সারা খুলনা অঞ্চলের খবর

13
Spread the love

খুলনার স্বাস্থ্য পরিচালক ও খুমেকের আরএমও করোনা আক্রান্ত

স্টাফ রিপোর্টার

খুলনায় করোনা পরিস্থিতি মনিটরিংসহ সার্বিক তত্ত্বাবধানের দায়িত্ব পালনকারী শীর্ষ কর্মকর্তারাই করোনায় আক্রান্ত হয়েছেন। খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. রাশেদা সুলতানা ও খুলনা মেডিক্যাল কলেজ (খুমেক) হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডা. মিজানুর রহমান করোনায় আক্রান্ত হয়েছেন। এছাড়া খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের অফিসের আরও দুইজন কর্মকর্তা করোনায় আক্রান্ত হয়েছেন।

ডা. রাশেদা সুলতানা জানান, নমুনা পরীক্ষায় শুক্রবার তার করোনা শনাক্ত হয়। এছাড়া তার কার্যালয়ের সহকারী প্রধান কর্মকর্তা জোবায়ের হোসেন ও প্রশাসনিক কর্মকর্তা এস এম জাহাতাব হোসেনেরও করোনা শনাক্ত হয়েছে। তারা সবাই বর্তমানে হোম আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন।

অপরদিকে, খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ডা. রেজা সেকান্দার বলেন, নমুনা পরীক্ষার পর শুক্রবার আরএমও মিজানুর রহমান করোনা শনাক্ত হন। তার শরীরের অবস্থা ভাল থাকায় সতর্ক অবস্থানে নেওয়া হয়েছে। সিএসএস আভা সেন্টারে দায়িত্ব পালনকারী আরও একজন চিকিৎসক শুক্রবার করোনা পজিটিভ হয়েছেন বলে তিনি জানান।

খুমেকে করোনায় অন্তঃসত্ত্বাসহ ২ নারীর মৃত্যু

স্টাফ রিপোর্টার

খুলনা জেলায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে শেষ ২৪ ঘণ্টায় এক অন্তঃসত্ত্বাসহ দুই নারীর মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার দুপুরের দিকে তাদের মৃত্যু হয় বলে জানান খুলনা মেডিক্যাল কলেজ (খুমেক) হাসপাতালের আবাসিক মেডিক্যাল চিকিৎসক (আরএমও) ও করোনা ওয়ার্ডের মুখপাত্র ডা. মিজানুর রহমান।

সূত্র জানায়, গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে খুলনার করোনা ডেডিকেটেড হাসপাতালে ভর্তি হন রুমিছা বেগম (৩২) নামের অন্তঃসত্ত্বা এক গৃহবধূ। তার বাড়ি বাগেরহাট জেলার মোড়েলগঞ্জে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার বেলা পৌনে ২টার দিকে গর্ভে দুই সন্তানসহ মারা যান তিনি।

মিজানুর রহমান জানান, রুমিছা ৩২ সপ্তাহের অন্তঃসত্ত্বা ছিলেন। তার গর্ভে জমজ সন্তান ছিল।

খুলনাৎ সিভিল সার্জন ডা. সুজাত আহমেদ জানান, অন্যদিকে শুক্রবার বেলা ২টার দিকে নগরীর দৌলতপুরের মহেশ্বর পাশা এলাকার আসাদের মোড়ে নিজ বাড়িতে করোনায় মতিয়ারা বেগম (৫৫) নামে আরও এক নারীর মৃত্যু হয়। তিনি স্থানীয় আব্বাস উদ্দীনের স্ত্রী। এ নিয়ে সরকারি হিসেবে খুলনা জেলায় করোনায় ২২ জনের মৃত্যু হলো।

নগরীতে করোনা রোগীর মৃত্যু

স্টাফ রিপোর্টার

নগরীতে শেখ সোহরাব হোসেন (৬০) নামে এক করোনা আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার সকাল ১১টায় নগরীর ২নম্বর জাহিদুর রহমান ক্রস রোডের নিজ বাসায় তার মৃত্যু হয়। সোহরাব মৃত. শেখ ইউসুফ আলীর ছেলে।

সোহরাবের খালাতো ভাই মনিরুল আলম বলেন, গত ২৪জুন সোহরাবকে নগরীর করোনা ডেডিকেটেড হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে বেশ কয়েকজন রোগী ওই দিন মারা যান। আশানুরূপ চিকিৎসা না হওয়ায় আমরা ২৫ জুন তাকে বাসায় নিয়ে আসি। সকাল ১১টা দিকে তিনি নিজ বাসায় মৃত্যু বরণ করেন।

তিনি বলেন, মানিকগঞ্জের শিবালয় উপজেলার আরিচা এলাকায় সোহবাব চাকরি করতেন। সেখান তার করোনার উপসর্গ দেখা দেয়। পরে তাকে খুলনায় নিয়ে এসে নমুনা পরীক্ষা করা হলে গত ২৩ জুন তার করোনা পজিটিভ ধরা পরে।

নগরীর রেড জোনে লকডাউন না মানায় ২৭জনকে জরিমানা

স্টাফ রিপোর্টার

নগরীর রেড জোনে লকডাউন না মানায় ২৭জনকে ২৬হাজার ৪শ’ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল শুক্রবার সকাল থেকে নগরীর ১৭ ও ২৪নং ওয়ার্ড এলাকায় একাধিক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী রাবেয়া, মো. তাহমিদুল ইসলাম, দেবশীষ বসাক ও নুরী তাহমীন উর্মি।  

নির্বাহী ম্যাজিস্ট্রেট দেবশীষ বসাক জানান, সম্প্রতি নগরীর ১৭ ও ২৪নং ওয়ার্ডে করোনা ভাইরাস সংক্রমনের হার বেড়ে যাওয়ার প্রেক্ষিতে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্টেট এর জারিকৃত আদেশ যথাযথ ভাবে পালন হচ্ছে কিনা তা তদারকি করতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসময় মাস্ক পরিধান না করাসহ স্বাস্থ্যবিধি অমান্য করা, গণবিজ্ঞপ্তির আদেশ লঙ্ঘন করে মোটরসাইকেলে একাধিক ব্যক্তি আরোহন, সরকার নির্দেশিত সময়ের পরেও দোকান-পাট ও ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখা এবং রেড জোন ঘোষিত এলাকায়

গণবিজ্ঞপ্তির আদেশ অমান্য করার অপরাধে ২৭টি মামলায় ২৭জনকে ২৬হাজার ৪শ’ টাকা জরিমানা করা হয়েছে।

যশোরে ছোট ভাইয়ের দায়ের কোপে বড় ভাই খুন

যশোর অফিস

যশোর সদরের কচুয়া ইউনিয়ানের দেয়াপাড়া গ্রামে আপন ছোট ভাইয়ে ধারালো দায়ের কোপে বড় ভাই নজরুল ইসলাম (৫৯) খুন হয়েছে। শুক্রবার ২৬ জুন সকালে সেজ ভাই আব্দুল আলিমের বাড়ির সামনে তিন রাস্তার মোড়ে এঘটনা ঘটে। নিহত নজরুল ইসলাম ওই গ্রামের মৃৃৃৃত কাজী আব্দুল গনীর ছেলে ।

নিহতের ছেলে মনিরুল ইসলাম সাংবাদিকদের জানায়,জায়গা জমি নিয়ে তার চাচা কাজী আব্দুর রাজ্জাকের সাথে তার বাবা নজরুল ইসলামের বিরোধ চলছিলো। ২৬ জুন শুক্রবার সকাল সাড়ে ৯ টায় উক্ত জমিতে থাকা আম গাছের আমপাড়া নিয়ে নজরুল ইসলাম ও কাজী আব্দুর রাজ্জাকের মধ্যে গোলযোগ সৃষ্টি হয়। এসময় আব্দুর রাজ্জাক গাছি দাঁ দিয়ে নজরুল ইসলামের গলার ডান পাশে ও ডান হাতের কুনোর উপরে কোপ মারে।  ধারালো দায়ের কোপে নজরুল ইসলাম মাটিতে লুটিয়ে পড়ে। গুরুতর আহত আহত অবস্থায় নিহত নজরুল ইসলামের ছেলে মনিরুল ইসলাম ও ভাই জাহিদ হোসেন উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালের জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক দেলোয়ার হোসেন সকাল সোয়া ১১ টায় নজরুল ইসলামকে মৃৃৃৃত ঘোষনা করে বলেন তার গলার ডান পাশে ধারালো অস্ত্রের কোপের আঘাতে তার মৃৃৃৃত্যু হয়েছে৷ তবে হাসপাতালে আনার আগে সে মারা গেছে। কোতয়ালী থানা এলাকার নরেন্দ্রপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ  এসআই গোলাম মত্তুর্জা বলেন আমি ঘটনা স্থলে গিয়ে জানতে পারলাম পূর্ব থেকে জায়গা জমি নিয়ে দ্বন্দ ছিলো। শুক্রবার ২৬ জুন আমপাড়া নিয়ে গোলযোগ সৃৃৃৃষ্টী হয়। এক পর্যায়ে রাজ্জাক নজরুলের গলায় ও হাতে গাছি দাঁ দিয়ে কোপ মারে তখন সে মাটিতে পড়ে যায়। তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। কাজী আব্দুর রাজ্জাককে গ্রেফতার করতে পারেনি পুলিশ। এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহতর পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দায়ের করা হয়নি বলে থানার  ডিউটি অফিসার এসআই শারমিন আক্তার জানিয়েছেন।

