ইংল্যান্ড সফরে যাবে যুব টাইগাররা

2
Spread the love

ক্রীড়া প্রতিবেদক

করোনাভাইরাসের কারণে অনেকদিন ধরেই আন্তর্জাতিক ক্রিকেট বন্ধ। খেলা থেকে দূরে আছেন যুব দলের ক্রিকেটাররাও। তবে ক্রিকেটারদের খেলায় ফেরানোর ভাবনায় নিয়মিত কাজ করে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেই ধারাবাহিকতায় আগামী গ্রীষ্মে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী দলের সদস্যদের ইংল্যান্ডে পাঠাতে ইচ্ছুক বিসিবি।
বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির গেম ডেভেলপমেন্ট ম্যানেজার এইচএম কাওসার। এরইমধ্যে ইংল্যান্ডের কয়েকটি কাউন্টি দলের সঙ্গে ক্যাম্পের ব্যাপারে কথা বলা হয়েছে বলে জানিয়েছেন তিনি। এছাড়া ইংল্যান্ডের দ্বিতীয় সারির কয়েকটি দলের বিপক্ষেও ম্যাচ খেলতে চায় বিসিবি। উদ্দেশ্য আকবর-তামিমদের আরো পোক্ত করা। কাওসার বলেন, ‘আমরা কাউন্টির কিছু দলের সঙ্গে সেখানে ক্যাম্প করার ব্যাপারে কথা বলেছি। আমরা দলগুলোর ট্রেনিং সুবিধা ব্যবহার করতে চাই। এছাড়া তাদের দ্বিতীয় সারির দলগুলোর বিপক্ষেও ম্যাচ খেলতে চাই। পাশাপাশি অস্ট্রেলিয়ার কিছু প্রাদেশিক দলের বিপক্ষে খেলার সুযোগও খুঁজছি আমরা।’
বিসিবির গেম ডেভেলপমেন্ট ম্যানেজার আরো বলেন, ‘আমরা ইংল্যান্ডের গ্রীষ্মকালটা কমপক্ষে একটি কাউন্টি দলের সঙ্গে কাটাতে চাই যেন ব্যাটসম্যানরা সুইং সামলানো শিখতে পারে। এছাড়া বোলাররা কিভাবে সুইংয়ের ব্যবহার করতে হয় সেটাও জানতে পারবে।’
তবে বিসিবির এই পরিকল্পনায় বাঁধ সাধতে পারে করোনাভাইরাস। কিছুটা দেরি হলেও ক্যাম্প করার ব্যাপারে আশাবাদী তিনি। কাওসার বলেন, ‘আমি আশা করি সবকিছু আমাদের পরিকল্পনামাফিক হবে। সেটা কিছুটা দেরি হতে পারে। কিন্তু আমরা আশা করি আগামী গ্রীষ্মে ইংল্যান্ডে দল পাঠাতে পারবো।’

মেয়েদের জন্য বাফুফের ‘মেইক ইট কাউন্ট’ কর্মসূচি

ক্রীড়া প্রতিবেদক

মহামারি করোনাভাইরাসের কারণে মাঠে নেই দেশের ফুটবল। এ সময় যার যার বাসায় সময় কাটাচ্ছে ফুটবলাররা। নারী ফুটবলাররা ও এর ব্যতিক্রম না। তাই মেয়েদের ফুটবলের উন্নয়নের গতিধারা চালু রাখতে বেশ কার্যকরী এক পদক্ষেপ হাতে নিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। সব খেলোয়াড়দের মধ্যে টেকনিক্যাল ও শারীরিক ফিটনেস বজায় রাখতে ‘মেইক ইট কাউন্ট’ নামে একটি কর্মসূচি আয়োজন করেছে দেশের ফুটবলের অভিভাবক সংস্থাটি।
গতকাল মঙ্গলবার বাফুফের নির্বাহী সদস্য, নারী ফুটবলের চেয়ারম্যান ও এফসি এবং ফিফার কার্যনির্বাহী সদস্য মাহফুজা আক্তার কিরণ বলেন, ‘এই অনাকাঙ্ক্ষিত সময়ে আমাদের মেয়ে খেলোয়াড়দের অবশ্যই বাড়িতে নিজেদের ফিটনেস ও স্বাস্থ্য ধরে রাখার ব্যাপারে সক্রিয় হতে হবে। আশা করছি, আমাদের গৃহীত পদক্ষেপের মাধ্যমে মেয়েরা তাদের উন্নতি অব্যাহত রাখবে আর আমরাও প্রতিনিয়ত তাদের সহায়তা করতে পারবো। আমরা আশাবাদী, যত দ্রুত বয়সভিত্তিকমেযেদের দলকে মাঠে ফিরে পাবো’।
গোলাম রব্বানী ছোটন, মাহবুবুর রহমান লিটন, সুইনু প্রু মারমা ও মাহমুদা আক্তারের তত্ত্বাবধানে মেয়ে খেলোয়াড়রা নির্দিষ্ট বয়সের ক্যাটাগরিতে আলাদাভাবে এ কর্মসূচিতে অংশ নেবে। বাফুফে থেকে খেলোয়াড়দের ঘুম ও পুষ্টিকর খাদ্য গ্রহণে তদারকি করা হবে। একই সঙ্গে সকল খেলোয়াড়কে জানানো হয়েছে তারা যেন প্রতিদিন বাফুফের কর্মকর্তাদের সঙ্গে নিজেদের আবেগ-অনুভূতি ও চিন্তা-ভাবনা প্রকাশ করে।

