১৮ জুলাই হবে নতুন ফরম্যাটের সলিডারিটি কাপ

8
Spread the love

ক্রীড়া প্রতিবেদক

ক্রিকেটে নতুন ফরম্যাট নিয়ে সলিডারিটি কাপ আয়োজন করতে চলেছে ক্রিকেট সাউথ আফ্রিকা (সিএসএ)। তিন দল নিয়ে আয়োজিত এই টুর্নামেন্ট প্রথমে আয়োজন করার কথা ছিল ২৭ জুন। তবে দক্ষিণ আফ্রিকার সরকার সবুজ সংকেত না দেওয়াতে স্থগিত করতে হয় তখন।
তবে গত সোমবার দক্ষিণ আফ্রিকার ক্রীড়া মন্ত্রী নাথি থেওথা ক্রিকেটারদের মাঠে নেমে অনুশীলনের জন্য সবুজ সংকেত দিয়েছে। আর তাই টুর্নামেন্টটি আয়োজনের নতুন তারিখ ঘোষণা করেছে সিএসএ। দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী জ্যাকস পল জানিয়েছেন, ১৮ জুলাই নেলসন ম্যান্ডেলা আন্তর্জাতিক দিবসের দিন অনুষ্ঠিত হবে তিন দলের এই সলিডারিটি কাপ।
এ নিয়ে জ্যাক পল বলেন, ‘আমাদের জন্য খুব আনন্দের বিষয় হচ্ছে, ক্রিকেটাররা আবার মাঠে ফিরছে খেলার জন্য। আগামী ১৮ জুলাই হবে এই সলিডারিটি কাপ। অসহায়দের জন্য ত্রাণ সংগ্রহ করা এই টুর্নামেন্টটি নেলসন ম্যান্ডেলা আন্তর্জাতিক দিবসের দিনে শুরু করার চেয়ে আনন্দের আর কিছু নেই। শীর্ষ খেলোয়াড়দের নিয়ে আয়োজিত এই টুর্নামেন্টটি সরাসরি টিভিতে সম্প্রচার হবে।’
সলিডারিটি কাপে সম্পূর্ণ নতুন এক ফরম্যাটের সঙ্গে দর্শকদের পরিচয় করিয়ে দিতে চাইছে প্রোটিয়া ক্রিকেট বোর্ড। তিনটি দল নিয়ে সেঞ্চুরিয়ানে অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্টটি। যেখানে ৩৬ ওভারের ম্যাচকে দুই ভাগে ভাগ করে খেলা হবে। টুর্নামেন্টে খেলা তিন দলে খেলোয়াড় থাকবে ৮ জন করে। প্রতি দল একে অন্যের বিপক্ষে ১২ ওভার করে ব্যাট করবে। ম্যাচে একজন বোলার সর্বোচ্চ ৩ ওভার করে বল করতে পারবে। ম্যাচের প্রথমার্ধে যে দলের রান বেশি ছিল তারা দ্বিতীয়ার্ধে আগে ব্যাট করবে। নতুন ফরম্যাটে নতুন সংযোজন হিসেবে আসছে লাস্ট ম্যান স্ট্যান্ডিং। অর্থাৎ, যদি প্রথম ইনিংসে কোনো দলের ৭ উইকেট পড়ে, তাহলে শেষ ব্যাটসম্যান দ্বিতীয় ইনিংসে সেখান থেকেই শুরু করতে পারবেন। রানের সংখ্যার ভিত্তিতে দলগুলোকে স্বর্ণ, রৌপ্য এবং ব্রোঞ্জ পদক প্রদান করা হবে। তিন দলের এই টুর্নামেন্ট সুপারস্পোর্ট ২ তে সরাসরি সম্প্রচার করা হবে।
কেজি’স কিংফিশারস: কাগিসো রাবাদা (অধিনায়ক), ফাফ ডু প্লেসিস, ক্রিস মরিস, তাবরেইজ শামসি, রেজা হেনড্রিকস, জানেমান মালান, হেনরিক কাসেন, গ্লেন্টন স্টারমান। কুইনি’স কাইটস: কুইন্টন ডি কক (অধিনায়ক), ডেভিড মিলার, টেম্বা বাভুমা, এনরিক নোর্তে, ডোয়াইন প্রিটোরিয়াস, ব্যুরান হেনড্রিকস, জেজে স্মাটস, লুথো সিপামিয়া। এবি’স ঈগলস: এবি ডি ভিলিয়ার্স (অধিনায়ক), এইডেন মার্করাম লুঙ্গি এনগিডি, আন্দিলে ফেহলোকাইয়ো, ভ্যান ডার ডুসান, জুনিয়র ডালা, কাইল ভেরেয়ান্নে, সিসান্দা মাগালা।