যশোরে এক পুলিশ সদস্যসহ নতুন করে ৩১ টি করোনা পজেটিভ সনাক্ত

কে এম রফিক, যশোর

কোভিড-১৯ ভাইরাসে যশোরে নতুন করে একজন পুলিশ সদস্যসহ ৩১জন আক্রান্ত হয়েছে। এ নিয়ে যশোর জেলায় আক্রান্ত সংখ্যা ৪৬৬ জন। এর মধ্যে মৃত্যু বরণ করেছেন ৭জন। সুস্থ্য হয়েছেন ১৫৫ জন। যশোরের সিভিল সার্জন ডাক্তার শেখ আবু শাহীন শুক্রবার ২৬ জুন সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি আরো জানান, শুক্রবার ২৬ জুন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয় থেকে ৮২ টি রিপোর্ট প্রেরণ করেন। এর মধ্যে ৩১টি পজিটিভ। এর মধ্যে ৭ জন নারী ও ২৪জন পুরুষ। আক্রান্তের মধ্যে যশোর সদর উপজেলায় পুলিশ সদস্য শাকিবসহ ২২টি ও অভয়নগর উপজেলায় ৯টি। পজিটিভ ৩১ টিসহ পাঠানো ৮২ টি রিপোর্ট গত ২৪ জুন নমুনা সংগ্রহ করে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের জেনোম সেন্টারে পাঠানো হয়েছিল। সিভিল সার্জন অফিস সূত্রে আরো জানাগেছে, ২৫ জুন বৃহস্পতিবার যশোর জেলা থেকে নতুন ১১২টি ও ফলোআপ ৮টি মোট ১২০টি স্যাম্পুল পাঠানো হয়েছিল। গত ১০ মার্চ থেকে ২৫ জুন বৃহস্পতিবার পর্যন্ত যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের জেনোম সেন্টার ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে ৩ হাজার ৮শ’ ৩২টি স্যাম্পুল পাঠানো হলেও রিপোর্ট পাওয়া গেছে ৩ হাজার ৪শ’ টি। পেন্ডিং রয়েছে ৪শ’ ৩২টি। অপরদিকে, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) জেনোম সেন্টারের পরীক্ষায় আরো ৬৯ নমুনার পজেটিভ ফল এসেছে। এর মধ্যে যশোর জেলায় ৮২টি রিপোর্টের ভিতর নতুন করে আরো ৩১ টি করোনা পজেটিভ রিপোট। বৃহস্পতিবার দক্ষিণ-পশ্চিমের পাঁচ জেলার মোট ২শ’ ৭০টি নমুনা পরীক্ষা করে এই ফলাফল পাওয়া যায়। বিশ্ববিদ্যালয়ের এনএফটি বিভাগের চেয়ারম্যান ও চলমান পরীক্ষণ দলের সদস্য ড. শিরিন নিগার এই তথ্য দিয়েছেন। তিনি জানান, এদিনের পরীক্ষায় যশোর জেলার ৩১টি নমুনা পজেটিভ আসে। জেলার মোট ৮২টি নমুনা পরীক্ষা করে এই ফল পাওয়া যায়। এছাড়া মাগুরা জেলার ২৬টি নমুনা পরীক্ষা করে ৭টি, খুলনার ৩০টি নমুনার মধ্যে ৭টি, বাগেরহাটের ৫৮টির মধ্যে ৯টি এবং সাতক্ষীরার ৭৪টির মধ্যে ১৫টি পজেটিভ আসে।

পরীক্ষার ফলাফল সংক্রান্ত বিস্তারিত তথ্য ও ঠিকানা সংশ্লিষ্ট জেলার সিভিল সার্জনের দপ্তওে পাঠানো হয়েছে। এখন জেলাগুলোর স্বাস্থ্য প্রশাসন শনাক্ত হওয়া রোগীদের ঠিকানা বের করে তা স্থানীয় প্রশাসনের কাছে হস্তান্তর করবে। স্থানীয় প্রশাসন বাড়িগুলো লক ডাউনসহ অন্যান্য পদক্ষেপ নেবেন।

যশোর উপশহরে ইমু হত্যাকান্ডে আরো একজন আটক

যশোর অফিস

যশোর উপশহরের শিশু হাসপাতালের সামনে এহসানুল হক ওরফে ইমু হত্যাকান্ডের সাথে জড়িত পলাতক আসামী শাহিন সরদারকে  পুলিশ ব্যুরো অব ইনভেষ্টিগেশন (পিবিআই) এর একটি গ্রেফতার করেছে। সে যশোর শহরের আমবাগান পুরাতন কসবার হাসেম সরদারের ছেলে। সে শুক্রবার ২৬ জুন দুপুওে বিজ্ঞ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আমলী আদালত -৪ মাহাদী হাসানের সামনে স্বেচ্ছায় ১৬৪ ধারায় জবানবন্দি প্রদান করে ইমু হত্যাকান্ডের বর্ণনা করেন। ২৫ জুন বৃহস্পতিবার রাত সোয়া ৮ টার সময় শহরের পুরাতন কসবা এলাকা থেকে পিবিআইয়ের চৌকস টিম শাহিন সরদারকে গ্রেফতার করে। এছাড়া, গ্রেফতারকৃত শাহিন সরদার কে জিজ্ঞাসাবাদে সে হত্যাকান্ডের সহিত জড়িত মর্মে স্বীকার করে ও তার স্বীকারোক্তি মোতাবেক দেখানো মতে হত্যাকান্ডে ব্যবহৃত দুইটি বড় হাসুয়া-দা যশোর কোতয়ালী মডেল থানাধীন বিবি রোডের শিশু একাডেমীর বাউন্ডারী ওয়ালের মধ্য হতে উদ্ধার করা হয় । উল্লেখ্য গত ২১ জুন সন্ধ্যারাতে উপশহর শিশু হাসপাতালের সামনে দূবৃর্ত্তরা এহসানুল হক ওরফে ইমুকে এলোপাতাড়ী কুপিয়ে হত্যা করে।

খুলনা শহরে ৫’শ অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করল নৌবাহিনী

খবর বিজ্ঞপ্তি

কমান্ডার খুলনা নেভাল এরিয়া এর তত্ত্বাবধানে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে ও বর্তমান করোনা পরিস্থিতির প্রভাবে কর্মহীন হয়ে পরা অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ নৌবাহিনী। কর্ম সংকটে ভোগা এসব দিনমজুরের কষ্ট লাঘব করতে শুরু থেকেই দেশের উপকূলীয় অঞ্চলসহ খুলনা শহরের বিভিন্ন স্থানে ত্রাণ বিতরণ করে আসছে নৌবাহিনীর সদস্যরা। এরই ধারাবাহিকতায় বিএসও খুলনা কর্তৃক দৌলতপুর মিনাক্ষিনী রোড এবং হাজি ইসমাঈল রোড বস্তিতে ৫’শ অসহায় ও দুস্থ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এসব খাদ্য সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, আটা, তৈল, লবণ ও বিস্কুট । দরিদ্র মানুষজন এ খাবার পেয়ে অত্যন্ত খুশি হয় ও নৌবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে। খাদ্য বিতরণের পাশাপাশি সাধারণ জনগণকে সামাজিক দূরত্ব নিশ্চতকরণ, জরুরী প্রয়োজনে বাড়ীর বাহিরে অবস্থানের ক্ষেত্রে মুখে মাস্ক পরিধানের জন্য বোঝানো হয়। অন্যদিকে বেসামরিক প্রশাসনকে সহায়তা প্রদানের অংশ হিসেবে মোতায়েনকৃত নৌ কন্টিনজেন্ট মংলার দিগরাজ বাজার, বুড়িরডাঙ্গা, মিঠাখালি, হাসপাতাল চত্ত্বর ও ফেরিঘাট এলাকায় টহল পরিচালনা করে। সাধারণ জনগণের মাঝে করোনা ভাইরাস প্রতিরোধে করণীয় ও বর্জনীয় শীর্ষক লিফলেট বিতরণ করে। এছাড়া মোংলা উপজেলার বিভিন্ন জায়গায় স্থানীয় প্রশাসনের ১১৪৬টি দুস্থ পরিবারের মাঝে ত্রাণ বিতরণে সহায়তা প্রদান করে। করোনা প্রতিরোধে চলমান কার্যক্রমের অংশ হিসেবে নৌবাহিনী কন্টিনজেন্ট বরগুনা জেলা সদর, বামনা, বেতাগী ও তালতলী এলাকায় নিয়মিত সচেতনতামূলক টহল প্রদান করে। উপজেলাসমূহের বিভিন্ন স্থানে ১২০টি সচেতনতামূলক লিফলেট বিতরণ করে। বরগুনা সদর এলাকায় বিভিন্ন মসজিদে ০৮ কেজি বিচিং পাউডার বিতরণ করে। এসময় সাধারণ জনগণকে জুমার নামাজের জন্য মসজিদ ব্যবহারের সামাজিক দূরত্ব বজায় রাখা, অসুস্থ মুসলীদেও মসজিদে না আসা, মুখে মাস্ক পরিহিত অবস্থায় তিন ফুট দূরত্বে নামাজ আদায় করার জন্য বলা হয়। এছাড়া বাজার ও দোকানে গমনকারী একজনের বেশি একই দোকানে কেনাকাটা না করতে ও ব্যবসায়ীদের দোকানের সামনে জীবাণুনাশক ব্যবহার করে তিন ফুট দূরত্ব বজায় রাখার জন্য বৃত্তাকার চিহ্ন দিতে উদ্বুদ্ধ করা হয়।