বসুন্ধরা কিংসে যোগ দিতে পারে ভালবুয়েনা

ক্রীড়া প্রতিবেদক

বাংলাদেশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসে যোগ দিতে পারেন ফ্রান্সের হয়ে ২০১০ ও ২০১৪ বিশ্বকাপে খেলা অ্যাটাকিং মিডফিল্ডার ম্যাথিউ ভালবুয়েনার। বাংলাদেশের ফুটবল পাড়ায় এমন গুঞ্জনই উঠেছে।
কোস্টারিকার জার্সিতে রাশিয়া বিশ্বকাপে খেলা ফরোয়ার্ড দানিয়েল কলিনদ্রেস এবং লিওনেল মেসির এক সময়ের আর্জেন্টাইন সতীর্থ হার্নান বার্কোসের পর ভালবুয়েনাকে চমক হিসেবে দলে ভেড়াতে চায় দেশের ফুটবলের জায়ান্ট কাবটি। ৩৫ বছর বয়সী ভালবুয়েনার বর্তমানে খেলছেন গ্রীসের অলিম্পিয়াকোসের জার্সিতে। চলতি মৌসুমে কাবটির হয়ে ২১ ম্যাচে ৬ গোল করেছেন তিনি। এর আগে তিনি ফরাসি কাব মার্শেই এবং লিঁও ছাড়াও রাশিয়ান কাব ডায়নামো মস্কো ও তুরস্কের কাব ফেনারবাচে খেলেছেন। তবে ক্যারিয়ারের উল্লেখযোগ্য সময় কাটিয়েছেন মার্শেইতে।

অস্ট্রেলিয়া-জিম্বাবুয়ে ওয়ানডে সিরিজ স্থগিত

ক্রীড়া প্রতিবেদক

আরেকটি ক্রিকেট সিরিজ আটকে গেল করোনাভাইরাস মহামারীতে। স্থগিত হয়ে গেল অস্ট্রেলিয়ার মাটিতে জিম্বাবুয়ের ওয়ানডে সিরিজ। আগস্টে তিন ম্যাচের এই সিরিজ হওয়ার কথা ছিল। ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) গতকাল মঙ্গলবার এক ঘোষণায় এই সিরিজ স্থগিতের সিদ্ধান্ত জানায়।
সিএ জানায়, করোনা মহামারীর এই সময়টায় খেলোয়াড়, ম্যাচ অফিসিয়াল এবং সকল স্বেচ্ছাসেবীদের স্বাস্থ্য সুরক্ষার নিরাপত্তা চিন্তায় এই সিরিজ স্থগিত করা হয়েছে। এই সিরিজ স্থগিত হওয়ায় আমরা হতাশ। তবে সার্বিক বাস্তবতায় জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ডও আমাদের এই সিদ্ধান্তে সম্মতি প্রকাশ করেছে। এই সময়ের জন্য এটাই বাস্তব এবং সঠিক সিদ্ধান্ত। আগস্টের ৯, ১২ ও ১৫ তারিখ অস্ট্রেলিয়ার মাটিতে এই তিন ম্যাচের ওয়ানডে সিরিজ হওয়ার কথা ছিল। সিএ জানিয়েছে সিরিজের নতুন সূচি ঠিক করার জন্য তারা জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ডের সঙ্গে সম্মিলিতভাবে কাজ করে যাবে।

