নগরীতে পুলিশের অভিযানে মাদকসহ গ্রেফতার ২

5
Spread the love

স্টাফ রিপোর্টার

মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে নগরীর বিভিন্ন থানা এলাকা থেকে ৩২৫ গ্রাম গাঁজাসহ দু’মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গত ২৪ ঘন্টায় গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার মাদক ব্যবসায়ীরা হলেন খানজাহান আলী থানার শিরোমনি পূর্বপাড়ার মাসুদের বাড়ির ভাড়াটিয়া মৃত. হারুন শেখের ছেলে মো. জালাল শেখ (৫২), ও খালিশপুর মেগার মোড় বাগান বাড়ির কুতুব এর ভাড়াটিয়া সমির বর্তমানে  মো. আব্দুর রহমান শেখের ছেলে মো. রতন হোসেন (৩০)।

কেএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর) কানাই লাল সরকার জানান, গত ২৪ ঘন্টায় নগরীর বিভিন্ন থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মহানগর পুলিশ। এসময় এক কেজি ৩২৫ গ্রাম গাঁজাসহ দু’মাদক ব্যবসায়ী গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদক মামলা রুজু করা হয়েছে।