ক্রীড়া প্রতিবেদক:
করোনাকালে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান লক্ষ্য ক্রিকেটারদের সুরক্ষা নিশ্চিত করা। এ কারণে কিছু ক্রিকেটারের আগ্রহ থাকলেও তাদের অনুশীলনের অনুমতি দেয়নি বাংলাদেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। ক্রিকেটারদের সুরক্ষা নিশ্চিত করতে এবার বিসিবি সংযোজন করছে ‘করোনা অ্যাপ’।
মাশরাফি মুর্তজা, নাফিস ইকবাল ও নাজমুল ইসলামের করোনা আক্রান্ত হওয়ার পর নড়েচড়ে বসেছে বিসিবি। বাকি ক্রিকেটাররা যেন সমস্যায় না পড়েন এই কারণে বাড়তি সতর্ক তারা। ইতিমধ্যে বিসিবি একটা অ্যাপ চালু করেছে যার মাধ্যমে তামিম-মুশফিকদের নিয়মিত খোঁজ-খবর নেওয়া যাবে। এমনকি কারও করোনা উপসর্গ আছে কিনা এই অ্যাপের মাধ্যমে জানতে পারবে বিসিবি। শীর্ষ ৭০ ক্রিকেটার আপাতত এই প্রযুক্তির মাধ্যমে বিসিবির নজরদারিতে থাকবেন। জাতীয় দলের চুক্তিভুক্ত প্রত্যেক ক্রিকেটার (পুরুষ ও মহিলা) ও অনূর্ধ্ব-১৯ দলের খেলোয়াড়রা এর আওতাভুক্ত। আগে থেকেই ক্রিকেটারদের তথ্য জানতে ‘অ্যাথলেট ম্যানেজমেন্ট সফটওয়্যার’ ব্যবহার করতো বিসিবি। সেই অ্যাপেই এখন করোনা সম্পর্কিত প্রশ্ন সংযোজন হয়েছে। এটিকে ‘কোভিড-১৯ ওয়েল বিয়িং অ্যাপ’ বলছে বিসিবি। এখানে ক্রিকেটারদের জন্য করোনা উপসর্গ সম্পর্কিত বেশ কিছু প্রশ্ন থাকবে। আর প্রতিদিন এই প্রশ্নগুলোর উত্তর দিতে হবে সব ক্রিকেটারকে। যা দেখে তাদের স্বাস্থ্য সম্পর্কে মূল্যায়ন করতে পারবে বিসিবির মেডিক্যাল টিম।
বিষয়টি সম্পর্কে বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী বলেছেন, ‘আগে থেকেই বেশ কিছু সফটওয়্যার ব্যবহার করে আসছি আমরা। এর একটি অ্যাথলেট ম্যানেজমেন্ট সফটওয়্যার। সেটিরই সম্প্রসারিত অংশ এই কোভিড-১৯ ওয়েল বিয়িং অ্যাপ। এর মাধ্যমে ক্রিকেটারদের স্বাস্থ্যের খোঁজ-খবর রাখব আমরা।’ সেটা কীভাবে? নিজামউদ্দিনের ব্যাখ্যা, ‘ক্রিকেটাররা নিজেদের ফোনে এই অ্যাপ ব্যবহার করবে। সেখানে একটি প্রশ্নপত্র থাকবে ওদের জন্য। ওরা এর জবাব দেবে প্রথমে। তারপর প্রতিদিন সকালে কিছু প্রশ্নের উত্তর দেওয়ার মাধ্যমে নিজেদের অবস্থা ওরা জানাবে। আমাদের মেডিক্যাল টিম তাদের উত্তর দেখে কারও উপসর্গ আছে বলে মনে করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।’
বার্সাকে টপকে আবারও শীর্ষে রিয়াল
ক্রীড়া প্রতিবেদক