রোনালদোর গোলে জুভেন্টাসের সহজ জয়

ক্রীড়া প্রতিবেদক
অনাকাঙ্ক্ষিত বিরতির পর ফুটবল মাঠে ফেরার পর প্রথম দুই ম্যাচে নিজের ছায়া হয়েই ছিলেন জুভেন্টাসের পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। সমালোচকরা বলাবলি শুরু করে দিয়েছিল, রোনালদোর দিন শেষ, বুড়ো হয়ে গেছেন তিনি। তবে ৩৫ বছর বয়সী রোনালদো যেন সবাইকে জবাব দেয়ার মিশনেই নেমেছেন।
মঙ্গলবার রাতে জেনোয়ার মাঠে খেলতে গিয়ে দৃষ্টিনন্দন এক গোল করেছেন তিনি। যা মনে করিয়ে দেয় তরুণ বয়সের রোনালদোর কথা। মাঝ মাঠ থেকে বল পেয়ে খানিক ড্রিবল করে জায়গা বানিয়ে প্রায় ২৫ গজ দূর থেকে দূরপাল্লার শটে জাল কাঁপান রোনালদো। তার এই শটে গোলরক্ষকের তাকিয়ে দেখা ছাড়া কিছুই করার ছিল না।
রোনালদো এই গোলের আগে-পরে স্কোরশিটে নাম তুলেছেন পাওলো দিবালা এবং ডগলাস কস্তা। তবে স্বাগতিক জেনোয়াও করেছে এক গোল। সবমিলিয়ে প্রতিপক্ষের মাঠে খেলতে গিয়ে ৩-১ গোলের সহজ জয়ই পেয়েছে জুভেন্টাস। যার ফলে এখন ৩৮ ম্যাচের লিগে ২৯ ম্যাচ শেষে টেবিল টপার জুভেন্টাসের সংগ্রহ ৭২ পয়েন্ট। দ্বিতীয় স্থানে থাকা লাজিওর চেয়ে তারা এগিয়ে ৪ পয়েন্টে। অবনমন অঞ্চলের আশপাশে ঘুরতে থাকা জেনোয়ার সংগ্রহ ২৯ ম্যাচে ২৬ পয়েন্ট। ম্যাচের প্রথমার্ধে হয়নি কোন গোল। জেনোয়ার জালে অন্তত ১১টি শট করেও গোলের ঠিকানা খুঁজে পায়নি জুভেন্টাস। দ্বিতীয়ার্ধে অপেক্ষার অবসান ঘটান দিবালা। হুয়ান কুয়াড্রাডোর কাছ থেকে বল পেয়ে খানিক জায়গা করে নিয়ে বাম পায়ের শটে ম্যাচের প্রথম গোল করেন দিবালা।
এর মিনিট ছয়েক পরেই দেখা যায় রোনালদোর সেই গোল। ম্যাচের ৭৩ মিনিটে ব্যবধান আরও বাড়ান ডগলাস কস্তা। কর্নারের পাশ থেকে বল পেয়ে ডি-বক্সের বাইরে থেকেই বাম পায়ের অসাধারণ এক শটে স্কোরশিটে নাম লেখান এ ব্রাজিলিয়ান প্রতিভা। মিনিট তিনেক পর এক গোল শোধ করেন জেনোয়ার ফরোয়ার্ড আন্দ্রে পিনামোন্তি।

