খুলনাঞ্চল ডেস্ক
সরকারী হিসাব অনুযায়ী বিশ্বব্যাপী করোনাভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা এক কোটি ছাড়িয়েছে। আক্রান্তদের অর্ধেক ইউরোপ ও যুক্তরাষ্ট্রে। বিভিন্ন দেশের সরকারী সূত্রে প্রাপ্ত হিসাব সমন্বয় করে এএফপি রবিবার গ্রীনিচ মান সময় ০৯৩০ টায় এ কথা জানায়। এতে বলা হয়, বিশ্বে মোট করোনা আক্রান্তের সংখ্যা এক কোটি তিন হাজার ৯৪২ জন এবং করোনায় বিশ্বে মোট চার লাখ ৯৮ হাজার ৭৭৯ জনের মৃত্যু হয়েছে। সবচেয়ে ক্ষতিগ্রস্ত ইউরোপে ২৬ লাখ ৩৭ হাজার ৫৪৬ জন আক্রান্ত এবং এক লাখ ৯৫ হাজার ৯৭৫ জনের মৃত্যু হয়েছে। যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছে ২৫ লাখ ১০ হাজার ৩২৩ জন এবং মৃত্যু হয়েছে এক লাখ ২৫ হাজার ৫৩৯ জনের।