স্প্যানিশ লা লিগার পয়েন্ট টেবিল এখন হয়ে গেছে ইঁদুর-বিড়াল খেলা। একদিন বার্সেলোনা শীর্ষে তো পরদিনই সেটি ছিনিয়ে নিচ্ছে রিয়াল মাদ্রিদ। পরে নিজেদের খেলার দিন পুনরায় শীর্ষস্থানে বসছে বার্সেলোনা। এমনভাবেই শিরোপা নিষ্পত্তির দিকে এগিয়ে যাচ্ছে লা লিগা।
এই পালাবদলের খেলায় এবার টেবিলের শীর্ষে রিয়াল মাদ্রিদ। আগের দিন কষ্টার্জিত জয়ে শীর্ষস্থানে বসেছিল বার্সেলোনা। তাদেরকে ২৪ ঘণ্টাও শীর্ষে থাকতে দিল না রিয়াল। নিজেদের ম্যাচ জিতে উঠে গেছে টেবিলের শীর্ষে। বুধবার রাতে নিজেদের ঘরের মাঠে রিয়াল মায়োর্কাকে ২-০ গোলে হারিয়েছে সার্জিও রামোসের দল। ম্যাচের দুই অর্ধে গোল দুইটি করেন তরুণ তারকা ভিনিসিয়াস জুনিয়র এবং অধিনায়ক সার্জিও রামোস। পুরো ম্যাচ জুড়েই আধিপত্য বিস্তার করে খেলেছেন রিয়াল। ম্যাচের ১৯ মিনিটে আসে প্রথম গোল। তিন মিনিট আগে ব্যর্থ চেষ্টা করলেও, এবার লুকা মদ্রিচের কাছ থেকে পাস পেয়ে বুদ্ধিদীপ্ত ফিনিশিংয়ে গোলের খাতা খোলেন ভিনিসিয়াস। গোল করে জর্জ ফয়েডের স্মরণে এক হাত বুকে ও অন্য হাতে মুষ্টিবদ্ধ করে আকাশপানে দিয়ে উদযাপন করেন ভিনিসিয়াস। প্রথমার্ধে আর কোন গোল হয়নি। দ্বিতীয়ার্ধে ব্যবধার দ্বিগুণ করেন রামোস। সাম্প্রতিক সময়ে বারবার পেনাল্টি থেকে গোল করলেও, এ ম্যাচে নিখুঁত ফ্রি কিক থেকে দলের সহজ জয় নিশ্চিত করেন রিয়াল অধিনায়ক। জয় পেলেও একটি চিন্তা হয়তো জিদানের পরিকল্পনায় বাধা হতে পারে। বদলি হিসেবে নামা টনি ক্রুসসহ ৪ জন খেলোয়াড় দেখেছেন হলুদ কার্ড। বাকিরা হলেন সার্জিও রামোস, লুকা মদ্রিচ এবং ফারল্যান্ড মেন্ডি। কার্ডের সংখ্যা বেড়ে গেলে নিষেধাজ্ঞা আসতে পারে এদের ওপর। তখন গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে ঝামেলায় পড়তে পারে রিয়াল।
আপাতত লিগের ৩১ ম্যাচ শেষে ২০ জয় ও ৮ ড্রতে ৬৮ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে রিয়াল। সমান ম্যাচ সমান পয়েন্ট থাকলেও দুই নম্বরে বার্সেলোনা। কেননা চলতি লিগে দুই দলের মুখোমুখি লড়াইয়ে এগিয়ে রয়েছে রিয়াল মাদ্রিদ।
করোনায় বাফুফের হিসাবরক্ষকের মৃত্যু
ক্রীড়া প্রতিবেদক
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের হিসাবরক্ষক মো. হেদায়েত উল্লাহ (৭০) করোনাভাইরাসের উপসর্গ নিয়ে গতকাল বৃহস্পতিবার ইন্তেকাল করেছেন (ইন্না….রাজিউন)।
