খবর বিজ্ঞপ্তি:
কোভিড১৯ এর মহামারী সময়ে কিশোর-কিশোরী এবং তরুনদের প্রজনন স্বাস্থ্য অধিকার নিশ্চিতকরন এবং এ সংক্রান্ত প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে আজ বৃহস্পতিবার ‘খুলনা বিভাগীয় অনলাইন মিটিং (ওয়েবিনার)’ সম্পন্ন করেছে সিরাক বাংলাদেশ খুলনা ডিভিশন।
সিরাক-বাংলাদেশ এর এসোসিয়েট প্রোগ্রাম অফিসার নুসরাত শারমিন রেশমার সঞ্চালনায়, খুলনা ডিভিশনের প্রায় ৩০ জন তরুন সহ এই ভার্চুয়াল আলোচনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খুলনা জেলা পরিবার পরিকল্পণা কর্মকর্তা মোঃ আব্দুল আলীম।
ঘন্টাব্যাপী এই অনুষ্ঠানে তিনি কোভিড ১৯ পরিস্থিতিতে কৈশোর বান্ধব সেবা কেন্দ্রের অবস্থা, এই পরিস্থিতিতে কিশোর-কিশোরী ও তরুণদের নিয়ে ডিজিএফপি গৃহীত কার্যক্রম নিয়ে সময়োপযোগী আলোচনা করেন। তিনি বলেন, সরকার স্কুল পর্যায়ে কিশোর-কিশোরীদের স্বাস্থ্যসেবা উন্নয়নে যে কার্যক্রম হাতে নিয়েছে তা বাস্তবায়ন হলে তাদের স্বাস্থ্যসেবা আরো বেশি নিশ্চিত হবে। মিটিংয়ে আলোচক হিসেবে অংশ নিয়েছিলেন মাছরাঙ্গা টেলিভিশনের খুলনা জেলার বিশেষ প্রতিনিধি, সাংবাদিক মোস্তফা জামাল পপলু।
তিনি তার আলোচনায় কোভিড ১৯ পরিস্থিতিতে কিশোর-কিশোরীদের স্বাস্থ্যসেবার বাস্তব চিত্র তুলে ধরেন। তিনি কিশোর-কিশোরী আর ইয়ুথদের ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে সচেতন হওয়ার পরামর্শ দেন।
অনুষ্ঠানে অংশগ্রণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর এবং পরামর্শ দেন অতিথিবৃন্দ। ভার্চুয়াল সংলাপের শুরুতেই প্রজনন স্বাস্থ্য অধিকার নিশ্চিতকরণে তরুণদের ভাবনা বিষয়ে একটি উপস্থাপনা তুলে ধরেন সিরাক- বাংলাদেশ এর অ্যাসোসিয়েট প্রোগ্রাম অফিসার নুসরাত শারমিন রেশমা।
উপস্থাপনায় উল্লেখ করা হয়, অধিকাংশ কিশোর-কিশোরীরা তাদের যৌন ও প্রজনন স্বাস্থ্য সম্পর্কে পরিবারে সদস্যদের সঙ্গে আলোচনা করতে ভয় ও লজ্জা পায়। বর্তমানে বিশ্বে ২১৪ মিলিয়ন কিশোর কিশোরী এবং নারী পরিবার পরিকল্পনা জন্ম নিরোধক এর সঠিক তথ্য পাচ্ছে না।
উল্লেখ্য, সিরাক বাংলাদেশ কিশোর-কিশোরিদের প্রজনন স্বাস্থ্য এবং পরিবার পরিকল্পনা নিয়ে কাজ করা একটি দেশীয় সংগঠণ। দেশের ৮টি ডিভিশনে সংগঠণটি কাজ করে যাচ্ছে।