সারা খুলনা অঞ্চলের খবর

9
Spread the love

ডুমুরিয়ায় জেলা ডিবির অভিযানে গাঁজাসহ গ্রেফতার ২

স্টাফ রিপোর্টার

ডুমুরিয়া থানাধীন আঠারমাইল গরুরহাট এলাকায় অভিযান চালিয়ে ৮০০ গ্রাম গাঁজাসহ দু’মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে খুলনা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার রাত পৌনে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়। 

গ্রেফতার দু’মাদক ব্যবসায়ী হলেন সাতক্ষীরা জেলা সদরের  মধুমাল্লাডাঙ্গি বাসস্ট্যান্ডের পাশে সিরাজুল উকিল এর বাড়ির ভাড়াটিয়া মৃত. ইসমাইল মোল্যার ছেলে আ. ছালাম মোল্যা (৪৫) ও একই এলাকার  এনায়েত হাওলাদারের ছেলে মো. আবু তাহের হাওলাদার (৩০)। 

জেলা গোয়েন্দা শাখা খুলনার ইনচার্জ সেখ কনি মিয়া জানান, শনিবার রাত পৌনে ৯টার দিকে ডুমুরিয়া থানাধীন আঠারমাইল গরুরহাট এলাকায় অভিযান পরিচালনা করেন আমার নেতৃত্বে পুলিশ পরিদর্শক গোপাল চন্দ্র রায় ও এস আই মো. হামিদুল ইসলাম। এসময় আঠারমাইল গরুরহাট সংলগ্ন রেজাউল এর আল মদিনা হোটেল এর সামনে থেকে ৮০০ গ্রাম গাঁজাসহ ছালাম মোল্যা ও আবু তাহেরকে গ্রেফতার করা হয়। তাদের  বিরুদ্ধে ডুমুরিয়া থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।

নগরীতে গুরু পূজা, গুরু পূর্নিমা ও ব্যাস পূজা অনুষ্ঠিত

খবর বিজ্ঞপ্তি

নগরীর বাইতিপাড়ার জটাধারী বেদ আশ্রমের প্রধান অফিসে আষাঢ়ী পূর্নিমা, গুরু পূর্নিমা ও শ্রী শ্রী ব্যাস পূর্নিমা/ পূজা অনুষ্ঠিত হয়েছে গতকাল রবিবার।

উক্ত পূজা করেন আশ্রমের সভাপতি/সেবাইত সমেন দেবনাথ এবং সাধারণ সম্পাদিকা শ্রীমতি উমা রানী দেবনাথ সমগ্র অনুষ্ঠানটিকে সাফল্য মন্ডিত করে তোলেন। আশ্রমের সাংগঠনিক সম্পাদিকা সোমা দেবনাথ তার ঐতিহ্যবাহি গুরু পূজা, গুরু স্তোব, স্তোত্র পাঠ, গুরু দক্ষিণা, বিশ্ব শান্তি কামনাসহ বিভিন্ন জ্ঞান আলোচনা করে সবাইকে মুগ্ধ করেন।    

ব্রাক্ষ মুহুর্তে ৩.৩০ মিনিটে প্রথম গুরু পূজা হয়। ৫.৩০ মিনিটে দ্বিতীয় পূজা অনুষ্ঠিত হয়। সর্বশেষ সকাল ৯টায় শ্রী শ্রী ব্যাস দেবের পূজা করেন সমেন দেবনাথ। পূজান্তে ভক্তরা সভাত্তিতে পুষ্পাঞ্জলী প্রদান এবং প্রমাদ গ্রহণ করেন। দিনটি সনাতন হিন্দু সম্প্রদানের একটি বিশেষ দিন ধরা হয়। এছাড়া আশ্রমের বাৎসরিক বিভিন্ন অনুষ্ঠান যজ্ঞ পূজা, গুরু মহারাজ ভবতোষ দেবনাথের নিত্য পূজা চলতে থাকে। উক্ত অনুষ্ঠানের চোষট্রি মোহন্তের ১৬৪টি ভোগরাগের মাধ্যমে পূজাসহ ভক্তদের মাঝে মহাপ্রমাদ বিতরণ করা হয়।

সন্ধ্যায় সন্ধ্যারতি, মাঙ্গলিক, ভক্তিগীতি প্রসাদ বিতরণসহ ঘরে ঘরে জনসচেতনতা গড়ে তোলার জন্য সবাইকে সরকার নির্দেশমুলক বুলেটিন প্রচার করেন সমেন দেবনাথ। উপস্থিত ভক্ত ও আলোচকদের মধ্যে ছিলেন সৌমিত দেবনাথ, মনিষা রূপা, সৌম্যজিৎ মিলন, আশুবিনা, অজিত, কার্ত্তিক, দিনেশ প্রমুখ।   

মোংলায় সালিশ বৈঠককে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় ইউপি মেম্বরসহ ৫ জন রক্তাক্ত জখম

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি

মোংলায় সালিশ বৈঠককে কেন্দ্র করে প্রতিপক্ষের অতর্কিত হামলায় স্থানীয় ইউপি মেম্বরসহ অন্তত ৫ জন রক্তাক্ত জখম হয়েছে। আহতদের মধ্যে তিনজনকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এরমধ্যে আহত আলমগীর মল্লিকের অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার চাঁদপাই ইউনিয়নের মালগাজী গ্রামের মারিয়া সরকারের ছেলে পার্থ সরকার (২৫) একই এলাকার জনৈক ব্যক্তির মেয়েকে বিয়ের প্রলোভন দেখিয়ে অবৈধ সম্পর্ক গড়ে তোলে। এক পর্যায়ে ওই মেয়েটি গর্ভবতী হয়ে পড়েন এবং একটি কন্যা সন্তানের জন্ম দেন। কিন্তু দীর্ঘদিন ধরে পার্থ সরকার ও মেয়েকে স্ত্রী এবং স্ত্রীর ভূমিষ্ট কন্যাকে স্বীকৃতি না দেয়ার কারণেই শনিবার সন্ধ্যার পর সালিশ বৈঠক বসে। চাঁদপাই ইউনিয়ন পরিষদের এ সালিশিতে পার্থকে ওই মেয়েকে স্ত্রী বলে মেনে নেয়ার এবং বিয়ে করার সিদ্ধান্ত হয়। সালিশিতে ইউপি চেয়ারম্যান মোল্লা মো: তারিকুল ইসলাম, স্থানীয় ইউপি মেম্বর জাহাঙ্গীর মল্লিক, মিঠাখালী ইউপি চেয়ারম্যান মো: ই¯্রাফিল হাওলাদারসহ স্থানীয় ব্যক্তিবর্র্গরা উপস্থিত ছিলেন। সালিশি বৈঠকে পার্থকে বিয়ের সিদ্ধান্ত দেয়া হলে তাৎক্ষনিক সে ও তার পরিবার মেনে নিলেও এ নিয়ে তাদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। যার কারণে সালিশ শেষে ইউনিয়ন পরিষদ থেকে চলে এসে রাত সাড়ে ৯টার দিকে পথিমধ্যে মালগাজী মিশন বাড়ীর মোড়ে সালিশ বৈঠকে থাকা ইউপি মেম্বর ও তার সাথের লোকজনের উপর হামলা চালায় পার্থ গংরা। এ সময় পার্থ, পার্থর মা মারিয়া, খালা চন্দনা, খালাতো ভাই সেতুসহ বেশ কয়েকজন ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মেম্বর জাহাঙ্গীরসহ ৫ জনকে জখম করে। পরবর্তীতে আহতদের উদ্ধার করে রাতেই তাদেরকে স্থানীয় স্বাস্থ্য কমেপ্লেক্সে নেয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে আহত আলমগীর মল্লিক, রাহাত মল্লিক, জাহিদ মল্লিককে উন্নত চিকিৎসার জন্য রাতেই খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

এ বিষয়ে স্থানীয় ইউপি মেম্বর জাহাঙ্গীর মল্লিক বলেন, সালিশ মন মত না হওয়ায় পার্থ ও তার মা মারিয়াসহ অন্যান্যরা আমাদের উপর অতর্কিত হামলা চালিয়ে এবং কুপিয়ে মারাত্মক জখম করেছে। এরমধ্যে আমার ভাই আলমগীর মল্লিকের অবস্থা খুবই খারাপ, তাকে এবং রাহাত ও জাহিদকে খুলনায় পাঠানো হয়েছে।

এ ঘটনায় মোংলা থানার অফিসার ইনচার্জ মো: ইকবাল বাহার চৌধুরী বলেন, হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছিল, তারা সব কিছু দেখে ও শুনে এসেছে। অভিযোগ পেলে এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ঝিনাইদহে নতুন করে আরও ১৩ জন করোনায় আক্রান্ত