বাফুফে সূত্রে জানা গেছে, তিনি বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। সম্প্রতি জ্বর, কাশি ও শ্বাসকষ্ট বৃদ্ধি পাওয়ায় তিনি কোভিড-১৯ পরীক্ষা করতে দিয়েছিলেন। তবে রিপোর্ট পাওয়ার আগেই রাজধানীর রায়েরবাগের বাসায় ভোর সাড়ে ৩টায় মৃত্যুবরণ করেন তিনি। সকালেই মো. হেদায়েত উল্লাহ’র মরদেহ তার গ্রামের বাড়ি মুন্সিগঞ্জের গজারিয়ায় নেয়া হয় এবং সেখানে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
অ্যাথলেটিকসের মন্টু করোনায় আক্রান্ত
ক্রীড়া প্রতিবেদক
সারা দেশের প্রায় জায়গায় ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস। স্বাভাবিকভাবে ক্রীড়াঙ্গনেরও এ থেকে মুক্ত থাকাটা ছিল অসম্ভব। ক্রিকেটারদের মধ্যে করোনা সংক্রমণ ধরা পড়েছে। বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের উপমহাসচিব করোনায় আক্রান্ত। গতকাল বৃহস্পতিবার জানা গেল, বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুর রকিব মন্টুও করোনায় সংক্রমিত হয়েছেন।
অ্যাথলেটিকস ফেডারেশনের সভাপতি এএসএম আলী কবির জানিয়েছেন, এই করোনার মধ্যেও অ্যাথলেটিকস ফেডারেশন অনেক কাজ করেছে। সাধারণ সম্পাদকের উদ্যোগে কোচদের বেশ কিছু কর্মশালা আয়োজিত হয়েছে অনলাইনের মাধ্যমে। তা ছাড়া অসচ্ছল অ্যাথলেটদের সাহায্য-সহযোগিতার বিষয়টিও সমন্বয় করছিলেন তিনি। হয়তো এসব করতে গিয়েই সংক্রমিত হয়েছেন। সাধারণ সম্পাদকের দ্রুত আরোগ্য কামনা করেছেন আলী কবির।
জাতীয় দলের দুই ক্রিকেটার ‘রেড জোনে’
ক্রীড়া প্রতিবেদক
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চালু করা নতুন কোভিড-১৯ ওয়েলনেস অ্যাপের রেড জোনে পাওয়া গেছে তরুণ পেস বোলিং অল-রাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন ও লেগ স্পিনার আমিনুল ইসলাম বিপ্লবকে। বিষয়টি এমন নয় যে তারা কোভিড-১৯ পরীক্ষা করিয়েছেন। কিন্ত অ্যাপে তথ্য ইনপুট দিয়ে রেড জোনে পড়ে গেছেন এই দুই ক্রিকেটার। অ্যাপে মোট ১৮টি প্রশ্ন রাখা আছে। ওই প্রশ্নের জবাবের ভিত্তিতেই অ্যাপটি বলে দিবে এই মুহূর্তে সংশ্লিষ্ট ক্রিকেটাররা কোন জোনে আছেন।
গত দুই দিন ধরে জ্বরে ভুগছেন সাইফুদ্দিন। তিনি খাবারের কোনো স্বাদ পাচ্ছেন না। আর বিপ্লব ভুগছেন শ্বাসকষ্টে। বিপ্লবও তাই উল্লেখ করেছিলেন। করোনা প্রশ্নে জবাব এসেছে নেগেটিভ। প্রথম ধাপে বিসিবি ৪০ ক্রিকেটারকে যুক্ত করেছে। যারা বোর্ডের নির্দেশনা মোতাবেক নিজেদের তথ্য দিতে শুরু করেছেন। পরের পর্বে অনুর্ধ-১৯ দলের ক্রিকেটারদের যুক্ত করা হবে এই অ্যাপে।
মেসির জন্মদিন পালন করে শাস্তি পেলেন ১৫ বাংলাদেশি
ক্রীড়া প্রতিবেদক
