ক্রীড়া প্রতিবেদক
কেমার রোচের দৌড়ে এসে বলার দৃশ্য কতটাই তো দেখা গেছে। ১৫ টেস্ট খেলে ফেলা রোরি বার্নসের ব্যাটিংও নতুন ঘটনা নয়। তবুও সাউদাম্পটনের রোজ বোলে তাদের ব্যাটিং-বোলিং ক্রিকেট ইতিহাসের পাতায় আলাদা জায়গা করে নিলো। করোনাভাইরাস বিরতির পর তাদের ব্যাট-বলের দিয়েই যে ফিরলো ক্রিকেট।
গতকাল বুধবার প্রায় চার মাস পর ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজের প্রথম টেস্ট দিয়ে ফিরলো আন্তর্জাতিক ক্রিকেট। সাউদাম্পটনের দর্শকহীন গ্যালারিতে ফেরার সব আয়োজন প্রস্তুতই ছিল। কিন্তু বৃষ্টি বাধা হয়ে দাঁড়ালে দেরি হচ্ছিল ২২ গজের লড়াই দেখার। ব্রিটিশ সময় সকাল থেকে বৃষ্টি ছিল সাউদাম্পটনে, তাই টসও হয়েছে দেরিতে। বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায় টস, আর খেলা শুরু হওয়ার কথা ছিল বিকেল ৪টায়। কিন্তু বৃষ্টির বাগড়ায় টস হয়েছে লাঞ্চ বিরতির পর দুপুর দেড়টায় (বাংলাদেশ সময় সন্ধ্যা ৬-৩০ মিনিট), আর খেলা শুরু হয়েছে দুপুর ২টায় (বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা)।
ঐতিহাসিক টেস্টে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে ইংল্যান্ড। নিয়মিত অধিনায়ক জো রুট ব্যক্তিগত কারণে ছুটিতে থাকায় নেতৃত্বের দায়িত্ব পাওয়া বেন স্টোকস টস করেছেন ক্যারিবিয়ান অধিনায়ক জেসন হোল্ডারের সঙ্গে। ক্রিকেট ইতিহাসে তাদের টসের দৃশ্যটাও ধরা থাকবে আলাদাভাবে। দিনের প্রথম সেশনের সময়টা বৃষ্টি কেড়ে নিলেও প্রথম দিনে ৭০ ওভার খেলার আশা করা হচ্ছে। আর শুরুতেই সাফল্য পেয়েছেন শ্যানন গ্যাব্রিয়েল। ডম সিবলিকে বোল্ড করে করোনাভাইরাস বিরতির পর প্রথম উইকেট পেয়ে ইতিহাসে নাম তুলে নিয়েছেন ক্যারিবিয়ান পেসার। ক্রিকেট ইতিহাসে ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজের লড়াইয়ে এমনিতেই অন্যরকম উত্তাপ আছে, এর ওপর আবার করোনার পর তাদেরকেই দিয়ে শুরু হয়েছে আন্তর্জাতিক ম্যাচ- দুয়ে মিলে তাদের তিন ম্যাচের সিরিজটি ক্রিকেটপ্রেমীদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে। অনেক অপেক্ষা শেষে শুরু হয়েছে সাউদাম্পটন টেস্ট। তবে সেখানে টেস্টের চিরচেনা রূপ থাকছে না। কোভিড-১৯ ক্রিকেটের অনেক কিছুই পাল্টে দিয়েছে। নতুন রূপে হাজির হওয়া ২২ গজের লড়াই দেখার আগ্রহটা সে কারণেও আরও বেশি।
ইংল্যান্ড একাদশ: রোরি বার্নস, ডম সিবলি, জো ডেনলি, জ্যাক ক্রাউলি, বেন স্টোকস (অধিনায়ক), ওলি পোপ, জস বাটলার (উইকেটকিপার), ডম বেস, জোফরা আর্চার, মার্ক উড, জেমস অ্যান্ডারসন।
