ফিফা থেকে সাড়ে আট কোটি টাকা পাবে বাফুফে

10
Spread the love

ক্রীড়া প্রতিবেদক

প্রাণঘাতি মহামারি করোনাভাইরাস বিশ্বজুড়ে এক ভয়ানক বিপর্যয়ের সৃষ্টি করেছে। করোনার ফলে দীর্ঘ সময় ধরে বন্ধ হয়ে আছে আন্তর্জাতিক ফুটবলের খেলাও। আর এতে বিপুল পরিমাণ ক্ষতির মুখে বিশ্ব ফুটবলের সদস্য দেশের ফেডারেশনগুলোও।
সদস্য দেশগুলোর কথা মাথায় রেখে করোনার এই সময় বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থা ফিফা কোভিড-১৯ সহায়তা ফান্ড গঠন করেছে। যে ফান্ড থেকে প্রত্যেক দেশকে দেওয়া হবে ১০ লাখ মার্কিন ডলার। যা বাংলাদেশি অর্থ মূল্যে সাড়ে আট কোটি টাকার সমান। সে ফান্ড থেকে করোনা সহায়তা হিসেবে সাড়ে আট কোটি টাকা পাবে বাংলাদেশ ফুটবল ফেডারেশনও।
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক মো. আবু নাইম সোহাগ বলেছেন, ‘বৃহস্পতিবার এমন সিদ্ধান্ত নিয়েছে ফিফা। সদস্য দেশগুলো করোনায় ক্ষতিগ্রস্থ। তা কাটাতে যে ত্রাণ তহবিল গঠন করেছে ফিফা সেখান থেকে আমরাও ১০ লাখ মার্কিন ডলার (প্রায় সাড়ে ৮ কোটি টাকা) পাবো।’
তবে এই টাকা এককালীন দিবে না ফিফা। দুই কিস্তিতে দিবে বলে জানিয়েছে বাফুফের এই সাধারণ সম্পাদক। প্রথম অর্ধেক দেবে জুলাইয়ে। বাকি অর্থ দেবে আগামী জানুয়ারিতে। এদিকে নারী ফুটবলের উন্নতিতে আরও ৫ লাখ মার্কিন ডলার দেওয়ার কথা রয়েছে ফিফার। তবে সেক্ষেত্রে কিছু শর্ত রয়েছে তাদের। আর তাই সেখান থেকে কত কী, বা আদৌ পাবে কি না এই বিষয়ে সন্দেহ রয়ে গেছে। তিনি আরো বলেন, ‘করোনা সহায়তা ছাড়াও মহিলা ফুটবলের উন্নয়নে আরো ৫ লাখ মার্কিন ডলার পাওয়ার সম্ভাবনা আছে। জানুয়ারিতে এ অর্থ দেবে ফিফা। তবে নারী ফুটবলের অর্থটা নির্ভর করবে বিভিন্ন শর্তের ওপর। তাই এখনই বলা যাবে না ওই খাত থেকে কি পরিমাণ অর্থ পাবো। তবে কোভিড-১৯ ত্রাণ তহবিল থেকে দুই কিস্তিতে ১০ লাখ ডলার পাবো এটা বলা যায়।’
এই অনুদান সঠিকভাবে ব্যবহার নিশ্চিতে কড়া নজরদারি থাকবে ফিফার। এছাড়া ফিফা প্রত্যেক দেশকে যে বার্ষিক অনুদান দিয়ে থাকে সেটাও অব্যাহত থাকবে। এই অনুদান ছাড়াও মহিলা ফুটবলের জন্য দেয়া হবে ৫ লাখ ডলার। এছাড়া সদস্য দেশগুলোকে তাদের নিজস্ব আয় অনুযায়ী সর্বোচ্চ ৫ লাখ ডলার ঋণ দিতেও রাজি হয়েছে ফিফা। এই ঋণের টাকা করোনায় ক্ষতিগ্রস্থ বিভিন্ন ফুটবল কাব, খেলোয়াড় ও লিগ সংশ্লিষ্ট ব্যক্তিদের জন্য ব্যবহার করতে পারবে বাফুফে। এদিকে দীর্ঘ বিরতি শেষে সেপ্টেম্বর-অক্টোবরে এএফসি কাপের ম্যাচ দিয়ে আবার মাঠে ফিরবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল।

