উপকূলীয় ১৬’শ জেলে পরিবারকে ত্রাণ বিতরণে সহায়তা প্রদান করল নৌবাহিনী

4
Spread the love

খবর বিজ্ঞপ্তি:


সরকারের নির্দেশনা মোতাবেক কমান্ডার খুলনা নেভাল এরিয়া এর তত্ত্বাবধানে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে ও বেসামরিক প্রশাসনকে সহায়তা প্রদানের ল্েয মোতায়েনকৃত নৌ কন্টিনজেন্ট বরগুনা জেলা সদর, পাথরঘাটা আমতলী ও তালতলী এলাকায় নিয়মিত সচেতনতামূলক টহল পরিচালনা করে। উপজেলাসমূহের বিভিন্ন এলাকায় কোভিড-১৯ প্রতিরোধ সর্ম্পকিত ২০০টি লিফলেট বিতরণ করে। নৌবাহিনী কন্টিনজেন্ট পাথরঘাটা উপজেলায় ১৬০৫টি দরিদ্র জেলে পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণের জন্য স্থানীয় প্রশাসনকে সহায়তা প্রদান করে।


পাশাপাশি সাধারণ জনগণকে কমপে ৩ ফুট সামাজিক দূরত্ব নিশ্চতকরণ, গণপরিবহন ব্যবহারের েেত্র সরকারী নীতিমালা অনুসরণ এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি ক্রয়ে মাস্ক ব্যবহার করতে বলা হয়। এছাড়া নির্ধারিত সময়ের পর সকল বাজার, দোকান-পাট, ব্যবসা-প্রতিষ্ঠান বাধ্যতামূলকভাবে বন্ধ নিশ্চিত করছে নৌ কন্টিনজেন্ট। নৌবাহিনীর অপর একটি কন্টিনজেন্ট মোংলা উপজেলায় স্থানীয় প্রশাসনকে সহায়তা প্রদান, অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ এবং জনগণের সচেতনতার জন্য বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে। মোংলা উপজেলার দিগরাজ বাজার, বুড়িরডাঙ্গা, মিঠাখালী, চিলারহাট, হাসপাতাল চত্ত্বর ও ফেরিঘাট এলাকায় টহল পরিচালনা করে।


এসময় জনগণের মাঝে করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতা বিষয়ক লিফলেট বিতরণ করে। এছাড়া মোংলা উপজেলার বিভিন্ন জায়গায় ৮১৭টি দুস্থ পরিবারের মাঝে ত্রাণ বিতরণে স্থানীয় প্রশাসনকে সহায়তা প্রদান করে। এছাড়া করোনা প্রতিরোধে চলমান কার্যক্রমের অংশ হিসেবে নৌবাহিনী কন্টিনজেন্ট মোংলা উপজেলার দিগরাজ বাজার ও মামারঘাট এলাকার বিভিন্ন স্থানে জেলা প্রশাসনের তত্ত্বাবধানে মোবাইল কোর্ট পরিচালনায় সহায়তা প্রদান করে ।