আরো দুই বছর বাংলাদেশের ফুটবলে পল স্মলি

ক্রীড়া প্রতিবেদক
নতুন করে দুই বছরের জন্য বাংলাদেশের ফুটবলে টেকিনিক্যাল ডাইরেক্টর হিসেবে নিয়োগ দেয়া হয়েছে পল স্মলিকে। তবে জাতীয় দলের প্রধান কোচ জেমি ডে ও তার সহকারী স্টুয়ার্টের মতো পলের চাকরিও শুরু হবে মধ্য আগস্ট থেকে।
কয়েকদিন আগে বাফুফের টেকনিক্যাল কমিটি সভা করে পলকে আবার দুই বছরের জন্য নিয়োগের সুপারিশ করেছিল। সেই সুপারিশের ভিত্তিতে বাফুফেকে আবার পলকে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নিয়ে তার সাথে দুই বছরের চুক্তি করেছে।

মুশফিকের ডাকে সাড়া দিলেন ১৭শ’র বেশি প্রতিযোগি

ক্রীড়া প্রতিবেদক
মে মাসে আন্তর্জাতিক ক্যারিয়ারের ১৫ বছর পূরণ করেছেন মুশফিকুর রহিম। এছাড়া সম্প্রতি নিজের একটি দাতব্য সংস্থা খুলেছেন তিনি। এই সংস্থার জন্য একটি উপযুক্ত লোগোর খোঁজে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট করেছিলেন মুশফিক। গতকাল রাতে এই লোগো প্রতিযোগিতার সময়সীমা শেষ হয়েছে, যেখানে সবার সাড়া পেয়ে অভিভূত হয়েছেন জাতীয় দলের এই ক্রিকেটার।
প্রতিযোগিতার সময়সীমা শেষে একটি পোস্ট করে মনের ভাব প্রকাশ করেন মুশফিক। নিজের অফিশিয়াল ফেসবুক পেজে তিনি লেখেন, আশা করি সবাই ভাল আছেন। লোগোর ডিজাইন জমা দেয়ার আনুষ্ঠানিকতা শেষ হল কিছুক্ষণ আগে। গতমাস থেকে প্রতিযোগিদের অংশগ্রহণে আমি অভিভূত। সবমিলিয়ে ১৭০০’র অধিক প্রতিযোগি তাদের লোগো জমা দিয়েছেন। এটাই প্রমাণ করে আপনারা কতটা উৎসাহ নিয়ে কাজটা করেছেন।

১০বছর নিষিদ্ধ ফিফার আরেক কর্মকর্তা

ক্রীড়া প্রতিবেদক
সাবেক প্রেসিডেন্ট সেপ ব্ল্যাটার এবং মহাসচিব জেরোম ভালকের পর এবার ফিফার সাবেক অর্থ পরিচালক ও ভারপ্রাপ্ত মহাসচিব মার্কাস ক্যাটনারও পেলেন বড় শাস্তি। আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি কাটনারকে ১০ বছরের জন্য নিষিদ্ধ করেছে।
ক্যাটনারের বিরুদ্ধে স্বার্থের সংঘাত এবং ক্ষমতার অপব্যবহারের প্রমাণ পাওয়ায় সবধরনের ফুটবল সংক্রান্ত কর্মকা- থেকে ১০ বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে। একই অপরাধে ২০১৬ সালে সেপ ব্ল্যাটার ৬ এবং জেরোম ভালকে নিষিদ্ধ রয়েছেন ১২ বছরের জন্য। শুধু নিষেধাজ্ঞাতেই শেষ হয়নি ক্যাটনারের শাস্তি। পাশাপাশি ১০ লাখ সুইস ফ্রাঁ জরিমানাও করা হয়েছে তাকে। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৯ কোটি টাকার সমান। মঙ্গলবার এক আনুষ্ঠানিক বিবৃতির মাধ্যমে এ খবর জানিয়েছে ফিফা।