ফের রোনালদো-দিবালার গোলে জিতল জুভেন্টাস

ক্রীড়া প্রতিবেদক

গত সোমবার বোলোনিয়ার বিপক্ষে জুভেন্টাসের জয় ছিল ২-০ গোলে। সেদিন একটি করে গোল করেছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো এবং পাওলো দিবালা। শুক্রবার রাতে ঠিক পরের ম্যাচে লিচের বিপক্ষে জুভেন্টাস জিতল ৪-০ গোলের বড় ব্যবধানে। এবারও স্কোরশিটে নাম রয়েছে দিবালা-রোনালদোর।
তবে শুধু রোনালদো ও দিবালাই নন, জুভেন্টাসের ৪ গোলের জয়ে স্কোরশিটে নাম তুলেছেন গনজালো হিগুয়াইন এবং ম্যাথিয়াস ডি লিটও। করোনাভাইরাসের বিরতির পর প্রথমবারের মতো মাঠে নেমে পাঁচ মিনিটের মধ্যেই গোলের দেখা পান হিগুয়াইন। নিজেদের ঘরের মাঠে পুরো ম্যাচেই আধিপত্য বিস্তার করে খেলেছে জুভেন্টাস। তবে প্রথমার্ধে খানিক ভয় ধরিয়েছিল লিচেও। বিশেষ করে ম্যাচের চতুর্থ মিনিটেই আন্দ্রেস রিসপোলির শট কাঁপন ধরিয়েছিল জুভেন্টাস রক্ষণে। যা অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। ম্যাচের ৩১ মিনিটে অযথাই ফাউল করে লাল কার্ড দেখেন লিচের ডিফেন্ডার ফাবিও লুসিওনি। নিজেদের রক্ষণে রদ্রিগো বেন্টাঙ্কুরকে ফাউল করায় সরাসরি লাল কার্ড দেখেন তিনি। ফলে দশজনের দলে পরিণত হয় লিচে। তবুও প্রথমার্ধে গোলের দেখা পায়নি জুভেন্টাস। দ্বিতীয়ার্ধে ফিরে অষ্টম মিনিটেই জাল খুঁজে নেন পাওলো দিবালা। প্রতিপক্ষ ডিফেন্ডারের ভুল পাস বল পেয়েছিলেন রোনালদো। তিনি সেটি দেন দিবালার পায়ে। ডি-বক্সের বাইরে থেকে দর্শনীয় শটে ম্যাচের প্রথম গোলটি করেন দিবালা। এর কিছুক্ষণ পরেই ডি-বক্সের ভেতর ফাউলের শিকার হন রোনালদো। পেনাল্টির বাঁশি বাজান রেফারি। আগের ম্যাচের মতো এ ম্যাচেও স্পটকিক থেকে গোল করে স্কোরশিটে নাম তোলেন রোনালদো। চলতি লিগে এটি তার ২৩তম গোল। ম্যাচের শেষদিকে গিয়ে গোলের তালিকায় যোগ দেন হিগুয়াইন। যাকে ৭৭ মিনিটে নামানোর হয় দিবালার পরিবর্তিত খেলোয়াড় হিসেবে। গোল করতে মাত্র ৫ মিনিট সময় নেন তিনি। রোনালদোর ব্যাকহিলে পাওয়া বলে ঠা-া মাথায় গোল করেন তিনি।
শেষ গোলটি আসে ঠিক পরপরই। এবার ডগলাস কস্তার কাছ থেকে বল পেয়ে লিচের কফিনে শেষ পেরেক ঠুকে দেন ম্যাথিয়াস ডি লিট। নিজেদের ঘরের মাঠে ৪-০ গোলের বড় জয় পায় জুভেন্টাস।