শরণখোলায় শাহ-আলম হত্যার দু’মাসেও গ্রেফতার নেই কেউ

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি

বাগেরহাটের শরণখোলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের পিটুনিতে দিনমজুর শাহ-আলম নিহতের পর প্রায় দু’ মাস অতিবাহিত হলেও এ পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। নিহতের পরিবার জানায়, শরণখোলা থানায় দায়ের করা মামলায় নারী-পুরুষ সহ- প্রতিপক্ষের ৬ জনকে আসামী করায় তারা এখন মামলা তুলে নিতে নানাভাবে তাদের হুমকি দিচ্ছেন। জানা গেছে, উপজেলার রায়েন্দা ইউনিয়নের উত্তর তাফালবাড়ী গ্রামের বাসিন্দা শাহ-আলম খন্দকারের বাড়ীর সীমানা নির্ধারনের মাত্র তিন হাত জমি নিয়ে প্রতিবেশিদের সাথে বিরোধ সৃষ্টি হয়। ওই ঘটনার জের ধরে চলতি বছরের ৮মে, প্রতিপক্ষ মনিরুজ্জামান দুলাল খন্দকারের নেতৃত্বে ৬/৭ জন একজোট হয়ে শাহ আলম খন্দকার (৬০) কে পিটিয়ে রক্তাক্ত করেন। স্থানীয়রা তাৎক্ষনিক তাকে মুমুর্ষ অবস্থায় উদ্ধার করে প্রথমে শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করেন। সেখানে তার অবস্থার অবনতি ঘটলে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে ঘটনার দুই দিন পর মারা যান দিনমজুর শাহ আলম। এ ঘটনায় তার স্ত্রী মোসাঃ সাহিদা বেগম (৫০) বাদী হয়ে প্রতিপক্ষ মনিরুজ্জামান দুলাল খন্দকার (৪০), শাহজাহান খন্দকার (৫৫), আঃ লতিফ খন্দকার (৫২), নাইম হোসেন লিমন খন্দকার (২০), মাহাবুবা সুলতানা শাবানা (৪২) এবং মোসাঃ নাছিমা বেগম (৪০)কে অভিযুক্ত করে ১০মে, রাতে শরণখোলা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। কিন্তু ঘটনার পর ইতোমধ্যে প্রায় দুই মাস পেরিয়ে গেলেও কাউকেই আটক করতে পারেনি শরণখোলা থানা পুলিশ। নিহত শাহ-আলমের মেয়ে শারমিন আক্তার বলেন, মামলার আসামীরা প্রভাবশালী হওয়ায় এখন মামলা তুলে নিতে আমাদের নানাভাবে চাপ দিচ্ছে। তবে, নাম প্রকাশ না করার শর্তে, আসামী পক্ষের একজন বলেন, আমরা  শাহ-আলমের পরিবারকে কোন হুমকি-ধামকি দিচ্ছি না। তারা  আমাদের নামে নুতন করে গুজব রটিয়েছে।

এ বিষয়ে শরনখোলা থানার অফিসার ইনচার্জ (ওসি) এস কে আব্দুল্লাহ আল সাইদ জানান, অভিযুক্তদের গ্রেফতারে  জন্য পুলিশের অভিযান অব্যাহত আছে।

দাকোপে ইয়াবাসহ দুই যুবক গ্রেফতার

দাকোপ (খুলনা) প্রতিনিধি

খুলনার দাকোপে পুলিশ অভিযান চালিয়ে ইয়াবাসহ দুই যুবককে গ্রেফতার করেছে। এঘটনায় পুলিশ বাদী হয়ে থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করেছে। থানা পুলিশ জানায়, গতকাল শুক্রবার দেড়টায় থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার লাউডোব খুটাখালী বাজার এলাকায় অভিযান চালায়। এসময়ে বানিশান্তা বাজার এলাকার শামীম সরদারের ছেলে সাব্বির হোসেন (২৪) ও আমতলা এলাকার তুষার মিস্ত্রীর ছেলে উৎপল মিস্ত্রী (২০) কে ২৫ পিচ ইয়াবাসহ হাতে নাতে গ্রেফতার করে। এঘটনায় পুলিশ বাদী হয়ে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করেছে। থানা অফিসার ইনচার্জ মোঃ সফিকুল ইসলাম চৌধুরী বলেন আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের হয়েছে। আগামীকাল শনিবার কোর্ট হাজতে পাঠানো হবে।

সাতক্ষীরায় নতুন করে আরো ১৪ জনসহ মোট ১৪৬ জন করোনা আক্রান্ত

খান নাজমুল হুসাইন, সাতক্ষীরা

গত ২৪ ঘন্টায় সাতক্ষীরায় নতুন করে আরো ১৪ জনের করোনা শনাক্ত হয়েছে।  এ নিয়ে জেলায় আজ পর্যন্ত মোট ১৪৬ জন করোনা আক্রান্ত হয়েছেন। শুক্রবার দুপুরে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়রে (যবিপ্রবি) জিনোম সেন্টার থেকে পাওয়া নমুনা রিপোর্ট ১৪ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে বলে জানিয়েছেন সাতক্ষীরার স্বাস্থ্য বিভাগ।

করোনা আক্রান্তরা হলেন, শহরের পুরাতন সাতক্ষীরা দাসপাড়া এলাকার পূর্ণিমা দাস, তার স্বামী সুকুমার দাস, শহরের লস্করপাড়া এলাকার জেসমিন, শহরের সুলতানপুর এলাকার হানিফ, কালীগঞ্জ উপজেলার মৌতলা গ্রামের মনিরুল, দেবহাটা উপজেলার খানজিয়া গ্রামের নুরুল আমিন, সদর উপজেলার বিনেরপোতা মাগুরা গ্রামের সুরেন্দ্র নাথ বিশ^াস, শ্যামনগর উপজেলার ইশ^রীপুর গ্রামের আব্দুস সালাম, তালা উপজেলা ধানদিয়া সেনেরগাতি এলাকার আব্দুর রশিদ, কলারোয়া উপজেলার আলাইপুর গ্রামের ইয়াছিন, সাতক্ষীরার রিনা পারভীন, অনিল বিশ^াস, শুভঙ্কর ও জিদান আলম।

সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের ডাঃ জয়ন্ত সরকার বিষয়টি নিশ্চিত করে জানান, এনিয়ে জেলায় আজ পর্যন্ত মোট ১৪৬ জন করোনা আক্রান্ত হয়েছেন। তিনি আরো জানান, ইতিমধ্যে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে করোনা আক্রান্ত ব্যক্তিদের বাড়ি লক ডাউন করা হয়েছে। টানানো হয়েছে লাল পতাকা।

সাতক্ষীরার দেবহাটায় চালককে শ্বাসরোধ করে হত্যার পর ইজিবাইক ছিনতাই

খান নাজমুল হুসাইন, সাতক্ষীরা

সাতক্ষীরার দেবহাটায় চালককে শ্বাসরোধ করে হত্যার পর ইজিবাইক ছিনতাই করা হয়েছে। শুক্রবার সকালে পুলিশ উপজেলার দক্ষিণ সখিপুর গ্রামের একটি ইট ভাটার পাশ থেকে থেকে নিহত ইজিবাইক চালকের লাশ উদ্ধার করে।

নিহত ইজিবাইক চালকের নাম মনিরুল ইসলাম (৩৫)। তিনি দেবহাটা উপজেলার সাংবাড়িয়া গ্রামের ইসমাইল গাজীর ছেলে।

নিহত মনিরুল ইসলামের ভাই আনারুল ইসলাম ও তার স্বজনরা জানান, মনিরুল বৃহষ্পতিবার রাত ১০টার দকে উপজেলার গাজীরহাট বাজার থেকে ইজিবাইকে ভাড়া নিয়ে দেবহাটার উদ্দেশ্যে বের হন। রাতে সে আর বাড়ি ফিরেনি। সারা রাত তার মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়। অনেক খোঁজাখুঁজির এক পর্যায়ে শুক্রবার সকালে দেবহাটা-সখীপুর মেইন সড়কের ধারে একটি ইট ভাটার পাশে স্থানীরা তার লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে তার লাশ উদ্ধার করেন।

দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার সাহা বিষয়টি নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মনিরুলকে গলায় দড়ি পেচিয়ে শ্বাসরোধ করে হত্যার পর তার ইজিবাইক ছিনতাই করা হয়েছে। তিনি আরো জানান, নিহতের লাশ উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের খুঁজে বের করার চেষ্টা চলছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

শার্শা সীমান্তে উৎকোচে ব্যার্থ হয়ে ইয়াবা দিয়ে চালান দেওয়ার অভিযোগ

বেনাপোল প্রতিনিধি

উৎকোচের টাকা না দেওয়ায় ব্যার্থ হয়ে ১৩৩৫ পিছ ইয়াবা দিয়ে আবু সাইদ নামে এক তরুন (২০) কে  চালান দেওয়া হয়েছে বলে বিজিবির বিরুদ্ধে অভিযোগ করেছে আবু সাইদের পরিবার। আবু সাইদের পিতা আবুল কালাম এবং মা পারভিনা বিজিবির বিআইপি সাগর ও এফআইজি গিয়াস উদ্দিনের বিরুদ্ধে এ অভিযোগ করেছে। বৃৃহস্পতিবার বেলা সাড়ে ৫টার সময় শার্শা সীমান্তের অগ্রভুলোট সীমান্তে এ ঘটনা ঘটে। আবু সাইদ অগ্রভুলোট গ্রামের আবুল কালামের ছেলে।

কালাম বলেন,বিআইপি সাগর এর নির্দেশনায় এএফ আইজি গিয়াস উদ্দিন আমাকে টাকার জন্য ফোন করে। এরপর বাড়িতে এসে বলে ভাই আমাদের তো চলতে হবে মাঝে মাঝে কিছু টাকা পয়সা এবং আমাদের দিকে খেয়াল না রাখলে কি হয়? আমি বলি আমাকে ভালো করে বুঝিয়ে বলেন আমি কি খেয়াল রাখব? আমিতো কোন ব্যবসা করি না। আমাকে কেন বিরক্ত করছেন। এরপর গিয়াস বলে আমাদের দিকে খেয়াল রাখেন সমস্যা নেই। এই ভাবে সে আমার বাড়িতে এসে আমার নিকট থেকে আমার স্ত্রীকে সরিয়ে দিয়ে টাকা চেয়ে এসব কথা বলে। এছাড়া নায়েক সুবেদার শহিদ ও বিআইপি সাগর আমার নিকট থেকে সম্প্রতি  ৪ হাজার টাকার আম নিয়ে মাত্র ২ হাজার টাকা দিয়েছে।  আমি টাকা না দেওয়ায় আমার ছেলে সীমান্তের একটি পুকুরপাড়ে প্রতিদিনের ন্যায় গতকাল গেলে মাহবুব নামে একজন মাদক ব্যবাসায়িকে তাড়া করে ধরতে না পেরে ওই পুকুর পাড় থেকে আমার ছেলেকে জামার কলার ধরে নিয়ে ক্যাম্পে নিয়ে মাহবুবের ফেলে যাওয়া ইয়াবা দিয়ে তাকে ফাসিয়ে দেয় ওই বিজিবি সদস্যরা। এরপর তাকে মারধর করে। আমার ছেলে বলে আপনারা আমাকে কেন ধরলেন যার মাল তাকেতো ধরতে পারলেন না। এই কথা বলার পর তাকে বেদম ভাবে প্রহর করে। যা আমি টুআইসি স্যারকে ফোনে না পেয়ে তার ম্যাসেঞ্জারে লিখে পাঠিয়েছি।