ওয়েস্ট ইন্ডিজ একাদশ: জন ক্যাম্পবেল, ক্রেগ ব্র্যাথওয়েট, শামারাহ ব্রুকস, শাই হোপ, রোস্টন চেস, জার্মেইন ব্ল্যাকউড, শেন ডওরিচ (উইকেটকিপার), জেসন হোল্ডার (অধিনায়ক), আলজারি জোসেফ, কেমার রোচ, শ্যানন গ্যাব্রিয়েল।
জুভেন্টাসকে বিধ্বস্ত করল এসি মিলান
ক্রীড়া প্রতিবেদক
শিরোপা থেকে নিঃশ্বাস দূরত্বে থাকা জুভেন্টাসকে বড় ব্যবধানে হারিয়ে দিল এসি মিলান। অথচ শুরুতে ২ গোলে এগিয়ে ছিল ‘তুরিনের বুড়ি’রা। কিন্তু শেষ পর্যন্ত ৪-২ গোলে হারের লজ্জায় ডুবলেন ক্রিস্টিয়ানো রোনালদোরা।
মঙ্গলবার সান সিরোতে সিরি আ’র ম্যাচে জুভেন্টাসকে আতিথ্য দিয়েছিল মিলান। দুই দলের অসংখ্য সুযোগ নষ্টের পর প্রথমার্ধ কাটে গোলশূন্য। কিন্তু দ্বিতীয়ার্ধে যেন গোলের বন্যা বয়ে গেল। ৪৭তম মিনিটে আদ্রিয়েন র্যাবিওট এবং ৫৩তম মিনিটে রোনালদোর গোলে এগিয়ে যায় জুভেন্টাস। চলতি মৌসুমে পর্তুগিজ উইঙ্গারের এটি ২৬তম এবং টানা পঞ্চম গোল। দুই গোল হজমের পর ২৫ মিনিটের মধ্যে জলাতান ইব্রাহিমোভিচের পেনাল্টি আর ফ্র্যাংক কেসির গোলে খেলায় সমতা ফেরায় মিলান। সমতা ফেরানোর ৫ মিনিটের মধ্যে মিলানকে লিড এনে দেন রাফায়েল লেয়াউ। খেলার ১০ মিনিট বাকি থাকতে সফরকারীদের কফিনে শেষ পেরেক ঠুকে দেন আন্তে রেবিচ। বাকি সময়ে রোনালদোরা চেষ্টা করেও জালের ঠিকানা খুঁজে পাননি। উল্টো মিলানের আক্রমণ সামলাতেই হিমশিম খেয়েছে মাউরিজিও সারি’র শিষ্যরা।
এই হারে দ্বিতীয় স্থানে থাকা লাৎসিও’র চেয়ে ১০ পয়েন্ট এগিয়ে যাওয়ার সুযোগ নষ্ট করল শীর্ষে থাকা জুভেন্টাস। ৩১ ম্যাচে বর্তমান চ্যাম্পিয়নদের সংগ্রহ ৭৫ পয়েন্ট। সমান ম্যাচে লাৎসিও’র সংগ্রহ ৬৮ পয়েন্ট। আর জুভদের হারিয়ে দেওয়া মিলানের সংগ্রহ ৪৯ পয়েন্ট, যা তাদের রোমাকে পেছনে ফেলে পাঁচে জায়গা করে দিয়েছে। ২০১৬ সালের পর প্রথমবারের মতো ইতালিয়ান সিরি ‘আ’তে জুভেন্টাসকে হারালো এসি মিলান।
কোচ নাভেদের চুক্তি বাড়াল বিসিবি
ক্রীড়া প্রতিবেদক
প্রাথমিক অবস্থায় বিসিবিও খানিক নিরব ছিল। ঠিক বোঝাই যায়নি, যুব দলের কোচ নাভেদ নাওয়াজের পারফরমেন্সে বোর্ড খুশি না অসন্তুষ্ট? তবে অনেক দেরিতে হলেও এ লঙ্কান প্রশিক্ষককে ঠিকই মূল্যায়ন করেছে বিসিবি। তাকে আগামীতেও যুব দলের কোচের দায়িত্ব দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