সেপ্টেম্বরেই মাঠে ফিরছে আন্তর্জাতিক ফুটবল

ক্রীড়া প্রতিবেদক

করোনাভাইরাসের কারণে কয়েক মাস ধরেই আন্তর্জাতিক ফুটবলের ম্যাচগুলো স্থগিত হয়ে আছে। ফুটবলপ্রেমীদের জন্য খুশির খবর, শিগগিরই মাঠে ফিরছে আন্তর্জাতিক ফুটবল। সবকিছু ঠিক থাকলে আগামী সেপ্টেম্বরের প্রথম সপ্তাহেই শুরু হবে ফুটবল লড়াইয়ে বিভিন্ন দেশের মুখোমুখি ধামাকা।
সম্প্রতি নেশনস লিগের জন্য নতুন সূচি দিয়েছে উয়েফা। সূচি অনুযায়ী আগামী ৩ সেপ্টেম্বর প্রথম ম্যাচে মাঠে নামবে ইউরোপের দুই পরাশক্তি জার্মানি ও স্পেন। এছাড়া ৫ সেপ্টেম্বর অ্যাওয়ে ম্যাচ খেলতে আইসল্যান্ডে যাবে ইংল্যান্ড।
করোনাভাইরাসের কারণে নেশনস লিগের গ্রুপ পর্বের ম্যাচগুলোর সূচিতে বেশ কিছু পরিবর্তন এসেছে। উয়েফার সূচি অনুযায়ী জুলাইয়ের মাঝেই ইউরোপের শীর্ষ পর্যায়ের লিগগুলো শেষ হবে। এরপর আগস্টে চ্যাম্পিয়নস লিগের বাকি ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। তারপর সেপ্টেম্বরে শুরু হবে নেশনস লিগ।

ফেড কাপ-ডেভিস কাপ স্থগিত

ক্রীড়া প্রতিবেদক

বৈশ্বিক করোনাভাইরাস মহামারীর কারণে পিছিয়ে গেছে ফেড কাপ ও ডেভিস কাপের মূল পর্ব। দুই টুর্নামেন্টের ফাইনালস হবে যথাক্রমে ২০২১ সালের এপ্রিল ও নভেম্বরে।
স্পেনের রাজধানী মাদ্রিদে ২০২১ সালের ২২-২৮ নভেম্বর ১৮টি দল অংশ নিবে ডেভিস কাপের মূল পর্বে। মূল সূচি অনুযায়ী টুর্নামেন্টটি শুরু হওয়ার কথা ছিল ২০২০ সালের ২৬ জুন থেকে। ফেড কাপের ১২দলের অভিষেক আসর হাঙ্গেরির রাজধানী বুডাপেস্টে হবে ২০২১ সালের ১৩-১৮ এপ্রিল। আসরের মূল সূচি ছিল ২০২০ সালের ১৪-১৯ এপ্রিল পর্যন্ত।

বিশ্বকাপ আয়োজন করতে চায় মালয়েশিয়া

ক্রীড়া প্রতিবেদক

ক্রিকেট বিশ্বে খুব বড় নাম না হলেও মোটামুটি পরিচিত মালয়েশিয়া। আইসিসির অধীনে সহযোগী দেশগুলোকে নিয়ে প্রায়ই বিভিন্ন টুর্নামেন্ট আয়োজন করে থাকে দেশটি। এবার আরো বড় লক্ষ্যে এগোচ্ছে তারা। ২০২৩-৩১ চক্রে যেকোনো একটি বিশ্বকাপ আয়োজন করতে ইচ্ছুক দক্ষিণ-পূর্ব এশিয়ার এই দেশ। মালয়েশিয়া ক্রিকেট অ্যাসোসিয়েশনের (এমসিএ) সভাপতি মাহিন্দা ভল্লিপুরম। জানিয়েছেন, শিগগিরই আইসিসির কাছে আনুষ্ঠানিকভাবে বড় কোনো ইভেন্ট আয়োজনের জন্য বিডিং প্রক্রিয়া শুরু করবে তারা। এক্ষেত্রে ৫০ ওভারের বিশ্বকাপের আয়োজক হতে না পারলে অন্তত টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করতে চায় এমসিএ। তিনি বলেন, ‘বিশ্ব ক্রিকেটে প্রতিদিনই ফ্যান বেজ বাড়ছে। খেলাটিকে আরো ছড়িয়ে দিতে সহযোগী দেশগুলোতে বড় টুর্নামেন্ট আয়োজনের ভাবনা একটি স্বাভাবিক পদক্ষেপ। আমরা ২০২৩-৩১ চক্রের মাঝে বড় কোনো ইভেন্ট আয়োজনে আগ্রহী।’