অনুশীলনে ফিরেছে প্রোটিয়ারা

ক্রীড়া প্রতিবেদক

সেই ১৫ মার্চ থেকে ক্রিকেটীয় কর্মকা- বন্ধ ছিল দক্ষিণ আফ্রিকায়। হবে হবে করেও অনেক দিন ধরে অনুশীলন শুরু করা যায়নি। অবশেষে হাই পারফরম্যান্স ইউনিটের অধীনে জাতীয় ক্রিকেটারসহ ৪৪জন ক্রিকেটার সোমবার অনুশীলনে ফিরেছেন। যাদের নেতৃত্বে রয়েছেন কুইন্টন ডি কক।
দেশটির ক্রীড়া মন্ত্রণালয়ের অনুমতির পরেই তারা অনুশীলনে ফেরার অনুমতি পেলেন। মার্চে এই করোনার কারণে ভারত সফরে প্রোটিয়াদের তিন ম্যাচের ওয়ানডে সিরিজটি স্থগিত হয়ে যায়। এর পর এবারই প্রথম পুরোদমে অনুশীলনের অনুমতি পেলেন তারা। তবে তাদের সংশ্লিষ্ট ও কাছের ফ্র্যাঞ্চাইজি ভেন্যুতেই অনুশীলন করতে বলা হয়েছে। করোনাকাল হওয়ায় ক্রিকেটাররা ছোট ছোট গ্রুপে ভাগ হয়ে অনুশীলন করবেন। অবশ্য এই সময়ে তাদের নজরদারিতেও রাখা হবে।

পাকিস্তানি ক্রিকেটার ওয়াজির ইন্তেকাল

ক্রীড়া প্রতিবেদক

চলে গেলেন পাকিস্তানের ১৯৫৪ সালের ঐতিহাসিক ইংল্যান্ড সফরের অন্যতম সদস্য খালিদ ওয়াজির (৮৪)। দীর্ঘদিন অসুস্থ থাকার পর শনিবার যুক্তরাজ্যের চেস্টারে মারা গেছেন সাবেক এই অলরাউন্ডার।
লম্বা গড়নের ওয়াজির খেলোয়াড়ি জীবনে ছিলেন মিডিয়াম পেসার কাম মিডল অর্ডারের হার্ডহিটিং ব্যাটসম্যান। তিনি পাকিস্তানের ১৬তম টেস্ট ক্রিকেটার। লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে অভিষেকের সময় তিনি ছিলেন দেশের দ্বিতীয় সর্বকনিষ্ঠ ক্রিকেটার। তার চেয়ে কম বয়সে তখন অভিষেক হয়েছে কেবল হানিফ মোহাম্মদের।

জুভেন্টাসে আর্থার : বার্সেলোনায় পিয়ানিচ

ক্রীড়া প্রতিবেদক

সত্যি হলো বার্সেলোনা ও জুভেন্টাসের মধ্যকার দলবদলের গুঞ্জন। অবশেষে ইতালিয়ান কাব জুভেন্টাসের সঙ্গে পাঁচ বছরের চুক্তি করলেন স্প্যানিশ কাব বার্সেলোনার ব্রাজিলিয়ান মিডফিল্ডার আর্থার মেলো। জুভেন্টাস থেকে বার্সেলোনায় আসবেন মিরালেম পিয়ানিচ।
দলবদলের এ খবর নিশ্চিত করেছে বার্সেলোনা কর্তৃপক্ষ। আর্থারকে পেতে জুভেন্টাসের খরচ ৭৫.২ মিলিয়ন ইউরো। অন্যদিকে পিয়ানিচকে দলে নিতে বার্সেলোনাকে গুণতে হবে ৬০ মিলিয়ন ইউরো। দুজনই চলতি মৌসুমের শেষে কাব ছাড়বেন।

