এশিয়া কাপের ওপর নির্ভর করছে জাতীয় দলের অনুশীলন

3
Spread the love

ক্রীড়া প্রতিবেদক

সূচি অনুযায়ী এশিয়া কাপ অনুষ্ঠিত হলে ক্রিকেটারদের মাঠে ফেরাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নয়তো মাঠে ফেরার অপেক্ষা বাড়বে ক্রিকেটারদের। তড়িঘড়ি করে, কোনো ঝুঁকি নিয়ে ক্রিকেটারদের মাঠে ফেরানোর চিন্তা নেই বিসিবির। আগামী ৯ জুলাই এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভা রয়েছে। সেখানেই ভবিষ্যৎ চূড়ান্ত হবে এশিয়া কাপের।
যদি টুর্নামেন্ট আয়োজনে আয়োজকরা সবুজ সংকেত দেখায় তাহলে বিসিবি জুলাইয়ের শেষ দিকে নয়তো আগস্টের শুরুতে তামিম, মুশফিকদের অনুশীলনে ফেরাবে। এজন্য সম্ভাব্য সকল প্রস্তুতি নিয়ে রাখছে ক্রিকেট বোর্ড। জাতীয় দলের নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু জানিয়েছেন, এশিয়া কাপ হবে টি-টোয়েন্টি ফরম্যাটে। এজন্য ২৪ সদস্যের দল বাছাই করা হবে। তাদেরকে নিয়ে চলবে অনুশীলন। তিনি বলেছেন, ‘হ্যাঁ, এশিয়া কাপের একটি সভা আছে ৯ জুলাই। এশিয়া কাপ হবে কি হবে না সেটা নিয়ে আলোচনা হবে। যদি এশিয়া কাপ হয় আমরা সেভাবে প্রস্তুতি নেব। ২৪ জনের একটি খেলোয়াড় তালিকা আমরা প্রস্তুত করবো। মূলত সাদা বলের ক্রিকেটারদের এ তালিকায় নেওয়া হচ্ছে।’
এর আগে নির্বাচকরা ৩৭জনের একটি তালিকা চূড়ান্ত করেছিলেন। করোনা পরবর্তী সময়ে মাঠে ক্রিকেট ফিরলে সেই ৩৭ জন ক্রিকেটারকে নিয়ে ফিটনেস ক্যাম্প করানো হবে। যদি এশিয়া কাপ অনুষ্ঠিত না হয় তাহলে পুরোনো তালিকাই চূড়ান্ত থাকবে। করোনা পরবর্তী সময়ে ৩৭ জনের তালিকা নিয়েই হবে অনুশীলন। এবারের এশিয়া কাপের আয়োজক ছিল পাকিস্তান। তারা আয়োজকের দায়িত্ব দিয়েছে শ্রীলঙ্কাকে। ছয় দল নিয়ে সেপ্টেম্বরে এশিয়া কাপ অনুষ্ঠিত হওয়ার কথা আছে।
ক্রিকেটারদের মাঠে ফেরানোর জন্য বিসিবি দেশের আটটি স্টেডিয়াম তৈরি করছে। স্টেডিয়ামগুলোকে পূর্ণ প্রস্তুতের পাশাপাশি জীবাণুনাশক করার কাজও করছে বাংলাদেশ ক্রিকেটের সর্বোচ্চ সংস্থাটি। বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দীন চৌধুরী সুজন বলেছেন, ‘আমরা ক্রিকেটারদের মাঠে ফেরানোর বিষয়ে খুব সচেতনতার সঙ্গে এগুতে চাই। তাড়াহুড়ো না করে ধীরে সুস্থে এগুতে চাই। ক্রিকেটাররা অনুশীলনের মধ্য দিয়ে আবার মাঠে ফিরুক, সেটাই আমাদের চাওয়া। আর এই জন্য আমরা মাঠ এবং অনুশীলনের সুযোগগুলি সম্পূর্ণ প্রস্তুত এবং কার্যকরী করে রাখছি।’