২০জনের দল দিল পাকিস্তান

ক্রীড়া প্রতিবেদক

পাকিস্তান ক্রিকেট দলের আসছে ইংল্যান্ড সফরকে ঘিরে কম নাটক হচ্ছে না। করোনা ভাইরাস ইস্যু নিয়ে এক মোহাম্মদ হাফিজ নিয়েই কয়েকবার সংবাদের শিরোনাম হয়েছে। যেখানে এই সফরের জন্য প্রাথমিকভাবে ঘোষিত ২৯ সদস্যের দলের ১০জনের করোনা পজিটিভ হয়। তবে অবশেষে আজ রবিবার যুক্তরাজ্য ভ্রমণের আগে নতুন করে ২০সদস্যের দল ঘোষণা করল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
নতুন এই দলে সুযোগ পেয়েছেন ফাস্ট বোলার মুসা খান ও উইকেটরক্ষ-ব্যাটসম্যান রোহেল নাজির। আর আগে ২৯ সদস্য থেকে ৯ জনকে বসিয়ে দেওয়া হয়েছে। খেলোয়াড়রা হলেন আবিদ আলী, ইমাম-উল-হক, শান মাসুদ, আজাহার আলী, বাবর আজম, আসাদ শফিক, ফাওয়াদ আলম, ইফতিখার আহমেদ, খুশদিল শাহ, সরফরাজ আহমেদ, ফাহিম আশরাফ, মোহাম্মদ আব্বাস, নাসিম শাহ, শাহীন শাহ আফ্রিদি, সোহেল খান, উসমান শিনওয়ারী, ইমাদ ওয়াসিম, ইয়াসির শাহ, মুসা খান ও রোহেল নাজির।

পিএসএলের বাকি অংশ কবে

ক্রীড়া প্রতিবেদক

একে একে অনুষ্ঠিত হয়েছে ৩০টি ম্যাচ। বাকি তিনটি ম্যাচও শেষ করে ফেলতে চেয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। কিন্তু তার আগেই করোনাভাইরাস মহামারির ঢেউ এসে আছড়ে পড়ে পাকিস্তানে। সুতরাং, আর সম্ভব হয়নি দুটি সেমিফাইনাল এবং ফাইনাল আয়োজন করার। ১৫ মার্চ গ্রুপ পর্বের শেষ ম্যাচ আয়োজন করেই পাকিস্তান সুপার লিগ স্থগিত ঘোষণা করে দিতে বাধ্য হয় পিসিবি।
করোনা মহামারির ঢেউ এখনও বহমান। তবে ক্রিকেট মাঠে ফেরানোর আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে পাকিস্তান। যার অংশ হিসেবে তারা সফরে যাচ্ছে ইংল্যান্ডে। তবে পিএসএলের বাকি অংশ মাঠে গড়াবে কি না তা নিয়ে একটা জ্বল্পনা-কল্পনা ছিলই। অবশেষে পিসিবি সিদ্ধান্ত নিয়েছে, বছরের শেষ অংশে পিএসএলের বাকি তিন ম্যাচ আয়োজন করার। তবে একেবারে নির্দিষ্ট করে দিন-তারিখ ঠিক করেনি তারা।

আবারও করোনা পজিটিভ মোহাম্মদ হাফিজ

ক্রীড়া প্রতিবেদক

প্রথমে পজিটিভ, এরপর নেগেটিভ। তৃতীয় দফার পরীক্ষায় ফের কোভিড-১৯ পজিটিভ রিপোর্ট এসেছে মোহাম্মদ হাফিজের। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) আয়োজিত ক্রিকেটারদের করোনা পরীক্ষায় শুরুতে পজিটিভ হন হাফিজ। কিন্তু সেই রিপোর্টে আস্থা রাখতে পারেননি পাকিস্তানি অলরাউন্ডার। পরেরদিন নিজ তাগিদে পুনরায় পরীক্ষা করান তিনি। তাতে ফল আসে নেগেটিভ।
বিষয়টি নিয়ে পিসিবি’র সঙ্গে তার মনোমালিন্যও হয়। দ্বিতীয় দফার পরীক্ষায় নেগেটিভ রিপোর্ট আসায় হোম কোয়ারেন্টাইনে থাকতে অস্বীকৃতি জানান হাফিজ। বিষয়টি নিয়ে তিনি বোর্ডের কাছে সমালোচিতও হন। কিন্তু শুক্রবার পিসিবির পক্ষ থেকে করোনা আক্রান্ত ক্রিকেটারদের পুনরায় পরীক্ষা করা হয়। তাতে হাফিজের রিপোর্ট আসে পজিটিভ।

