খুলনাঞ্চল ডেস্ক
করোনাভাইরাসের পর এবার মহামারির মধ্যেই চীনের মঙ্গোলিয়ায় এবার বিউবোনিক প্লেগ শনাক্ত হয়েছে। বিউবোনিক প্লেগের প্রাদুর্ভাব ঠেকাতে সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা এবং প্লেগ প্রতিরোধে সতর্কতামূলক পদক্ষেপ নিচ্ছে চীন। রাজধানী বেইজিংয়ের উত্তর-পশ্চিমাঞ্চলের মঙ্গোলিয়ায় বিউবোনিক প্লেগ শনান্তের নতুন করে উদ্বেগ ছড়িয়েছে। অন্যদিকে বিউবোনিক প্লেগ শনাক্তে মঙ্গোলিয়া সীমান্তবর্তী বুরিতিয়া অঞ্চলে কাঠবিড়ালী জাতীয় বিভিন্ন প্রাণীর দেহে পরীক্ষা শুরু করেছে রাশিয়া।
জানা গেছে, এ সপ্তাহে বেইজিংয়ের উত্তর-পশ্চিমাঞ্চলের মঙ্গোলিয়ায় বিউবোনিক প্লেগ শনাক্ত হয়। এরপর শহরজুড়ে ৩ মাত্রার প্লেগ প্রতিরোধে সতর্কতা জারি করা হয়। প্লেগ ছড়িয়ে পড়া ঠেকাতে পর্যটন কেন্দ্রগুলোও বন্ধ করে দেয়া হয়েছে।