নাভেদ নেওয়াজের চুক্তির মেয়াদ বাড়ানো হচ্ছে। পরবর্তী তিন বছরের জন্য অর্থাৎ ২০২৩ সাল পর্যন্ত তিনিই যুব দলের প্রশিক্ষকের ভূমিকায় থাকবেন বলে বিসিবির গেম ডেভেলপমেন্ট কমিটির দায়িত্বশীল সূত্র নিশ্চিত করেছে। কোচ নাভেদ নাওয়াজ একা নন, চুক্তির মেয়াদ বেড়েছে যুব দলের গতিশীল স্ট্রেন্থ এন্ড কন্ডিশনিং কোচ রিচার্ড স্টনিয়েরও। এ ভিনদেশি স্ট্রেন্থ এন্ড কন্ডিশনিং ট্রেনার আগামী ২০২২ পর্যন্ত যুব দলের সঙ্গে কাজ করবেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
বাতিল হচ্ছে এশিয়া কাপ
ক্রীড়া প্রতিবেদক
একের পর এক দ্বিপক্ষীয় সিরিজ চলে গেছে স্থগিতের খাতায়। এই সিরিজগুলোর আবার সূচী কবে হবে এই ব্যাপারে এখনও কোনো সিদ্ধান্তই হয়নি। এরমাঝে স্থগিতের অপেক্ষায় আছে টি-টোয়েন্টি বিশ্বকাপ আর এশিয়া কাপের আসরও।
এদিকে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) অপেক্ষায় স্থগিত হওয়া ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৩ তম আসর শুরুর। তাদের অপেক্ষা, এশিয়া কাপ আর বিশ্বকাপ স্থগিতের। এরিমধ্যে বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলী দেশটির দৈনিক আনন্দবাজার-কে দেয়া সাক্ষাতকারে স্পষ্ট জানিয়ে দিয়েছে, এশিয়া কাপ হচ্ছে না। ঘোষণা আসছে কিছুদিনের মধ্যেই। এদিকে বাতিল হতে পারে অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপও। নতুন করে মেলবোর্নে করোনা শনাক্ত হওয়ায় চূড়ান্ত বাতিলের পথে বিশ্বকাপও। তবে সৌরভ বলছেন, ভেন্যু থেকে মেলবোর্ন বাদ দিলেই হয় যদি আয়োজনের ইচ্ছা থাকে।
ক্রিকেটারদের পাওনা আদায়ে কোয়াবের উদ্যোগ
ক্রীড়া প্রতিবেদক
করোনাভারাইরাস পরিস্থিতিতে ঢাকা প্রিমিয়ার লিগের ভবিষ্যৎ অনিশ্চিত। দেশের ক্রিকেটারদের একটা বড় অংশের রুটি-রুজিও তাই অনিশ্চয়তায়। এমনকি চুক্তির শর্ত অনুযায়ী প্রাপ্য অর্থও এখনও পাননি ক্রিকেটারদের অনেকে। ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) তাই বিসিবিকে অনুরোধ করেছে, কাবগুলির সঙ্গে আলোচনা করে ব্যবস্থা নেওয়ার।
কোয়াবের অনলাইন সভায় মঙ্গলবার রাতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরি ও ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিসের চেয়ারম্যান কাজী ইনাম আহমেদ পরিস্থিতি বিবেচনার আশ্বাস দিয়েছেন বলে জানানো হয়েছে কোয়াবের বিবৃতিতে। গত ১৫ ও ১৬ মার্চ এক রাউন্ড খেলা হয়েই এবারের প্রিমিয়ার লিগ স্থগিত হয়ে গেছে করোনাভাইরাসের প্রকোপে। চার মাস হতে চলেছে খেলা বন্ধ হওয়ার। নিয়ম অনুযায়ী, চুক্তির সময়ই পারিশ্রমিকের ৫০ ভাগ বুঝিয়ে দেওয়ার কথা ক্রিকেটারদের। কিন্তু বেশির ভাগ ক্রিকেটারই তা পাননি। কোয়াবের বিবৃতিতে বলা হয়েছে, প্রিমিয়ার লিগের চিরায়ত নিয়ম ও প্রথা অনুযায়ী ক্রিকেটারদের এই অর্থ পাওয়া নিশ্চিত করতে বিসিবির সংশ্লিষ্ট বিভাগকে অনুরোধ করা হয়েছে কাবগুলির সঙ্গে আলোচনা করতে। এছাড়াও খেলা শুরুর মতো পরিস্থিতি সৃষ্টি হলে যেন প্রিমিয়ার লিগ দিয়েই শুরু হয়, সেই দাবি জানানো হয়েছে আবারও।
