সুস্থ হয়ে উঠছেন ডা. জাফরুল্লাহ, করছেন লেখালেখি

11
Spread the love

ঢাকা অফিস

সুস্থ হয়ে উঠছেন গণস্বাস্থ্য কেন্দ্রের অন্যতম ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী। শনিবার (২০ জুন) সন্ধ্যায় সাড়ে ছয়টা পর্যন্ত সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী, তার শারীরিক অবস্থাও ভালোর দিকে। একইসঙ্গে গণস্বাস্থ্য নগর হাসপাতালের কেবিনে বসে লিখছেন, ‘করোনা বনাম বিশ্ব পুঁজিবাদ: ২০২০-২১ বাংলাদেশ বাজেট’ সংক্রান্ত একটি আর্টিকেল। শনিবার (২০ জুন) সন্ধ্যা সোয়া সাতটার দিকে ফোন করা হলে ডা. জাফরুল্লাহ চৌধুরী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘কথা বলতে পারি না বেশি। সুস্থ হয়ে উঠছি। দেশবাসীর কাছে দোয়া চাই। লেখালেখি করছি সাধ্যমতো। সবাই দোয়া করবেন।’ জাতীয় ঐক্যফ্রন্টের দফতর বিভাগের দায়িত্বশীল জাহাঙ্গীর আলম মিন্টু শনিবার সন্ধ্যা সাতটার দিকে

জানান, ডা. জাফরুল্লাহ চৌধুরী বর্তমানে গণস্বাস্থ্য নগর হাসপাতালে অধ্যাপক ডা. ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মামুন মোস্তাফি এবং অধ্যাপক ডা. নাজিব মোহাম্মদের তত্ত্বাবধানে চিকিৎসাধীন আছেন। চিকিৎসকদের বরাত দিয়ে তিনি জানান, ডা. জাফরুল্লাহ চৌধুরীর ফুসফুসের সংক্রমণ আগের চেয়ে কমেছে। তাকে নিয়মিত অ্যান্টিবায়োটিক দেওয়া হচ্ছে। তার শারীরিক অবস্থা আগের চেয়ে আরও বেশি উন্নত বলে জানান জাহাঙ্গীর আলম। তিনি বলেন, ‘নিয়মিত কিডনি ডায়ালাইসিস করছেন জাফরুল্লাহ চৌধুরী। অক্সিজেন প্রয়োজন হয় না, তবে গলা ব্যথার জন্য কথা বলতে কষ্ট হয় তার।’ ‘জাফরুল্লাহ একটু একটু কথা বলতে পারেন এবং

ইশারায় আর লিখে উত্তর দেন’ জানিয়ে জাহাঙ্গীর আলম বলেন, ‘চিকিৎসকরা তাকে জরুরি প্রয়োজনে ছাড়া কথা বলতে নিষেধ করেছেন। তাকে আরেও বেশ কিছুদিন দিন হাসপাতালে থেকে চিকিৎসা নিতে হবে।’ জাহাঙ্গীর আলম বলেন, ‘নিয়মিত খাওয়া দাওয়া আর লেখালেখি নিয়ে ব্যস্ত জাফরুল্লাহ চৌধুরী। হাসপাতালে বসে ‘করোনা বনাম বিশ্ব পুঁজিবাদ: ২০২০-২১ বাংলাদেশ বাজেট’ শীর্ষক আর্টিকেল লিখছেন। চিকিৎসাধীন অবস্থায় গণস্বাস্থ্যের স্থাপিত হাসপাতালসহ বিভিন্ন প্রতিষ্ঠানের খোঁজ-খবরও নিচ্ছেন তিনি।’