পাইকগাছার সোলাদানা ইউনিয়নে প্রধানমন্ত্রী কর্তৃক প্রদত্ত চাউল বিতরণ

12
Spread the love


পাইকগাছা প্রতিনিধি


পাইকগাছায় সোলাদানা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনামুল হক করোনায় ঘরবন্ধি মানুষের মাঝে প্রধানমন্ত্রী কর্তৃক প্রদত্ত ৫ কেজি করে চাউল ৯শ পরিবারের মাঝে বিতরন করেছেন।


বুধবার সকালে সোলাদানা ইউনিয়ন পরিষদে সামাজিক দূরত্ব বজায় রেখে, সরকারী নির্দেশনা মেনে এ চাউল বিতরন করা হয়।


এ সময় উপস্থিত ছিলেন, ইউপি সচিব শেখ মিরাজুল ইসলাম, ইউনিয়ন ট্যাগ অফিসার দিবাশিষ দাশ, সদস্য ঠাকুর দাস সরদার, কল্যানী মন্ডল, আনিছুর রহমান সানা, আব্দুস সবুর আবুল কাশম, নূরুল ইসলাম, ইউনিয়ন উপ-সহকরী কৃষি অফিসার এনামুল, গ্রাম আদালত সহকরী রাজু।