ফকিরহাট(বাগেরহাট)প্রতিনিধি
ফকিরহাটে টানা চৌদ্দ দিনের লকডাউন তিনদিনের মাথায় এসে শিথিল হচ্ছে।সাপ্তাহিক হাটের দিন রবিবার ও বুধবার সকাল নয়টা থেকে বিকাল চারটা পর্যন্ত বাজারের সকল দোকানপাট খোলা রাখা যাবে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।
শুক্রবার (০৩ জুলাই) থেকেই বলবৎ হবে এ সিদ্ধান্ত। সপ্তাহের অন্য পাঁচদিন সকাল নয়টা থেকে বিকাল চারটা পর্যন্ত শুধুমাত্র মাছ, কাঁচাবাজার ও মুদী দোকান খোলা রাখা যাবে বলেও জানানো হয়েছে। সামাজিক দুরত্ব বজায় রেখে ও করোনা সংক্রান্ত স্বাস্থ্যবিধি মেনেই আগামী ১৩ই জুলাই পর্যন্ত চলাচল ও প্রয়োজনীয় কেনাকাটার তাগিদ মেটাতে বলা হয়েছে ফকিরহাটবাসীকে।
পরিস্থিতি ও প্রয়োজন বিবেচনায় আজ সকালে অনুষ্ঠিত জরুরী সভার এ সিদ্ধান্তে উপজেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়েছে- ব্যাবসায়ীসহ ফকিরহাট বাজার নির্ভর ক্রেতাসাধারণ।