আইসিসি চেয়ারম্যান শশাঙ্ক মনোহরের পদত্যাগ

ক্রীড়া প্রতিবেদক
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) চেয়ারম্যান পদ থেকে সরে দাঁড়ালেন শশাঙ্ক মনোহর। দুই মেয়াদে চার বছর দায়িত্ব পালনের পর গতকাল বুধবার পদত্যাগ করেছেন তিনি। আইসিসি এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে।
আইসিসি জানিয়েছে, নতুন চেয়ারম্যান নির্বাচিত হওয়ার আগ পর্যন্ত ডেপুটি চেয়ারম্যান ইমরান খাজা দায়িত্ব পালন করবেন। আগামী সপ্তাহের মধ্যে মনোহরের স্থলাভিষিক্ত খোঁজার প্রক্রিয়া শুরু করবে আইসিসি। ‘আইসিসি চেয়ারম্যান শশাঙ্ক মনোহর দুইবারের দুই বছরের মেয়াদ শেষে পদত্যাগ করেছেন। আইসিসির বোর্ড আজ সিদ্ধান্ত নিয়েছে, যতদিন তার স্থলাভিষিক্ত নির্বাচিত না হবেন, ততদিন ডেপুটি চেয়ারম্যান ইমরান খাজা চেয়ারপার্সনের দায়িত্ব পালন করবেন।’

পিছিয়ে গেলো আফ্রিকান নেশন্স কাপও

ক্রীড়া প্রতিবেদক
পিছিয়ে গেছে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ, স্থগিত করা হয়েছে লাতিন আমেরিকার শ্রেষ্ঠত্বের আসর কোপা আমেরিকাও। দুটো প্রতিযোগিতাই হওয়ার কথা ছিল এ বছরের জুন-জুলাইয়ে।
তবে আফ্রিকান ফুটবলের শ্রেষ্ঠত্বের লড়াই আফ্রিকান নেশন্স কাপের সূচি সামনের বছরের জানুয়ারিতে। হাতে যথেষ্ট সময়ও আছে। এরপরও করোনাভাইরাসের বর্তমান পরিস্থিতি বিবেচনায় নিয়ে এখনই ২০২১ সালের প্রতিযোগিতাটি পিছিয়ে নেওয়া হলো। একবছর পিছিয়ে ২০২২ সালের জানুয়ারিতে হবে নেশন্স কাপ। সংস্থাটির নির্বাহী কমিটির বৈঠকে নেশন্স কাপ ১২ মাস পিছিয়ে দেওয়াকেই যৌক্তিক মনে করা হয়েছে। ছেলেদের প্রতিযোগিতা তবু পিছিয়ে গেছে, মেয়েদের নেশন্স কাপ তো বাতিলই করে দেওয়া হয়েছে!