লিগের পর জার্মান কাপের শিরোপাও বায়ার্ন মিউনিখের

ক্রীড়া প্রতিবেদক

২০ দিনের ব্যবধানে ট্রফিকেসে দুটি শিরোপা নিজেদের করে নিলো বায়ার্ন মিউনিখ। গত ১৭জুন বুন্দেসলিগায় টানা অষ্টম শিরোপা নিশ্চিত করার ২০ দিনের মাথায় জার্মান কাপের শিরোপাও নিজেদের করে নিলো বাভারিয়ানরা। জার্মানির দ্বিতীয় গুরুত্বপূর্ণ এই প্রতিযোগিতায় টানা দ্বিতীয় ও রেকর্ড ২০তম বারের মতো চ্যাম্পিয়ন হলো হান্স ফিকের দল।
বুন্দেসলিগার মতো এখানেও জয়জয়কার বায়ার্নের স্ট্রাইকার রবার্ট লেভানদোভস্কির। বায়ার লেভারকুজেনকে ৪-২ গোলে হারিয়ে শিরোপা জেতার ম্যাচে জোড়া গোলের দেখা পেলেন এই পোলিশ স্ট্রাইকার। বার্লিনে শনিবার হওয়া ম্যাচটিতে বায়ার্নের পক্ষে অন্য দুই গোল করেন সের্গে জিনাব্রি এবং দাভিদ আলাবা। এদিকে রানার্স আপ লেভারকুজেনের পক্ষে দুই গোল করেন সভেন বেনডার ও কাই হাভার্টস। বার্লিনে ম্যাচের ১৬ মিনিটের মাথায় এগিয়ে যায় বায়ার্ন মিউনিখ। বায়ার্নের অস্ট্রিয়ান ডিফেন্ডার আলাবার দারুণ এক ফ্রি-কিকে স্কোরলাইন দাঁড়ায় ১-০ তে। এর আট মিনিট পর বায়ার্নের পক্ষে দ্বিতীয় গোলটি করেন জার্মান ফরোয়ার্ড জিনাব্রি। প্রথমার্ধে আরও কোনো গোল দেখেনি দর্শকরা। ম্যাচের ৫৯ মিনিটের মাথায় বায়ার্নকে ৩-০ ব্যবধানে এগিয়ে দেন দলের পোলিশ তারকা স্ট্রাইকার লেভানদোভস্কি। তবে এক্ষেত্রে কিছুটা ভুল ছিল লেভারকুজেনের গোলরক্ষক লুকাআস হারাডেটাস্কিরও। ডি বক্সের বাইরে থেকে নেওয়া লেভানদোভস্কির বল হাতে জমাতে পারেননি প্রতিপক্ষের এই গোলরক্ষক। আর এই গোলের মধ্য দিয়ে একটি রেকর্ড গড়েন লেভানদোভস্কি। প্রথম খেলোয়াড় হিসেবে চারটি জার্মান কাপ ফাইনালে গোল করার কীর্তি গড়লেন ৩১ বছর বয়সী এই ফুটবলার।
ম্যাচের ৬৩ মিনিটে বেনডারের প্রচেষ্টায় ১ গোল পরিশোধ করে লেভারকুজেন। তবে ৮৯ মিনিটে ক্রোয়েট ইভান পেরিসিচের পাস থেকে নিজের দ্বিতীয় গোলে বায়ার্নকে জয় নিশ্চিতকরণ ৪-১ ব্যবধানে এগিয়ে দেন লেভানদোভস্কি। শেষদিকে লেভারকুজেনের মিডফিল্ডার কাই হাভার্টস সান্তনার এক গোল দিয়ে ৪-২ ব্যবধানে হার নিয়ে মাঠ ছাড়ে। দুটি শিরোপা জেতা বায়ার্নের সামনে এবার ট্রেবল জয়ের হাতছানি। সে লক্ষ্যে চেলসির বিপক্ষে আগস্টে মাঠে নামবে জার্মানের এই সফল কাবটি। তবে বায়ার্নের জন্য সুবিধা প্রথম লেগে চেলসির মাঠে ৩-০ গোলে জিতেছিল মিউনিখের দলটি।