ইংল্যান্ড যেতে বাধা নেই হাফিজসহ ৬ ক্রিকেটারের

ক্রীড়া প্রতিবেদক

সুখবরই দিলেন মোহাম্মদ হাফিজসহ ৬ ক্রিকেটার। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) বেঁধে দেওয়া নিয়মে করোনা পরীক্ষায় দু’বার নেগেটিভ এসেছেন। দেরিতে হলেও এবার আর ইংল্যান্ড সফরে যেতে বাধা নেই তাদের। এরই মধ্যে ইংল্যান্ডে চলে যাওয়া দলটির সঙ্গে যোগ দিতে যাচ্ছেন ওই ৬জন।
করোনা পরীক্ষায় উতরে যাওয়া ক্রিকেটাররা হলেন ফখর জামান, মোহাম্মদ হাসনাইন, মোহাম্মদ হাফিজ, মোহাম্মদ রিজওয়ান, শাদাব খান ও ওয়াহাব রিয়াজ। তিন দিনের মাঝে দ্বিতীয়বার করোনা পরীক্ষা করালেন তারা। গত সপ্তাহের পরীক্ষাতেও এরা করোনা নেগেটিভ হয়েছিলেন। এই মুহূর্তে এরা সবাই একটি হোটেলে আইসোলেশনে আছেন। এই সপ্তাহে তাদের ইংল্যান্ডে উড়ে যাওয়ার কথা।

১ আগস্ট থেকে শুরু ইংলিশ কাউন্টি ক্রিকেট

ক্রীড়া প্রতিবেদক

মৌসুম শুরু হওয়ার কথা ছিল এপ্রিল থেকে। কিন্তু তার আগে মার্চ মাসেই যেহেতু সারাবিশ্বের সব ধরনের ক্রিকেট করোনাভাইরাসের কাছে আত্মসমর্পণ করতে বাধ্য হয়, ইংলিশ কাউন্টি ক্রিকেটও বন্ধ হয়ে যায়। অবশেষে করোনা পরিস্থিতির উন্নতি হওয়ায় সোমবার ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) সিদ্ধান্ত নিয়েছে, আগামী মাসের প্রথম দিন অর্থাৎ ১আগস্ট থেকেই মাঠে গড়াবে ২০২০ কাউন্টি ক্রিকেট। একইসঙ্গে মেয়েদের ঘরোয়া মৌসুম শুরুর ব্যাপারেও আলোচনা চলছে, তবে সেটি জানানো হবে পরে।
খেলাটা কোন ফরম্যাটে হবে সেটি জুলাইয়ের শুরুর দিকে বসে ঠিক করবে প্রথম শ্রেণির ১৮টি কাউন্টি কাব। সেই অনুযায়ী পরবর্তী সময়ে ঘোষণা করা হবে সূচি। লাল বল ও সাদা বলের ক্রিকেট নিয়ে পরিকল্পিত মৌসুমের জন্য ১ জুলাই বা তার আগে থেকেই অনুশীলন শুরু হতে পারে-এটা জানিয়ে ইসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা টম হ্যারিসন বলেছেন, ‘আমাদের এই খেলাটির জন্য এটি একটি তাৎপর্যপূর্ণ পদক্ষেপ।’

অরবিন্দ ডি সিলভাকে শ্রীলঙ্কা পুলিশের তলব

ক্রীড়া প্রতিবেদক

শ্রীলঙ্কার ডেইলি মিররের প্রতিবেদন অনুযায়ী ১৯৯৬ বিশ্বকাপ জয়ের নায়ক অরবিন্দ ডি সিলভাকে তলব করেছে দেশটির ক্রীড়া মন্ত্রণালয়ের বিশেষ তদন্ত বিভাগ। ২০১১ বিশ্বকাপ ক্রিকেটের ফাইনাল ভারতের কাছে ‘বিক্রি’ করে দেওয়া হয়েছিল, এমন অভিযোগে ফৌজদারি তদন্ত শুরু হয়েছে বলে জানান ক্রীড়া সচিব কেডিএস রুয়ানচন্দ্রা।
বিশেষ পুলিশ সুপার ডব্লিউ এজেএইচ ফনসেকা বলেছেন, শ্রীলঙ্কান এই ক্রিকেট কিংবদন্তির বক্তব্য রেকর্ড করা হবে। ডি সিলভাকেই প্রথমে পুলিশের সামনে আসতে হচ্ছে, কারণ তিনি ছিলেন ওই সময়ে শ্রীলঙ্কা ক্রিকেটের নির্বাচক কমিটির চেয়ারম্যান। ভারতে অনুষ্ঠিত ২০১১ বিশ্বকাপ ফাইনালে শ্রীলঙ্কাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় স্বাগতিক ভারত। ফাইনালটি পাতানো ছিল, অনেক আগে থেকেই এমন সন্দেহ পোষন করে আসছিলেন শ্রীলঙ্কার ক্রীড়ামন্ত্রী মাহিন্দানন্দা আলুথগামাগে। সম্প্রতি তিনি বিস্ফোরক মন্তব্য করে বসেন যে, শ্রীলঙ্কার দিক থেকে ফাইনালটি ভারতের কাছে ‘বিক্রি’ করে দেওয়া হয়েছিল।

