“করোনা পরিস্থিতি কালেও” বেতাগা ইউনিয়ন পরিষদের আবারও শতভাগ হোল্ডিং ট্যাক্স আদায়

22
Spread the love


ফকিরহাট প্রতিনিধি:


বাগেরহাটের ফকিরহাটের বেতাগা ইউনিয়ন পরিষদ করোনা কালেও আবারও শতভাগ হোল্ডিং ট্যাক্স আদায় করেছে। জীবন এবং জিবিকার এক কঠিন পরিস্থিতিতে এই করোনা কালেও বেতাগা ইউনিয়নের মানুষের স্বত:স্ফুর্ত ভাবে তাদের ঐতিয্যের ধারাবাহিকতা বজার রেখেছে। ২০১৯-২০২০অর্থ বছরে শতভাগ হোল্ডিং ট্যাক্স পরিশোধের মাধ্যমে গত ১৫জুন ২০২০ এ লক্ষে বেতাগা ইউনিয়ন পরিষদ চত্তরে অনুষ্ঠিত হয় বিশেষ ট্যাক্স মেলা। এই উদ্বুদ্ব করণ সভায় এমনই আশাবাদ ব্যাক্ত করেছিলেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ইউনুস আলী শেখ।

তিনি বলেন এই ইউনিয়নের জনগন ঘুরে দাড়াতে শুরু করেছে কৃষি, স্বাস্থ্য সেবা, স্যানিটেশন ও শিক্ষা ক্ষেত্রে অনলাইন ব্যাবস্থাপনার মাধ্যমে। শুধু শতভাগ হোল্ডিং ট্যাক্স নয়, এ যাবৎ কালের মধ্যে সর্ব্বোচ্য রাজস্ব আয় হয়েছে ২০১৯-২০অর্থ বছরে। তিনি বলেন, স্থানীয় সরকার বিশেষজ্ঞ স্বপন দাশের উন্নয়নের পথরেখা আমাদের আধুনিকায়ন ও এসডিজি অর্জনে পথ দেখাবে। এদিকে হোল্ডিং ট্যাক্স আদায়ে শতভাগ সফলতা অর্জন করায় ইতি মধ্যে বেতাগার জনগণ ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বরদের অভিনন্দন জানিয়েছেন উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ ও উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ শাহানাজ পারভীন।