খুলনা কালেক্টরেট মসজিদের দ্বিতীয় তলার নির্মাণ কাজের উদ্বোধন

তথ্য বিরবণী

খুলনা কালেক্টরেট জামে মসজিদের আধুনিকায়ন ও দ্বিতীয় তলার নির্মাণ কাজের উদ্বোধন শুক্রবার জুম্মার নামাযের পর অনুষ্ঠিত হয়। খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেনের উদ্যোগে এই নির্মাণ কাজের উদ্বোধন করেন খুলনার বিভাগীয় কমিশনার ড. মুঃ আনোয়ার হোসেন হাওলাদার।

উদ্বোধনকালে বিভাগীয় কমিশনার ড. মুঃ আনোয়ার হোসেন হাওলাদার বলেন, করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে সামাজিক দূরত্ব বজায় রেখে মুসল্লিদের নামায আদায় করার ক্ষেত্রে মসজিদের সম্প্রসারণ কাজ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। করোনাভাইরাস থেকে রক্ষা পেতে মুখে মাস্ক পরিধান করা, ঘন ঘন সাবান পানি দিয়ে হাত ধোয়া এবং পরিস্কার-পরিচ্ছন্নতাই এখন একমাত্র উপায়। তিনি উপস্থিত সকল মুসল্লিদের স্বাস্থ্যবিধি পালন করা এবং সরকারি নিদের্শনা মেনে চলার আহ্বান জানান।

পরে নির্মাণ কাজের উদ্বোধন করে করোনাভাইরাস থেকে রক্ষা পেতে এবং দেশ ও জাতির শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জিয়াউর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গোলাম মাঈনউদ্দিন হাসান, এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী এএসএম কবির এবং জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাসহ মুসল্লিরা উপস্থিত ছিলেন।

রাষ্ট্রায়ত্ব পটকল ধ্বংসের চক্রান্তের প্রতিবাদে মানববন্ধন

খবর বিজ্ঞপ্তি

রাষ্ট্রায়ত্ব পাটকল ধ্বংসের সরকারি চক্রান্তের প্রতিবাদে এবং পাট শিল্পের আধুনিকায়নের দাবীতে বাম গণতান্ত্রিক জোট, খুলনা জেলা শাখার উদ্যোগে ২৭ জুন, ২০২০ শনিবার বেলা ১১:৩০টায় নগরীর পিকচার প্যালেস মোড়ে স্বাস্থ্যবিধি ও শারীরিক দূরত্ব বজায় রেখে মানববন্ধন অনুষ্ঠিত হবে। মানববন্ধন সফল করার জন্য নগরবাসীর সহযোগিতা কামনা করেন নেতৃবৃন্দ।

মোংলা বন্দরের উন্নয়নের প্রতিবন্ধকতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে: সিটি মেয়র

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি

খুলনা সিটি করপোরেশনের মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক বলেছেন, মোংলা বন্দরের সকল ক্ষতির কারণ শাহাবুদ্দিন ও মানিক গ্যাং। এদেরকে মোংলা থেকে বিতাড়িত করা হয়েছিল, এখনও বিতাড়িত। শুধুমাত্র তারা ভদ্রভাবে চলবে বলেই এখানে তাদের থাকার অনুমতি দেয়া হয়েছিল। তাদের বিগত দিনের যে কার্যক্রম তা সাধারণ শ্রমিকদের বিপক্ষে, মোংলার বিপক্ষে, উন্নয়নের বিপক্ষে। কিন্তু বর্তমান যে বন্দর চেয়ারম্যান আসছে তিনি নাকি তাদের ইন্ধন দিচ্ছেন। এছাড়া শ্রম অধিদপ্তরকে চিঠি দিয়ে জানানো হয়েছে বর্তমান যে শ্রমিক ইউনিয়ন আছে এটিই বৈধ, আগের যে ইউনিয়ন সেটি অবৈধ। তিনি আরো বলেন, আমি পরিস্কার করে বলতে চাই মোংলার স্বার্থে এখানে যে চেয়ারম্যানই আসুক না কেন এই সকল দুর্বৃত্তদের পুনবাসন করার জন্য চেষ্টা করে তিনিই ক্ষতিগ্রস্থ হবে। এবং এতে মোংলার উন্নয়ন ব্যাহত হবে। যেভাবে আমরা ইতিমধ্যে একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করতে সক্ষম হয়েছি সেইভাবেই মোংলা চলবে। এই সমস্ত দুর্বৃত্ত যেই প্রশয় দিবে তার বিরুদ্ধে আমরা সমস্ত উন্নয়নের স্বার্থে সংশ্লিষ্ট উর্ধতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করবো। মোংলা বন্দরের চেয়ারম্যানকে বলবো, সেই তত্ত্বাবধায়ক সরকারের পর থেকে এখানে একটা সুন্দর পরিবেশ আছে, সেই পরিবেশ নষ্ট হলে তিনি কোনভাবেই এখানে চেয়ারম্যান থাকতে পারবে না। 

শুক্রবার সকালে মোংলা বন্দর শ্রমিক কর্মচারী সংঘ চত্বরে আমেরিকা প্রবাসী দীপংকর মৃধার পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি করোনা ও আম্পানে ক্ষতিগ্রস্থ এবং কর্মহীন প্রায় সাড়ে ৪শ পরিবারের মাঝে এ খাদ্য সামগ্রী তুলে দেন। এরপর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এ সময় উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, ভাইস চেয়ারম্যান ইকবাল হোসেন, উপজেলা নির্বাহী অফিসার মো: রাহাত মান্নান, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: ইকবাল বাহার চৌধুরীসহ স্থানীয় আওয়ামী লীগের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগে পৌর শহরের ১ নম্বর জেটিতে জার্মান প্রবাসী সাঈদ শাকিল এবং ’কামরান এন্ড নেটওয়ার্ক’র আর্থিক সহযোগিতায় পশুর রিভার ওয়াটারকিপারের ব্যবস্থাপনায় দক্ষিণ কাইনমারি ও কানাইনগর গ্রামের ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্থদের খাদ্য সহায়তা প্রদাণ করা হয়। এ সময় পশুর রিভার ওয়াটারকিপার সাংবাদিক মোঃ নূর আলম শেখ, দক্ষিণাঞ্চল সেবা সংঘ’র সভাপতি এস এম এ মামুন, বাপা নেতা নাজমুল হক, জেলে সমিতির সভাপতি আব্দুর রশিদ, পশুর রিভার ওয়াটারকিপার ভলান্টিয়ার কমলা সরকার, মাহারুফ বিল্লাহ উপস্থিত ছিলেন।

ঝিনাইদহে নতুন করে আরও ৮ জন করোনায় আক্রান্ত

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে নতুন করে আরও ৮ জন করোনায় আক্রান্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা দাড়ালো ১৬৫ জন। সিভিল সার্জন ডাঃ সেলিনা বেগম জানান,শুক্রবার সকালে যশোর ল্যাব থেকে ঝিনাইদহে ৪২ টি রিপোর্ট এসেছে। এর মধ্যে ৮ টি পজেটিভ। আক্রান্তরা হলেন, সদর উপজেলায় ২ জন, কালীগঞ্জ উপজেলায় ৩ জন, শৈলকুপা উপজেলায় ২ জন, হরিনাকুন্ডু উপজেলায় ১ জন আক্রান্ত ১৬৫ জনের মধ্যে সুস্থ্য হয়ে বাড়ী ফিরেছেন ৭১ জন।

রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিকরা ফের আন্দোলনে

স্টাফ রিপোর্টার

বাংলাদেশ পাটকল করপোরেশন (বিজেএমসি) নিয়ন্ত্রিত রাষ্ট্রায়ত্ত পাটকলে উৎপাদন বন্ধে জন্য সরকারির সিদ্ধান্ত সুষ্ঠভাবে বাস্তবায়নে প্রস্তুতিমূলক সভার খবরে ক্ষুব্ধ হয়ে উঠেছেন খুলনা অঞ্চলের ৯টি মিলের শ্রমিকরা। মিল চালু রাখতে শ্রমিকরা রাজপথে নামার প্রস্তুতি হিসাবে বৃহস্পতিবার (২৫ জুন) প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ করেছে। রাষ্ট্রায়ত্ত পাটকল সিবিএ-নন সিবিএ ঐক্য পরিষদের উদ্যোগে সকাল ১০টায় খুলনার ক্রিসেন্ট, প্লাটিনাম, খালিশপুর, স্টার, দৌলতপুর, আলিম, ইর্ষ্টান, যশোরের জেজেআই ও কার্পেটিং জুট মিল গেটে একযোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে মিলের উৎপাদন চালু রাখা, নিয়মিত মজুরি প্রদান, পাট ক্রয়ের অর্থ বরাদ্দের দাবি জানানো হয়। তবে বিজেএমসির চেয়াম্যান মো. আব্দুর রউফ বলেন, ‘সরকারি সিদ্ধান্তের ব্যাপারে প্রজ্ঞাপন হাতে না পেলে বিস্তারিত বলা সম্ভব না।’ তবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একটি বৈঠক হয়েছে বলেও তিনি জানান।