৪২ বছর বয়সে বুফনের নতুন চুক্তি

ক্রীড়া প্রতিবেদক

তুরিন ছেড়ে প্যারিস সেন্ত জার্মেইয়ে যাওয়ার সময়ই তার ক্যারিয়ারের শেষ দেখে ফেলেছিলেন অনেকে। ৩৯ পেরিয়ে যাওয়া একজন খেলোয়াড়ের ক্ষেত্রে সেটা ভাবাই স্বাভাবিক। তবে জিয়ানলুইজি বুফন পিএসজি অধ্যায় শেষ করে জুভেন্টাসে আবার শুধু ফিরলেনই না, গোলবারের নিচেও দাঁড়ালেন। বয়স এখন তার ৪২। তবু তার মাঝে নিজেকে প্রমাণের ক্ষুধা। তাই এই বয়সে এসেও জুভেন্টাসের সঙ্গে চুক্তির মেয়াদ আরও এক বছর বাড়ালেন কিংবদন্তি গোলকিপার।
গতকাল মঙ্গলবার বুফনের সঙ্গে চুক্তি নবায়নের খবর জানিয়েছে জুভেন্টাস। একই সঙ্গে আরেক অভিজ্ঞ ডিফেন্ডার ও অধিনায়ক জর্জিও কিয়েল্লিনির সঙ্গেও এক বছরের চুক্তি বাড়িয়েছে ইতালিয়ান চ্যাম্পিয়নরা। ২০২১ সালের জুন পর্যন্ত তাদের চুক্তি। সে সময় বুফনের বয়স হবে ৪৩, কিয়েল্লিনি থাকবেন তার ৩৭তম জন্মদিনের খুব কাছাকাছি।

চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে কোনো দর্শক থাকবে না

ক্রীড়া প্রতিবেদক

করোনা পরিস্থিতি বিবেচনায় আগস্টে অনুষ্ঠিতব্য চ্যাম্পিয়ন্স লিগের শেষ আট-এ কোনো সমর্থক মাঠে উপস্থিত হতে পারবেন না বলে জানিয়ে দিয়েছেন পর্তুগালের হেলথ সেক্রেটারি অ্যান্টোনিও লাকের্ডা সেলেস। গত ১৭ জুন উয়েফা সিদ্ধান্ত নিয়েছে ২০১৯-২০২০ মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগের শেষ পর্ব লিসবনে আগামী ১২-২৩ আগস্ট অনুষ্ঠিত হবে। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী এবারের ফাইনাল ইস্তাম্বুলে অনুষ্ঠিত হবার কথা ছিল।
এ সম্পর্কে সেলেস বলেছেন, ‘বর্তমান মহামারী পরিস্থিতিতে অবশ্যই দর্শকের উপস্থিতি নিষিদ্ধ করতে হবে। আমরা জানি না এই মহামারী আসলে কোন পর্যায়ে যাচ্ছে। তবে সব কিছু বিবেচনায় আমাদের অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে। ভবিষ্যৎ সম্পর্কে কিছুই বলতে পারি না। এই মুহূর্তের বিবেচনায় দর্শকের উপস্থিতি কোনোভাবেই সম্ভব নয়।’