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে নতুন করে আরও ১৩ জন করোনায় আক্রান্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা দাড়ালো ২৭৭ জন। সিভিল সার্জন ডাঃ সেলিনা বেগম জানান, রোববার সকালে কুষ্টিয়া ল্যাব থেকে ঝিনাইদহে ৩৪ টি রিপোর্ট এসেছে। এর মধ্যে ১৩ টি পজেটিভ। আক্রান্তরা হলেন, সদর উপজেলায় ৩ জন, কালীগঞ্জ উপজেলায় ১০ জন। আক্রান্ত ২৭৭ জনের মধ্যে সুস্থ্য হয়েছেন ১০২ জন। হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৯ জন। জেলায় মোট মৃত্যুর সংখ্যা ৫ জন।

দৈনিক সংযোগ বাংলাদেশ পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক এ্যাড. মো: সাইফুল ইসলামের সুস্থ্যতা কামনায় দোয়া

খবর বিজ্ঞপ্তি

গত শনিবার বিকাল ৪ টায় দৈনিক সংযোগ বাংলাদেশ পত্রিকার অফিসে শারীরিক দূরত্ব বজায় রাখিয়া পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক, খুলনা জেলা আইনজীবি সমিতির সভাপতি ও খুলনা সদর থানা আওয়ামীলীগের সভাপতি এ্যাড. মো: সাইফুল ইসলাম শারীরিকভাবে অসুস্থ হইয়া ঢাকা স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তার রোগ মুক্তি কামনায় একটি দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত দোয়া অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সংযোগ বাংলাদেশ পত্রিকার সম্পাদক মো: শাহাদাৎ হোসেন। উপস্থিত ছিলেন সংযোগ বাংলাদেশ পত্রিকার প্রকাশক এ্যাড. মো: আব্দুল মজিদ, নির্বাহী সম্পাদক এম এম আজাহার আলী, সহ সম্পাদক উজ্জ্বল কুমার গাঙ্গুলী, মো: মোতাহার রহমান বাবু, মো: আবু জাফর, মো: মহসীন, মো: গাজী মাসুম, শান্ত ইসলাম, সোহেল, মো: গাজী নাসিম, রায়হান, মুন্না প্রমূখ। উক্ত দোয়া অনুষ্ঠানে জনাব সাইফুল ইসলামের রোগমুক্তি কামনা করে দোয়া পরিচালনা করেন এম এম আজাহার আলী।

কর্মহীন লেদার শ্রমিকদের মাঝে সিটি মেয়রের খাদ্যসামগ্রী বিতরণ

তথ্য বিবরণী

করোনাভাইরাস (কোভিড-১৯) প্রতিরোধে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত ‘মানবিক সহায়তা কর্মসূচির’ আওতায় রবিবার সকালে নগরীর শঙ্খ মার্কেট চত্বরে ৮৫ জন কর্মহীন লেদার শ্রমিকদের মাঝে আট কেজি করে চালসহ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক এসব খাদ্যসামগ্রী বিতরণ করেন।

খাদ্যসামগ্রী বিতরণকালে সিটি মেয়র বলেন, করোনাভাইরাস প্রতিরোধে নিজ থেকেই বেশি সচেতন হতে হবে এবং সরকারি স্বাস্থ্যবিধিগুলো সকলের মেনে চলতে হবে। করোনার কারণে সরকার ঘরে থাকা অসহায়, দরিদ্র, দিনমজুর, কর্মহীনসহ সকল পর্যায়ের মানুষের মাঝে পর্যাপ্ত পরিমাণে খাদ্যসামগ্রী এবং নগদ অর্থ বিতরণ করে যাচ্ছে।

খাদ্যসামগ্রী বিতরণকালে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা, মহানগর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক রণজিৎ কুমার ঘোষ, লেদার শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ সেলিম, সাধারণ সম্পাদক মোঃ মোশাররফ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

ঝিনাইদহে বিপুল পরিমান সরকারি ও আমদানী নিষিদ্ধ ঔষধ জব্দ, আটক-১

খাইরুল ইসলাম নিরব

ঝিনাইদহে বিপুল পরিমান সরকারি ও আমদানী নিষিদ্ধ ঔষধ জব্দ করেছে র‌্যাব। এসময় জড়িত থাকার অভিযোগে ১ জনকে আটক করা হয়। আজ দুপুরে শহরের চাকলাপাড়ার একটি বাসা থেকে প্রায় ৩০ লাখ টাকা মুল্যের এ ঔষধ জব্দ করা হয়।

র‌্যাব জানায়, শহরের চাকলাপাড়ার একটি বাসায় সরকারি বিক্রয় নিষিদ্ধ ও আমদানী নিষিদ্ধ ঔষধ মজুদ করা রয়েছে এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। এসময় বাড়ি তল্লাসী করে ১৪ কার্টুন ঔষধ উদ্ধার করা হয়। আটক করা হয় বাড়ির মালিক দিপক বিশ্বাসকে।

খুলনায় চারটি বেসরকারি হাসপাতালে কোভিড-১৯ চিকিৎসা দেয়া হবে

তথ্য বিবরনী

খুলনায় বড় চারটি বেসরকারি হাসপাতালে কোভিড-১৯ রোগীর চিকিৎসা দেওয়া হবে। খুলনা সদর হাসপাতালের চতুর্থ তলায় ৪২টি শয্যা খুব দ্রুততার সাথে প্রস্তুত করে কোভিড-১৯ রোগীর চিকিৎসা উপযোগী করে তোলা হবে। খুলনা মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে করোনা শনাক্ত পরীক্ষার ফলাফল দ্রুত এসএমএস-এর মাধ্যমে জানানো হবে।  সিটি কর্পোরেশনের খালিশপুরে লাল হাসপাতাল এবং তালতলা হাসপাতালে কোভিড-১৯ চিকিৎসা দেওয়া যায় কিনা, সম্ভাব্যতা যাচাই করা হবে। খুলনার কোভিড হাসপাতালে দ্রুত হাইফো ন্যাজাল ক্যানোলা স্থাপন এবং করোনাভাইরাস শনাক্তে আরও একটি পিসিআর ল্যাব স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। ঘোষিত তিনটি রেডজোন ১৪ দিন পরে ইয়োলোজোনে রূপান্তরিত হলো কিনা তা অনুসন্ধান করা হবে। রোটারি কাব কোভিড-১৯ রোগীর চিকিৎসার জন্য প্রয়োজনীয় উপকরণ সরবরাহ করবে।

খুলনায় করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে গঠিত জেলা কমিটির এক জরুরি সভায় এসকল সিদ্ধান্ত নেওয়া হয়। রবিবার সকালে জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেনের সভাপতিত্বে তাঁর সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় খুলনার সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক বলেন, কোভিড-১৯ চিকিৎসায় সরকারি হাসপাতালে ধারণ ক্ষমতা সীমিত। বেসরকারি হাসপাতাগুলো মানবিকতার নিদর্শন রাখতে কোভিড-১৯ চিকিৎসায় নিশ্চয় এগিয়ে আসবে। সরকারের নির্দেশনা অনুযায়ী বেসরকারি হাসপাতালের একটি অংশে কোভিড-১৯ রোগীদের চিকিৎসাসেবা দেওয়া হবে।

খুলনার চারটি বড় হাসপাতাল যথাক্রমে গাজী মেডিকেল কলেজ হাসপাতাল, আদ-দ্বীন হাসপাতাল, ইসলামী ব্যাংক হাসপাতাল ও খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালের একটি অংশে ৫০টি করে শয্যায় কোভিড-১৯ রোগীদের চিকিৎসাসেবার ব্যবস্থা থাকবে। আগামী তিন দিনের মধ্যে হাসপাতাল কর্তৃপক্ষের সাথে আলোচনা করে কিচিৎসাসেবা চালু করা হবে। পাশাপাশি খুলনা সদর হাসপাতালের চতুর্থ তলায় ৪২টি শয্যা অতি দ্রুততার সাথে উপযোগী করতে সিভিল সার্জন প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।

খুলনা মেডিকেল কলেজের পিসিআর ল্যাবের করোনা শনাক্তের পরীক্ষার রিপোর্ট (নেগেটিভ ও পজিটিভ উভয় ক্ষেত্রে) অতি দ্রুততার সাথে মোবাইল ফোনে এসএমএস-এর মাধ্যমে সিভিল সার্জনের দপ্তর জানানোর ব্যবস্থা করবে। খুলনা সিটি কর্পোরেশনের আওতায় খালিশপুরের লাল হাসপাতাল এবং তালতলা হাসপাতাল দু’টি কোভিড-১৯ রোগীর চিকিৎসায় ব্যবহার করা যায় কিনা তার সম্ভাব্যতা যাচাই করা হবে। খুলনার করোনাভাইরাস পরীক্ষায় আরও একটি পিসিআর ল্যাব এবং কোভিড হাসপাতালে দ্রুত হাই ফো ন্যাজাল ক্যানোলা স্থাপনে পদক্ষেপ নেওয়া হবে। ইতোপূর্বে ঘোষিত তিনটি রেডজোন এলাকায় ১৪ দিন পর ইয়োলোজোনে রূপান্তরিত হলো কিনা তার একটি প্রতিবেদন প্রকাশ করা হবে।

