মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে ১কেজি ৫০গ্রাম গাঁজা ও ১৪ পিস ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গত ২৪ ঘন্টায় গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার মাদক ব্যবসায়ীরা হলেন নগরীর ১৬৯, শেখপাড়া গাউস কাউন্সিলরের বাড়ির পাশের বাসিন্দা শেখ আনোয়ারুল ইসলামের ছেলে শেখ তাহসান ইসলাম দীপ্ত ওরফে দিপু (২৮), লবণচরা আমতলা সেলাইন কোম্পানীর পাশের বাসিন্দা মৃত. আদেল উদ্দিন শেখের ছেলে মো. জাহাংগীর শেখ (৫২), হরিণটানা থানাধিন চকমথুরাবাদ আরাফাত প্রকল্প’র বাসিন্দা মৃত. মোসলেম শেখের ছেলে মো. মনির শেখ (৪৯) ও খুলনা জেলার দাকোপ থানার চালনা, লক্ষীখোলা (শেখপাড়া) গ্রামের মৃত. মোসলেম শেখের ছেলে শান্ত শেখ (২১)।
কেএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর) কানাই লাল সরকার জানান, গত ২৪ ঘন্টায় নগরীর বিভিন্ন থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মহানগর পুলিশ। এসময় ১কেজি ৫০গ্রাম গাঁজা ও ১৪ পিস ইয়াবাসহ ওই ৪জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদক মামলা রুজু করা হয়েছে।