কয়রায় আমন বীজের দাম চড়া, হতাশ কৃষক

স্টাফ রিপোর্টার

খুলনার উপকূলীয় উপজেলা কয়রা সদরসহ সাতটি ইউনিয়নের বিসিআইসি’র ডিলার ও সাব ডিলারের দোকানে রোপা আমনের বীজধান চড়া দামে বিক্রি হচ্ছে। ফলে আম্ফানে ক্ষতিগ্রস্ত অনেক কৃষক বীজ কিনতে পারছেন না। এতে কৃষকেরা চরম হতাশায় ভুগছেন। শুক্রবার (২৬ জুন) সরেজমিনে উপজেলার বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে- কয়রা সদর, উত্তর বেদকাশির কাছারিবাড়ী বাজার, ঘুগরাকাটি বাজার, গিলাবাড়ি বাজার, হায়াতখালি বাজার, আমাদি বাজার, শুড়িখালি বাজার, ঘড়িলাল বাজার, জোড়শিং বাজারের ডিলার ও সাব ডিলাররা সাতশ’ টাকা থেকে সাড়ে সাতশ’ টাকা দামে ১০ কেজি বীজ ধানের প্যাকেট বিক্রি করছেন। অথচ সরকারি বীজের দাম মাত্র ২৯০ টাকা। ১নং কয়রা গ্রামের কৃষক আব্দুর রহিম হাওলাদার বলেন, ‘সরকারি বীজ ধানের তুলনায় কোম্পানির বীজের মূল্য দ্বিগুণের চেয়ে বেশি।’

কৃষকরা জানান, সরকারি বীজ পাওয়া যাচ্ছে না বলে কোম্পানির বীজের দাম ৭/৮শ’ টাকা কখনো হতে পারে না। ডিলাররা যোগসাজসে দাম বাড়াতে পারে বলে ধারণা করছেন তারা। এ বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন কয়রার প্রান্তিক কৃষকরা। অতিরিক্ত দামে বীজ বিক্রির কারণ জানতে চাইলে ডিলাররা বলেন, ‘সরকারি বীজ বিক্রি শেষ হয়ে গেছে। এখন কোম্পানি থেকে বেশি দামে বীজ ধান ক্রয় করতে হচ্ছে, তাই বেশি দামে বিক্রি করছি।’ কয়রা বাজারের সাব ডিলার মো. মিলন বলেন, ‘কোম্পানি থেকে তাদের কাছ থেকে বেশি দাম ধরা হচ্ছে, তাই  তাদেরও বেশি দামে বিক্রি করা ছাড়া উপায় নেই।’

এ বিষয়ে কয়রা সদর ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তা অনুতাপ কুমার বলেন, ‘কোম্পানির বীজ কেউ অতিরিক্ত দামে বিক্রি করলে কৃষি অফিসের কিছু করার নেই। তবে, সরকারি বীজ নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে ডিলাররা বিক্রি করলে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।’

যশোরে সমাজ সেবক ইয়াছিন তরফদারের ইন্তেকাল

যশোর অফিস

যশোর শহরের বেজপাড়াস্থ চোপদারপাড়ার বাসিন্দা ও প্রবীন ব্যক্তিত্ব, সমাজসেবক ইয়াছিন তরফদার (৮০) ইন্তেকাল করেছেন। ( ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাহির রাজেউন)। মৃত্যুকালে তিনি ৫ ছেলে, ৪ মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন।

ইয়াছিন তরফদারের ছেলে চোপদারপাড়া কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক ইউনুস তরফদার জানিয়েছেন, শুক্রবার সকালে বাথ রুমে পড়ে গিয়ে তিনি স্ট্রোক করে মারা যান। বাদ জুম্মা শংকরপুর সরকারি প্রাইমারি স্কুল মাঠে তার নামাজে জানাজা শেষে বেজপাড়া সরকারি কবরস্থানে দাফন করা হয়। ইউনুস তরফদার দীর্ঘদিন শংকরপুর প্রাইমারি স্কুল পরিচালনা কমিটির সভাপতি ছিলেন। এছাড়া চোপদারপাড়া ঈদগাহ কমিটি ও চোপদারপাড়া কমিউনিটি পুলিশিং কমিটির উপদেষ্টা ছিলেন ইয়াছিন তরফদার।

তার মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বেজপাড়া তালতলার মোড় অনিবার্ণ সংসদের সভাপতি জিল্লুর রহমান ভিটু, সাধারণ সম্পাদক কামাল হাসান পলাশ, বেজপাড়া কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি আফজালুল করিম রানু ও ফ্রেন্ডস কাব যশোরে সভাপতি মাহমুদ এলাহী মানু এবং উভয় সংগঠনের সাধারণ সম্পাদক কাজী আশরাফুল আজাদ।

মাকে তালাবন্দি করে কিশোরের আত্মহত্যা

মণিরামপুর (যশোর) প্রতিনিধি :

যশোরের মণিরামপুরে মাকে ঘরেরমধ্যে তালাবন্দি করে তারেক রহমান (১৪) নামে এক কিশোর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। শুক্রবার (২৬ জুন) সকালে উপজেলার হরিহরনগর পশ্চিম পাড়ায় এঘটনা ঘটে। তারেক রহমান ওই গ্রামের শহিদ মোড়লের ছেলে। এই ঘটনায় মণিরামপুর থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

পুলিশ জানায়, তারেক রহমান ঝিকরগাছা গাজীর দরগা মাদরাসার হেফজ বিভাগের ছাত্র। লকডাউনের কারণে মাদরাসা বন্ধ থাকায় সে বাড়িতে থাকে। শুক্রবার সকালে তারেক মাঠে ছাগল নিয়ে যেতে চায়। তখন তার মা জেসমিন খাতুন ছেলেকে পড়তে বসতে বলেন। পড়তে না বসলে মাদরাসার হুজুরকে ফোন করবেন বলে মা হুমকিও দেন। এতে ক্ষিপ্ত হয়ে মাকে ঘরের ভিতরে রেখে বাইরে দিয়ে তালা লাগিয়ে দেয় তারেক। এরপর ছাগলের দড়ি নিয়ে কাঁঠাল গাছের সাথে ফাঁস দিয়ে আত্মহত্যা করে সে।

রাজগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক তারিকুল ইসলাম বলেন, শুক্রবার বেলা ১০টার দিকে ছেলেটির পিতা তার লাশ নামিয়ে আনেন। খবর পেয়ে আমরা দুপুরের দিকে ঘটনাস্থলে যাই। মায়ের উপর অভিমান করে ছেলেটি আত্মহত্যা করেছে বলে জেনেছি। স্বজনদের অনুরোধে ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

ফকিরহাটে করোনা আক্রান্তের বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী প্রদান

ফকিরহাট প্রতিনিধি

বাগেরহাটের ফকিরহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান ও স্থানীয় সরকার বিশেষজ্ঞ স্বপন দাশ করোনা ভাইরাস রোগে আক্রান্ত ব্যাক্তির বাড়িতে গিয়ে তাঁর পরিবারের সদস্যদের মধ্যে বিভিন্ন খাদ্য সামগ্রী প্রদান করেছেন। শুক্রবার দুপুর ১২টায় তিনি মূলঘর ইউনিয়নে করোনা ভাইরাস রোগে আক্রান্ত ব্যাক্তির বাড়িতে গিয়ে উপরোক্ত খাদ্য সামগ্রী প্রদান করেন। এসময় তাঁর সাথে উপস্থিত ছিলেন মূলঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ্যাডঃ হিটলার গোলদার, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা শেখ মোঃ আবু বকর ও ইউপি সদস্য সরদার আব্দুল কুদ্দুস সহ বিভিন্ন ব্যাক্তিবর্গ।

বটিয়াঘাটায় জলমহল ব্যবস্থাপনা নীতিমালা উপেক্ষা করে ইজারা দেওয়ার অভিযোগ

বটিয়াঘাটা প্রতিনিধি

বটিয়াঘাটা উপজেলা জলমহল ব্যবস্থাপনা নীতিমালা উপেক্ষা করে ইজারা দেওয়ার অভিযোগে জেলা প্রশাসক বরাবর এক লিখিত অভিযোগ দায়ের হয়েছে। উপজেলার ভান্ডারকোট ইউনিয়নের কুলটিয়া গ্রামের আ’লীগ নেতা মোঃ সোহাগ হোসেন ও টুটুল ভদ্র মধু ও ঝিনাইখালী গ্রামের প্রবীণ আ’লীগ নেতা মোঃ আলী মীর গত বৃহস্পতিবার এ অভিযোগ দায়ের করেন।

অভিযোগে প্রকাশ, ১৩২৭-১৪২৯ বঙ্গাব্দে জলমহল টেন্ডারে ২০০৯ সালের জলমহল ব্যবস্থাপনা নীতিমালা বহির্ভূতভাবে প্রত্যাশা মৎস্যজীবি সমবায় সমিতি লিঃ এর নামে জলমহল ইজারা দেয় উপজেলা জলমহল ব্যবস্থাপনা কমিটি। প্রতিষ্ঠানটি আদৌ প্রকৃত মৎস্যজীবি না হওয়া সত্বেও ঐ সমিতির নামে ঘাটের খাল ও পারসেমারী খাল ইজারা দেওয়া হয়। প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ২০১৮-২০১৯ সালের নিরিক্ষা প্রতিবেদনেব্যবস্থাপনা কমিটির ৩ ও ৪ নং সদস্য মোঃ বিল্লাল শেখ ও কায়েম মোড়লের নামে জেলে কার্ড না থাকা এবং অডিট আপত্তি ও কাগজপত্র না থাকা সত্বেও পূর্বের টেন্ডারের সর্বোচ্চ দরদাতাদের উপেক্ষা করে ২য়বার দরপত্র আহবান করে সর্বনি¤œ দরদাতা প্রত্যাশা মৎস্যজীবি সমবায় সমিতি লিঃ এর নামে ঐ খাল দুইটি ইজারা দেওয়া হয়। বিষয়টি নিয়ে হতবাক হয়ে সচেতন এলাকাবাসীর পক্ষে তারা জেলা প্রশাসক বরাবর এ অভিযোগ দায়ের করে।