৪ ম্যাচ নিষিদ্ধ এরিক ডায়ার
ক্রীড়া প্রতিবেদক
ম্যাচ শেষে গ্যালারিতে এক দর্শকের দিকে আক্রমণাত্মকভাবে তেড়ে যাওয়ার ঘটনায় ৪ ম্যাচ নিষিদ্ধ হয়েছেন টটেনহ্যামের মিডফিল্ডার এরিক ডায়ার। এছাড়া তাকে ৪০ হাজার পাউন্ড জরিমানা করা হয়েছে।
ঘটনাটি গত মার্চের, যেখানে এফএ কাপে নরউইচের বিপক্ষে হেরে বিদায় নিয়েছিল স্পার্সরা। ইংল্যান্ডের ফুটবল অ্যাসোসিয়েশন ২৬ বছর বয়সী এই তারকাকে সব ধরনের প্রতিযোগিতায় ৪ ম্যাচ নিষিদ্ধ করেছে। তবে টটেনহ্যামের প্রিমিয়ার লিগের পরবর্তী ম্যাচ এ ক্ষেত্রে বাদ পড়বে।
অস্ট্রেলিয়ার বিশ্ব চ্যাম্পিয়ন স্নোবোর্ডারের মৃত্যু
ক্রীড়া প্রতিবেদক
অস্ট্রেলিয়ার দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন স্নোবোর্ডার অ্যালেক্স পুলিন মারা গেছেন। স্পেয়ারফিশিং করতে গিয়ে তার মৃত্যু হয় বলে ধারণা করছে স্থানীয় কর্মকর্তারা। গতকাল বুধবার কুইন্সল্যান্ডের গোল্ড কোস্টের সমুদ্র সৈকতে তার নিথর দেহ পাওয়া যায়।
৩২ বছর বয়সী পুলিনকে সেই জায়গাতেই প্যারামেডিকস চিকিৎসা দেওয়া হয়। তবে তিনি আর স্বাভাবিক অবস্থা ফিরে আসেননি। ডাকনাম ‘চাম্পি’ ২০১৪ সালে সোচিতে শীতকালীন অলিম্পিকে অস্ট্রেলিয়ার পতাকাবহন করেছিলেন। পুলিন অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া রাজ্যের ম্যানসফিল্ড শহরে বেড়ে উঠেছেন। আর মাত্র ৮ বছর বয়সেই স্নোবোর্ডের দীক্ষা পান তিনি। পরবর্তীতে ২০১১ ও ২০১৩ সালে বিশ্ব চ্যাম্পিয়নের খেতাব জেতেন। এছাড়া তিনি দেশের হয়ে স্নোবোর্ডে ২০১০, ২০১৪ ও ২০১৮ সালে অলিম্পিকে অংশগ্রহণ করেন।
আর্সেনালের ড্র’য়ের রাতে চেলসির জয়
ক্রীড়া প্রতিবেদক
প্রিমিয়ার লিগের শীর্ষ চারে নিজেদের অবস্থান আরো সুদৃঢ় করল চেলসি। স্বাগতিক ক্রিস্টাল প্যালেসকে ৩-২ গোলে হারিয়ে পয়েন্ট তালিকার তৃতীয় স্থানে উঠে গেল কোচ ফ্রাঙ্ক ল্যাম্পার্ডের দল।
অতিথি চেলসির হয়ে গোল করেন অলিভার জিরুদ, ক্রিশ্চিয়ান পিউলিসিক ও ট্যামি আব্রাহাম। প্যালেসকে গোল এনে দেন উইলফ্রেড জাহা ও ক্রিশ্চিয়ান বেনটেক। অন্য ম্যাচে দশ জনের আর্সেনাল ১-১ গোলে ড্র করেছে লেস্টার সিটির সঙ্গে। গানারদের এগিয়ে দিয়েছিলেন পিয়েরে-এমেরিক আউবামেয়াং। কিন্তু শেষ দিকে লেস্টারকে মহামূল্যবান একটি পয়েন্ট এনে দেন জেমি ভার্ডি।