ক্রিকেটারদের ফিটনেস সরঞ্জাম দিতে চায় বিসিবি

ক্রীড়া প্রতিবেদক

করোনা ভাইরাসের কারণে দেশের ক্রিকেট তিন মাসেরর বেশি সময় ধরে বন্ধ। এই অবস্থায় ক্রিকেটারদের বাসায় সময় কাটাতে হচ্ছে। তবে ঘরে থেকেই ফিটনসে নিয়ে ক্রিকেটাররা কাজ করে যাচ্ছেন। কারণ ক্রিকেট যখন আবার মাঠে ফিরবে তখন ফিটনেসটাই বড় বিষয় হয়ে দাঁড়াবে।
তবে আর্থিকভাবে অসচ্ছল ক্রিকেটাররা ঘরে বসে ফিটনেস নিয়ে বেশি কাজ করার সুযোগ পাচ্ছেন না। তাই বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিসি) সেইসব অসচ্ছল ক্রিকেটারদের ফিটনেস সরঞ্জাম কিনে দেওয়ার পরিকল্পনা করছে।গতকাল রবিবার বিষয়টি জানিয়েছেন বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী। তিনি মনে করেন ক্রিকেটারদের ফিটনেস ধরে রাখতে বাসায় ভালো সরঞ্জাম প্রয়োজন। ভালো সরঞ্জাম দিয়ে ফিটনেস নিয়ে কাজ করলে পুরোপুরি না হলেও ৮০ভাগ ফিট থাকা যায়। এরপর মাঠে অনুশীলন করলে পুরোপুরি ফিট হতে দুই থেকে তিন সপ্তাহ সময় লাগবে।

এএফসি কাপের আয়োজক হবে না বসুন্ধরা কিংস

ক্রীড়া প্রতিবেদক

শেষ পর্যন্ত এএফসি কাপের আয়োজক হওয়ার আবেদন না করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন কাব বসুন্ধরা কিংস। কাবের সভাপতি ইমরুল হাসান জানিয়েছেন, ‘আমরা আবেদন করছি না। অতিরিক্ত ঝামেলা মাথায় নেয়ার চেয়ে দলের অনুশীলনে মনসংযোগ দেয়াটাই আমাদের কাছে গুরুত্বপূর্ণ।’
স্থগিত থাকা এএফসি কাপের খেলার নতুন সিডিউল ঘোষণা করেছে এএফসি। ‘ই’ গ্রুপের বাকি ১০ ম্যাচ হবে ২৩, ২৬ , ২৯ অক্টোবর এবং ১ ও ৪ নভেম্বর। প্রতিদিন দুটি করে ম্যাচ। ‘ই’ গ্রুপে আছে তিন দেশের ৪ দল। বাংলাদেশের বসুন্ধরা কিংস, ভারতের চেন্নাই সিটি এফসি এবং মালদ্বীপের টিসি স্পোর্টস ও মাজিয়া স্পোর্টস অ্যান্ড রিক্রিয়েশন কাব। সব ম্যাচই হবে সেন্ট্রাল ভেন্যুতে এ সিদ্ধান্ত আগেই নিয়েছিল এএফসি।
শুক্রবার এই চারটি দলকেই এএফসি চিঠি দিয়েছিল, যারা আয়োজন করতে চায় তাদের ১৭ জুলাইর মধ্যে আবেদন করতে হবে। বসুন্ধরা কিংসের আগের থেকেই আয়োজক হওয়ার আগ্রহ কম ছিল। তারপরও এএফসির চিঠি পাওয়ার পর দ্বিধাদ্বন্দ্বে ছিল আবেদন করবে কি না তা নিয়ে। গতকাল রাতে নিজেরা বসে সিদ্ধান্ত নিয়েছে আয়োজক হওয়ার ঝামেলায় তারা যাবে না।

আর্থিক সাহায্য পেলেন ১০০জন ফুটবলার

ক্রীড়া প্রতিবেদক
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের তত্ত্বাবধানে এবং কিউব ফাউন্ডেশন এর উদ্যোগে বয়স ভিত্তিক ১০০জন ফুটবলার (৭০ জন পুরুষ ও ৩০ জন নারী) এর মধ্যে আর্থিক অনুদান, হ্যান্ড স্যানিটাইজার ও হ্যান্ড গ্লোবস্ বিতরণ করা হয়েছে।
গতকাল বার দুপুরে মতিঝিলস্থ বাফুফে ভবনে বাফুফে সাধারণ সম্পাদক মো. আবু নাইম সোহাগ খেলোয়াড়দের হাতে এ আর্থিক অনুদান তুলে দেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আরকিউব ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সৈয়দ রেজাউল করিম, বাফুফে কার্য্যনির্বাহী কমিটির সদস্য ও পাইওনিয়ার ফুটবল লীগ কমিটির ডেপুটি চেয়ারম্যান অমিত খান শুভ্র এবং সংশ্লিষ্ট পুরুষ ও নারী ফুটবলারবৃন্দ।