উপযুক্ত জায়গা পেলে খুলনার রোটারি কাব কোভিড-১৯ চিকিৎসায় জন্য ১০০টি শয্যার যাবতীয় চিকৎসা সরঞ্জামাদি দিতে প্রস্তুত আছে।

সভার শেষে উদ্ভুত করোনাভাইরাস সংক্রমণের পরিস্থিতিতে ঘরে ঘরে প্রয়োজনীয় ওষুধ সামগ্রী পৌঁছে দিতে অনলাইনভিত্তিক অ্যাপ ঙহষরহব গবফরপরহব গধৎঃ, কযঁষহধ-এর উদ্বোধন করা হয়। সামাজিক দূরত্ব বজায় রেখে ডিজিটাল পদ্ধতিতে ওষুধ সামগ্রী সংগ্রহের এই অ্যাপটির উদ্বোধন করেন খুলনা সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক। খুলনা বিভাগীয় কমিশনার ড. মুঃ আনোয়ার হোসেন হাওলাদার সভায় জুম অ্যাপের মাধ্যমে যুক্ত ছিলেন।

সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার সরদার রকিবুল ইসালম, পুলিশ সুপার এসএম শফিউল্লাহ, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মুন্সী মোঃ রেজা সেকেন্দার, খুলনা মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডা. মেহেদী নেওয়াজ, খুলনার সিভিল সার্জন ডা: সুজাত আহমেদ, খুলনা আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার ম. জাভেদ ইকবাল, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো: আসাদুজ্জামান খান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জিয়াউর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ ইউসুপ আলী, খুলনা প্রেসকাবের সভাপতি এসএম নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মামুন রেজাসহ অন্যান্য সরকারি দপ্তরের কর্মকর্তারা।

খুলনা মহানগর সিপিবি’র বিক্ষোভ সমাবেশে বক্তারা

জনপ্রতিনিধি ও প্রশাসনের উদাসীনতাই খুলনার করোনা চিকিৎসা সংকটের জন্য দায়ী

খবর বিজ্ঞপ্তি

খুলনা করোনা টেস্ট ও চিকিৎসা ফ্রি, দ্রুত করোনা ডেভিকেন্টেড হাসপাতাল ও শয্যা সংখ্যা বৃদ্ধিসহ বিভিন্ন দাবীতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), খুলনা মহানগরের উদ্যোগে এক বিক্ষোভ সমাবেশ রবিবার বেলা ১১টায় মহানগরীর পিকচার প্যালেস মোড়ে অনুষ্ঠিত হয়। দলের খুলনা মহানগর সভাপতি এইচ এম শাহাদৎ-এর সভাপতিত্বে এবং মহানগর সাধারণ সম্পাদক এড. বাবুল হাওলাদারের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তৃতা রাখেনÑবাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলা সভাপতি ডাঃ মনোজ দাশ, কেন্দ্রীয় কমিটির সদস্য এস এ রশীদ, সিপিবি নেতা সুতপা বেদজ্ঞ, মিজানুর রহমান বাবু, শ্রমিকনেতা রুস্তম আলী হাওলাদার, রঙ্গলাল মৃধা, জেলা সাধারণ সম্পাদক এড. রুহুল আমিন, বাংলাদেশ যুব ইউনিয়ন কেন্দ্রীয় সদস্য ও জেলা সভাপতি এড. নিত্যানন্দ ঢালী, সাধারণ সম্পাদক প্রভাষক জয়ন্ত মুখার্জী, যুব নেতা আফজাল হোসেন রাজু, ফজলুল হক, ইনসাব নেতা রুহুল আমিন, সরকার ভূষণ চন্দ্র তরুন, খোদেজা ফাউন্ডেশনের খ ম শাহীন, ছাত্র ইউনিয়ন নেতা সৌরভ সমাদ্দার, কৃষ্ণেন্দু বাছাড়, সোমনাথ, হাফিজুল ইসলাম, শেখ রবিউল ইসলাম রবি, আজিজুল ইসলাম, জয় সরকার প্রমুখ। সমাবেশে নেতৃবৃন্দ বলেন, স্থানীয় জনপ্রতিনিধি এবং প্রশাসনের উদাসীনতাই খুলনার বর্তমান করোনা চিকিৎসার সংকটের জন্য দায়ী। নেতৃবৃন্দ বলেন, করোনা চিকিৎসায় বেসরকারি মেডিকেল কলেজকে জরুরী ভিত্তিতে সরকারের নিয়ন্ত্রণে এনে ফ্রি টেস্ট ও চিকিৎসা, দ্রুত করোনা ডেভিকেন্টেড হাসপাতাল ও বেড সংখ্যা বৃদ্ধি, টেস্ট সংখ্যা বাড়াতে আরও ন্যূনতম ৫টি আর-টি পিসিআর ল্যাব চালু, করোনা চ্যাম্পেল সংগ্রহের জন্য খুলনা সিটিতে আরও কমপক্ষে ৮টি বুথ স্থাপন, ফু-কর্নার ও আইসোলেশন ওয়ার্ডের সক্ষমতা বাড়ানো ও সার্বক্ষণিক মেডিকেল বিশেষজ্ঞ চিকিৎসক সংযুক্তি, করোনা টেস্ট ও চিকিৎসা ফ্রি, চিকিৎসক-নার্স-স্বাস্থ্যকর্মীদের পর্যাপ্ত ও মানসম্মত সুরক্ষা সামগ্রী ও নিরাপত্তা নিশ্চিত, জীবন বাঁচাতে করোনা হাসপাতালে লিকুইড অক্সিজেন প্লান্ট ও ন্যূনপক্ষে ৩টি হাইফোন্যাসাল ক্যানুলা সরবরাহ করতে হবে। অন্যথায় খুলনার টেস্ট ও চিকিৎসার অভাবে মৃত্যুনগরীতে পরিণত হওয়ার সমূহ আশঙ্কা বিদ্যমান। সম্পদ ও ক্ষমতাশালীরা খুলনার বাইরে যেয়ে চিকিৎসা গ্রহণ করতে পারবেন কিন্তু অসহায় সাধারণ মানুষ চিকিৎসার অভাবে মৃত্যুবরণ করবেন। যা কোনো ভাবেই কাম্য নয়।  

খুলনা প্রেসকাবের সাবেক স্টাফ আবুল হোসেনের ইন্তিকাল

স্টাফ রিপোর্টার

খুলনা প্রেসকাবের সাবেক স্টাফ আবুল হোসেন (৩৮) ইন্তিকাল করেছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। নগরীর বাগমারাস্থ বাসভবনে দীর্ঘদিন চিকিৎসাধীন থাকাবস্থায় শনিবার (৪ জুলাই) দিবাগত রাত ২ টা ৪৫ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে-মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন। রোববার সকাল ৯ টায় বাগমারা কবরস্থান সংলগ্ন মসজিদে মরহুমের জানাজা শেষে বাগমারা কবরস্থানে দাফন করা হয়েছে। এর আগে গত ২০ মার্চ  বাগমারা ব্রিজের কাছে মোটরসাইকেল দুর্ঘটনায় তিনি মাথায় গুরুতর আঘাত প্রাপ্ত হয়ে  মস্তিষ্কে রক্তক্ষরণ হয়। সেই থেকে ঢাকাসহ বিভিন্ন হাসপাতাল ও কিনিকে চিকিৎসা শেষে বাড়িতে চিকিৎসাধীন ছিলেন। এদিকে খুলনা প্রেসকাবের সাবেক স্টাফ আবুল হোসেনের ইন্তিকালে গভীর শোক প্রকাশ ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন দৈনিক খুলনাঞ্চল এর সম্পাদক মিজানুর রহমান মিলটন। খুলনা মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন (এমইউজে) একাংশের খুলনার সভাপতি মো. আনিসুজ্জামান, সহ-সভাপতি এহতেশামুল হক শাওন, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আবুল হাসান হিমালয় ও কোষাধ্যক্ষ আব্দুর রাজ্জাক রানা, বিএফইউজের সাবেক সহ-সভাপতি ড. মো. জাকির হোসেন, সাবেক নির্বাহী সদস্য শেখ দিদারুল আলম ও এহতেশামুল হক শাওন প্রমূখ।

ফুলতলায় ইসলামী ব্যাংকে করোনাক্রান্ত ৬ ১৯ জুলাই পর্যন্ত লকডাউন

ফুলতলা প্রতিনিধি

ইসলামী ব্যাংক খুলনার ফুলতলা শাখা লকডাউন ঘোষনা করা হয়েছে। করোন ভাইরাস সংক্রমিত হওয়ায় প্রশাসনের নির্দেশক্রমে সোমবার থেকে আগামী ১৯ জুলাই পর্যন্ত লকডাউন করা হয়। সম্প্রতি ব্যাংকের এ শাখায় কর্মরত ৬ কর্মকর্তা ও কর্মচারী কোভিড-১৯ রিপোর্টে পজেটিভ আসায় অন্যান্য জনশক্তি এবং গ্রাহকদের মধ্যে করোনা ভাইরাস সংক্রমিত হওয়ার আশংকায় গতকাল (রোববার) লকডাউন করা হয়। আক্রান্তদের মধ্যে রয়েছেন সিনিয়র অফিসার আবুল হাসান খান ও মাসুম বিল্লাহ, জুনিয়র অফিসার আব্দুস সালাম, এসজি নাসির উদ্দিন, এমসিজি আবুল হাসান এবং এমসিজি হাফিজুল ইসলাম। আক্রান্ত সকলেই হোম কোয়ান্টাইমে রয়েছেন বলে ব্যাংক সূত্রের দাবি।

