ক্রীড়া প্রতিবেদক
বাংলাদেশ জাতীয় ফুটবল দলের প্রধান কোচ জেমি ডে’র সঙ্গে দুই বছরের জন্য চুক্তি নবায়ন করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। এরপরই বাফুফের ন্যাশনাল টিম কমিটি এক সভায় বসেছিল কিভাবে ফুটবলকে মাঠে গড়োনো যায়। সামনে বিশ্বকাপ ফুটবলের বাছাইপর্বের ম্যাচ রয়েছে। তাই সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যে জাতীয় দলের ক্যাম্পে ডাক পাওয়া সকল ফুটবলারদের আগে করোনা পরীক্ষা করা হবে। তারপরই অনুশীলনের অনুমতি দেয়া হবে।
গতকাল বুধবার ন্যাশনাল টিম কমিটির সভা শেষে একথা জানিয়েছেন, কমিটির চেয়ারম্যান কাজী নাবিল আহমেদ। তিনি জানান স্বাস্থ্যবিধি মেনে আগে প্রত্যেক ফুটবলারকে করোনা পরীক্ষা করানো হবে এবং দুই সপ্তাহের জন্য আইসোলেশনে রাখা হবে তাদের। সব প্রক্রিয়া শেষ হলেই অনুশীলনের ছাড়পত্র দেওয়া হবে। নাবিল আহমেদ বলেন, ‘আগস্টের শুরুতে প্রাথমিকভাবে ৪৪ জন খেলোয়াড়কে ক্যাম্পে ডাকা হবে। ক্যাম্পের জন্য ঢাকা কিংবা ঢাকার বাইরে সুবিধাজনক পরিবেশে জায়গা খোঁজা হচ্ছে। ক্যাম্পের শুরুতেই প্রত্যেক খেলোয়াড়কে করোনা পরীক্ষা করানোর পর দুই সপ্তাহ আইসোলেশনে রাখা হবে। এর পর শুরু হবে দলীয় অনুশীলন।’ তবে ৪৪জনের ক্যাম্প থেকে ফুটবলারের সংখ্যা কমিয়ে আনা হবে। তিনি বলেন, ‘আমরা আগস্টের প্রথম সপ্তাহ থেকেই ক্যাম্পের প্রক্রিয়া শুরু করব। ২০-২২ আগস্ট ক্যাম্প শুরু হবে। কোচ এলে তাকেও আইসোলেশনে থাকতে হবে। ধাপে ধাপে খেলোয়াড় ডেকে তাদের সবাইকে করোনা ভাইরাস টেস্ট করানো হবে। এজন্য আমরা ৪৪জন খেলোয়াড় ডাকব। তারপর সবার টেস্ট করে দ্রুততম সময়ের মধ্যে ৩৫ বা ৩০ জনের দল নামিয়ে আনা হবে।’
তবে প্রধান কোচ জেমি ডে প্রস্তাব করেছেন দেশের বাহিরে কোথায় ক্যাম্প করার জন্য। এই প্রসঙ্গে ন্যাশনাল টিম কমিটির চেয়ারম্যান বলেন, ‘ক্যাম্প দেশের বাইরে হওয়াটা নির্ভর করছে সেই সময় করো পরিস্থিতি কেমন থাকবে সেটার ওপর। আমরা কোনো দেশে ক্যাম্প করতে চাইলে সেই দেশ আমাদের নেবে কি না সেটাও দেখতে হবে, আন্তর্জাতিক ফাইটের বিষয়ও আছে- এসব কিছু বিবেচনা করেই দেশের বাইরে ক্যাম্প হবে কি না- সে সিদ্ধান্ত নেয়া হবে।’
টানা অষ্টমবারের মতো চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ
ক্রীড়া প্রতিবেদক
জার্মানির শীর্ষপর্যায়ের ফুটবল লিগের কেতাবি নাম বুন্দেসলিগা। তবে গত কয়েক মৌসুম ধরেই অনেক টিপ্পনী কেটে এটিকে ‘বায়ার্নলিগা’ও বলে থাকেন। অবশ্য তারা বলবেনই না কেন! জার্মান লিগে যে একচ্ছত্র আধিপত্য চলে মিউনিখের এ দলটির।