স্বাস্থ্য পরীক্ষা করাতে লন্ডনে বিসিবি সভাপতি

ক্রীড়া প্রতিবেদক

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন সম্প্রতি লন্ডনে গিয়েছেন চিকিৎসকের শরণাপন্ন হতে। তবে ধারণা করা হচ্ছিল যে বিসিবি সভাপতি গুরুতর অসুস্থ হয়ে লন্ডনে গিয়েছেন।
কিন্তু তিনি গুরুতর অসুস্থ নন। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করাতেই লন্ডনে গিয়েছেন বিসিবি সভাপতি। গতকাল রবিবার বিষয়টি জানিয়েছেন বিসিবি সভাপতির সহকারী তওহিদ মাহমুদ। গত ২১ জুন লন্ডনে যান পাপন। এরপর হোম কোয়ারেন্টিন শেষ করে ডাক্তার দেখাবেন তিনি।

বিসিসিআইয়ের কোষাগারে টান পড়ছে

ক্রীড়া প্রতিবেদক

কোভিড-১৯ বিশ্ব অর্থনীতিতে থাবা বসিয়েছে। তার ব্যতিক্রম নয় ভারতীয় ক্রিকেটও। বহুজাতিক সংস্থা নাইকির সঙ্গে টানা চার বছরের সম্পর্ক ছিন্ন হতে চলেছে ভারতীয় বোর্ডের। বিরাট কোহলিদের পোশাকে গত চার বছর ধরে যে নাইকির লোগো দেখা যেত, সেটা আগামী সেপ্টেম্বরের পর থেকে আর দেখা যাবে না। পাশাপাশি শনিবার মুম্বাই থেকে ভারতীয় বোর্ড সূত্র থেকে জানা গেছে, যদি চলতি বছরে আইপিএল হয় তাহলে ভারতীয় ক্রিকেট বোর্ড এবং সরাসরি সম্প্রচার করা চ্যানেল ‘স্টার স্পোর্টস’ থেকেও স্পন্সরশিপ বাবদ অর্থ আরও কমে যাবে।
কোভিড-১৯ এর ফলে অন্যান্য স্পন্সরশিপের অর্থ কমবে বলেও জানা গেছে। শুধু ক্রিকেটারদেরই পোশাকের লোগোর অর্থ কমবে তা নয়, কমতে পারে স্টেডিয়ামের ভেতরে যেসব বিজ্ঞাপনের বোর্ড লাগানো থাকে তার মূল্যও। সব মিলিয়ে সবচেয়ে ধনী ক্রিকেট সংস্থার ভাঁড়ারে কোভিড-১৯ যে থাবা বসিয়েছে তা আর বলার অপেক্ষা রাখে না। বিশ্ব অর্থনীতির দিকে তাকিয়ে কোটি কোটি টাকার মালিক ভারতীয় ক্রিকেট বোর্ড খানিকটা শঙ্কিত। বিশ্ব বাজারের মন্দা ভাবিয়ে তুলেছে ভারতীয় বোর্ডকে। তাই ভারতীয় বোর্ড-নাইকি মধুচন্দ্রিমা শেষ হওয়ার পথে। এমন পরিস্থিতিতে ভারতীয় বোর্ড তাদের ক্রিকেটারদের পোশাকে অন্য কোনও সংস্থার লোগো ব্যবহারের জন্য টেন্ডারের অর্থ ৩১ শতাংশ কমিয়ে দেবে বলে মনস্থির করেছে।