অবসর না নিয়েই কোচ হচ্ছেন ধোনি

ক্রীড়া প্রতিবেদক

মহেন্দ্র সিং ধোনিকে কি আর আন্তর্জাতিক আঙিনায় দেখা যাবে না? আইপিএল নিয়ে অনিশ্চয়তায় এখন তো প্রশ্ন উঠছে, ভারতের দুইবারের বিশ্বকাপজয়ী অধিনায়ক আর ক্রিকেটেই ফিরতে পারেন কি না। এরই মধ্যে নতুন খবর, কোচ হিসেবে আত্মপ্রকাশ করছেন ভারতের উইকেটরক্ষক এই ব্যাটসম্যান।
কোচ? আনুষ্ঠানিকভাবে তো এখনও অবসর ঘোষণা করেননি ধোনি। কিন্তু অবাক করা ব্যাপার হলো, তিনি ঠিকই পূর্ণকালীন কোচ হতে যাচ্ছেন। ‘মুম্বাই মিরর’-এর এক প্রতিবেদনে এসেছে, করোনার এই সময়টায় ঝাড়খন্ডে কাটানো ধোনি কোচ হিসেবে ক্যারিয়ার শুরু করতে যাচ্ছেন। আগামী ২জুলাই থেকে ধোনি নিজেই অনলাইন ক্রিকেট একাডমি চালু করবেন। একাডেমির কোচিং ডিরেক্টর দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি ড্যারেল কুলিনান। আর প্রধান হিসেবে সার্বিক তত্ত্বাবধানে থাকবেন ধোনি।

ম্যারাডোনার দলে খেলবেন রোনালদিনহো

ক্রীড়া প্রতিবেদক

প্রতিযোগিতামূলক ফুটবল ছেড়েছেন প্রায় পাঁচ বছর আগে। ২০১৫ সালে সবশেষ খেলেছেন নিজ দেশের কাব ফুমিনেজের হয়ে। এরপর প্রদর্শনীমূলক ম্যাচে বেশ কয়েকবারই দেখা গেছে ব্রাজিলিয়ান জাদুকর রোনালদিনহোকে।
তবে এবার শোনা যাচ্ছে, পাঁচ বছর পর অবসর ভেঙে পেশাদার ফুটবলে ফিরতে চলেছেন ফুটবল পায়ের ম্যাজিশিয়ান ও মিউজিশিয়ান রোনালদিনহো। তাও যেনতেন কোন দলে নয়, আর্জেন্টাইন কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনার দলে খেলবেন তিনি। বর্তমানে আর্জেন্টাইন কাব জিমনেশিয়া লা প্লাটার কোচের দায়িত্বে রয়েছেন ম্যারাডোনা। সেই দলেই রোনালদিনহোকে পেতে চান ম্যারাডোনা। জানা গেছে, রোনালদিনহো নিজেও অবসর ভেঙে দলে যোগ দিতে প্রস্তুত।

জার্মান লিগের মৌসুম সেরা লেভানদোভস্কি

ক্রীড়া প্রতিবেদক

ক্যারিয়ারের সেরা ফর্মে আছেন রবার্ত লেভানদোভস্কি। তার দ্র্দুান্ত পারফরম্যান্সে বুন্দেসলিগার শিরোপা ঘরে তুলেছে বায়ার্ন মিউনিখ। লিগে গোলের পর গোল করে যাওয়া এই স্ট্রাইকারের ব্যক্তিগত অর্জনেও যোগ হলো প্রাপ্তি। হয়েছেন জার্মান লিগের মৌসুম সেরা খেলোয়াড়।
ইউরোপিয়ান ফুটবলের সবচেয়ে ভয়ঙ্কর স্ট্রাইকার তিনি। বুন্দেসলিগায় তার গোলের রেকর্ডই তার প্রমাণ। এবারের মৌসুমে প্রথম খেলোয়াড় হিসেবে জার্মান লিগে টানা ১১ম্যাচে করেছেন লক্ষ্যভেদ। তাছাড়া এবারের প্রতিযোগিতায় খেলা সব দলের বিপক্ষে গোল করার অনন্য রেকর্ডও গড়েছেন পোলিশ স্ট্রাইকার। বায়ার্নকে লিগ জেতানোর পথে এবারের মৌসুমে লেভানদোভস্কির গোল সংখ্যা ৩৩, আছেন সবার ওপরে। বুন্দেসলিগার সবশেষ পাঁচ মৌসুমের চারটিতেই সর্বোচ্চ গোলদাতা তিনি। তারই পুরস্কার হিসেবে ২০১৯-২০ বুন্দেসলিগা মৌসুমের সেরা খেলোয়াড় হয়েছেন এই স্ট্রাইকার।

আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী কোচ করোনা আক্রান্ত

ক্রীড়া প্রতিবেদক

আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী কোচ কার্লোস বিলার্দো করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তারকা এ কোচের অধীনে আলবিসেলেস্তারা ১৯৮৬ সালের মেক্সিকো বিশ্বকাপ ঘরে তোলে।
তাকে পরীক্ষা করানো হয়েছে এবং তিনি করোনায় পজিটিভ হয়েছেন। যদিও তার মাঝে কোনো উপসর্গ দেখা যায়নি ও তিনি ভালো আছে। ৮২ বছর বসয়ী সাবেক এই ফুটবলার ও কোচ ২০১৮ সাল থেকে বুয়েন্স এইরেসের একটি নার্সি হোমে রয়েছেন। তিনি ১৯৮৩ থেকে ১৯৯০ পর্যন্ত আর্জেন্টিনা জাতীয় দলের কোচ ছিলেন। এছাড়া খেলোয়াড়ি সময়ে তিনি এস্তুদিয়ান্তেসের হয়ে ১৯৬৮ থেকে ১৯৭০ পর্যন্ত তিনটি কোপা লিবার্তোদোরেস শিরোপা জেতেন।


বোকা অথবা ইংলিশ ফুটবলে ফিরতে পারেন তেভেজ

ক্রীড়া প্রতিবেদক

বোকা জুনিয়র্সের সঙ্গে নতুন চুক্তি করতে যাচ্ছেন কার্লোস তেভেজ। বিষয়টি নিশ্চিত করেছেন আর্জেন্টাইন ফরোয়ার্ড। সেই সঙ্গে তিনি জানিয়েছেন, পুনরায় ইংলিশ প্রিমিয়ার লিগে ফেরার কথা। আর যদি ফেরেন তবে তা পুরনো ঠিকানা ওয়েস্টহ্যামে।
আগামী ৩০জুন বোকার সঙ্গে চুক্তি শেষ হবে ৩৬ বছর বয়সী ফরোয়ার্ডের। তবে আর্জেন্টাইন কাবটির ফুটবল কাউন্সিলের নেতা হোর্হে বারমুদা জানিয়েছেন, এই সপ্তাহে তারা তেভেজকে ১২মাসের জন্য চুক্তি নবায়নের প্রস্তাব দেবেন। বোকা জুনিয়র্সের জার্সিতে পেশাদারী ক্যারিয়ার শুরু করেছিলেন তেভেজ। এরপর ওয়েস্টহ্যামের হয়ে শুরু করেন প্রিমিয়ার লিগ অভিযান। তবে কাবটিতে মাত্র এক বছরই ছিলেন তিনি। পরে ম্যানচেস্টার ইউনাইটেড ও ম্যানচেস্টার সিটিতে খেলে যোগ দেন জুভেন্টাসে। এরপর ফের ফিরে আসেন বোকায়।

করোনা ধরল জোকোভিচের কোচকেও

ক্রীড়া প্রতিবেদক

গোরান ইভানিসেভিচ শুধু নোভাক জোকোভিচের কোচ নন, খেলোয়াড় হিসেবেও তাঁর আলাদা পরিচিতি আছে। ছেলেদের টেনিসে ইতিহাসের একমাত্র ‘ওয়াইল্ড কার্ড’ধারী খেলোয়াড় হিসেবে জিতেছেন উইম্বলডন। ৪৮ বছর বয়সী এ ক্রোয়াট আক্রান্ত হয়েছেন করোনাভাইরাসে।
করোনা মহামারির মধ্যে আদ্রিয়া ট্যুর আয়োজন করে সমালোচিত হয়েছিলেন জোকোভিচ। সার্বিয়ান এই টেনিস তারকা ছাড়াও করোনায় আক্রান্ত হন আরও তিন খেলোয়াড়। এই ট্যুর আয়োজন করা নিয়ে পক্ষে-বিপক্ষে প্রচুর কথাও হচ্ছে। এরি মাঝে কোভিড-১৯ পজিটিভ হয়ে প্রতিপক্ষদের পাল্লা ভারী করে দিলেন ইভানোভিচ।