৭৫তম মিনিটে লাল কার্ড দেখেন আর্সেনালের এডি এনকেতিয়াহ। ৩৪ ম্যাচে ৬০ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে উঠে গেছে চেলসি। সমান ম্যাচে ৫৯ পয়েন্ট নিয়ে চারে নেমে গেছে লেস্টার সিটি। সাতে থাকা আর্সেনালের পয়েন্ট ৫০।
মেসির বার্সায় না থাকার জল্পনা অব্যাহত
ক্রীড়া প্রতিবেদক
মেসি কি বার্সেলোনায় থাকবেন? না কি তার গায়ে দেখা যাবে ইউরোপের অন্য কোনও কাবের জার্সি? প্রশ্নদু’টির উত্তর খুঁজছেন অনেকেই। এদের মধ্যে রয়েছেন ফুটবল বিশেষজ্ঞ, এজেন্ট এবং সর্বোপরি বার্সেলোনা অনুরাগীরা।
২০২১’এ কাতালন কাবটির সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হচ্ছে আর্জেন্টাইন মহাতারকার। চুক্তি নবীকরণ নিয়ে দু’পক্ষের মধ্যে আলোচনা শুরু হলেও, বেশ কয়েকটি কারণে তা থমকে যায়। কাবের অন্দরে একের পর এক ঘটনার জেরে বেশ বিরক্ত মেসি। যার ফলে ব্যক্তিগত মহলে কাব ছাড়ার ইচ্ছাপ্রকাশ করেছেন তিনি। গত সপ্তাহে কোচ কিকে সেতিয়েনের সঙ্গে সমস্যা বাড়তে মেসির বার্সা ছাড়ার গুঞ্জন আরও শক্তিশালী হয়। আর সেই সুযোগেই ঘোলা জলে মাছ ধরতে নেমে পড়েছে অনেকেই।
বার্সেলোনার কোচ থাকছেন সেতিয়েন
ক্রীড়া প্রতিবেদক
গত কিছুদিন ধরেই বার্সেলোনার বিভিন্ন বিষয়ে বেশ সরগরম মিডিয়া। মেসি বার্সা ছাড়ছেন, সেতিয়েন বরখাস্ত হচ্ছেন, তার জায়গায় আসবেন জাভি হার্নান্দেজ এমনই নানা গুঞ্জন বেড়িয়েছে দলটিকে ঘিরে। তবে ধীরে ধীরে সব গুঞ্জনই গুজব হিসেবে প্রমাণিত হচ্ছে। দিন কয়েক আগেই জানা গেছে বার্সায় থাকছেন মেসি। জাভিও তার বর্তমান কাবের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়িয়েছেন। এবার জানা গেলো, কিকে সেতিয়েনই থাকছেন বার্সেলোনার কোচ।
মূলত বার্সেলোনা টানা কয়েক ম্যাচ হারের পরপরই এসব গুজব ডালপালা মেলতে শুরু করে। তবে কিকে সেতিয়েনের ওপর এখনো আস্থা হারায়নি কাব কর্তৃপক্ষ। আগামী মৌসুমেও বার্সেলোনার কোচ হিসেবে সেতিয়েন থাকবেন বলে জানিয়েছেন কাবটির সভাপতি জোসেফ মারিয়া বার্তোমেউ। ভালভার্দেকে বরখাস্ত করে তার জায়গায় সেতিয়েনকে দায়িত্ব দেয়া হয়েছিল। এ বিষয়ে বার্তোমেউ বলেন, ভালভার্দেকে বরখাস্ত করায় আমি অনুতপ্ত নই। আমার মনে হয় দলের জন্য নতুন কিছু দরকার ছিল এবং সেতিয়েন নতুন পরিকল্পনা নিয়ে এসেছে।
স্প্যানিশ অনূর্ধ্ব-১৭ ফুটবলে গোলের রেকর্ড ভাঙবেন ফাতি
ক্রীড়া প্রতিবেদক