চেলসি-আর্সেনাল-ম্যানইউর সহজ জয়

ক্রীড়া প্রতিবেদক

চ্যাম্পিয়ন্স লিগের হিসেব নিকেশ সামনে রেখে দারুণ লড়াই হচ্ছে চ্যাম্পিয়ন লিভারপুলের পরের অবস্থানে থাকা দলগুলোর। শনিবার রাতে সহজ জয় পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড, চেলসি আর আর্সেনাল।
ঘরের মাঠ ওল্ড ট্রাফোর্ডে ম্যাসন গ্রিনউডের জোড়া গোলে ভর করে বোর্নমাউথকে ৫-২ গোলে হারিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। ম্যাচের ২৯ আর ৫৪ মিনিটে গোল পান গ্রিনউড। ৩৫ মিনিটে পেনাল্টি থেকে মার্কাস রাশফোর্ড, প্রথমার্ধের অতিরিক্ত সময়ে অ্যান্থনি মার্শাল আর ৫৯ মিনিটে ফ্রি কিক থেকে গোল করেন ব্রুনো ফার্নান্দেস। অথচ শুরুতে এগিয়ে গিয়েছিল বোর্নমাউথই। ম্যাচের ১৬ মিনিটে দলকে এগিয়ে নেন জুনিয়র স্ট্যানিসলাস। ৪৯ মিনিটে স্পট কিক থেকে দলের দ্বিতীয় গোল করেন জসুয়া কিং। তখন ম্যাচের সমীকরণ ছিল ৩-২। তবে ৫ মিনিটের ব্যবধানে দুই গোল করে বড় জয় নিশ্চিত করে ফেলে ম্যানইউ।
এদিকে উলভসের মাঠে ২-০ গোলের জয় পেয়েছে আর্সেনাল। ম্যাচের ৪৩ মিনিটে বোকাইয়ো সাকা আর ৮৬ মিনিটে গোল করেন আলেজান্দ্রা ল্যাকাজেতে। দিনের আরেক ম্যাচে ঘরের মাঠ স্ট্যামফোর্ড ব্রিজে ওয়াটফোর্ডকে ৩-০ উড়িয়ে দিয়েছে চেলসি। ২৮ মিনিটে দলকে এগিয়ে নেন অলিভার জিরু। ৪৩ মিনিটে স্পট কিক থেকে ব্যবধান দ্বিগুণ করেন উইলিয়ান। ম্যাচের অতিরিক্ত সময়ে আরও এক গোল করে ওয়াটফোর্ডের কফিনে শেষ পেরেক ঠুকে দেন রস বার্কলি।

রোনালদো-দিবালার গোলে জুভেন্টাসের জয়

ক্রীড়া প্রতিবেদক

শুরুতেই দলকে এগিয়ে নিলেন পাওলো দিবালা। দারুণ ফ্রি-কিকে গোল পেলেন ক্রিশ্চিয়ানো রোনালদোও। তাদের দুর্দান্ত নৈপুণ্যে ভর করে শনিবার রাতে তোরিনোকে ৪-১ ব্যবধানে উড়িয়ে দিয়েছে জুভেন্টাস। এই জয়ে সিরিআ’র মুকুট ধরে রাখার পথে আরও একটু এগিয়ে গেল মাওরিসিও সাররির দল।
ম্যাচের তৃতীয় মিনিটেই গোলের দেখা পায় জুভরা। কুয়াদরাদোর পাস থেকে বল নিয়ে তোরিনের ডিফেন্ডারদের দারুণভাবে কাটিয়ে বাঁ পায়ের শটে গোল করেন দিবালা। ২৯তম মিনিটে বল নিয়ে ডি-বক্সে ঢুকে কুয়াদরাদোকে দিয়ে দেন রোনালদো। এক ডিফেন্ডারকে কাটিয়ে কোনাকুনি শটে ব্যবধান দ্বিগুণ করেন কলম্বিয়ার এই মিডফিল্ডার। প্রথমার্ধের যোগ করা সময়ের শেষ মুহূর্তে এসে অবশ্য স্পট কিক থেকে গোল করে তোরিনোকে আশা দেখিয়েছিলেন আন্দ্রেয়া বেলোত্তি। তবে দ্বিতীয়ার্ধে তাদের সে আশা হতাশায় রূপ নেয়।
৬১ মিনিটে ফ্রি-কিক পায় জুভেন্টাস। আর বাঁকানো ফ্রি-কিকে দারুণ এক গোল উপহার দেন রোনালদো। ৮৭ মিনিটে তোরিনোর কষ্ট আরও বাড়ে আত্মঘাতী গোলে। ডগলাস কস্তার ক্রস আটকাতে গিয়ে কোফি জিজি নিজেদের জালেই বল জড়িয়ে দেন। ফলে ৪-১ গোলের বড় জয় নিয়েই মাঠ ছাড়ে জুভেন্টাস।