পাইকগাছায় আরো ৭ জনসহ মোট করোনা শনাক্ত ৪৩, সুস্থ ১৩

পাইকগাছা প্রতিনিধি

পাইকগাছায় ৭ জনের নতুন করে কোভিড ১৯ পজেটিভ রোগী শনাক্ত হয়েছেন। এনিয়ে এলাকায় মোট আক্রান্তের সংখ্যা ৪৩ জন। তারা হলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান সহকারী আক্তারুজ্জামান ও পরিসংখ্যানবিদ মোঃ মাসুরুজ্জামান মাসুম, সোলাদানা হরিখালীর পলাশ কান্তি রায়, পৌরসদরে সরল গ্রামের সোহাগ ও মোঃ আঃ জব্বার, কপিলমুনির রবীন্দ্র নাথ বিশ্বাস এবং পাইকগাছার মোঃ নুর ইসলাম। রবিবার দুপুরে পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের করোনা ইউনিটের মূখপাত্র ডাঃ ইফতেখার  বিন রাজ্জাক  জানান, উপজেলায়  এপর্যন্ত নমুনা সংগ্রহ করা হয়েছে ২৪ ঘন্টায় নতুন করে ১০ জনসহ মোট ২৫২ জন। তার মধ্যে মোট ৪৩ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। সুস্থ হয়েছেন ১৩ জন। আইসোলশন ওয়ার্ডে ভর্তি সর্বমোট ১০ জন ভর্তি রয়েছেন। কোয়ারেন্টাইনে বর্তমান আছেন ২২৪ জন। উপজেলা করোনা প্রতিরোধ কমিটির সদস্য সচিব, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নীতিশ চন্দ্র গোলদার বলেন, সোমবার খুমেক হাসপাতালের পিসিআর ল্যাব ও সিভিল সার্জন অফিসের তথ্য অনুযায়ী নতুন করে পাইকগাছার ৭ জনের কোভিড-১৯ রিপোর্ট পজেটিভ পাওয়া যায়। তিনি বলেন, পাইকগাছায় যে হারে করোনা শনাক্ত হচ্ছে, দ্রুত মোবাইল কোর্ট করে পরিস্থিতি এখনই নিয়ন্ত্রণ করা উচিত। নিজে সুরক্ষা নিজেকেই করতে হবে। সকলের কাছে আমার আহ্বান থাকবে, আমরা যেন স্বাস্থ্যবিধি মেনে চলি। তাহলে এই মহামারি করোনাকে আমরা রুখতে পারবো। পাইকগাছা থানা অফিসার ইনচার্জ (ওসি) এজাজ শফী জানান, আক্রান্তের বাড়িসহ আশে পাশের কয়েকটি বাড়ি লকডাউন ঘোষনা করা হয়েছে। এসময়ে তিনি সকলকে আতঙ্কিত না হয়ে স্বাস্থ্য বিধি মেনে চলার পরামর্শ দিয়েছেন।

ইশা ছাএ আন্দোলন খুলনা মহানগরীর মাসিক সভা

খবর বিজ্ঞপ্তি

শনিবার  দুপুর ১২ টায় ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন খুলনা মহানগরীর মাসিক সভা শাখা সভাপতি এইচ এম খালিদ সাইফুলাহ’র সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম ইসলাম আবীর এর সঞ্চালনায় নগরীর পাওয়ার হাউস মোড়স্থ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় শাখা সভাপতি স্বাস্থ্যবিধি মেনে আগামী ১৬ জুলাই কর্মী প্রত্যাশী প্রশিক্ষণ কর্মশালা ও ২৫ জুলাইয়ের মধ্যে নগরীর সকল ওয়ার্ড কমিটি গঠন ও পুনঃগঠনের ঘোষণা দেন।

সভায় অন্যান্যের মধ্যে উপস্তিত ছিলেন নগর সহ সভাপতি আব্দুস সালাম জায়েফ প্রশিক্ষণ সম্পাদক মঈন উদ্দীন প্রচার ও প্রকাশনা সম্পাদক মাহদী হাসান মুন্না অর্থ সম্পাদক এম এম মাহদী হাসান দপ্তর সম্পাদক আব্দুলাহ আল মামুন বিশ্ববিদ্যালয় সম্পাদক শাকির হোসেন কওমি মাদ্রাসা সম্পাদক হাবিবুলাহ মেসবাহ আলিয়া মাদ্রাসা সম্পাদক আবু বকর সিদ্দিকি কলেজ সম্পাদক মোঃ আব্দুলাহ স্কুল সম্পাদক ইয়ামিন মোলা ছাত্র কল্যাণ সম্পাদক মানজারুল হুদা সাহিত্য ও সাংস্কৃতি সম্পাদক আব্দুলাহ আলমামুন সদস্য মোঃ বনি আমিন এম এ রাকিব গোলদার প্রমুখ।

ঘূর্ণিঝড় আম্ফানে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নৌবাহিনীর সহায়তা প্রদান

খবর বিজ্ঞপ্তি

রবিবার বাংলাদেশ সরকারের নির্দেশনা মোতাবেক মহামারি করোনা ভাইরাসের প্রাদুর্ভাব মোকাবেলায় উপকূলীয় জেলায় নৌবাহিনী কন্টিনজেন্ট ওহ অরফ ঃড় ঈরারষ চড়বিৎ এর আওতায় জনসচেতনতা বৃদ্ধি, সামাজিক দূরত্ব নিয়ন্ত্রণ, ত্রাণ সহায়তাসহ বিভিন্ন সহায়তামূলক কার্যক্রমে অংশগ্রহণ করছে। করোনা পরিস্থিতি এবং প্রাকৃতিক দূর্যোগ ঘূর্ণিঝড় আম্ফানের প্রভাবে কর্মহীন অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ নৌবাহিনী। দিশেহারা এসব দুস্থ পরিবারের সাহায্যার্থে নৌ ঘাঁটি সোলাম পিরোজপুর পরীরহাট এলাকায় অসহায় ও দুস্থ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী এবং ১০০টি শাড়ি, ২৫টি থ্রি পিছ এবং ২৫টি লুঙ্গি বিতরণ করে। এসব খাদ্য সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, আটা, তৈল, লবণ ও বিস্কুট। । এই সাহায্য স্থানীয় দরিদ্র মানুষের মনে আশার সঞ্চার করে।

এছাড়া করোনা প্রতিরোধে চলমান কার্যক্রমের অংশ হিসেবে নৌবাহিনী কন্টিনজেন্ট মোংলা উপজেলার বৈদ্যমারি, দিগরাজ বাজার, বুড়িরডাঙ্গা, আপাবাড়ি, চিলারহাট, হাসপাতাল চত্ত্বর, ফেরিঘাট, বরগুনা জেলা সদর, আমতলী, পাথরঘাটা ও আমতলী এলাকায় নিয়মিত সচেতনতামূলক টহল প্রদান করে। পাথরঘাটা উপজেলার কালমেঘা ইউনিয়নে ৬৫টি অসহায় দরিদ্র পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণের জন্য স্থানীয় প্রশাসনকে সহায়তা প্রদান করে। এছাড়া উপজেলাসমূহের বিভিন্ন স্থানে ২০০টি সচেতনতামূলক লিফলেট বিতরণ করে। নৌবাহিনী কন্টিনজেন্ট মোংলা উপজেলার হাসপাতাল চত্ত্বর এলাকার বিভিন্ন স্থানে জেলা প্রশাসনের তত্ত্বাবধানে মোবাইল কোর্ট পরিচালনায় সহায়তা প্রদান করে । পাশাপাশি সাধারণ জনগণকে সামাজিক দূরত্ব নিশ্চতকরণ এবং করোনা ভাইরাস থেকে বাঁচতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য স্থানীয় বাসিন্দাদের সচেতন করতে তাদের প্রচেষ্টা অব্যাহত রাখে।

আওয়ামী লীগ নেতা রাজুল হাসান রাজুর শিশু খাদ্যসামগ্রী বিতরণ

স্টাফ রিপোর্টার

বিসিবির পরিচালক বঙ্গবন্ধুর ভ্রাতুষ্পুত্র শেখ সোহেলের পক্ষ থেকে ১৮নং ওয়ার্ডে আজ রবিবার দুপুর দেড়টায় অসহায় বাচ্চাদের মাঝে শিশু খাদ্যসামগ্রী বিতরণ করেন সোনাডাঙ্গা থানা আওয়ামী লীগের সহ-সভাপতি এস এম রাজুল হাসান রাজু। এসময় উপস্থিত ছিলেন ১৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জাহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন, রেজাউল করিম, ওয়াহিদ মোড়েল, এনায়েত হোসেন, মাহফুজুর রহমান, ফারুক হোসেন, সোনাডাঙ্গা থানা ছাত্রলীগের যুগ্ন সাধারণ সম্পাদক ফাহিম হাসান আকাশ, ১৮নং  ওয়াড ছাত্রলীগের সহ-সভাপতি হাসিবুর রহমান হাসিব, শাহিদুর রহমান, জাহাঙ্গীর শিকদার প্রমুখ।

