রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যানকে খুঁজছে র‌্যাব

11
Spread the love

ঢাকা অফিস

করোনাভাইরাসের নমুনা পরীক্ষা ও আক্রান্ত রোগীর চিকিৎসা ঘিরে রিজেন্ট হাসপাতালের প্রতারণার অভিযোগে দায়ের করা মামলার প্রধান আসামি প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মো. সাহেদকে খুঁজছে র‌্যাপিড অ্যাকশান ব্যাটালিয়ন (র‌্যাব)। শিগগিরই তাকে খুঁজে বের করে আইনের আওতায় নিয়ে আসা সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লে.কর্নেল সারওয়ার-বিন-কাশেম। বুধবার (০৮ জুলাই) র‌্যাব সদর দপ্তরের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

তিনি বলেন, রিজেন্ট হাসপাতালের প্রতারণার অভিযোগে ১৭ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও নয় জনকে আসামি করে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। মামলার প্রধান আসামি প্রতিষ্ঠানটির চেয়ারম্যান সাহেদ পলাতক রয়েছেন। তাকে আমরা এখনো খুঁজছি।

‘যখন আমরা অভিযান শুরু করেছি তখন থেকেই সে গা ঢাকা দিয়েছে। গতকাল রাতেও আমরা বিভিন্ন জায়গায় অভিযান চালিয়েছি। সে তার মোবাইলগুলো বন্ধ রেখেছে। প্রথমদিন দেখেছিলাম ফেসবুকে ছিলো, কিন্তু এখন সে সবকিছু থেকেই নিষ্ক্রিয়। আশা করছি অতি দ্রুত তাকে আইনের আওতায় নিয়ে আসতে সক্ষম হবো।’

তিনি আরও বলেন, আমরা গত দুই রাত ধরেই তাকে বের করে নিয়ে আসার চেষ্টা করেছি। বিভিন্ন জায়গায় খোঁজ করছি। তবে সে অবশ্যই ধরা-ছোঁয়ার বাইরে না। কারণ, কেউ ধরা-ছোঁয়ার বাইরে না। যারাই আইনের ঊর্ধ্বে যাওয়ার চেষ্টা করবে আর সেই সাহস দেখাবে, অবশ্যই তাকে আমরা আইনের আওতায় নিয়ে আসতে সক্ষম। তার বিষয়ে অন্যান্য সংস্থাও সতর্ক রয়েছে। আশা করছি সে দেশের বাইরে পালিয়ে যেতে সক্ষম হবে না।’