রামোসের গোলে রিয়ালের জয়

ক্রীড়া প্রতিবেদক

সার্জিও রামোসের একমাত্র গোলে অ্যাথলেটিক বিলবাওকে ১-০ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। আর এ জয়ে স্প্যানিশ লা লিগায় নিজেদের শীর্ষস্থান আরও মজবুত করল জিনেদিন জিদানের শিষ্যরা। এদিন দ্বিতীয়ার্ধে পেনাল্টি থেকে গোল আদায় করে নেন রিয়াল অধিনায়ক রামোস।
গতকাল রবিবার বিলবাওয়ের মাঠ সান মামেস ব্যারিয়াতে আতিথেয়তা নিতে যায় রিয়াল। তবে প্রথমার্ধ অনেক চেষ্টা করেও গোলের দেখা পায়নি সফরকারীরা। দ্বিতীয়ার্ধে বিলবাও ফুটবলার দানিয়েল গার্সিয়া কারিয়ো নিজেদের বক্সে মার্সেলোকে ফাউল করলে ভিএআর দেখে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। হলুদ কার্ড দেখেন গার্সিয়া। আর সেখান থেকে ৭৩ মিনিটে গোল আদায় করে নেন ডিফেন্ডার থেকে গোল মেশিনে বনে যাওয়া রামোস।
লিগে ৩৪ ম্যাচে ২৩ জয়, ৮ ড্র ও ৩ হারে ৭৭ পয়েন্ট নিয়ে টেবিলে নিজেদের শীর্ষস্থান আরও সুসংহত করল গ্যালাকটিকোরা। এক ম্যাচ কম খেলা বার্সেলোনা ৭০ পয়েন্ট নিয়ে দ্বিতীয়স্থানে রয়েছে।

৬০ বছরের রেকর্ড ভাঙলেন রোনালদো

ক্রীড়া প্রতিবেদক

বয়সটা ৩৫। কে বলবে! ক্রিশ্চিয়ানো রোনালদো যেন দিনকে দিন তরুণ হচ্ছেন। পর্তুগিজ যুবরাজ এবার ভাঙলেন ৬০ বছরের পুরোনো এক রেকর্ড। ১৯৬০-৬১ মৌসুমের পর জুভেন্টাসের প্রথম খেলোয়াড় হিসেবে এক মৌসুমে ২৫ গোল করার রেকর্ড গড়লেন।
দুর্দান্ত এই মাইলফলক রোনালদো গড়েছেন শনিবার তোরিনোর বিপক্ষে ডার্বি ম্যাচে। যে ম্যাচটিতে ফ্রি-কিক থেকে দারুণ এক গোল করেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী এই তারকা। দলও পায় ৪-১ ব্যবধানের বড় জয়। ১৯৬০-৬১ মৌসুমে জুভেন্টাসের প্রথম খেলোয়াড় হিসেবে এক মৌসুমে ২৫ গোল করার রেকর্ড গড়েছিলেন ওমর সিভোরি। এরপর আলেসান্দ্রো দেল পিয়েরো, রবার্তো ব্যাজিও এবং মিচেল প্লাতিনির মতো কিংবদিন্তরাও পারেননি। ৬০ বছর পর সেই রেকর্ডে নিজের নাম জড়িয়ে নিলেন রোনালদো।

মালদিনিকে টপকে রেকর্ড গড়লেন বুফন

ক্রীড়া প্রতিবেদক

‘চল্লিশ পেরোলেই চালশে’ কথাটা অপ্রযোজ্য জিয়ানলুইজি বুফনের ক্ষেত্রে। ৪০ তিনি পেরিয়ে গেছেন বছর দুয়েক হলো। আগামী জানুয়ারিতে ৪৩তম জন্মদিনের কেক কাটবেন ইতালিয়ান কিংবদন্তি গোলরক্ষক। কিন্তু এখনই গ্লাভস জোড়াকে অবসরে পাঠাচ্ছেন না তিনি। কয়েকদিন আগে জুভেন্টাসের সঙ্গে আরও এক বছরের চুক্তি করেছেন ফুটবলের ‘সুপারম্যান’।
এবার নতুন চুক্তির আনন্দের রেশ কাটার আগে আরও একটি মাইলফলকের উচ্চতায় উঠেছেন বুফন। ভেঙে দিয়েছেন কিংবদন্তি ইতালিয়ান ডিফেন্ডার পাওলো মালদিনির রেকর্ড। শনিবার রাতে সিরি’আ লিগে ঘরের মাঠ তুরিনে নগরপ্রতিদ্বন্দ্বী তুরিনোর মুখোমুখি হয় জুভরা। সেই ম্যাচে বুফনকে দলের গোলপোস্ট সামলানোর দায়িত্ব দেন কোচ মাউরিসিও সারি। আর গ্লাভস হাতে মাঠে নেমেই ইতালির শীর্ষ লিগে সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ডটি নিজের করে নেন ‘গিগি’। সিরি’আ লিগে এ নিয়ে সর্বোচ্চ ৬৪৮ ম্যাচ মাঠে নামলেন বুফন। এর আগে রেকর্ডটি ছিল মালদিনির। পেশাদারি ক্যারিয়ারের পুরোটা সময় সান সিরোতে কাটিয়ে ৬৪৭ ম্যাচে এসি মিলানের রক্ষণদূর্গ পাহারা দিয়েছেন ৫২ বছর বয়সী সাবেক ডিফেন্ডার।