সানেকে বায়ার্নের কাছে বিক্রি করতে রাজি সিটি

ক্রীড়া প্রতিবেদক
জার্মান উইঙ্গার লেরয় সানেকে বায়ার্ন মিউনিখের কাছে বিক্রি করতে রাজি হয়েছে ম্যানচেস্টার সিটি। দুই পক্ষের এই চুক্তি হতে পারে ৫৪.৮ মিলিয়ন পাউন্ডের। শুরুতে ৪৪.৭ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে বুন্দেসলিগা চ্যাম্পিয়নদের সঙ্গে চুক্তি করবেন সানে। পরে আরও ১০ মিলিয়ন পাউন্ড যোগ হবে সেই চুক্তিতে।
২৪ বছর বয়সী উইঙ্গার ইতিহাদ স্টেডিয়াম ছাড়তে পারেন, এমন গুঞ্জন ওঠেছিল চলতি মৌসুমের শুরুতে। তার সম্ভাব্য ঠিকানা হিসেবে নাম ছিল বায়ার্নের। এবার সেই গুঞ্জনই সত্যি হতে যাচ্ছে। এটা অনুমান করা যাচ্ছে, সানেকে সিটি বার্ষিক বেতন ২০ মিলিয়ন পাউন্ড দিতে অনিচ্ছুক। যেটা দিচ্ছে বাভারিয়ানরা। যার কারণে নিজ দেশের লিগে ফিরে যাচ্ছেন সানে।

মেসির ৭০০তম গোলেও জয় বঞ্চিত বার্সা

ক্রীড়া প্রতিবেদক
ক্যারিয়ারের ৭০০তম গোলের দেখা পেলেন অবশেষে। অপেক্ষা ফুরাল লিওনেল মেসির। কিন্তু আর্জেন্টাইন এ ফুটবল জাদুকরের পানেনকা পেনাল্টি গোলও যে জয় এনে দিতে পারল না বার্সেলোনাকে। ন্যু ক্যাম্পেই কাতালান জায়ান্টকে ২-২ গোলে রুখে দিলো অ্যাটলেটিকো মাদ্রিদ।
আগের ম্যাচে সেল্টা ভিগোর মাঠেও ২-২ গোলে ড্র করেছিল বার্সা। এনিয়ে টানা দুই ম্যাচে জয় বঞ্চিত রইল তারা। বার্সার এই ড্রয়ে সুবিধা হলো রিয়াল মাদ্রিদেরই। লা লিগা শিরোপা জয়ের লড়াইয়ে এগিয়ে রইল সান্টিয়াগো বার্নাব্যু শিবির। এক ম্যাচ কম খেলা চিরশত্রু রিয়ালের (৩২ ম্যাচে ৭১ পয়েন্ট) চেয়ে এক পয়েন্টে পিছিয়ে দ্বিতীয় স্থানেই রয়ে গেল বার্সা (৩৩ ম্যাচে ৭০ পয়েন্ট)।

পঞ্চম স্থানে উঠে গেছে ম্যানইউ

ক্রীড়া প্রতিবেদক
শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলেছে ম্যানচেস্টার ইউনাইটেড। তার ফলও পেয়েছে কোচ ওলে গুনার সোলসজায়েরের দল। ব্রুনো ফার্নান্দেসের জোড়া গোলের সুবাদে তারা ৩-০ গোলে হারিয়েছে প্রতিপক্ষ ব্রাইটন হোভ ও অ্যালবিয়নকে।
দুরন্ত এ জয় দিয়ে সব ধরনের প্রতিযোগিতা মিলে অজেয় থাকার রেকর্ডটা বাড়িয়ে ১৫ ম্যাচে নিয়ে গেল রেড ডেভিলরা। প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকায় উঠে গেল পঞ্চম স্থানে। চারে থাকা কোচ ফ্রাঙ্ক ল্যাম্পার্ডের চেলসির চেয়ে মাত্র দুই পয়েন্টে পিছিয়ে এখন তারা। ফলে চ্যাম্পিয়নস লিগের টিকিট ছিনিয়ে নেওয়ার পথে আরো এক ধাপ এগিয়ে গেল ওল্ড ট্রাফোর্ড শিবির। মঙ্গলবার রাতে ম্যাচের ১৬ মিনিটে অতিথি ম্যানইউ’কে লিড এনে দেন টিনেজার ম্যাসন গ্রীনউড। ২৯ মিনিটে গোল ব্যবধান দ্বিগুণ করেন ব্রুনো ফার্নান্দেস। ৫০ মিনিটে নিজের জোড়া গোল পূর্ণ করেন এই পর্তুগিজ মিডফিল্ডার। ৩১ ম্যাচে চেলসির পুঁজি এখন ৫৪ পয়েন্ট। এক ম্যাচ বেশি খেলে ইউনাইটেডের সংগ্রহ ৫২ পয়েন্ট।