গ্রহের সেরা ফুটবলার মানা হয় লিওনেল মেসিকে। সারাবিশ্বে ছড়িয়ে আছে তার অসংখ্য ভক্ত-সমর্থক। রেকর্ড ছয়টি ব্যালন ডি’অরের মালিক ২৪জুন পা দিয়েছন ৩৩ বছর বয়সে।
বিশ্বের অন্যান্য দেশের মতো দিনটি স্মরণীয় করে রাখতে বার্সেলোনার আর্জেন্টাইন ফরোয়ার্ডের জন্মদিন পালন করা হয়েছে বাংলাদেশেও। তবে এই জন্মদিন উদযাপন করতে গিয়ে শাস্তি পেতে হলো কয়েকজন মেসিভক্তকে। করোনা ভাইরাস লকডাউন ভঙ্গ করে বার্সা অধিনায়কের জন্মদিন পালন করায় জরিমানা গুণতে হয়েছে ১৫ বাংলাদেশিকে। এক ক্যাফেতে মেসির জন্মদিন পালন করছিলেন কয়েকজন বাংলাদেশি। সে সময় ঐ ক্যাফেতে হঠাৎ অভিযান চালান ম্যাজিস্ট্রেট। করোনার মধ্যে একস্থানে জড়ো হয়ে লকডাউনের নিয়ম ভঙ্গ করায় উপস্থিত সেই ১৫ মেসি ভক্তদের প্রত্যেককে ১০০ টাকা করে জরিমানা করেন ম্যাজিস্ট্রেট।
প্রথমবারের মতো এমসিসিতে নারী প্রেসিডেন্ট
ক্রীড়া প্রতিবেদক
মেরিলিবোন ক্রিকেট কাবের (এমসিসি) ২৩৩ বছরের ইতিহাসে প্রথম নারী প্রেসিডেন্ট হতে যাচ্ছেন ইংল্যান্ড নারী ক্রিকেট দলের সাবেক অধিনায়ক কেয়ার কনর। বর্তমান প্রেসিডেন্ট কুমার সাঙ্গাকারার স্থলাভিষিক্ত হবেন তিনি।
বুধবার নিজেদের এজিএমের পর এমসিসির পক্ষ থেকে আনুষ্ঠানিক বিবৃতিতে জানানো হয়েছে এ তথ্য। আগামী বছর অর্থাৎ ২০২১ সালের ১ অক্টোবর থেকে শুরু হবে এমসিসি প্রধান হিসেবে কনরের যাত্রা। যা অব্যাহত থাকে ৩০ সেপ্টেম্বর ২০২২ পর্যন্ত। ২০০৫ সালে অ্যাশেজ জেতানোর দুই বছরের মধ্যে ইংল্যান্ডের নারী ক্রিকেটের প্রধানের দায়িত্ব দেয়া হয় কনরকে। ২০১১ সাল থেকে তিনি আইসিসির নারী ক্রিকেট কমিটির অংশ হিসেবে রয়েছে। এছাড়া ২০০৯ সালে এমসিসির আজীবন সদস্যপদ লাভ করেছেন তিনি।
হ্যাটট্রিকের স্বাদ পেল ম্যানইউ
ক্রীড়া প্রতিবেদক
ফুটবলে হ্যাটট্রিক অর্থাৎ এক ম্যাচ কোন খেলোয়াড়ের তিন গোল বলতেও যে কিছু রয়েছে, তা যেন ভুলেই গিয়েছিল ইংল্যান্ডের ঐতিহ্যবাহী কাব ম্যানচেস্টার ইউনাইটেড। ভুলে যাওয়াটাই স্বাভাবিক। কেননা ২০১৩ সালের পর যে ম্যান ইউর কোন ফুটবলার হ্যাটট্রিকই করতে পারছিলেন না।
অবশেষে দীর্ঘ অপেক্ষার সমাপ্তি ঘটালেন ম্যান ইউর ফ্রেঞ্চ স্ট্রাইকার অ্যান্থনি মার্শিয়াল। প্রায় সাত বছর পর ম্যান ইউর পক্ষে করলেন হ্যাটট্রিক। তার আগে সবশেষ ২০১৩ সালে স্যার অ্যালেক্স ফার্গুসনের অধীনে হয় শেষ হ্যাটট্রিক। সেটি করেছিলেন ডাচ স্ট্রাইকার রবিন ফন পার্সি। বুধবার রাতে মধ্যম সারির দল শেফিল্ড ইউনাইটেডের বিপক্ষে হ্যাটট্রিক করেছেন মার্শিয়াল। তার হ্যাটট্রিকের সুবাদেই ৩-০ গোলের জয় পেয়েছে ওলে গানার সুলশারের দল। টিকিয়ে রেখেছে লিগের শীর্ষ চারে থাকার সম্ভাবনা।
