টপলেস পপ তারকা ম্যাডোনা

2
Spread the love

বিনোদন ডেস্ক

মার্কিন পপ তারকা ম্যাডোনা। সম্প্রতি একটি টপলেস ছবি পোস্ট করেছেন এই গায়িকা। ফটো শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে পোস্ট করা এই ছবিতে দেখা যায়, একটি ক্রাচে ভর দিয়ে আছেন ৬১ বছর বয়সি ম্যাডোনা। তার শরীরের উপরের নগ্ন অংশ হাত দিয়ে ঢেকে রেখেছেন তিনি। আর নিচের অংশে শুধু অন্তর্বাস পরা। তার মাথায় হ্যাট ও হাতে কিছু অলংকার রয়েছে। ছবির ক্যাপশনে এই গায়িকা লিখেছেন, সবারই একটি ক্রাচ রয়েছে। ছবিটি পোস্টের পর ম্যাডোনার প্রশংসা করছেন ভক্তরা। ছবিতে একজন মন্তব্য করেছেন, ওয়াও, অন্য অনেক নারীদের তুলনায় তার শারীরিক গড়ন ভালো। ম্যাডোনা আপনাকে অসাধারণ লাগছে। অন্য একজন লিখেছেন, এই ছবি দেখে আমার শ্বাস বন্ধ হয়ে যাচ্ছে। অপর একজন মন্তব্য করেছেন, আপনি অনেক স্বাধীনচেতা ও সতেজ। আমি এটি খুবই পছন্দ করি। গত মার্চে মঞ্চ থেকে পড়ে গিয়ে হাঁটুতে আঘাত পান ম্যাডোনা। পরবর্তী সময়ে ‘ম্যাডোনা এক্স’ ট্যুর বাতিল করতে বাধ্য হন এই গায়িকা। মে মাসের শেষের দিকে ক্রাচে ভর দিয়ে তাকে হাসপাতাল থেকে বের হতে দেখা যায়। সেই সময় তিনি জানান, আঘাতের জন্য স্টিম সেল চিকিৎসা নিচ্ছেন এবং সুস্থ হওয়ার চেষ্টা করছেন।