স্টাফ রিপোর্টার
বৃহস্পতিবার দাতা সংস্থা Department of Foreign Affairs and Trade (DFAT) এর আর্থিক সহায়তায় COVID-19 Response for Vulnerable Children and Youth প্রকল্পের মাধ্যমে ইউসেপ খুলনা অঞ্চলের ৫টি বিদ্যালয়ের ৫৬৪ জন শিক্ষার্থীর মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কার্যক্রমের উদ্ধোধন করেন জনাব গোলাম মাঈনউদ্দিন হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), খুলনা।
উক্ত শিক্ষার্থীর মধ্যে ৪০৬ জন অতি দরিদ্র কন্যা শিশু, ৫৬ জন বিশেষ চাহিদা সম্পন্ন শিশু ও ১০২ জন ক্ষুদ্র নৃগোষ্ঠীর পিছিয়ে পড়া শিশু। খাদ্য সহায়তার এ প্যাকেজে প্রতি শিক্ষার্থীকে ১৫ কেজি চাল, ২ কেজি ডাল, ২ কেজি চিনি, ২ লি: ভোজ্য তেল, ১ কেজি লবণ, ২ কেজি আটা, ৪টি সাবান ও ১০টি করে মাস্ক প্রদান করা হয়। বিদ্যালয়গুলো হলো ইউসেপ সোনাডাঙ্গা স্কুল, ইউসেপ খালিশপুর স্কুল, ইউসেপ এম এ মজিদ স্কুল, ইউসেপ জোহরা সামাদ স্কুল ও ইউসেপ ওয়াজেদ আলী স্কুল।
প্রধান অতিথির বক্তব্যে গোলাম মাঈনউদ্দিন হাসান বলেন, বর্তমানে আমরা সকলেই খুবই কঠিন সময় পার করছি। এক অদৃশ্য শক্রর সাথে আমরা লড়াই করে যাচ্ছি এবং প্রতিনিয়তই শিখছি। এই অন্ধকার একসময় কেটে যাবে, সবকিছুই আবার স্বাভাবিক হবে। কিন্তু এর মধ্যেই হয়তো অনেক শিশু ঝরে পড়ার সম্ভাবনা আছে। এই ঝরে পড়া রোধে তিনি শিশুদের সাথে নিয়মিত যোগাযোগ রাখার জন্য অনুরোধ করেন। শারীরিক দূরত্ব বজায় রেখে সুবিধাবঞ্চিত শিশুদের মধ্যে ইউসেপ এর এই খাদ্য সহায়তা বিতরণের জন্য ধন্যবাদ দেন। তিনি কারিগরি শিক্ষার প্রসারে ইউসেপ বাংলাদেশের অবদানের প্রশংসা করেন উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ইউসেপ খুলনা অঞ্চলের রিজিওনাল ম্যানেজার মোহাম্মাদ কামরুজ্জামান, ইউসেপ সোনাডাঙ্গা স্কুলের প্রধান শিক্ষক জি. এম. হারুনুর রশীদ, ইউসেপ জোহরা সামাদ স্কুলের প্রধান শিক্ষক এলিজা পারভিন ও অন্যান্য শিক্ষকবৃন্দ।