সংযুক্ত আরব আমিরাতের কোচ হচ্ছেন পিন্টো

ক্রীড়া প্রতিবেদক
সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) জাতীয় ফুটবল দলের কোচের দায়িত্ব নিতে যাচ্ছেন কেস্টারিকাকে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে পৌঁছে দিয়ে ব্যাপক পরিচিতি পাওয়া কোচ জর্জ লুইস পিন্টো। স্থানীয় ফুটবল ফেডারেশন এই তথ্য প্রকাশ করেছে।
স্থানীয় গণমাধ্যমের রিপোর্টে বলা হয়ছে, ফেডারেশনের পক্ষ থেকে সবুজ সংকেত পাওয়ার পর ৬৭ বছর বয়সি কলম্বিয়ার এই কোচের সঙ্গে দুই বছরের জন্য চুক্তি করা হচ্ছে। অর্থাৎ তার নেতৃত্বেই ২০২২ সালের কাতার বিশ্বকাপে অংশ নিতে চায় আরব আমিরাত। কলম্বিয়া, পেরু, কোস্টারিকা ও ভেনিজুয়েলায় কাবের হয়ে ঘরোয়া শীগের শিরোপা জয় করেছেন পিন্টো। তবে ২০১৪ বিশ্বকাপে কোস্টারিকাকে কোয়ার্টার ফাইনালে পৌছে দিয়ে বিশ্ব ব্যাপি পরিচিতি লাভ করেন পিন্টো।

চীনে ফুটবল ফিরছে ২৫ জুলাই

ক্রীড়া প্রতিবেদক
করোনাভাইরাস মহামারির কারণে নির্ধারিত সময়ের ৫মাস পর শুরু হতে যাচ্ছে চীনা সুপার লিগ (সিএসএল)। আগামী ২৫ জুলাই থেকে মাঠে গড়াবে এ লিগ। এমনটাই জানিয়েছে দেশটির ফুটবল এসোসিয়েশন।
বিশ্বব্যাপী মহামারি আকারে ছড়িয়ে পড়ার আগে কোভিড-১৯ ভাইরাসের কারণে স্থবির হওয়া চীনা ক্রীড়াঙ্গন স্বাভাবিক হবার ক্ষেত্রে এটি একটি বড় অনুপ্রেরণা। ১৬ কাবের এই লিগটি শুরুর কথা ছিল ফেব্রুয়ারিতে। তবে এবার হোমও এ অ্যাওয়ে ফরম্যাটের পরিবর্তে ভিন্ন পদ্ধতিতে অনুষ্ঠিত হবে এ টুর্নামেন্ট। কাবগুলো দুই গ্রুপে বিভক্ত হয়ে টুর্নামেন্টে প্রতিদ্বন্দ্বিতা করবে। এক গ্রুপের খেলা অনুষ্ঠিত হবে উত্তরাঞ্চলীয় শহর ডালিয়ানে। আর অপর গ্রুপের খেলা অনুষ্ঠিত হবে সাংহাই’র নিকটবর্তী সুঝুতে। চীনা ফুটবল এসোসিয়েশন জানায়, ‘খেলা চলাকালে জাতীয় মহামারি প্রতিরোধ কর্মকান্ডের নির্দেশনা কঠোর ভাবে মানা হবে’।