অভিষেকেই রোমেরোর রেকর্ড
ক্রীড়া প্রতিবেদক
নাম তার লুকা রোমেরো। অনেকে তাকে মেক্সিকান মেসি হিসেবেও চেনেন। আর তরুণ এই তারকা স্প্যানিশ লা লিগায় অভিষেকেই ৮০ বছরের পুরোনো এক রেকর্ড ভাঙলেন। রিয়াল মায়োর্কার হয়ে রিয়াল মাদ্রিদের বিপক্ষে মাঠে নেমেই লিগটির ইতিহাসে সবচেয়ে কমবয়সী ফুটবলার হিসেবে রেকর্ড গড়লেন তিনি।
মেক্সিকোয় জন্ম হলেও, বাবা আর্জেন্টাইন হওয়ায় সেখানেই যুব দলে খেলেন। আর কাব পর্যায়ে মায়োর্কার হয়ে এদিন মাত্র ১৫ বছর ২১৯ দিনে অভিষেক হয় তার। রোমেরো ভাঙলেন সানসনের রেকর্ড। যিনি ১৯৩৯-৪০ মৌসুমে সেল্টা ভিগোর হয়ে ১৫ বছর ২৫৫ দিনে লা লিগায় অভিষেক করেছিলেন। আলফার্দো দি স্তেফানো স্টেডিয়ামে মায়োর্কা তাকে ম্যাচে শেষ ছয় মিনিট থাকতে মাঠে নামায়। যদিও ম্যাচটি রিয়াল মাদ্রিদ ২-০ গোলে জয় পেয়েছে। তবে তরুণ এই তারকার দিকে নজর রয়েছে ইউরোপিয়ান বড় কাবগুলোর।
করোনায় নিউইয়র্ক সিটি ও বার্লিন ম্যারাথন বাতিল
ক্রীড়া প্রতিবেদক
বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের কারণে এবার নিউইয়র্ক সিটি ও বার্লিন ম্যারাথন বাতিল করা হয়েছে। এ বছর নিউইয়র্ক সিটি ম্যারাথন ১ নভেম্বর হওয়ার কথা ছিল। যেটি আসরটির ৫০তম ইভেন্ট হতো। নিউইয়র্ক সিটি ম্যারাথন বিশ্বের সবচেয়ে বড় ম্যারাথনগুলোর মধ্যে একটি। ২০১৯ সালে এই আসরে ৫৩ হাজার ৬৪০ জন শেষ করেছিলেন।
এদিকে আগামী ২৭ সেপ্টেম্বর বার্লিন ম্যারাথনের সূচি ছিল। তবে এটি বাতিল করা হলো কেননা এবার এখানে অংশগ্রহণকারীদের আনন্দ, উৎসব, সফলতার কোনো নিশ্চয়তা নেই। এর আগে লন্ডন ম্যারাথনের আয়োজকরা অবশ্য বলেছিল, তারা এখনও আশা ছাড়ছেন না। যেখানে আসরটি সূচি রয়েছে আগামী ৪ অক্টোবর।
আটালান্টার জয়ে চার পয়েন্টে এগিয়ে জুভেন্টাস
ক্রীড়া প্রতিবেদক
ম্যাচের ১১ মিনিটের মধ্যেই আটালান্টা ২-০ গোলে পিছিয়ে পড়েছিল। কিন্তু ম্যাচের সেই কঠিন পরিস্থিতিতে ঘুরে দাঁড়িয়ে শিরোপা প্রত্যাশী লাৎসিওকে হারিয়ে দিয়েছে তারা ৩-২ গোলে। ফলে লিগে রেকর্ড ২১ ম্যাচে অজেয় থাকার দৌড় থামল লাৎসিও’র।