আইচগাতি ইউনিয়নে ছাত্রলীগ নেতার মাক্স বিতরণ

স্টাফ রিপোর্টার

করোনাভাইরাস সংক্রামণরোধে আইচগাতি ইউনিয়ন লকডাউন থাকায় শফিকুর রহমান পলাশের পক্ষ থেকে আজ রবিবার সন্ধ্যায় সচেতনতামূলক প্রচারণা ও মাক্স বিতরণ করেন খুলনা মহানগর ছাত্রলীগের সহ-সভাপতি মোল্লা ইয়াসিন আরাফাত।

এসময় উপস্থিত ছিলেন আইচগাতি ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, সেচ্ছাসেবকলীগ নেতাকর্মীসহ খুলনা জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ সালমান জামান রাজ, বঙ্গবন্ধু ছাত্র পরিষদ আইচগাতি ইউনিয়নের সভাপতি মোঃ রুবেল সাধারন সম্পাদক মোঃ রনি, শাহিন, ওলিউর রহমান, খন্দকার তারেক প্রমুখ।

মহানগর বঙ্গবন্ধু পরিষদ সাধারণ সম্পাদক মুন্নার পিতার মৃত্যুতে শোক বিবৃতি

খবর বিজ্ঞপ্তি

গত ০৪ জুলাই দুপুর ২.৪৫ মিনিটে খুলনা মহানগর বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক এম, আসাদুজ্জামান মুন্নার পিতা এম,মোশাররফ হোসেন (৭১)  চিকিৎসাধীন অবস্থায় খুলনা মেডিকেল হাসপাতালে ইন্তেকাল করেন, (ইন্নালিল্লাহি ………. রাজেউন)। বাদ মাগরিব শেখ পাড়া কাশেমুল উলুম মাদ্রাসা জামে মসজিদে জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজার নামাজে ইমামতি করেন হাফেজ মোঃ নজরুল ইসলাম। মহুমের মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের সদস্যদের সমবেদনা জানিয়ে বিবৃতি প্রদান করেছেন বঙ্গবন্ধু পরিষদ খুলনা মহানগর নেতৃবৃন্দ। বিবৃতি প্রদানকারী নেতৃবৃন্দ হলেন পরিষদের মহানগর সভাপতি ও সোনাডাঙ্গা থানা আওয়ামীলীগ সহ-সভাপতি এস এম রাজুল হাসান রাজু, কার্য্যনির্বাহী সভাপতি মোঃ ইউসুফ আলী সাদা, সহ-সভাপতি মোঃ শাহাদাৎ হোসেন মল্লিক মোঃ রকিবুল ইসলাম রকি, শরীফ এনামুল কবির, আলহাজ¦ শেখ মোহাম্মদ আলী, বীর মুক্তিযোদ্ধা হাসমত আলী, বীর মুক্তিযোদ্ধা নাসির উদ্দিন সরদার, রফিকুল ইসলাম বাবু, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হান্নান, সাবেক কাউন্সিলর মামুনুরা জাকির খুকুমণি, কবি হাফিজুল ইসলাম, ডাঃ হাফিজুর রহমান সোহেল, জাকির হোসেন বিপ্লব, শামীম আল আজাদ, প্রভাঃ ইফফাত সানিয়া ন্যান্সি, পারভেজ আহম্মেদ পলাশ, রেহেনা আফরোজ শোভা, সেলিম চৌধুরী, অধ্যাঃ আল-আমিন, হাফেজ শেখ আসলাম, গাজী রকিব উদ্দিন সোহাগ, আবুল কালাম মোল্লা, মোঃ রেজাউল করিম, সাংবাদিক মামুন রেজা, কাজী জিল্লুর রহমান সিদ্দিকী জুয়েল, মোঃ নূরুল হক, মোঃ শাজাহান খান, সারাফত উল্লাহ স্বপন, মহিদুল ইসলাম নান্নু, কাজী শরিফুল ইসলাম মিঠু, কামাল হোসেন, কবি আসাদুজ্জামান মিথুন, ফাহিম হাসান আকাশ, শেখ জাহাঙ্গীর হোসেন, অহিদুল শিকদার, মশিউর রহমান মিলন, শেখ শাহিন, মোস্তাফিজুর রহমান বিপু, আফজাল হোসেন হামজালা, আঃ সালাম সরদার, মোঃ জলিল সরদার, টিটু মল্লিক, মোঃ লিয়াকতসহ প্রমুখ।

বাগেরহাটে নন এমপিও শিক্ষকদের প্রধানমন্ত্রীর সহায়তা

বাগেরহাট প্রতিনিধি

করোনা পরিস্থিতিতে বাগেরহাট সদর উপজেলার নন এমপিও শিক্ষকদের মাঝে প্রধানমন্ত্রীর দেওয়া আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। রবিবার (০৫ জুলাই) দুপুরে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এই প্রনোদোনার চেক বিতরণ করা হয়। এসময় বাগেরহাটের জেলা প্রশাসক মোঃ মামুনুর রশীদ, সদর উপজেলা সরদার নাসির উদ্দিন. সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভীনসহ শিক্ষকরা উপস্থিত ছিলেন।

সদর উপজেলার ৯টি নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠানের ১০৭ জন শিক্ষক কর্মচারীর মধ্যে ৪ লক্ষ ৬৫ হাজার টাকার চেক বিতরণ করা হয়।

মহেশপুরে এতিম শিশু ছাত্রকে পিটিয়ে আহত করলো মসজিদের ইমাম

মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধিঃ

বাজারে আসার অপরাধে আব্দুর রহমান (৮) নামের এক প্রথম শ্রেনীর এতিম ছাত্রকে লাঠি দিয়ে পিটিয়ে আহত করেছে ঝিনাইদহের মহেশপুর উপজেলার যুগিহুদা দক্ষিণ পাড়া মসজিদের ইমাম আতাউল্লা। ঘটনার পর থেকে ইমাম আতাউল্লা পলাতক রয়েছে।

এঘটনাটি ঘটেছে গত শনিবার দুপুর ২টার দিকে যুগিহুদা দক্ষিণ পাড়া মসজিদে।

এঘটনায় শিশুটির নানা আব্দুল মালেক বাদি হয়ে শনিবার রাতে মসজিদের ইমাম আতাউল্লাকে আসামী করে মহেশপুর থানায় একাটি লিখিত এজাহার দায়ের করছেন।

আহত শিশু আব্দুর রহমান জানান, আমি দুপুরে বাজারে গিয়েছিলাম। বাজার থেকে মসজিদে আসার পর স্যার আমার কাছে বাজারে যাওয়ার কারণ জানতে চাইলে আমি বলেছিলাম একটু বাজার ঘুরতে গিয়েছিলাম। একথা বলার পর পরই আমাকে লাঠি দিয়ে মারকে শুরু করে। আমি কান্নাকাটি করলে আমাকে গলাটিতে ধরে।

শিশুটির নানা আব্দুল মালেক ছোট বেলায় তার আব্বা চলে যায়। পরে মাও চলে যায়। আমি শিশুটি লালন পালন করে বড় করছি। গ্রামের মসজিদের ইমামের কাছে লেখা পড়া করতে দিয়েছিলাম। আজ বাজারে যাওয়ার অপরাধে শিশুটি যে ভাবে নির্যাতন করেছে তা কোন মানুষ মানুষকে এভাবে পিটায়না। আমি মসজিদের ইমামের বিচার চায়।

মহেশপুর থানার ইন্সেপেক্টার (তদন্ত) রাশেদুল ইসলাম জানান, অভিযোগটি পেয়েছি আমরা আইন গত ব্যবস্থা নিচ্ছি।

