‘রিসালদার মোসলেমউদ্দিনের গ্রেপ্তারের খবর ঢাকার কাছে নেই’

1

খুলনাঞ্চল রিপোর্ট:

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনি রিসালদার (বরখাস্ত) মোসলেমউদ্দিনের গ্রেপ্তারের কোনও তথ‌্য ঢাকার কাছে নেই বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেন, ‘তাকে (রিসালদার মোসলেমউদ্দিন) আমাদের কাছে হস্তান্তর বা গ্রেপ্তারের কোনও তথ্য নেই। গণমাধ্যমের খবরের কারণে গত দুই মাস আগে এ বিষয়ে জানতে ভারতে অবস্থিত বাংলাদেশের হাইকমিশন ও উপ-হাইকমিশনে চিঠিও দেওয়া হয়। কিন্তু তারা এখনও আনুষ্ঠানিকভাবে কিছুই জানায়নি। এছাড়া কূটনীতিক পর্যায়েও খোঁজ-খবর নেওয়া হয়েছে। কিন্তু কেউ তার গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করতে পারেনি।’

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘আমাদের কাছে এমন কোনও তথ্য নেই। তাহলে কীভাবে তাকে আমাদের কাছে হস্তান্তর করা হয়েছে?। বিষয়টি নিয়ে দুই দেশের রাষ্ট্রীয় পর্যায় থেকেও জানানো হয়নি।’

ভারতীয় গণমাধ্যম কীসের ভিত্তিতে খবর দিচ্ছে—এমন প্রশ্নে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সেটা তারাই ভালো বলতে পারবে। তাকে গ্রেপ্তার বা আনুষ্ঠানিকভাবে পেলে অবশ্যই জানানো হবে।’

তবে সম্প্রতি ভারতের দৈনিক আনন্দবাজারসহ বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ‘মোসলেউদ্দিনকে উত্তর চব্বিশ পরগনার একটি গ্রাম থেকে আটক করা হয়। লকডাউনের সময় এ দেশ থেকে মোসলেউদ্দিনকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়ায় সমস্যা হতে পারে বলে ঢাকা বিষয়টি ভারতের গোয়েন্দাদের জানায়।

ভারতীয় গোয়েন্দারা তাকে কার্যত তাড়িয়ে সীমান্তের কোনও একটি অরক্ষিত এলাকা দিয়ে বাংলাদেশের গোয়েন্দাদের হাতে তুলে দেয়। উত্তর ২৪ পরগনার একটি আধাশহরে ইউনানি চিকিৎসক সেজে ভাড়া থাকছিলেন মোসলেউদ্দিন। এর আগে ফাঁসি হওয়া বঙ্গবন্ধুর আরেক খুনি আবদুল মাজেদ মোসলেউদ্দিনের খবর গোয়েন্দাদের জানান।

এদিকে, এ বিষয়ে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট প্রধান মনিরুল ইসলাম বলেন, ‘এরকম খবর থাকলে তো আমরা গণমাধ্যমে জানাতাম। এর আগে মাজেদকে গ্রেপ্তারের পর  গণমাধ্যমের সামনে আমরা তুলে ধরেছি।’