মার্টেন ডি রুনের আত্মঘাতী গোলে ম্যাচের পঞ্চম মিনিটেই পিছিয়ে যায় আটালান্টা। ১১ মিনিটে সারগেজ মিলিনকোভিচ-সাভিচের গোলে ২-০ গোলের লিড নেয় লাৎসিও। পরে রবিন গোসেন (৩৮ মিনিটে), রুসলান মালিনোভস্কি (৬৬ মিনিটে) ও হোসে লুইস পালোমিনোর (৮০ মিনিটে) গোলে নিজেদের মাঠে জয় ছিনিয়ে নেয় আটালান্টা। আটালান্টার এই জয়ে লাভ হয়েছে জুভেন্টাসের। টানা নবমবারের মতো সেরি এ শিরোপা জয়ের পথে পরিষ্কার চার পয়েন্টে এগিয়ে রইল ক্রিশ্চিয়ানো রোনালদোর দল। এখন বাকি থাকা ১১ ম্যাচের মধ্যে ১০টি জিতলেই ইতালিয়ান লিগ শিরোপা ঘরে তুলবে জুভ শিবির।
লিগের অন্য ম্যাচে ঘরের মাঠে ইন্টার মিলান ৩-৩ গোলে ড্র করেছে সাসুলোর সঙ্গে। তবে এএস রোমা ২-১ গোলে হারিয়েছে সাম্পোদরিয়াকে।
শিরোপা থেকে দুই পয়েন্ট দূরে লিভারপুল
ক্রীড়া প্রতিবেদক
দেখতে দেখতে ৩০ বছর পেরিয়ে গেছে। কিন্তু প্রিমিয়ার লিগ শিরোপা উঠেনি লিভারপুলের ঘরে। অবশেষে সেই শিরোপা খরা কাটতে যাচ্ছে দ্য রেড শিবিরের। দর্শকহীন অ্যানফিল্ডে ক্রিস্টাল প্যালেসকে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে লিগ ট্রফি জয়ের খুব কাছে চলে গেছে লিভারপুল।
লিভারপুলের শিরোপা উৎসব পিছিয়ে দিতে হলে বৃহস্পতিবার চেলসির মাঠে ম্যানচেস্টার সিটিকে যে করেই হোক জিততেই হবে। তাদের অপেক্ষায় রাখতে জয়ের কোনো বিকল্প নেই ইতেহাদ শিবিরের সামনে। কোনো কারণে এ ম্যাচে কোচ পেপ গার্দিওলার দল পয়েন্ট হারালেই চ্যাম্পিয়নের তকমা গায়ে জড়িয়ে ফেলবে লিভারপুল। ক্রিস্টাল প্যালেসকে হারিয়েই শিরোপা জয়ের উৎসবটা করে ফেলতে পারত কোচ ইয়ুর্গেন কপের দল। কিন্তু এভারটনের মাঠে মার্সেসাইড ডার্বিতে গোল শূন্য ড্র করে লিভারপুল। সেজন্যই অপেক্ষা বেড়েছে তাদের। শিরোপা নিশ্চিত করতে অ্যানফিল্ড শিবিরের দরকার এখন শুধু দুটি পয়েন্ট।
আর্চার যোগ দিচ্ছেন ক্যাম্পে
ক্রীড়া প্রতিবেদক
করোনা শঙ্কা ছিল ইংল্যান্ডের পেসার জোফরা আর্চারকে নিয়ে। তাই চলমান ক্যাম্পে সঙ্গে সঙ্গে যোগ দিতে পারেননি। কারণ করোনা পরীক্ষার পর নেগেটিভ এলেই যোগ দিতে পারবেন, এমন বাধ্যবাধকতা ছিল। অবশেষে ‘নেগেটিভ’ হয়েই গতকাল বৃহস্পতিবার ক্যাম্পে যোগ দিলেন তিনি।
মূলত পরিবারের একজন সদস্য খুব অসুস্থ থাকাতেই করোনা শঙ্কার মাঝে পড়ে গিয়েছিলেন আর্চার। নিশ্চিত হতে পুরো পরিবারেরই করোনা পরীক্ষা করিয়েছিলেন। দ্বিতীয়বারের মতো নেগেটিভ হওয়ায় তিনি পুরোপুরি শঙ্কামুক্ত। এখন চলে আসেন অনুশীলনের ভেন্যু সাউদাম্পটনে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ খেলতে ইংলিশ ক্যাম্পে আছেন ৩০জন। ৪জুন থেকে সিরিজটি শুরু হওয়ার কথা থাকলেও করোনার কারণে প্রথম টেস্টটি শুরু হবে ৮জুলাই। পুরো সিরিজটি অনুষ্ঠিত হবে রুদ্ধদ্বার স্টেডিয়ামে ও জীবাণু সুরক্ষিত পরিবেশে।