দিঘলিয়ায় “সেবা উন্নয়ন বক্স” উদ্বোধন কালে সংসদ সদস্য সালাম মূর্শেদী

দিঘলিয়া প্রতিনিধি

খুলনা-০৪ আসনের সংসদ সদস্য ও বিশিষ্ট শিল্পপতি আব্দুস সালাম মূর্শেদী বলেছেন, সেবার মাধ্যমেই দেশ তথা জাতির উন্নয়ন ত্বরান্বিত করা সম্ভব। তিনি বলেন দেশের তৃনমূল জনগোষ্ঠীর ভাগ্যোন্নয়ন নিশ্চিত করতে সুষম সেবার বিকল্প নেই। তিনি বলেন বর্তমান সরকারের প্রধানমন্ত্রী, জাতির জনক বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আজ দেশের দুঃস্থ, অসহায়, গরীব ও মেহনতী মানুষের পাশে থেকে তাদের ভাগ্যের চাকা ঘুরিয়ে অনগ্রসর জাতি এবং দেশকে  উন্নত দেশে রূপান্তরিত করেছেন। সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী বলেন, খুলনা-০৪ আসনের প্রত্যেকটি অবহেলিত জনপদের তৃণমূল মানুষের সেবা এবং তাদের ভাগ্যের  পরিবর্তন সাধন করে রূপসা তেরখাদা ও দিঘলিয়া উপজেলাকে মডেল  জনপদে রূপান্তরিত করা হবে। আব্দুস সালাম মূর্শেদী গতকাল সকাল ১১টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে দিঘলিয়া উপজেলায় “সেবা উন্নয়ন বক্স” নামে বিশেষ সেবা কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতাকালে একথা বলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা হাফিজ আল আসাদ এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিঘলিয়া উপজেলার সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি খান নজরুল ইসলাম, উপজেলা পরিষদ চেয়ারম্যান শেখ মারুফুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোল্যা আকরাম হোসেন,উপজেলা পরিষদের ভাইসচেয়ারম্যান আলী রেজা ও উপজেলা যুবলীগের সভাপতি শেখ মনিরুল ইসলাম। সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী এর প্রেস সচিব সৈয়দ মিজানুর রহমান জানান, এই সেবা উন্নয়ন বক্সে তৃণমূল জনগোষ্ঠীর যে কোনো সমস্যা, স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা মন্দিরসহ বিভিন্ন উন্নয়ন প্রাপ্তির সকল আবেদন বা দাবি দাওয়া পেশ করতে পারবেন। তিনি বলেন, এই  সেবা বক্সে আবেদনের মাধ্যমে সরাসরি সকল প্রকারের সুবিধা এবং সমস্যার কথা বলতে পারবেন। স্বচ্ছতা জবাবদিহিতা রক্ষার ক্ষেত্রে প্রয়োজনে লটারির মাধ্যমে ভাগ্য নিশ্চিত করা হবে। তিনি বলেন, অনেকে সংসদ সদস্যের নাম ভাঙ্গিয়ে ফায়দা লোটে।  ভবিষ্যতে কেউ এ ধরণের সুযোগ আর পাবেনা বলে তিনি জানান। অনুষ্ঠান শেষে সংসদ সদস্য ভিডিও কনফারেন্সের মাধ্যমে সেবা উন্নয়ন বক্স এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময় সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনীতিক, গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

চিতলমারীতে করোনা উপসর্গ নিয়ে অমিনুর খান নামেরএকযুবকের মৃত্যু

চিতলমারী প্রতিনিধি:

বাগেরহাটের চিতলমারীতে কোভিড -১৯ করোনাভাইরাস উপসর্গ  নিয়ে অমিনুর খান নামের এক যুবকের মৃত্যু হয়েছে। রবিবার সকাল সাড়ে ৯ টার দিকে টুঙ্গিপাড়া হাসপাতালের  জরুরী বিভাগে নেয়ার পূর্বে সে মারা যায়।

নিহত আমিনুরের বাড়ি উপজেলার বড়বাড়িয়া গ্রামে সে বড়বাড়িয়া বাজারে খাবরের হোটেল ব্যাবসায়ী ছিলেন।মৃত্যু আমিনুরের পারিবারিক সূত্রে জানা গেছে সে প্রায় ৮/১০ দিন যাবত জ্বর ও শ্বাসকষ্টে ভুগছিলেন। রবিবার সকালে শ্বাসকষ্ট বেশী দেখাদিলে দুরুত তাকে টুঙ্গিপাড়া হাসপাতালের জরুরী বিভাগে নেওয়ার পর কত্যব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষনা করেন।

এব্যাপারে চিতলমারী উপজেলা স্বাস্থ্য ও প:প: কর্মকর্তা ডা: মামুন হাসান জানান করোনা উপসর্গ নিয়ে কারোর মৃত্যু হয়েছে এমন কোন তথ্য তার কাছে নেই।

করোনা মহামারীকালে দরিদ্র শিক্ষার্থীদের জন্য সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের উদ্যোগে ‘অদম্য পাঠশালা’ চালু হয়েছে

খবর বিজ্ঞপ্তি

করোনা মহামারীকালে অনলাইনে কাস ও পরীক্ষায় অংশগ্রহণ করতে অসমর্থ শিক্ষার্থীদের জন্য সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, খুলনা জেলা শাখার উদ্যোগে ৫ জুলাই ’২০ থেকে বিনাবেতনের স্কুল ‘অদম্য পাঠশালা’ চালু করা হয়েছে। সবার জন্য আয়োজন করা ছাড়া অনলাইনে কাস ও পরীক্ষা নেয়া চলবে না Ñ এ দাবীতে আন্দোলনে পাশাপাশি সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির নির্দেশে সারাদেশে নি¤œবিত্ত পরিবারে স্কুল পড়–য়া শিক্ষার্থীদের জন্য স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে এই কার্যক্রম পরিচালিত হচ্ছে। আজ খুলনা মহানগরীর ২৭নং ওয়ার্ডের আবু’র বস্তিতে এই কার্যক্রম উদ্বোধন করেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ, খুলনা জেলা কমিটির সমন্বয়ক কমরেড জনার্দন দত্ত নাণ্টু। এ সময়ে উপস্থিত ছিলেনÑবাসদ খুলনা জেলা সদস্য কোহিনুর আক্তার কণা, সমাজতান্ত্রিক মহিলা ফোরাম ২৭নং ওয়ার্ড সদস্য পারভীন আক্তার, পারুল বেগম, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট-খুলনা জেলা সদস্য সঙ্গীতা ম-ল, মাহিলা আক্তার আনিকা, ফয়সাল, পারভেজ, তৌহিদ, জিয়াবুল প্রমুখ। সকল প্রকার স্বাস্থ্যবিধি মেনে বিভিন্ন ব্যাচে ভাগ হয়ে শিক্ষার্থীরা এ স্কুলে পড়াশুনা করেছে। নেতৃবৃন্দ জানান, ‘অদম্য পাঠশালা’র কার্যক্রম ধারাবাহিকভাবে নগরীর বিভিন্ন এলাকায় ও উপজেলায় শুরু করা হবে। স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে পরিচালিত এ শিক্ষা কার্যক্রমে যারা পাঠদান করতে চায় বা স্কুলের জন্য উপযুক্ত স্থানের ব্যবস্থা করে ও শিক্ষা উপকরণ দিয়ে সহযোগিতার জন্য সকলের অংশগ্রহণ প্রত্যাশা করে নেতৃবৃন্দ। উদ্বোধন বক্তৃতায় কমরেড জনার্দন দত্ত বলেন, সংবিধানে ১৭(ক) অনুচ্ছেদে শিক্ষাক্ষেত্রে সকলের সমান অধিকার বাস্তবায়নের ঘোষণা থাকলেও শিক্ষাকে ব্যবসায়ের পণ্যে পরিণত করায় আজ ‘টাকা যার শিক্ষা তার’ এই নীতিতে শিক্ষা ব্যবস্থা পরিচালিত হচ্ছে। করোনা মহামারীর দুর্যোগে যখন সরকার শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে তখন অনেক শিক্ষা প্রতিষ্ঠান অনলাইনে কাস ও পরীক্ষা নিচ্ছে, যা ব্যবহার করার সুযোগ দেশের ৯৫ ভাগ মানুষের নেই। ফলে শিক্ষাক্ষেত্রে বৈষম্য আরো বৃদ্ধি পাচ্ছে। তিনি সবার জন্য এ সুযোগ বিনা খরচে উন্মুক্ত করার দাবী জানান। একই সাথে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের উদ্যোগেরও উত্তরোত্তর সাফল্য কামনা করেন।    

বটিয়াঘাটায় মাছের পোনা অবমুক্ত

বটিয়াঘাটা প্রতিনিধি

খুলনার বটিয়াঘাটা উপজেলার জয়খালী গ্রামের উন্মমুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। গতকাল রোববার বেলা ১১টার দিকে উপজেলার জলমা ইউনিয়নের খোলা খালে মাছের পোনা ছেড়ে দেওয়া হয়।

মুজিব শতবর্ষ উপলক্ষে মৎস্য অবমুক্তকরণ কর্মসূচির আওতায় জয়খালী দক্ষিণপাড়া সার্বজনীন কালীমন্দির উন্নয়ন প্রকল্পের ওপর আদর্শ মৎস্য খামার এ আয়োজন করেন। মাছের পোনা অবমুক্তকরণের মধ্যদিয়ে কর্মসূচির উদ্বোধন করেন জয়খালী দক্ষিণপাড়া সার্বজনীন কালীমন্দির পরিচালনা কমিটির সভাপতি অমলেন্দু বিশ^াস। এ সময় উপস্থিত ছিলেন, মন্দির কমিটির অনিল কৃষ্ণ সরকার, প্রাক্তন শিক্ষক কালিদাস মল্লিক, মুক্তিযোদ্ধা অণিল চৌধুরী, পূর্ণেন্দু বিশ^াস, সমর সরকার, নির্মল রায়, উত্তম মল্লিক, রিপন মল্লিক, নিলয় মল্লিক, অর্চণা মল্লিক, রেনুকা মল্লিক, দীপঙ্কর রায়, কৃষ্ণপদ সরকারসহ আরও অনেকে।