মেসিদের কোচ হয়ে ফিরতে চান জাভি

ক্রীড়া প্রতিবেদক

খেলোয়াড়ি জীবনের মধুর সময়টুকু বার্সেলোনাতেই কেটেছে জাভি হার্নান্দেজের। আন্দ্রেস ইনিয়েস্তা-লিওনেল মেসিদের কাঁধে কাঁধ মিলিয়ে বহু প্রতিপক্ষের রক্ষণভাগ গুঁড়িয়ে দিয়েছেন সাবেক এই স্প্যানিশ মিডফিল্ডার। কাতালানদের জার্সিতে অনেক শিরোপা উদযাপন করেছেন জাভি।
আবারও বার্সেলোনার হয়ে শিরোপা জিততে চান তিনি। তবে এবার ভিন্ন পরিচয়ে, কাতালানদের কোচ হতে চান স্পেনের বিশ্বকাপ জয়ী সাবেক এই ফুটবলার। বার্সেলোনার কোচ হওয়ার ইচ্ছার কথা আগেই জানিয়েছেন জাভি। আরও একবার সেই ইচ্ছার কথা জানালেন কাতালান কাবটির হয়ে সর্বোচ্চ ৮৫৫ ম্যাচ খেলা সাবেক এই প্লেমেকার। এ জন্য জোর প্রস্তুতিও চালিয়ে যাচ্ছেন বলে জানিয়েছেন তিনি।

টেবিল টেনিস-বিলিয়ার্ডে ব্যস্ত পাকিস্তানি ক্রিকেটাররা

ক্রীড়া প্রতিবেদক

অনেক নাটকের পর ইংল্যান্ডে পা রেখেছে পাকিস্তান ক্রিকেট দল। তবে এখনই ক্রিকেট মাঠে নামার সুযোগ নেই। কারণ নিয়ম মেনে বাবর আজমদের ১৪ দিন কোয়ারেন্টিনে থাকতে হবে। হোটেল বন্দী সময়টা ভালো কাটাতে আপাতত টেবিল টেনিস আর বিলিয়ার্ডে নিজেদের ব্যস্ত রাখছেন তারা।
গেল সপ্তাহ জুড়েই আলোচনায় ছিলেন পাকিস্তানের ক্রিকেটাররা। ইংল্যান্ড সফরের আগে দলের ১০ ক্রিকেটার হয়েছিলেন কোভিড-১৯ পজিটিভ। কিন্তু এরপরই পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) পরীক্ষার একদিন পর মোহাম্মদ হাফিজ পরীক্ষা করেন। যেখানে তিনি হয়েছিলেন ‘নেগেটিভ’! এমন সব ঘটনা পেছনে ফেলে এখন ইংল্যান্ডে রয়েছে পাকিস্তানি ক্রিকেটাররা। মলাহোর থেকে ইংল্যান্ডে উড়ে যায় পাকিস্তান ক্রিকেট দল। ভাড়া করা উড়োজাহাজ পাঠিয়ে বাবর আজমদের নিয়েছে ইংলিশ ও ওয়েলস ক্রিকেট বোর্ড।

দুবাইয়ে ক্রিকেট একাডেমি খুলছেন রোহিত

ক্রীড়া প্রতিবেদক

আগামী সেপ্টেম্বরে দুবাইয়ে নিজের ক্রিকেট একাডেমি খুলতে যাচ্ছেন ভারতের বিধ্বংসী ওপেনার রোহিত শর্মা। সিঙ্গাপুরের কোম্পানি ক্রিককিংডম গ্লোবাল লিডিটেড ও ভারতের রাচ স্পোর্টসের যৌথ অংশদারিত্বে দুবাইয়ে হবে একাডেমিটি। যার নাম দেয়া হচ্ছে ‘ক্রিককিংডম ক্রিকেট একাডেমি বাই রোহিত শর্মা’। বছরে একমাস এ একাডেমিতে সময় দিবেন রোহিত।
নিউজিল্যান্ডের সাবেক ক্রিকেটার ও ভারতের কোচ জন রাইটকে অতিথি কোচ হয়ে একাডেমিতে ট্রেনিং করানো আমন্ত্রন জানিয়েছেন রোহিত। তাতে সায় দিয়েছেন রাইট। তবে চার মাস পরপর একাডেমিতে প্রশিক্ষণ করাবেন রাইট। এছাড়াও বিশ্বের সেরা ক্রিকেটার, কোচদেরও নিজের একাডেমিতে ট্রেনিং করানোর আমন্ত্রণ জানাবেন রোহিত।