বিশ্বকাপ তদন্তে উঠে এলো থারাঙ্গার নাম

ক্রীড়া প্রতিবেদক
২০১১ ওয়ানডে বিশ্বকাপের ফাইনাল ভারতের কাছে বিক্রি করে দিয়েছে শ্রীলংকা’- সম্প্রতি দেশটির সাবেক ক্রীড়ামন্ত্রী মাহিন্দানান্দা অথুলগামাগে এমন অভিযোগ আনেন। তার এমন মন্তব্যের পর ২০১১ বিশ্বকাপ ফাইনাল নিয়ে তদন্তে নেমেছে শ্রীলংকা ক্রিকেট বোর্ড ও সেদেশের সরকার। শ্রীলংকার পুলিশের ইন্ডিপেনডেন্ট স্পেশাল ইনভেস্টিগেশন ইউনিট ঐ ফাইনাল নিয়ে তদন্ত শুরু করেছে।
তদন্তের স্বার্থে শ্রীলংকার সাবেক অধিনায়ক ও সেই সময়ের প্রধান নির্বাচক অরবিন্দ ডি সিলভাকে ছয় ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেছে শ্রীলংকার পুলিশের ইন্ডিপেনডেন্ট স্পেশাল ইনভেস্টিগেশন ইউনিট। পুলিশের জিজ্ঞাসাবাদে ঐসময়ের ওপেনার উপুল থারাঙ্গার নাম বলেছেন ডি সিলভা। গতকাল বুধবার তদন্তের জন্য ডাকা হয়েছিল ওপেনার উপুল থারাঙ্গাকে। সবমিলিয়ে তাকে দু’ঘণ্টা ধরে জেরা করে কলম্বো পুলিশ। এত লম্বা সময় ধরে পুলিশি জিজ্ঞাসাবাদ শেষে উপুল থারাঙ্গা বেরিয়ে এলে তাকে সাংবাদিকরা ঘিরে ধরেন। বাঁহাতি এই ওপেনার বেশি ব্যাখ্যায় যাননি। শুধু বলেছেন বর্তমান তদন্ত প্রসঙ্গে পুলিশ আমাকে বেশ কয়েকটি প্রশ্ন করেছিল। আমি সেই বিষয়ে বক্তব্য দিয়েছি। ঐ ফাইনালে ২০ বলে ২ রান করেছিলেন থারাঙ্গা।

গ্রিজম্যানের জন্য খারাপ লাগছে বার্সা কোচের

ক্রীড়া প্রতিবেদক
অ্যাতলেটিকো মাদ্রিদের সবচেয়ে বড় অস্ত্র ছিলেন আঁতোয়া গ্রিজম্যান। কিন্তু চলতি মৌসুমের শুরুতে ওয়ান্দা মেত্রোপোলিতানো ছেড়ে ক্যাম্প ন্যুয়ে আসেন ফরাসি ফরোয়ার্ড। তবে যে উদ্দেশ্য নিয়ে বার্সেলোনায় যোগ দিয়েছিলেন, সে উদ্দেশ্য যেন দিনদিন ফিকে হতে বসেছে গ্রিজম্যানের।
লুইস সুয়ারেস চোট কাটিয়ে দলে ফেরার পর টানা কয়েক ম্যাচ সাইডলাইনে জায়গা হয়েছে ২৯ বছর বয়সী ফরোয়ার্ডের। বদলি হিসেবে নামলেও নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি গ্রিজম্যান। মঙ্গলবার অ্যাতলেটিকোর বিপে মুখোমুখি হয় বার্সা। কিন্তু পুরনো সতীর্থদের বিপে গ্রিজম্যানকে গরম করতে হয়েছে সাইডবেঞ্চ। কাতালান কোচ কিকে সেতিয়েন তাকে বসিয়ে রেখেছেন ৯০ মিনিট পর্যন্ত। ভিদালের পরিবর্তে গ্রিজম্যান যখন মাঠে নামেন তখন রেফারি শেষ বাঁশি বাজানোর প্রস্তুতি নিচ্ছে। ম্যাচটিতে দু’বার এগিয়ে গিয়েও ২-২ ব্যবধানে ড্র করেছে বার্সা।