এই মুহূর্তে ক্যাম্প হচ্ছে অ্যাজিয়াস বোলে। সিরিজ শুরুর আগে ইংলিশ দলের সবারই করোনা পরীক্ষা হয়ে গেছে। তাদের মধ্যে কেউই পজিটিভ হননি। এমন সুখবর নিয়ে ১জুলাই তিন দিনের প্রস্তুতি ম্যাচ দিয়ে সিরিজের আনুষ্ঠানিকতা শুরু করবে ইংল্যান্ড।
হাফিজের উপর চটেছে পিসিবি
ক্রীড়া প্রতিবেদক
বেশ কিছু কারণে আগেও মোহাম্মদ হাফিজের সঙ্গে ঝামেলা বাঁধে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি)। এবার যুক্তরাজ্য সফরের আগে হাফিজের কারণে আরেক দফা প্রশ্নবিদ্ধ হলো দেশটির ক্রিকেট বোর্ড।
পিসিবির দেয়া নির্দেশ অনুযায়ী ইংল্যান্ডের বিমান ধরার আগে দুই দফা করোনা পরীক্ষা করতে হবে ক্রিকেটার ও দল সংশ্লিষ্ট সবাইকে। তারই ধারায় দলে ডাক পাওয়া সবাই নিজ শহরে করোনা পরীক্ষায় করায়। প্রথমবারের পরীক্ষায় ১০ জনের করোনা আক্রান্তের খবর দেয় পিসিবি। এতে কোভিড পজিটিভ হওয়া খেলোয়াড়রা আইসোলেশনে চলে যান যে যার মতো। এই দশজনের একজন ছিলেন অল-রাউন্ডার মোহাম্মদ হাফিজও। তবে মোহাম্মদ হাফিজ সন্তুষ্ট হতে পারেননি করোনা পরীক্ষার ফলাফলে। তাই নিজ উদ্যোগে করোনা পরীক্ষা করান তিনি। এতেই বাঁধে বিপত্তি। পরীক্ষায় ফলাফল আসে করোনা নেগেটিভ! তার শরীরে করোনা ভাইরাসের কোনো অস্তিত্ব নেই। হাফিজ করোনা পরীক্ষার রিপোর্ট টুইট করে ভক্তদের জানান, তিনি করোনা পজিটিভ নন। যা এড়াতে পারেনি পিসিবিকে।
করোনা নেগেটিভ ইংলিশ ক্রিকেটাররা
ক্রীড়া প্রতিবেদক
ক্রিকেটার, সাপোর্ট স্টাফ, হোটেল স্টাফ ও ভেন্যু স্টাফ মিলিয়ে সাত শতাধিক ব্যক্তির করোনা পরীক্ষা করিয়েছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। প্রত্যেকেই নেগেটিভ হয়েছেন। করোনার বাধা পেরিয়ে আগামী জুলাইতেই নিশ্চিতভাবেই ক্রিকেট ফিরতে যাচ্ছে ইংল্যান্ডে।
ইসিবি এক বিবৃতিতে জানিয়েছে, ৩জুন থেকে ২৩জুনের মধ্যে বিভিন্ন গ্রুপের মাধ্যমে অ্যাজেস বোল ও ওল্ড ট্র্যাফোডে ৭০২ জনের করোনা পরীক্ষা করানো হয়েছে। আমরা নিশ্চিতভাবেই বলতে পারি ৭০২ জনই নেগেটিভ হয়েছে এই পরীক্ষায়। ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ খেলতে ইতোমধ্যেই দেশটিতে পৌঁছে কোয়ারেন্টিনে আছে ওয়েস্ট ইন্ডিজ দল। আগামী ৮জুলাই অ্যাজেস বোলে সিরিজের প্রথম টেস্ট শুরু হবে। সিরিজের দ্বিতীয় টেস্ট শুরু হবে ১৬ জুলাই এবং তৃতীয় টেস্ট শুরু হবে ২৪ জুলাই। শেষ ম্যাচ দুটির ভেন্যু ওল্ড ট্র্যাফোড। ওয়েস্ট ইন্ডিজের পড় পাকিস্তানের বিপক্ষে খেলার কথা ইংল্যান্ডের। তবে ইংল্যান্ড সফরের জন্য যে দল ঘোষণা করেছে পাকিস্তান, সেই দলে মোট দশ ক্রিকেটার করোনা পজিটিভ ধরা পড়ে।