ভ্যালেন্সিয়ার কোচ বরখাস্ত

ক্রীড়া প্রতিবেদক

দায়্ত্বি নেওয়ার ৯ মাসের মাথায় বরখাস্ত হয়েছেন স্প্যানিশ লা লিগার কাব ভ্যালেন্সিয়ার প্রধান কোচ আলবার্ত সেলাদেস। সেই সঙ্গে পদত্যাগ করেছেন কাবটির স্পোর্টিং ডিরেক্টর সিজার সানচেজ।
বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের সাবেক ডিফেন্সিভ মিডফিল্ডার সেলাদেসের পরিবর্তে ভোরো গঞ্জালেসকে নিয়োগ দিয়েছে ভ্যালেন্সিয়া। চলতি মৌসুমের শেষ পযর্ন্ত কাবটির দায়িত্ব পালন করবেন এই স্প্যানিশ কোচ। এর আগেও সাময়িক কোচ হিসেবে ছয়বার ভ্যালেন্সিয়ার দায়িত্ব কাঁধে নিয়েছিলেন গঞ্জালেস। ২০০৮ সালে ডাচ কোচ রোনাল্ড কোম্যানকে বরখাস্ত করার পর প্রথমবার গঞ্জালেসকে অন্তবর্তীকালীন কোচ হিসেবে দায়িত্ব দেয় ভ্যালেন্সিয়া। সেবার লা লিগায় কাবটির অবনমন এড়াতে সাহায্য করেছিলেন এই ৫৬ বছর বয়সী কোচ।

খুনের হুমকি পেলেন জকোভিচ

ক্রীড়া প্রতিবেদক

সম্প্রতি চ্যারিটি টুর্নামেন্ট আয়োজন করে ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন সার্বিয়ান টেনিস তারকা নোভাক জকোভিচ। এই টুর্নামেন্টে অংশ নিয়ে করোনায় আক্রান্ত হয়েছেন তিনিসহ আরো তিনজন খেলোয়াড়। এই অবস্থার মাঝেই এবার খুনের হুমকি পেয়েছেন জকোভিচ।
আদ্রিয়া ট্যুরের ভেন্যু ছিল সার্বিয়ার রাজধানী বেলগ্রেড ও ক্রোয়েশিয়ার জাদার। সূচি অনুসারে জাদারেই ফাইনাল অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এই শহর থেকে ৯০ মিনিট দূরের ক্রোয়েশিয়ার স্প্লিট শহরের রাস্তায় দেখা গেছে জকোভিচকে খুনের হুমকি বার্তা। সেখানে লেখা ছিল, ‘জকোভিচ তুমি মরে যাও। স্প্লিট থেকে তোমার মৃত্যু কামনা করছি। তোমার মৃত্যু হোক জকোভিচ।’

টোকিওবাসীই অলিম্পিক চায় না

ক্রীড়া প্রতিবেদক

মহামারি করোনাভাইরাসের কারণে এক বছরের জন্য পিছিয়ে গেছে ক্রীড়াঙ্গনের সব থেকে বড় ইভেন্ট টোকিও অলিম্পিক-২০২০। এ নামেই আগামী বছর করোনা সংক্রমণ পরিস্থিতি স্বাভাবিক হলেই টোকিওতে উৎসব হবে। এমনটাই পরিকল্পনা করে রেখেছে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি। কিন্তু আয়োজক শহরের বাসিন্দারাই আর চাইছে না এ উৎসব।
জাপানের দুটি সংবাদ মাধ্যম এ জরিপ চালিয়েছে। টোকিওর মানুষের কাছে জিজ্ঞেস করা হয়েছিল, ২০২১ সালে অলিম্পিক আয়োজন দেখতে চান কিনা। এ ব্যাপারে ৪৬.৩ ভাগ বলেছেন, নতুন সূচি অনুযায়ী অলিম্পিক আয়োজনে আপত্তি নেই তাদের। আর ৫১.৭ ভাগ মানুষ অলিম্পিক আরো পেছানো বা বাতিলের পক্ষে মত দিয়েছেন। এদের মাঝে ২৪ ভাগ পেছানোর পক্ষে। আর ২৭.৭ ভাগ সরাসরি বাতিল করতে বলেছেন অলিম্পিক। স্বাস্থ্য বিশ্লেষকদের ধারণা অনুযায়ী ২০২১ এর জুলাইয়েও এত বড় একটি টুর্নামেন্ট আয়োজন করার মতো নিরাপদ হবে না পৃথিবী। ২০২১ সালের ২৩ জুলাই শুরু হয়ে ৮ আগস্ট শেষ হওয়ার কথা টোকিও অলিম্পিক।