সাতক্ষীরায় মৃত ব্যক্তির নামে বয়স্ক ভাতার টাকা উত্তোলনসহ নানা অনিয়ম-দূর্নীতির প্রতিবাদে মানববন্ধন

খান নাজমুল হুসাইন, সাতক্ষীরা

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার মথুরেশপুর ইউনিয়নের ইউপি সদস্য মনিরুজ্জামান মনোর বিরুদ্ধে মৃত ব্যক্তির নামে বয়স্ক ভাতার টাকা উত্তোলন করে তা আতœসাৎ, টাকার বিনিময়ে অবিবাহিত মহিলাকে বিধবা ভাতার কার্ড প্রদান, সরকারি বিভিন্ন কর্মসূচির টাকা আতœসাতসহ নানা অনিয়ম ও দূর্নীতির প্রতিবাদে  মানববন্ধন কর্মসুচি পালন করেছে স্থানীয় এলাকাবাসী।

রোববার সকালে উপজেলার উজাইমারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে উক্ত মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

স্থানীয় বাসিন্দা মোমিনুর রহমানের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, কালিগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম, সাবেক ছাত্রনেতা আমিনুর রহমান, ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি সুনীল ঘোষ, সাধারণ সম্পাদক হরিদাস মন্ডল, ভুক্তভুগী মায়া রানী মন্ডল, সাবিনা খাতুন প্রমুখ।

বক্তারা এ সময় বলেন, মথুরেশপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য মনিরুজ্জামান মনো দীর্ঘদিন ধরে মৃত ব্যক্তির নামে বয়স্ক ভাতার টাকা উত্তোলন করে তা আতœসাৎ করে আসছেন। এছাড়া তিনি টাকার বিনিময়ে অবিবাহিত মহিলাকে বিধবা ভাতার কার্ড প্রদানসহ প্রতিবন্ধী ভাতার কার্ড, ভিজিডি কার্ড, ১০ টাকা মূল্যের চাউলের কার্ড ও সরকারি বিভিন্ন কর্মসূচির টাকা নিয়ে অনিয়ম দূর্নীতির আশ্রয় নিয়েছেন। বক্তারা এ সময় ইউপি সদস্য মনিরুজ্জামান মনোর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

করোনার উপসর্গ নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজে তিন জনের মৃত্যু

সাতক্ষীরা প্রতিনিধি

করোনার উপসর্গ নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে দুই নারীসহ তিন জনের মৃত্যু হয়েছে। শনিবার রাতে ও রোববার সকালে মেডিকেল কলেজ হাসপাতালে তারা মারা যান। মৃত ব্যক্তিরা হলেন, দেবহাটা উপজেলার খাঞ্জিয়া নোয়াপাড়া গ্রামের ইয়াছিন আলীর স্ত্রী কোহিনুর বেগম (৫০), শহরের পলাশপোল এলাকার মৃত জয়নাল আবেদিনের ছেলে আলহাজ¦ রাহাতুল্লাহ (৯৫) ও কলারোয়া উপজেলার আলাইপুর গ্রামের আব্দুস সালামের স্ত্রী আমেনা খাতুন (৪০)।

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ রফিকুল ইসলাম জানান, জ¦র ও শ^াসকষ্ট নিয়ে কোহিনুর বেগমকে শনিবার দুপরে মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশনে ভর্তি হন। এরপর সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তিনি মারা যান। এদিকে, রাত ১০ টায় একই উপসর্গ নিয়ে আলহাজ¦ রাহাতুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশনে ভর্তি হন। এরপর রাত ১১ টার দিকে তিনি মারা যান। অপরদিকে, আমেনা খাতুনও একই উপসর্গ নিয়ে সকালে মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হওয়ার আগেই তিনি সেখানে মারা যান। মেডিকেল তত্বাবধায়ক আরো জানান, মৃত তিন জনেরই নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। স্বাস্থ্য বিধি মেনে তাদের লাশ দাফন করা হয়েছে। ইতিমধ্যে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে তাদের  বাড়ি লকডাউন করা হয়েছে। টানানো হয়েছে লাল পতাকা।

এদিকে, এনিয়ে সাতক্ষীরায় করোনার উপসর্গ নিয়ে এ পর্যন্ত মোট ৩০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৪টি রিপোর্ট পজিটিভ এসেছে বলে জানান সাতক্ষীরার স্বাস্থ্য বিভাগ।

ফকিরহাটে করোনার উপসর্গ নিয়ে মহিলার মৃত্যু

ফকিরহাট(বাগেরহাট) প্রতিনিধি :

বাগেরহাটের ফকিরহাটে করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন জাহানারা বেগম (৫৫) নামের এক গৃহপরিচারিকা। উপজেলার কামটা গ্রামে ৪জুলাই রাত ৮টার দিকে তিনি মারা গেছেন বলে মৃতের পরিবার জানিয়েছে। ৫জুলাই সকাল  ১০টায় মৃতের নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন কার্যাদী সম্পন্ন করেছে ফকিরহাট ইসলামী ফাউন্ডশনের স্বেচ্ছাসেবক দল। এদিকে মৃত্যুর খবর পেয়ে তার বাড়ীতে ছুটে যান উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন কুমার দাশ, ফকিরহাট সহকারি কমিশনার (ভুমি) রহিমা সুলতানা বুশরা, স্থানীয় ইউপি চেয়ারম্যান কাজি মো: মহসিন, মৌভোগ পুলিশ ক্যাম্পের পুলিশ।

মৃত জাহানারা ঢাকায় গৃহ পরিচারিকার কাজ করতেন।করোনা উপসর্গ নিয়েই তিনি গত মাসের শেষের দিকে ফকিরহাটে নিজ বাড়ীতে আসেন।০১লা জুলাই জাহানারার নমুনা সংগৃহিত হলেও এখনো রিপোর্ট প্রকাশিত হয়নি।

খুলনা জেলা ডিবি পুলিশের বিশেষ অভিযানে ডুমুরিয়া থানা এলাকা হতে ৮’শ গ্রাম গাঁজাসহ ২ জন গ্রেফতার

ফুলবাড়ীগেট(খুলনা)প্রতিনিধি

খুলনা জেলা গোয়েন্দা শাখার  ইনচার্জ সেখ কনি মিয়া’র নেতৃত্বে পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) গোপাল চন্দ্র রায় সংগীয় এস আই (নিঃ) মোঃ হামিদুল ইসলাম ও ফোর্স সহ ৫ জুলাই সকাল ৯টায় গোপন সংবাদের ভিত্তিতে ডুমুরিয়া থানাধীন আঠারমাইল গরুরহাট সংলগ্ন আল মদিনা হোটেল এর সামনে থেকে সাতক্ষীরা জেলার রসুলপুর মধুমাল্লাডাঙ্গি মৃত ইসমাইল মোল্যার পুত্র  আঃ ছালাম মোল্যা (৪৫) ও খুলনা জেলার রূপসা থানার ভদ্রাগাতি গ্রামের এনায়েত হাওলাদারের পুত্র মোঃ আবু তাহের হাওলাদার (৩০)দের কাছ থেকে ৮’শ গ্রাম গাঁজাসহ আটক করেছে। জেলা গোয়েন্দা শাখা খুলনার এসআই (নিঃ)/ মোঃ হামিদুল ইসলাম বাদী হয়ে ডুমুরিয়া থানায় মাদক আইনে মামলা দায়ের করেন ।

বিসিএসে সুপারিশপ্রাপ্তদের ফুলের শুভেচ্ছা জানিয়েছে কেশবপুর প্রেসকাব

কেশবপুর প্রতিনিধি

সদ্য ঘোষিত আটত্রিসতম বিসিএসে জায়গা করে নিয়েছে কেশবপুরের ১২ মেধাবী। কেশবপুর প্রেসকাবের পক্ষ থেকে তাদেরকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। বিসিএস পরীক্ষার চুড়ান্ত ফলাফলে বিভিন্ন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত এ সকল মেধাবীদের সাথে কেশবপুর প্রেসকাবের হলরুমে রবিবার দুপুরে শুভেচ্ছা বিনিময়ের সময় এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। এ সময় কেশবপুর প্রেসকাবের সভাপতি আশরাফ-উজ-জামান খান ও সাধারণ সম্পাদক মোতাহার হোসাইন তাদেরকে ফুল ও মাস্ক দিয়ে বরণ করে নেয়। সংক্ষিপ্ত এক আলোচনায় বক্তব্য প্রদানকালে কেশবপুর প্রেসকাবের নেতৃবৃন্দ বলেন, সাধারণ পরিবার থেকে নিজ নিজ মেধা ও যোগ্যতায় উঠে আসা এ কৃতি সন্তানরা অত্যন্ত সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করবেন বলে আশা করছি। প্রেসকাবের সভাপতি আশরাফ উজ জামান খানের সভাপতিত্বে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে বিসিএস ক্যাডারদের পক্ষে বক্তব্য রাখেন, সহকারি কমিশনার (কর) সুপারিশপ্রাপ্ত মনজুরুল আলম রাসেল।

