স্টাফ রিপোর্টার
মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে ৮৭পিস ইয়াবা ও ৫০ গ্রাম গাঁজাসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গত ২৪ ঘন্টায় গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার মাদক ব্যবসায়ীরা হলেন নগরীর ৪১, বড় বয়রা মহিলা কলেজের বাউন্ডারী রোডের মো. মফিজুর রহমানের ছেলে সাজিবুল ইসলাম (১৯), রায়ের মহল হামিদনগরের মো. ইয়াছিনের ছেলে মো. ইউসুফ ইসলাম (১৮), সোনাডাঙ্গা লতিফ পেট্রোল পাম্প এর পিছনে সেন্টুর বাড়ির ভাড়াটিয়া মো. লুৎফর রহমানের ছেলে মো. ইয়াছিন আরাফাত (৩০) ও বয়রা ইসলামিয়া কলেজের পিছনে ১১/৬২, আনিচনগরের সিরাজুল ইসলামের বাড়ির ভাড়াটিয়া মো. মোসলেম শিকদারের ছেলে মো. মামুন শিকদার (৩৯),
কেএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর) কানাই লাল সরকার জানান, গত ২৪ ঘন্টায় নগরীর বিভিন্ন থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মহানগর পুলিশ। এসময় ৮৭পিস ইয়াবা ও ৫০ গ্রাম গাঁজাসহ ওই ৪জন
মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদক মামলা রুজু করা হয়েছে।