খবর বিজ্ঞপ্তি:
কমান্ডার খুলনা নেভাল এরিয়া এর তত্ত্বাবধানে কোভিড-১৯ এর সংক্রমণ রোধকল্পে সরকারের নির্দেশনা অনুযায়ী ২৬ মার্চ ২০২০ থেকে বাংলাদেশ নৌবাহিনীর দায়িত্বপূর্ণ এলাকাসহ উপকূলীয় অঞ্চলের ১৯টি উপজেলায় স্থানীয় প্রশাসনকে সহায়তা প্রদান, অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ এবং জনগণের সচেতনতার জন্য বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে। সামাজিক দূরত্ব নিশ্চিত করতে ও জনগণের মাঝে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দায়িত্বপ্রাপ্ত এলাকাসমূহে এবং রাস্তার বিভিন্ন মোড়ে কোভিড-১৯ প্রতিরোধ সর্ম্পকিত বিভিন্ন ব্যানার স্থাপন করে নৌ সদস্যরা। জনসমাগম স্থল, উপকূলীয় অঞ্চলের বিভিন্ন শহর এবং গ্রামের পাড়া-মহল্লায় গিয়ে সচেতনতা তৈরি করে এবং কোভিড-১৯ প্রতিরোধ সর্ম্পকিত বিভিন্ন প্লাকার্ড এবং ফেস্টুন নিয়ে এলাকা প্রদক্ষিণ করে বাংলাদেশ নৌবাহিনী।

পাশাপাশি সাধারণ জনগণকে কমপক্ষে ৩ ফুট সামাজিক দূরত্ব নিশ্চতকরণ, জরুরী প্রয়োজনে বাড়ীর বাহিরে অবস্থানের ক্ষেত্রে মুখে মাস্ক পরিধান, গণপরিবহন ও মসজিদ ব্যবহারের ক্ষেত্রে সরকারী নীতিমালা অনুসরণ করতে বলা হয়। এছাড়া নির্ধারিত সময়ের পর সকল বাজার, দোকান-পাট, ব্যবসা-প্রতিষ্ঠান বাধ্যতামূলকভাবে বন্ধ নিশ্চিতকরণ ও নিয়মিত সাবান দিয়ে হাত ধুতে এবং ঘন ঘন হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করার জন্য সাধারণ মানুষকে বোঝানোসহ নানাবিধ কার্যক্রম পরিচালনা করে নৌবাহিনী। বেসামরিক প্রশাসনকে সহায়তা প্রদানের অংশ হিসেবে মোতায়েনকৃত নৌ কন্টিনজেন্ট মোংলা উপজেলার কানাইনগর, দিগরাজ বাজার, বুড়িরডাঙ্গা, কচুবুনিয়া, হাসপাতাল চত্ত্বর ও ফেরিঘাট এলাকায় টহল পরিচালনা করে।
জনগণের মাঝে করোনা ভাইরাস প্রতিরোধে করণীয় ও বর্জনীয় শীর্ষক লিফলেট বিতরণ করে। এছাড়া মোংলা উপজেলার বিভিন্ন জায়গায় স্থানীয় প্রশাসনের ৮৩৮টি দুস্থ পরিবারের মাঝে ত্রাণ বিতরণে সহায়তা প্রদান করে। করোনা প্রতিরোধে চলমান কার্যক্রমের অংশ হিসেবে নৌবাহিনী কন্টিনজেন্ট বরগুনা জেলা সদর, বেতাগী ও পাথরঘাটা এলাকায় নিয়মিত সচেতনতামূলক টহল প্রদান করে। পাথরঘাটা উপজেলায় ৫৫৩টি অসহায় পরিবার ও ৮৪০টি দরিদ্র জেলে পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণের জন্য স্থানীয় প্রশাসনকে সহায়তা প্রদান করে।
উপজেলাসমূহের বিভিন্ন স্থানে ১৫০টি সচেতনতামূলক লিফলেট বিতরণ করে। এছাড়া পাথরঘাটা উপজেলার বেশ কয়েকটি মসজিদে ০৪ কেজি ব্লিচিং পাউডার বিতরণ করে।