হাতের নখের দিকে দেখুন, কোনো রোগ থাকলে বলে দেবে!

19
Spread the love

মিলি রহমান

হাতের সৌন্দর্য নির্ভর করে নখের ওপর। নখ সুন্দর রাখতে আমরা অনেকেই নিয়মিত তার যতœ নেই। নখ সুন্দর করে সাজিয়ে তুলতে মোটা অঙ্কের টাকাও খরচ করেন কেউ কেউ। কিন্তু কখনো কি নখের রং লক্ষ্য করছেন? জানেন তো, বিশেষজ্ঞরা বলেন, নখের রং দেখে শরীরে ধীরে ধীরে বাড়তে থাকা নানা রোগের লক্ষণ বোঝা সম্ভব৷ জেনে নিন কীভাবে বুঝবেন: (১).   ফুসফুস ও হার্টের যদি সমস্যা থেকে থাকে তবে নখের রং নীল হয়ে যায় (২). শরীরে পরিমিত পরিমাণ অক্সিজেন না পৌঁছালেও নখ নীল হয় (৩).    নখের রং হলুদ হলে থাইরয়েড, জন্ডিসের মতো রোগ হতে পারে। নখে ছত্রাকের আক্রমণ থেকেও এমনটা হতে পারে (৪). সাবান, বা পানির কাজ বেশি করলে নখ শুষ্ক হয়। যেমন, কাপড় ধোয়া, সাঁতার কাটা  (৫).  লিভারের সমস্যার হলে নখের চারপাশে গাঢ় দাগ দেখা যায়। মহামারি করোনার এই সময়ে নখের রঙে কোনো পরিবর্তন লক্ষ্য করলে অবহেলা না করে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন।