নগরীতে পুলিশের অভিযানে মাদকসহ গ্রেফতার ৯

9
Spread the love

স্টাফ রিপোর্টার

মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে নগরীর বিভিন্ন থানা এলাকা থেকে ১ কেজি ২৩০ গ্রাম গাঁজা, ১৫পিস ইয়াবা, ৭বোতল ফেন্সিডিল ও একটি প্রাইভেট কারসহ ৯মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গত ২৪ ঘন্টায় গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার মাদক ব্যবসায়ীরা হলেন নগরীর মুসলমান পাড়া রোডস্থ বাঁশতলা মোড়ের আনোয়ার ড্রাইভার এর বাড়ির ভাড়াটিয়া আজিজুল শেখের ছেলে গোলাম রাব্বী (২০), দোলখোলা মতলেবের মোড়ের সিনতীর বাড়ির ভাড়াটিয়া, মোহাম্মদ আলী শেখের ছেলে মামুন শেখ (৩২), খালিশপুর হাউজিং পুরাতন কলোনী, রোড নং-১৪২, বাসা নং-এন-১৩ এ র বাসিন্দা মো. বেলাল গাজীর ছেলে মো. আজিজুল গাজী বাবু (৩০), এস লাইন বাসা নং- এস ৫৪ এর বাসিন্দা মো. মোশারেফ হোসেনের ছেলে মো. আলামিন (২১), দৌলতপুর রেলিগেট রেল কলোনীর কামরুলের স্ত্রী মোছা. মুক্তা বেগম (২৭), মফিজ শিকদারের মেয়ে মোছা. লাবনী আক্তার (২৫), মো. রুহুল আমিনের ছেলে  মো. সোহাগ (২৬), জিরোপয়েন্ট রানার বাড়ির ভাড়াটিয়া মো. আমজাদ হোসেনের ছেলে মো. মনিরুল ইসলাম (৩৬) ও যশোর জেলার কেশবপুর থানার বাউশালা গ্রামের জোনাব আলী মোড়লের ছেলে মো. কবির হোসেন মোড়ল (২০)।

কেএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর) কানাই লাল সরকার জানান, গত ২৪ ঘন্টায় নগরীর বিভিন্ন থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মহানগর পুলিশ। এসময় এক কেজি ২৩০ গ্রাম গাঁজা, ১৫পিস ইয়াবা, ৭বোতল ফেন্সিডিল ও একটি প্রাইভেট কারসহ ৯মাদক ব্যবসায়ী গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদক মামলা রুজু করা হয়েছে।