পাইকগাছায় করোনায় আক্রান্ত ব্যাংকার পলাশের বাড়ীসহ ২০ বাড়ী লকডাউন

2
Spread the love

পাইকগাছা প্রতিনিধি

পাইকগাছার সোলাদানা ইউনিয়নের হরিখালী গ্রামের ব্যাংক কর্মকর্তা পলাশ রায় করোনা আক্রান্ত হয়েছে। সে স্বদেব রায়ের ছেলে ও পাইকগাছা সোনালী ব্যাংকের সেকেন্ড অফিসার। সোলাদানা ইউপি চেয়ারম্যান করোনাযোদ্ধা এস.এম এনামুল হক বিষয়টি থানাকে অবহিত করলে ওসি এজাজ শফী তাৎক্ষনিকভাবে পুলিশ পাঠিয়ে পলাশের বাড়ীসহ আশপাশের ২০ বাড়ী লকডাউনের আওতায় আনে। সোমবার দুপরে ইউপি চেয়ারম্যান এস,এম, এনামুল হক লকডাউন কার্যক্রম পরিচালনা করেন। এসময় উপস্থিত ছিলেন, ইউপি সচিব শেখ মিরাজুল ইসলাম, এস,আই তনয়, এএসআই নাসির, ইউপি সদস্য কল্যাণী মন্ডল, ঠাকুর দাস সরদার, সিদ্দিক শিকারী, গ্রামপুলিশ গোবিন্দ মন্ডল, আবুল হোসেন, ইউসুফ, প্রবীর, নজরুল, মোস্তফা, কমল ও বিশ্বজিত।