মৌসুমটা ভালো যাচ্ছে না বার্সেলোনার। লা লিগার শিরোপাটা হয়তো এবার চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের কাছে হারাতে হচ্ছে। তবে এই খারাপের মাঝেও ভালো খবর আছে, তাদের তরুণ স্ট্রাইকার আনসু ফাতি যে দারুণ ফর্মে রয়েছেন। তাকে নিয়ে ভবিষ্যত পরিকল্পনাও বেশ উজ্জ্বল। এমনকি তিনি স্পেনে ১৭ বছরের নিচের ফুটবলারদের গোলের সকল রেকর্ড নিজের করে নিতে পারেন।
১৭ বছর বয়সী এই তারকা ইতোমধ্যে স্পেনের সর্বোচ্চ লিগ লা লিগায় ৬টি গোল করেছেন। তার প্রথম গোলটি আসে ওসাসুনার বিপ,ে তখন আবার তার বয়স ছিল ১৬। তখনই তিনি বোজান কিরকিচকে পেছনে ফেলে শীর্ষ পর্যায়ের ফুটবলে সর্বকনিষ্ঠ গোলদাতা হন। গিনি-বিসুতে জন্মগ্রহণ করা ফাতি পরবর্তীতে ১৭ বছর ৪০ দিনে চ্যাম্পিয়নস লিগে গোল করে এই আসরে সবকনিষ্ঠ গোলদাতার রেকর্ড গড়েন। ইউরোপ সেরার আসরে তিনি গোল করেছিলেন ইন্টার মিলানের বিপ।ে
অনূর্ধ্ব-১৭ বছরে স্প্যানিশ গোলের রেকর্ড অবশ্য এখনও পাবলো পোমবো কুইনতানার দখলে। পাবলো ১৯৩৩-১৪ মৌসুমে ১১টি গোল করেছিলেন। ফলে ১৮’র আগে আর মাত্র ৫টি গোল করতে পারলেই রেকর্ডটি নিজের করে নিতে পারবেন ফাতি। চলমান বছরের ৩১ অক্টোবর ফাতির জন্ম তারিখ। আর এই সময়ের আগেই রেকর্ডটি গড়তে হবে ফাতিকে।
অবসরের কথা ভাবছে না ধোনি
ক্রীড়া প্রতিবেদক
সময়ের হিসাবে ৩৬৪ দিন হলো ক্রিকেট মাঠের সবুজ গালিচায় নামা হয়নি ভারতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাহেন্দ্র সিং ধোনির। গত বছর ৯ জুলাই ওয়ানডে বিশ্বকাপের সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিপে সর্বশেষ মাঠে নামেন এই ভারতীয়। বৃষ্টি বাধায় পরদিনও ওল্ড ট্রাফোর্ডে একই ম্যাচ খেলতে নামেন ধোনি। সেই ম্যাচে হারের পর আর ফেরা হয়নি তাঁর।
কথা ছিল, আইপিএলের ম্যাচ দিয়ে ফিরবেন আবার মাঠে। খেলতে পারেন টি-টোয়েন্টি বিশ্বকাপও। তবে করোনা বিপর্যয়ে সে সম্ভাবনাও ফিকে হয়ে উঠছে। তবে তা সত্ত্বেও এখনো অবসরের কথা ভাবছে না এই ক্রিকেটার, এমনটাই জানিয়েছেন ধোনির ছোট বেলার বন্ধু এবং ম্যানেজার মিহির দিবাকর। ধোনির এই ম্যানেজার আরও জানিয়েছেন, নিজেকে ফিট রাখার জন্য নিজের বাগানবাড়িতে নিয়মিত ফিটনেস ট্রেনিং করে যাচ্ছেন এই ক্রিকেটার। লকডাউন উঠে গেলে ব্যাটিং অনুশীলনও করবেন। ভারতীয় সংবাদ মাধ্যম ‘পিটিআই’ দেওয়া এক সাাৎকারে এমন তথ্য জানান ধোনির এই ম্যানেজার।
৭ জুলাই ৩৯ বছর পূর্ণ করা ধোনির সঙ্গে আলোচনার প্রসঙ্গ টেনে মিহির দিবাকর বলেন, ‘আমি তাঁর (ধোনির) সঙ্গে কথা বলেছি। সাধারণ ব্যবসায়িক আলোচনা। ধোনি তাঁর পরিবারের সঙ্গে এবার খুব শান্ত একটা জন্মদিন পার করেছেন। সাধারণত আমরা ক্রিকেট নিয়ে তেমন একটা কথা বলি না। তবে তাকে দেখে আমি এটা বুঝতে পেরেছি, অবসরের কথা সে একদমই ভাবছে না।’