শুভেচ্ছা বিনিময়কালে উপস্থিত ছিলেন কেশবপুর প্রেসকাবের সভাপতি আশরাফ-উজ-জামান খান, সাধারণ সম্পাদক মোতাহার হোসাইন, গ্রন্থাগার সম্পাদক শাহীনুর ইসলাম, সদস্য নুরুল ইসলাম খান, আব্দুল মোমিন, আব্দুল্লাহ আল ফুয়াদ, সোহেল পারভেজ, রমেশ চন্দ্র দত্ত, কামরুজ্জামান রাজু, মেহেদী হাসান জাহিদ, উদয় শংকর সিংহ ও আব্দুল্লাহ আল মামুন।

কেশবপুর সংস্কৃতিসেবীদের মাঝে আর্থিক সহায়তা প্রদান

আলমগীর হোসেন,কেশবপুর

করোনা ভাইরাস সংক্রমণজনিত সমস্যার কারণে কর্মহীন হয়ে পড়া কেশবপুরের ৫ জন অস্বচ্ছল সংস্কৃতিসেবীদের এককালীন আর্থিক সহয়তা প্রদান করা হয়েছে। জানা যায়, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় থেকে রবিবার সকালে কেশবপুর পৌর এলাকার বাজিতপুর গ্রামের এস এম সিরাজুল ইসলাম, শহরের সাহা পাড়ার শান্তা বসু, পাঁজিয়া গ্রামের সুশিল মন্ডল, মধ্যকুল গ্রামের বদর উদ্দিন মোড়ল, ব্রহ্মকাটি গ্রামের আনোয়ার হোসেনকে আর্থিক সহায়তা হিসেবে পাঁচ হাজার টাকা দেওয়া হয়েছে। এ আর্থিক সহায়তা সংস্কৃতিসেবীদের হাতে তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান। শহরের সাহা পাড়ার শান্তা বসু বলেন, আমি একজন রবীন্দ্র সংগীতের শিল্পী। আমাদের এমনই অবস্থা হয়েছে যে করোনার কারণে কিছুই করতে পারছি না। আমরা তো কারও কাছে সাহায্য চাইতে পারি না। এর মধ্যে সরকারিভাবে আমরা যে সহায়তা পেয়েছি তার জন্য খুবই খুশি হয়েছি।  এ ব্যাপারে কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান বলেন, শিল্পকলা একাডেমীর ৫ জন শিল্পীকে মাননীয় প্রধানমন্ত্রী ৫ হাজার টাকা করে আর্থিক সহযোগীতা করেছেন। যেটা রবিবার তাদের হাতে তুলে দেওয়া হয়েছে।

কয়রায় আম্পানে ক্ষতিগ্রস্তদের মাঝে ঘর নির্মাণের যন্ত্রপাতি ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ

খবর বিজ্ঞপ্তি

কয়রা উপজেলায় ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্ট সোসাইটি খুলনার উদ্যোগে ঘর নির্মাণের যন্ত্রপাতি ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। রবিবার (৫ জুলাই) বিকালে কয়রা উপজেলার উত্তর বেদকাশী ইউনিয়নের ১৫০টি পরিবারের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব সামগ্রী বিতরণ করেন খুলনা-৬ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু। এছাড়াও উপজেলার ৪০০ পরিবারের মাঝে এসব সামগ্রী বিতরণ করা হয়। বিতরণকৃত সামগ্রীর মধ্যে ছিল ত্রিপল, হ্যান্ড স্যানিটাইজার, হাইজিন কিটস, সুপেয় পানি, ঘর নির্মাণের যন্ত্রপাতি এবং স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি জি এম মোহসিন রেজা, ইউপি চেয়ারম্যান আলহাজ্ব নুরুল ইসলাম কোম্পানী, কয়রা উপজেলা মহিলা যুবলীগের সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য সুলতানা মিলি, উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ শরিফুল ইসলাম টিংকু এবং রেড ক্রিসেন্ট সোসাইটি কয়রা উপজেলার নেতৃবৃন্দ।

গৃহবধূর লাশ বারান্দায় রেখে পালিয়েছে স্বামীপক্ষ

মণিরামপুর (যশোর) প্রতিনিধি :

যশোরের মণিরামপুরে আসমা খাতুন (১৯) নামে এক গৃহবধূকে পিটিয়ে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে। অভিযোগ করা হচ্ছে, আসমার স্বামী হাবিবুল্লাহ তাকে পিটিয়ে হত্যা করে লাশ বারান্দায় ফেলে পালিয়ে গেছে। একই সাথে বাড়ি ছেড়ে পালিয়েছে হাবিবুল্লাহর মা শাহানাজ বেগম ও পিতা মাজিদ ফকির।

ঘটনাটি ঘটেছে রোববার (৫ জুলাই) বেলা ১১ টার দিকে উপজেলার গোবিন্দপুর গ্রামে। খবর পেয়ে সন্ধ্যায় পুলিশ লাশ উদ্ধার করে হেফাজতে নিয়েছে।

আসমা কেশবপুর উপজেলার আড়ুয়া গ্রামের মুনসুর আলীর মেয়ে। মাত্র এক বছর আগে গোবিন্দপুরের হাবিবুল্লাহর সাথে তার বিয়ে হয়েছিল। বিয়ের পর থেকে হাবিবুল্লাহ ও তার মা আসমাকে নির্যাতন করতো বলে অভিযোগ আসমার স্বজনদের।

পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে আসমা ঘর লেপার কাজ করছিলো। কাজ পছন্দ না হওয়ায় তার স্বামী তাকে মারপিট করে। একপর্যায়ে অবস্থা বেগতিক দেখে আসমার গলায় ওড়না জড়িয়ে ঘরের আড়ার সাথে তাকে ঝুলিয়ে দেন স্বামী হাবিবুল্লাহ। পরে হাবিবুল্লাহ নিজেই লাশ নামিয়ে এনে ঘরের বারান্দায় রেখে পালিয়ে যান। সন্ধ্যায় পুলিশ বারান্দা থেকে লাশ উদ্ধার করে।

মেয়েটির চাচা আব্দুল মান্নান জানান, বিয়ের পর আমরা কোন কিছু দিতে বাকি রাখিনি। কিন্তু বিয়ের পর থেকে হাবিবুল্লাহর মা  শাহানাজ বেগম আসমার কাজে ভুল ধরতেন। হাবিবুল্লাহও মায়ের কথা শুনতো। তারা আসমাকে দেখতে পারতো না; নির্যাতন করতো। তিন চার মাস আগে আসমার এপেন্ডিসাইটিস অপারেশন করা হয়। সেখানে এখনো ক্ষত আছে।

রোববার সকালে কথা কাটাকাটির একপর্যায়ে হাবিবুল্লাহ আসমার ক্ষতস্থানে লাথি মারে।

আব্দুল মান্নান বলেন, সাথেসাথে আসমা ফোন করে তার পিতাকে বলে,’আব্বা, আমার কাটা জায়গায় লাথি মেরেছে। আমাকে মেরে ফেললো।’ এই বলে আসমা ফোন কেটে দেয়। কিছুক্ষণ পরে পাড়ার লোকজন ফোনে আমাদের জানান,আসমা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

‘বিয়ের পর থেকে কয়েকবার পারিবারিক কলহ নিয়ে শালিস হয়েছে। দুইমাস আগে আমরা মেয়েকে আটকে দিয়েছিলাম। পরে স্থানীয় মেম্বর নিজ জিম্মায় মেয়েটিকে নিয়ে আসে। বাড়ির কেউ আসমাকে দিতে চায়নি। আমি দায়িত্ব নিয়ে ওকে পাঠিয়ে ভুল করেছি। আমাদের মেয়ে আত্মহত্যা করতে পারে না। তাকে হত্যা করা হয়েছে।

মণিরামপুর থানার এসআই শেখ আশরাফুল আলম বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে দুপুরে আমরা ঘটনাস্থলে গিয়েছি। যেয়ে দেখি বারান্দায় লাশ শোয়ানো। ওইসময় আসমার শ্বশুর বাড়ির কাউকে পাওয়া যায়নি। তারা সবাই পালিয়েছে। সন্ধ্যায় আমরা মরদেহ উদ্ধার করেছি। সোমবার (৬ জুলাই) সকালে লাশ মর্গে পাঠানো হবে। তখন জানা যাবে, ঘটনাটি হত্যা নাকি আত্মহত্যা।

মণিরামপুর থানার ওসি রফিকুল ইসলাম বলেন, লাশের গলায় দাগ পাওয়া গেছে। লাশ মর্গে পাঠানো হবে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে প্রকৃত ঘটনা জানা যাবে। রিপোর্ট অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।