দক্ষিণ আফ্রিকার বর্ষসেরা ডি কক

ক্রীড়া প্রতিবেদক

করোনাকাল হওয়ায় ক্রিকেটের পুরস্কার বিতরণী অনুষ্ঠানগুলোতে এখন আর সেই জাঁকজমক নেই। তবে আনুষ্ঠানিকতা ধরে রাখা চাই। তাই বর্ষসেরার পুরস্কারগুলো ঘোষণা হচ্ছে ভার্চুয়ালি।
তেমন ভার্চুয়াল অনুষ্ঠানেই দক্ষিণ আফ্রিকার বর্ষসেরা ক্রিকেটার হিসেবে ঘোষিত হয়েছে রঙিন পোশাকের অধিনায়ক কুইন্টন ডি ককের নাম। বর্ষসেরা টেস্ট ক্রিকেটারের পুরস্কারটিও উঠেছে তারই হাতে। ডি কক অবশ্য দ্বিতীয়বার বর্ষসেরা ক্রিকেটারের খেতাবটি জিতলেন। তার আগে এমন দুইবার করে বর্ষসেরা হয়েছেন আরও ৫ ক্রিকেটার। এরা হলেন মাখায় এনটিনি, কাগিসো রাবাদা, হাশিম আমলা, এবি ডি ভিলিয়ার্স ও জ্যাক ক্যালিস।
ডি কক বর্ষসেরা ক্রিকেটার হলেও পেসার লুঙ্গি এনগিদি হয়েছেন ওয়ানডে ও টি-টোয়েন্টির বর্ষসেরা। সেরা নবাগত হিসেবে পুরস্কার জিতেছেন আইনরিখ নর্কিয়া। ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে ৫ উইকেট নিয়েছিলেন। ভক্তদের সেরা হিসেবে পুরস্কার জিতেছেন ডেভিড মিলার। এদিকে মেয়েদের ক্রিকেটে বর্ষসেরা পুরস্কার জিতেছেন লরা উলভার্ট। বর্ষসেরা ওয়ানডের পুরস্কারটিও জিতেছেন তিনি। এছাড়া মেয়েদের টি-টোয়েন্টিতে বর্ষসেরা হয়েছেন পেসার শাবনিম ইসমেইল।

ম্যাচ পাতানোতে নিষিদ্ধ পাঁচ আর্মেনিয়ান কাব


ক্রীড়া প্রতিবেদক

ম্যাচ পাতানোর দায়ে আর্মেনিয়ার দ্বিতীয় টায়ারের লিগ নিষিদ্ধ করেছে দেশটির ফুটবল ফেডারেশন (এফএফএ)। একই ঘটনায় দ্বিতীয় টায়ারের পাঁচটি কাবকে বহিষ্কার করা হয়েছে।
ম্যাচ পাতনোর সঙ্গে জড়িত কাব মালিক, খেলোয়াড় ও কোচসহ ৪৫ জনকে আজীবন নিষিদ্ধ করা হয়েছে। এছাড়া ম্যাচের ফলাফলকে প্রভাবিত করার সঙ্গে সম্পর্কিত আরো ১৩ জনকে বিভিন্ন মেয়াদে নিষিদ্ধ করা হয়েছে। কাবগুলোর রাশিয়ান পাসপোর্টধারী মালিক, রাশিয়ান খেলোয়াড় ও কোচ ছাড়া ইউক্রেন, লাটভিয়া ও বেলারুশের ফুটবলাররা নিষেধাজ্ঞায় পড়েছেন। এফসি ভ্যানের সঙ্গে সমান পয়েন্ট নিয়ে দ্বিতীয় বিভাগে টেবিলের শীর্ষে থাকা থাকা লোকোমোটিভ ইয়েরেভান, আরাগাটস, টরপেডো ইয়েরেভান ও মেসিসকে চ্যাম্পিয়নশীপ থেকে বহিষ্কার করা হয়েছে। তাদের বিভিন্ন ম্যাচে ফলাফল ছিল সন্দেহজনক। ১২-০, ০-১২, ১-৮, ৯-২, ০-৭, ০-৮, ৮-২ ব্যবধানের ফলাফল নিয়ে সন্দেহ ওঠাটাই স্বাভাবিক।