১১ বলে ৫ উইকেট নিলেন রেইফার
ক্রীড়া প্রতিবেদক
গতকাল বৃহস্পতিবার ওল্ড ট্রাফোর্ডে ওয়েস্ট ইন্ডিজের প্রস্তুতি ম্যাচের দ্বিতীয় দিনে ১১ বলের ব্যবধানে ৫ উইকেট নিয়েছেন বাঁহাতি পেসার রেমন রেইফার। তাতে জ্যাসন হোল্ডারের একাদশের বিপক্ষে নিয়ন্ত্রণ নিয়েছে ক্রেইগ ব্রেথওয়েটের একাদশ।
ব্রেথওয়েট একাদশের করা ২৭৫ রানের জবাবে ব্যাট করতে নেমে মধ্যাহ্ন বিরতি পর্যন্ত ২ উইকেট হারিয়ে ৯৫ রান তোলে হোল্ডার একাদশ। এরপর অল্প সময়ের ব্যবধানে ৫ উইকেট নিয়ে হোল্ডার শিবিরে ধ্বস নামান রেইফার। তাতে ১১১ রান তুলতেই হারিয়ে বসে ৭ উইকেট। শেষ পর্যন্ত ১৯৩ রানের বেশি করতে পারেনি হোল্ডার একাদশ। ৮২ রানের লিড পায় ব্রেথওয়েট একাদশ। রেইফার একে একে ফেরান এনক্রুমা বোনার, জশুয়া ডি সিলভা, টেস্ট অধিনায়ক জ্যাসন হোল্ডার, শেইনি মোসেলে ও রাকিন কর্নওয়ালকে।
২০১৭ সালে ওয়েস্ট ইন্ডিজের হয়ে টেস্ট অভিষেক হওয়া রেইফার সাবেক অধিনায়ক ফয়েডের কাজিন। যদিও তার বলে কেমার রোচ, শ্যানন গ্যাব্রিয়েল ও আলজারি যোসেফের মতো পেস কিংবা ছিড়ে-ফুড়ে ফেলার মতো ভাব নেই। তবে মধ্যাহ্ন বিরতির পর তিনিও বল হাতে মুগ্ধ করেছেন নির্বাচকদের। ৬০ রান দিয়ে ৫ উইকেট নিয়ে দিন শেষ করেছেন রেইফার।
লকডাউনের নিয়ম ভাঙায় রবিন সিংয়ের গাড়ি বাজেয়াপ্ত
ক্রীড়া প্রতিবেদক
লকডাউনের নিয়ম ভঙ্গ করায় ভারতের সাবেক ক্রিকেটার রবিন সিংয়ের গাড়ি বাজেয়াপ্ত করেছে চেন্নাইয়ের পুলিশ। গতকাল বৃহস্পতিবার খবরটি নিশ্চিত করেছে মিড-ডে সহ ভারতের কয়েকটি গণমাধ্যম।
ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিসকে (আইএএনএস) এক পুলিশ কর্মকর্তা জানান, গত ২০জুন সকালে ইস্ট কোস্ট রোড (ইসিআর) থেকে আসছিলেন রবিন সিং। চেকিংয়ের সময় পুলিশ ওনার থেকে জরুরি প্রয়োজনে ভ্রমণ বা গাড়ি চালানোর কোনো বৈধ কারণ বা ই-পাস পায়নি। গাড়ি বাজেয়াপ্ত করলেও অবশ্য পুলিশের সঙ্গে ভালো ব্যবহার করেছেন ৫৬ বছর বয়সী এই সাবেক অলরাউন্ডার। এমনটাই জানিয়ে সেই পুলিশ কর্মকর্তা বলেন, ‘তিনি খুব নম্র ছিলেন। লকডাউনের নিয়ম ভঙ্গ করায় আমরা ওনার গাড়ি বাজেয়াপ্ত করেছি।’