মহেশপুরে ৫০ বছর পর অবহেলিত চ-িপুর গ্রামবাসী পেলো রাস্তা

মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধি

ঝিনাইদহের মহেশপুর উপজেলার নাটিমা ইউনিয়নের অবহেলিত একটি গ্রাম চ-িপুর। দেশ স্বাধীনের পর উপজেলার বিভিন্ন গ্রামে গ্রামে নতুন নতুন রাস্তা হলেও চ-িপুর রাস্তার কথা কেউ ভাবেনি। গ্রামের মানুষ গুলো দীর্ঘ ৫০ বছর কাদা আর পানির মধ্যে দিয়েই চলাচল করে আসছে। ইতি পুর্বে অনেক নেতাই প্রতিশ্রুতি দিয়ে ছিলেন রাস্তা নির্মানের। কিন্তু কোন নেতাই তাদের দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করেননি। অবশেষে গ্রামবাসীর কাছে দেওয়া প্রতিশ্রুতি এম,পি চঞ্চলই রক্ষা করলেন।

গতকাল শুক্রবার দুপুরে ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব শফিকুল আজম খান চঞ্চল হুদোর মোড় থেকে অবহেলিত চ-িপুর গ্রাম পর্যন্ত পিচ করণ রাস্তা নির্মান কাজের উদ্বোধন করেছেন।

শুক্রবার দুপুরে হুদোর মোড়ে ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল লতিফ মাষ্টারের সভাপতিত্বে অনুষ্ঠিত রাস্তা নির্মান কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য আলহাজ্ব শফিকুল আজম খান চঞ্চল।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ,নাটিমা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবুল কাশেম মাষ্টার,জেলা পরিষদ সদস্য এম এ আসাদ,আওয়ামীলীগ নেতা ফজলু মেম্বার,ইউপি সদস্য অসীম মেম্বার,আব্দুল আজিজ,জেলা ছাত্রলীগের সহ সভাপতি আনোয়ার জাহিদ শান্তি প্রমুখ।

এর পুর্বে রাস্তা নির্মান কাজের উদ্বোধন করেন সংসদ সদস্য আলহাজ্ব শফিকুল আজম খান চঞ্চল।

কয়রায় মহারাজপুর ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত

কয়রা প্রতিনিধি

কয়রা উপজেলার ৪নং মহারাজপুর ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টায় ইউনিয়ন পরিষদ মিলনায়তনে ইউপি চেয়ারম্যান জিএম আব্দুল্লাহ আল মামুন লাভলুর সভাপতিত্বে উন্মুক্ত বাজেট সভায় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বাবু খগেন্দ্রনাথ মন্ডল, সাংস্কৃতি বিষয়ক সম্পাদক ও কয়রা প্রেস কাবের সাধারণ সম্পাদক প্রভাষক শাহাবাজ আলী, শাকবাড়ীয়া বয়েজ কাবের সভাপতি মোঃ জাকারিয়া হোসেন, বঙ্গবন্ধু যুব পরিষদ ও মহারাজপুর ইয়ং স্টার কাবের সভাপতি সাংবাদিক শাহজাহান সিরাজ, ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান মোস্তফা কামাল হোসেন, ও আকবর হোসেন ঢালী, সংরক্ষিত ইউপি সদস্য নাজমুন্নাহার, নুরজাহান ও আয়েশা খাতুন, ইউপি সদস্য আলহাজ্ব আঃ হাাকিম ঢালী, নুরুল ইসলাম বাবুল, প্রভাষক নজরুল ইসলাম,ও নিরাপদ মন্ডল, সিপিপি সদস্য আকতারুল ইসলাম, আহসান হাবিব বাচ্চুসহ প্রমুখ। বাজেট সভায় অতিথিরা বক্তেব্যে বলেন, প্রতিটি মানুষের উচিত সরকারের নির্ধারিত ইউনিয়ন পরিষদের ট্যাক্স পরিশোধ করা। এ ট্যাক্সের টাকা দিয়ে ইউনিয়ন পরিষদের উন্নয়নমূলক কাজ করা হয়। পরিবারের ভরণ পোষনের জন্য যেমন বার্ষিক পরিকল্পনা করা হয় তেমনি ইউনিয়ন পরিষদের তথা ইউনিয়নের রাস্তাঘাট, ব্রীজ, ড্রেনসহ বিভিন্ন কমৃকান্ড পরিচালনার জন্য বাজেট প্রণয়ন করা হয়। ইউনিয়নের উন্নয়ন মূলক কাজকে ত্বরান্বিত করার জন্য সকলের সহযোগিতা প্রয়োজন। বৃহস্পতিবার ইউনিয়ন পরিষদের ২০২০-২০২১ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণাকালে এসব কথা বলেন। বক্তারা আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথিবীকে দেখিয়ে দিলেন বিদেশী সহযোগিতা ছাড়াও একক ইচ্ছায় বাঙালি জাতি এত বিশাল ব্যয় বহুল সেতু নির্মাণ করতে পারে। আওয়ামীলীগ সরকার কথায় নয় কাজের মধ্য দিয়েই প্রমাণ করে। সড়ক যোগাযোগের অন্যতম নেটওয়ার্ক হলো সেতু। শেখ হাসিনার একক উদ্যোগেই পদ্মা সেতুর পুরোপুরি দৃশ্যমান সাফল্য সম্ভব হয়েছে।

উল্লেখ্য সভায় ২০২০-২০২১ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেন ইউনিয়ন সচিব উত্তম কুমার বিশ্বাস। চলতি বাজেটে আয় উন্নয়ন খাতে ৫ কোটি ৯০ লক্ষ ৫৭ হাজার ৫ শত টাকা এবং রাজস্ব খাতে ২৮ লক্ষ১১ হাজার ২ শত ৮০ টাকা সর্বমোট আয় ৬ কোটি ১৮ লক্ষ ৭১ হাজার ২ শত ৮০ টাকা। ব্যয় উন্নয়ন খাতে ৫ কোটি ৯০লক্ষ ৫৭ হাজার ৫ শত টাকা  এবং রাজস্বখাতে ২৮ লক্ষ ৬ হাজার ৪ শত ৮০ টাকা সর্বমোট ৬ কোটি ১৮ লক্ষ ৬৩ হাজার ৯ শত ৮০ টাকা। বাজেট সভার সভাপতি ইউপি চেয়ারম্যান জিএম আব্দুল্লাহ আল মামুন লাভলু সকলকে সামাজিক নিরাপদ দুরত্ব বজায় রেখে এবং বাইরে বের হলে মুখে মাক্স পরিধান করে সাবধানে চলাচল করার কথা বলেন। এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব আকতারুজ্জামান বাবুর জন্য আল্লাহর কাছে দোয়া চেয়ে উন্মুক্ত বাজেট সভার সমাপ্তি ঘোষণা করেন।

ঝিনাইদহে পুরণ হচ্ছেন অভ্যন্তরীন বোরো ধান সংগ্রহ’র লক্ষ্যমাত্রা

খাইরুল ইসলাম নিরব, ঝিনাইদহ

ঝিনাইদহে অভ্যন্তরীন বেরো ধান সংগ্রহ’র লক্ষ্যমাত্রা পুরণ হচ্ছে না। সরকারি মুল্য থেকে বর্তমান বাজারে ধানের দাম বেশি থাকায় এবারের লক্ষ্যমাত্রা পুরণ না হওয়ার আশংকা করছে সংশ্লিষ্টরা।

জেলা খাদ্য নিয়ন্ত্রক সেখ আনোয়ারুল করিম জানান, এ বছর জেলার ৬ উপজেলা থেকে ১৪ হাজার ১৪২ টন ধান সংগ্রহ’র লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। এখন পর্যন্ত মাত্র ১’শ ২১ টন ধান সংগ্রহ হয়েছে। কার্ডধারী, এ্যাপসের মাধ্যমে নির্বাচিত কৃষক এবার ধান দিচ্ছে না। যার মুল কারণ হিসেবে ধরণের বাজারে ধানের দাম বেশি হওয়ায় কৃষক খাদ্যগুদামে ধান বিক্রি করছে না।

কৃষকদের সাথে কথা বলে জানা যায়, একমাস আগে বোরো ধান ঘরে তুলেছেন কৃষক। ভরা মৌসুমেও প্রকার ভেদে ধানের দাম ১ হাজার থেকে ১২’শ টাকা বিক্রি হয়েছে। বর্তমান বিভিন্ন হাটবাজারে একই দামে ধান বিক্রি হচ্ছে। এবার সরকারি সংগ্রহ মূল্য ধার্য করা করা হয়েছে প্রতি কেজি ২৬ টাকা। অর্থাৎ প্রতি মন এক হাজার ৪০ টাকা। যে কারণে কৃষক ধান দিতে অনীহা প্রকাশ করছে।

সদর উপজেলার হাটগোপালপুরের কৃষক শাহ আলম বলেন, সরকারি খাদ্যগুদামে ধান বিক্রি করলে পাব ১ হাজার ৪০ টাকা। সেখানে গেলেও ধান ভিজা আছে, চিটা আছেসহ নানা ঝামেলায় পড়তে হয়। এখন বাজারে ধানের দাম বেশি বলে ধান বিক্রি করে দিয়েছি।

শৈলকুপার খন্দকবাড়ীয়া গ্রামের কৃষক আবিদুল ইসলাম বলেন, অন্যান্য বছর ধানের দাম কম হওয়ার কারণে আমরা ধান বিক্রি করতে গেলে দালাল চক্র আমাদের ধান বিক্রি করতে দিত না। তাই এবার ধানের দাম বেশি হওয়ার কারণে আমরা ধান দিচ্ছি না।

জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বলেন, অভ্যন্তরীন বোরো ধান সংগ্রহ’র লক্ষ্যমাত্রা পুরণ হচ্ছে না এটা ঠিক তবে। ধান সংগ্রহ’র অন্যতম প্রধান উদ্দেশ্যে কৃষকের ধানের ন্যায্য মুল নিশ্চিত করা। কৃষক ধানের দাম ভালো পেয়েছে এটাই ভালো।

এ ব্যাপারে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক কৃপাংশু শেখর বিশ^াস জানান, চলতি বছর এ জেলায় ৭৭ হাজার ৫৩৫ হেক্টরে বোরো চাষ হয়েছে। আর ধান উৎপাদন হয়েছে ৫ লাখ টন। ঘুর্ণি ঝড় আম্পানে বেশ কিছু ধানের ক্ষতি হয়েছে। তবে বেশি না। এবার কৃষক ধানের দাম ভালো পেয়েছে। এতে ঘুর্ণি ঝড় আম্পানের ক্ষতি কিছুটা হলেও পুষিয়ে নিতে পারবে। আর দাম ভালো পাওয়ায় আগামীতে ধান চাষে তারা আগ্রহী হবে।