ইনজুরিতে হ্যাজার্ড

ক্রীড়া প্রতিবেদক
গেফাটের বিপক্ষে ম্যাচে রিয়াল মাদ্রিদের বেলজিয়াম তারকা এডেন হ্যাজার্ডকে নিয়ে ঝুঁকি নেননি কোচ জিনেদিন জিদান। তাকে বিশ্রাম দিয়েছিলেন। কারণ সামনেই ছিল অ্যাথলেটিকো বিলবাওয়ের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচ। কিন্তু গোড়ালির ইনজুরির কারণে ওই ম্যাচেও খেলতে পারবেন না হ্যাজার্ড।
প্রথমে ধারণা করা হয়েছিল তার ইনজুরি খুবই সামান্য। গেটাফের বিপক্ষে সতর্কতার জন্য খেলানো হয়নি তাকে। কিন্তু সেটা একেবারে সামান্য মনে হচ্ছে না। হ্যাজার্ড ছাড়াও রিয়ালের নিয়মিত দলের রাফায়েল ভারানে ইনজুরিতে আছেন। হ্যাজার্ড গত সপ্তাহে এসপানিওলের বিপক্ষে ১-০ ব্যবধানে জয়ের ম্যাচে সামান্য চোট নিয়ে মাঠ ছাড়েন। চলতি মৌসুমে রেকর্ড দামে চেলসি থেকে রিয়াল মাদ্রিদে এসেছেন হ্যাজার্ড। কিন্তু চোটের কারণে মৌসুমে নিজেকে পুরোপুরি মেলে ধরতে পারেননি তিনি।

জার্সি বিক্রিতে লিভারপুলের রেকর্ড

ক্রীড়া প্রতিবেদক

দীর্ঘ ৩০ বছর অপেক্ষার পর ইংল্যান্ডের শীর্ষ ইংলিশ প্রিমিয়ার লিগ শিরোপা খরা ঘুচিয়েছে লিভারপুল। সাত ম্যাচ হাতে রেখে শিরোপা নিশ্চিত করেছে অল রেডরা। এবার জার্সি বিক্রিতেও রেকর্ড করলো কাবটি। এই মৌসুমে ১৭ লাখ লাল জার্সি বিক্রি করেছে লিভারপুল। তবে লিভারপুলের হাতে এখন সমর্থকদের কাছে বিক্রি করার মতো লাল জার্সি নেই।
এই মৌসুমে এখন পর্যন্ত ১৭ লাখ লাল জার্সি বিক্রি করেছে কাবটি। সংখ্যাটা আরো বেশি হতে পারত। হবে কীভাবে, জার্সিই যে আর নেই। জার্সি তৈরি প্রতিষ্ঠান ‘নিউ ব্যালান্স’ নতুন জার্সি বানিয়ে দিতে অস্বীকৃতি জানানোয় এমন সংকটে পড়েছে লিভারপুল। ইয়ুর্গেন কপ জার্মানি থেকে এসে লিভারপুলের হাল ধরার পর থেকেই জার্সি বিক্রিতে জোয়ার এসেছে। এর আগে সর্বশেষ দুই মৌসুমেও জার্সি বিক্রির নতুন রেকর্ড গড়েছিল কাবটি। গত দুবারও লিভারপুলের জার্সি বানিয়েছে নিউ ব্যালান্স। সেই নিউ ব্যালান্সকে বাদ দিয়ে নাইকির সঙ্গে নতুন চুক্তি করাতেই খেপেছে প্রতিষ্ঠানটি। নিউ ব্যালান্সের যুক্তি তাদের সঙ্গে লিভারপুলের চুক্তি ছিল এ বছরের ৩১ মে পর্যন্ত। এ কারণে তারা আর জার্সি বানিয়ে দিতে বাধ্য নয়।