ফুলবাড়ীগেট(খুলনা)প্রতিনিধি:
রাষ্ট্রয়াত্ব পাটকলে উৎপাদন বন্ধের সরকারী সিদ্ধান্তের প্রতিবাদে বাম গনতান্ত্রিক জোট খানজাহান আলী থানা ও ফুলতলা থানা শাখার উদ্যোগে রবিবার সকাল সাড়ে ৯ টা থেকে সাড়ে ১০ টা পর্যন্ত খুলনা-যশোর মহাসড়কে ইর্ষ্টাণ জুট মিলের সামনে মানববন্ধন কর্মসুচি পালিত হয় ।
কমরেড মোজাম্মেল হকের সভাপতিত্বে মানবন্ধনে বক্তৃতা করেন, খুলনা জেলা বাম গনতান্ত্রিক জোট সমন্বকারী জনার্দন নান্টু, সিপিবি কেন্দ্রিয় সদস্য এস এ রশিদ ,ডাঃ মনোতোষ, ডাঃ সমরেশ রায়, আব্দুর রহমান মোল্লা, গাজী আফজাল হোসেন গাজী নওশেদ, এ্যাডঃ রুহল আমিন, জামাল হোসেন,ইষ্টার্ণ জুট মিল শ্রমিক নেতা মেহেদি হাসান বিল্লাল , ইজদান আলী প্রমুখ।
সভায় বক্তারা বলেন সরকারি জুট মিল গুলি বন্ধ করলে হাজার হাজার পরিবার পথে বসবে তাই এ সিদ্ধান্ত পরিবর্তন না করলে কঠিন কর্মসূচী পালন করা হবে বলে নেতৃবৃন্দ মানববন্ধন থেকে হুশিয়ারি উচ্চারণ করেন ।