 ঝিনাইদহে বিবাহিত বনাম অবিবাহিতদের ফুটবল খেলার উদ্বোধন

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে বিবাহিত বনাম অবিবাহিতদের ফুটবল খেলার উদ্বোধন করা হয়েছে। শুক্রবার সকালে সদর উপজেলার পোড়াহাটি ইউনিয়নের ধানহাড়িয়া চুয়াডাঙ্গা মুক্তিযোদ্ধা মসিউর রহমান নিন্ম মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ খেলার উদ্বোধন করা হয়। সদর উপজেলা যুবলীগের আহবায়ক শাহ্ মোহাম্মদ ইব্রাহীম খলিল রাজা এ খেলার উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন, পোড়াহাটি ইউনিয়ন যুবলীগের সভাপতি ইখতিয়ার উদ্দিন, যুবলীগ নেতা রতন, হামিদুল, লিখন, সবুর, ছাত্রলীগ নেতা সাজে ও শুভ। সেসময় খেলার অনুষ্ঠানে একটি ফুটবল উপহার দেন এবং আর্থিক সহযোগিতা করেন ইব্রাহীম খলিল রাজা।

ইন্দুরকানীতে নতুন করে এক চিকিৎসক সহ  ৮ জনের শরিরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে

ইন্দুরকানী(পিরোজপুর) প্রতিনিধিঃ

পিরোজপুরের ইন্দুরকানীতে উপসর্গ নিয়ে মারা যাওয়া পল্লী চিকিৎসক সুনীল চন্দ্র দাস (৬৫) সহ তার পরিবারের তিন সদস্যের করোনা পজিটিভ হয়েছে। এছাড়া উপসহকারী মেডিকেল অফিসার রবিন্দ্র নাথ দাস ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্টোর কিপার মোঃ রিয়াজ হাওলাদার করোনায় আক্রান্ত হয়েছেন। বৃহস্পতিবার রাতে পিরোজপুর সিভিল সার্জন অফিস থেকে পাঠানো রিপোর্টে এ তথ্য নিশ্চিত করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। বৃহস্পতিবার নতুন করে ৬ জন সহ গত দুই দিনে উপজেলায় ৮ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা: আমিনুল ইসলাম সাংবাদিকদের  জানান নতুন ৮জন সহ এ উপজেলায় আক্রান্ত ব্যক্তির সংখ্যা ১৯ জন। এর মধ্যে পজিটিভ থেকে ১১ জন ইতিমধ্যে সুস্থ্য হয়েছেন।

এছাড়াও পল্লি চিকিৎসক সুনিল চন্দ্র দাসের মৃত্যুর ৫দিন আগে তার মেজ ভাই নির্মল দাস করোনা উপসর্গ নিয়ে মারা যান ।

দেবহাটায় ইজিবাইক চালককে শ^াসরোধে হত্যা, লাশ উদ্বার

কে.এম রেজাউল করিম, দেবহাটা প্রতিনিধি

সাতক্ষীরার দেবহাটায় এক ইজিবাইক চালককে শ^াসরোধ করে হত্যা করা হয়েছে। নিহত ইজিবাইক চালকের নাম মনিরুল ইসলাম (৩৩)। মনিরুল দেবহাটা উপজেলার সাংবাড়িয়া গ্রামের ইসমাঈল গাজীর ছেলে। নিহত মনিরুলের লাশ শুক্রবার সকালে স্থানীয়রা দেখতে পেয়ে দেবহাটা থানা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ যেয়ে লাশ উদ্ধার করে সাতক্ষীরা মর্গে ময়না তদন্তের জন্য প্রেরন করে। নিহতের পরিবার ও স্ত্রী রাবেয়া জানান, প্রতিদিনে মতো মনিরুল বৃহষ্পতিবার দুপুরে বাড়ি এসে দুপুরের ভাত খেয়ে বিকাল সাড়ে ৩ টার দিকে ইজিবাইক চালানোর জন্য বাড়ি থেকে বের হলে যায়। কিন্তু প্রতিদিন সে সন্ধ্যার কিছু পরে বাড়ি আসলেও বৃহষ্পতিবার রাত অনেক হওয়ার পরে সে বাড়ি না আসলে রাবেয়া রাত ১০ টার দিকে মনিরুলকে মোবাইল করলে মনিরুল জানায়, ইজিবাইকে যাত্রী আছে। তারা দেবহাটা থানায় গিয়েছিল আসামী দেখতে। সখিপুরে তাদের এক আত্মীয় বাড়ি আনতে যাচ্ছে। টাকা এনে আসামী ছাড়িয়ে মনিরুল বাড়িতে যাবে। কিন্তু রাত অনেক গভীর হলেও মনিরুল বাড়ি না যাওয়ায় মনিরুলের পরিবার থেকে অনেকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার মোবাইল বন্ধ থাকায় সেটা সম্ভব হয়নি। শুক্রবার সকালে মনিরুলের লাশ সখিপুরের টিএ্যান্ডটি অফিসের পাশে একটি বেগুনের ক্ষেতে পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে সংবাদ দিলে পুলিশ যেয়ে লাশ উদ্ধার করে। দেবহাটা থানার ওসি বিপ্লব কুমার সাহা লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, একটি লাশ উদ্ধার হয়েছে। তিনি ইজিবাইক চালক। তার গলায় দড়ি দিয়ে পেচানো আছে। ধারনা করা হচ্ছে তাকে ঘাতকরা শ্¦াসরোধে হত্যা করে ইজিবাইক নিয়ে পালিয়ে গেছে। লাশ ময়না তদন্ত করে এবং মোবাইল ফোন সহ বিভিন্ন সূত্র ধরে হত্যাকারীদের গ্রেপ্তারে পুলিশ কাজ শুরু করেছে বলে ওসি জানান।

কেশবপুরে মাদানী গ্যাস হাউজ ব্যাবসা প্রতিষ্ঠানে উদ্ভোধন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

কেশবপুর প্রতিনিধি :

স্বল্পপরিসরে সামাজিক দূরুত্ব বজায় রেখে যশোরের কেশবপুর শহরে একটি ব্যাবসা প্রতিষ্ঠানে উদ্ভোধন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার দুপুরে পৌরসভা রোড সরদার মার্কেট মাদানী গ্যাস হাউজ হোম ডেলিভারি সার্ভিস ব্যাবসা প্রতিষ্ঠানের পরিচালক আলমগীর হোসেনের পরিচালনায় দিকনির্দেশনামূলক আলোচনা করেন আলহাজ¦ মোঃ রুহুল আমিন ও সরদার মার্কেটের মালিক আল আওয়াল। এসময় উপস্থিত ছিলেন ডাক্তার জুবায়ের আহম্মেদ, মশিয়ার রহমান, রনি হোসাইন, আল-আমিন, আবু হুরাইরা রাসেল প্রমূখ। অনুষ্ঠনের শুরুতেই করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারীদের স্মরণে দোয়া ও আক্রান্তদের সুস্থ্যতা কামনা করে দোয়া করা হয়।  দোয়া পরিচালনা করেন আলহাজ¦ মোঃ রুহুল আমিন। মাদানী গ্যাস হাউজের পরিচালক আলমগীর হোসেন বলেন, বৈশ^ীক মহামারি করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারনে স্বল্পপরিসরে সামাজিক দূরুত্ব বজায় রেখে এই ব্যাবসা প্রতিষ্ঠানে শুভ উদ্ভোধন ও দোয়া মাহফিল অনুষ্ঠনটি করা হয়। তিনি আরও বলেন গ্যাস এবং গ্যাসের চুলাসহ যাবতীয় গ্যাস ও চুলার পণ্য সামগ্রী সূলভ মূল্যে হোম ডেলিভারি সার্ভিস করার ব্যাবস্থাও রয়েছে। প্রয়োজনে ০১৭৭৫-৩০ ৪৭ ১৬ হোম ডেলিভারি সার্ভিসে কল করলে পৌঁছে যাবে সার্ভিস চার্সসহ সূলভ মূল্যে আপনার পণ্য সামগ্রী।

পাইকগাছার দঃ সলুয়ায় মামা কর্তৃক ভাগনেকে বসতবাড়ী থেকে উচ্ছেদের চেষ্টা!

স্টাফ রিপোর্টার, কপিলমুনি ঃ

খুলনার পাইকগাছা উপজেলার হরিঢালী ইউনিয়নের দক্ষিণ সলুয়া গ্রামে মামার ষড়যন্ত্রের  শিকার আপন ভাগ্নে। প্রায় ৪০ বছরের ভোগদখলীয় বসত বাড়ী থেকে উচ্ছেদের চেষ্টার অভিযোগ ভাগ্নে দিপংকর দাশের। এমন বিষয়টি স্থানীয় ইউপি চেয়ারম্যানের দপ্তরে লিখিত অভিযোগ করেও কোন প্রতিকার হয়নি বলে জানান দিপংকর সহ পিতা রামপদ। এ ব্যাপারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন তারা।

অভিযোগে জানাযায়, উপজেলার দক্ষিণ সলুয়া মৌজার জেএল নং ১১, আর এস খতিয়ান নং ১১১, আর এস দাগ নং২৯৩ এর মধ্যে ৫ কাঠা জমিতে দাদু মৃতঃ মহাদেব দাশের জীবদ্দশায় মৌখিক চুক্তিতে খরিদ অতপর ৪০ বছর যাবৎ বসত বাড়ি নির্মানে ভোগ দখল করে আসিতেছেন। এমতাবস্থায় দাদু মহাদেব দাশ অসুস্থ হলে পুত্র বিষ্টুপদ দাশকে ডেকে উক্ত জমির রেজিস্ট্রীর দ্বায়িত্বভার অর্পন করেন। কিন্তু দাদু মহাদেব শয্যাশায়ী হওয়ায় রেজিস্ট্রী অফিসে যাওয়া সম্ভব হয়নি। এরই মধ্যে তিনি মৃত্যুবরণ করেন।

