মণিরামপুর (যশোর) প্রতিনিধি :
সদ্য পদোন্নতি পাওয়া মণিরামপুরের ইউএনও আহসান উল্লাহ শরিফীকে বিদায়ী সংবর্ধনা দিয়েছেন উপজেলা স্কাউটস। শনিবার (২৭ জুন) সন্ধ্যায় ইউএনওর কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে তার হাতে ক্রেস্ট তুলে দিয়ে এই সংবর্ধনা জানানো হয়। দ্রুত সময়ের মধ্যে তিনি এডিসি হিসেবে খুলনা জেলা প্রশাসনকের কার্যালয়ে যোগ দিবেন।
মণিরামপুর উপজেলা স্কাউটসের সাধারণ সম্পাদক ও প্রেসক্লাবের সভাপতি ফারুক আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্কাউটসের কমিশনার সুভাষ চন্দ্র সিংহ। সংগঠনটির সহ-সভাপতি প্রধান শিক্ষক আরশাফ আলী , সহ-সভাপতি আহাদ আলী, সহ সম্পাদক মাকসুদ আলম, সহকারী প্রশিক্ষক মুনসুর আলী, প্রধান শিক্ষক আহমেদ শফিক, সহকারী কমিশনার তিলোকা ভদ্র, অডিটর নাছিমা খাতুন, সদস্য রবিউল ইসলাম প্রমূখ এসময় উপস্থিত ছিলেন।