প্রসঙ্গত, পিতার মৃত্যুতে পুত্র বিষ্টুপদ উক্ত জমির মালিকানাপ্রাপ্ত হন। সে সময় বিষ্টুপদ তার ভাগনে দিপংকর ও ভগ্নিপতি রামপদকে সাথে নিয়ে পাইকগাছা সাব রেজিষ্ট্রী অফিসে গেলে সে সময় রেজিষ্ট্রী খরচের টাকার সংকুলন দেখা দেওয়ায় ওইদিন মাত্র ২ কাটা জমি কোবলামুলে দলিল সম্পাদন করেন তারা। কথা থাকে বাকী ৩ কাঠা জমি টাকা গুছিয়ে তারা রেজিষ্ট্রী করে নিবেন।  এমতাবস্থায় ৩ কাঠা জমির রেজিষ্ট্রী কাজ সম্পন্ন না হওয়ায় সম্প্রতি মামা বিষ্টুপদ দ্বিতীয় দফায় আবার টাকা দাবি করেন এবং ভাগনে দিপংকরকে প্রস্তাব দেয়। এতে বিপদগ্রস্ত হয়ে পড়ে হতদরিদ্র ভাগনে দিপংকর ও তার পরিবার।

এদিকে দ্বিতীয় দফায় মামার চাহিদামত টাকা দিতে না পারায় গত বুধবার বসত বাড়ির সীমানা দখল করতে উঠেপড়ে লাগে মামা বিষ্টুপদ গং। ঐদিন আংশিক জমিতে তারা গায়ের জোরে একটি ঘর তৈরির কাজ শুরু করে দিয়েছে বলে জানায় ভাগ্নে দিপংকর। বর্তমানে ৪কাঠা জমিতে দিপংকর ও তার পরিবার ভোগদখল করলেও মূলত তা থেকে উচ্ছেদের চেষ্টা চালিয়ে যাচ্ছেন মামা বিষ্টুপদ দাশ।

এদিকে অসহায় দিপংকরের পিতা রামপদ বাদী হয়ে স্থানীয় ইউপিতে গত ১২ ই মার্চ প্রতিকারের আশায় লিখিত আবেদনও করেন। কিন্তু ধুর্ত মামা বিষ্টুপদ দাশ সেখানে হাজির হয়নি, ফলে মিমাংসা হয়নি। এদিকে মহামারী করোনার মধ্যে সুযোগ বুঝে গত বুধবার আংশিক জমি দখলে নিয়ে নিয়েছে মামা বিষ্টুপদ। বাকী জমি দখল নিতে বসত বাড়ির উচ্ছেদের হুমকি প্রদান করে সে। এ ব্যাপারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী দিপংকর ও তার পরিবার।

কপিলমুনি ইউনিয়ন ছাত্রলীগের উদ্যোগে বৃক্ষরোপন

পলাশ কর্মকার, কপিলমুনি

পাইকগাছার কপিলমুনি ইউনিয়ন ছাত্রলীগের উদ্যোগে ও ৩ নং ওয়ার্ড ছাত্রলীগের সহযোগীতায় মুজিববর্ষে বৃক্ষ রোপন করা হয়েছে। শুক্রবার সকালের কাশিমনগর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এ বৃক্ষরোপন করা হয়। এসময় উপস্থিত ছিলেন কপিলমুনি ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোঃ ইমরান মোল্লা, সাঃ সম্পাদক আব্দুল্লাহ আল্ মামুন, কপিলমুনি কলেজ ছাত্রলীগের সভাপতি আজমল হোসেন বাবু, হরিঢালী ইউনিয়ন  ছাত্রলীগের সাবেক সভাপতি সাইদুর রহমান পাপ্পু, আকাশ মোড়ল, আকাশ শেখ, রাজ্জাক মোড়ল, সুজন, রাকিব, রিয়াজ, রিপন, সজীব সাধু, কদের প্রমূখ।

 স্কুল শিক্ষিকার মৃত্যুতে পুটিখালী ইউনিয়ন উন্নয়ন সংগ্রাম সমন্বয় পরিষদের শোক

খবর বিজ্ঞপ্তি

কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি সাঈদুর রহমান সাঈদ’র বোন, মাস্টার আল আমিনের সহধর্মিণী মোরেলগঞ্জ উপজেলার পুটিখালী ইউনিয়নের উত্তর সোনাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা রুমিচা আক্তার শুক্রবার খুলনায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন (ইন্না…রাজেউন)। মরহুমার মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন ৩ নং পুটিখালী ইউনিয়ন উন্নয়ন সংগ্রাম সমন্বয় পরিষদের নেতৃবৃন্দ। বিবৃতিতে পরিষদের নেতৃবৃন্দ মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন।

বিবৃতিদাতারা হলেন, উপদেষ্টা অ্যাড. মিজানুর রহমান শিকদার, সাংবাদিক মিজানুর রহমান মিলটন, মো. হাসিবুর রহমান রিজন, মো. সোহাগ সিকদার, মাস্টার মো. আতিয়ার রহমান, আসাদুজ্জামান মিলন, মো. রবিউল ইসলাম শিমুল,  মো. আসাদুজ্জামান ইমন, মো. রফিকুল ইসলাম গাজি (স্বপন), মো. সাইফুল ইসলাম সোহাগ, মাস্টার মো. জাহিদুর রহমান, আহবায়ক এইচ এম ইকবাল হোসেন, সদস্য সচিব সাইফুল ইসলাম লেলিন, সদস্য যথাক্রমে ইমতিয়াজ মাহমুদ লিটন, মো. মেহেদী হাসান সোহেল হাওলাদার, মো. হাসিবুর রহমান, মো. আতিয়ার সজল, এইচ এম জাহিদ মাহমুদ, মাস্টার আল আমিন শিকদার, মো. রুবেল ইসলাম, শেখ জসিম উদ্দীন, মো. মাকসুদুর রহমান রিশাদ, এস এম মিজানুর রহমান, মাহমুদ হাসান শান্ত, মো. শাহীন হাওলাদার, মো. আকরাম আরমান, মো. হাফিজুল শেখ, মো. মিলন শেখ, মো. জাহিদ শেখ প্রমূখ।

মোড়েলগঞ্জে প্রতিপক্ষরা কেড়ে নিয়েছে ভিটেমাটি মায়ের কবরের পাশে আজও কেদেঁ বেড়াচ্ছে আব্দুল জলিল

এম.পলাশ শরীফ,মোড়েলগঞ্জ

বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের গুলিশাখালী গ্রামে একাধিক মামলায় ফাঁসিয়ে প্রভাবশালী একটি মহল জমি কেড়ে নিয়েছে পৈত্তিক ভিটেমাটি। মায়ের কবরের পাশে আজও কেদেঁ বেড়াচ্ছে অসহায় আব্দুল জলিল হাওলাদার। ন্যায় বিচার পাওয়ার জন্য পুলিশ সুপার সহ ১৪ দপ্তরসহ বিভিন্ন দপ্তরে অভিযোগ দিয়ে ঘুরছেন তিনি।

অভিযোগে ও সরেজমিনে জানা গেছে, গুলিশাখালী গ্রামের জলিল হাওলাদার ও তার স্বজনেরা পিতা আব্দুল জব্বার হাওলাদার ও প্রয়াত মাতা লাল ভানু বিবি সূত্রে ২ একর ৬৫ শতক জমির মালিকানা স্বত্ত্বলাভ করে। এ জমি থেকে কাতার প্রবাসী প্রতিবেশী ইব্রাহীম হাওলাদাররের কাছে তার পিতা সহ অন্যান্য শরীকরা ৭৮ শতক জমি বিক্রি করে। ইব্রাহীম হাওলাদার প্রবাসে থাকাকালীন একই গ্রামের গনি হাওলাদারের পুত্র মধু হাওলাদার তার সম্পত্তি দেখভাল করেন। কিন্তু পুরো জমি ভোগদখলে নানা ফন্দি ফিকির করতে থাকে। এরই অংশ হিসেবে জলিল হাওলাদার ও তার স্বজনদের  হয়রানি করতে ৮টি মামলা দায়ের করা হয়।

এসব হয়রানি কারনে পরিবার পরিজন নিয়ে তাদের এলাকা ছাড়তে হয়। আর এ সুযোগে প্রতিপক্ষ প্রতিবেশি ইব্রাহিম হাওলাদারের সহযোগী মধু হাওলাদার তাদের বসতবাড়ি দখল করে বিলান জমির সাথে মিলিয়ে দখল করে নেয়। এ হয়রানির ধারবাহিকতায় মধু হাওলাদার ৪ জুন অবৈধভাবে তার বড় ভাই আবুল কালাম হাওলাদারের সম্পত্তিতে জোর করে বাউন্ডারি ওয়াল করে নেয়। নানা কারনে ক্ষিপ্ত হয়ে ১১ জুন মধু হাওলাদার অসহায় জলিল হাওলাদারের স্ত্রীকে ধর্ষনের চেষ্টা করে।

সংবাদ কর্মীদের কাছে মায়ের কবরের পাশে বসে কান্নাজড়িত কন্ঠে আব্দুল জলিল হাওলাদার বলেন, দেশে যদি ন্যায় বিচার থাকে সত্যের একদিন জয় হবেই। এভাবে কতদিন কাদঁতে হবে জানিনা, দীর্ঘ নিশ্বাস ছেড়ে তিনি নিজেকে সামলে নিতে চেষ্টা করেন।

এ সংক্রান্তে জলিল হাওলাদারের স্ত্রী মধু হাওলাদারসহ দুই জনের বিরুদ্ধে ১৩ জুন মামলা (নং-১৯) দায়ের করে। এ মামলা দায়েরের পরও আসামী পক্ষ বহাল তবিয়তে আছে। তাদের হুমকি ধামকি দিচ্ছে। প্রভাবশালী প্রতিপক্ষের যাতাকলে পিষ্ট গরীব অসহায় জলিল হাওলাদার সুবিচারের আশা করছে প্রশাসনের কাছে।