মঙ্গলবার রাতে টানা অষ্টমবারের মতো বুন্দেসলিগার চ্যাম্পিয়ন হয়েছে বায়ার্ন। ওয়ের্ডার ব্রেমেনকে ১-০ গোলে হারিয়ে দুই ম্যাচ হাতে রেখেই শিরোপা নিশ্চিত করে কাবটি। টুর্নামেন্টের ইতিহাসে এটি তাদের রেকর্ড ৩০তম শিরোপা। করোনা বিরতির পর চ্যাম্পিয়ন হওয়ার জন্য বাকি থাকা ৯ ম্যাচ থেকে ২১ পয়েন্ট পেলেই হতো হানস ফিকের শিষ্যদের। তবে রবার্তো লেওয়ানডোস্কি, থমাস মুলারদের এত অপেক্ষা সইছিল না। তাই টানা ৭ জয়েই ২১ পয়েন্ট নিয়ে শিরোপা নিশ্চিত করে গেলেছেন তারা। পুরো মৌসুম জুড়েই দুর্দান্ত পারফরম্যান্স করতে থাকা লেওয়ানডোস্কির পা থেকেই এসেছে বায়ার্নের শিরোপাসূচক গোলটি। ব্রেমেনের বিপক্ষে ম্যাচের ৪৩ মিনিটে তিনি ভেঙেছেন গোলের তালা, দলকে এনে দিয়েছেন শিরোপা।
চলতি লিগে এটি লেওয়ানডোস্কির ৩১তম গোল আর মৌসুমে ৪৬তম গোল। ইউরোপের শীর্ষ পাঁচ লিগের মধ্যে তিনিই সবার ওপরে। বরুশিয়া ডর্টমুন্ডের তরুণ ফরোয়ার্ড হালান্ডও রয়েছেন কাছাকাছি। এছাড়া মৃদু সম্ভাবনা রয়েছে লিওনেল মেসিরও। অন্যথায় এবারের গোল্ডেন বুট পাবেন লেওয়ানডোস্কিই। এদিকে চ্যাম্পিয়ন হয়ে গেলেও এখনই হয়তো আনুষ্ঠানিকভাবে শিরোপা হাতে তুলে দেয়া হবে না বায়ার্নের। লিগের বাকি দুই ম্যাচ খেলার পরই নিজেদের টানা অষ্টম ও সবমিলিয়ে ৩০তম শিরোপাটি হাতে নেবে তারা। বাকি দুই ম্যাচে বায়ার্নের প্রতিপক্ষ ফ্রেইবার্গ ও ওলফসবার্গ।
লিগের ৩২ ম্যাচ শেষে ২৪ জয় ও ৪ জয়ে বায়ার্নের সংগ্রহ ৭৬ পয়েন্ট। এক ম্যাচ কম খেলা বরুশিয়া ডর্টমুন্ডের ঝুলিতে রয়েছে ৬৬ পয়েন্ট। বাকি তিন ম্যাচে তারা পূর্ণ ৯ পয়েন্ট পেলেও হবে ৭৫, ফলে দুই ম্যাচ বাকি থাকতেই শিরোপা নিশ্চিত হয়ে গেছে বায়ার্নের।
নির্বাচন না করতে বাফুফেকে পরামর্শ ফিফার
ক্রীড়া প্রতিবেদক
করোনা মহামারী চলাকালে নির্বাচনী কর্মকান্ড স্থগিত রাখার জন্য বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে) পরামর্শ দিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা।
ফেডারেশনের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ বলেছেন, ‘মঙ্গলবার আমরা ফিফার কাছ থেকে এমন নির্দেশনামূলক একটি পত্র পেয়েছি। ওই চিঠিতে করোনা মহামারী চলাকালে সব ধরনের নির্বাচনী কর্মকা- থেকে বিরত থাকার পরামর্শ দেয়া হয়েছে। বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন বিষয়ে সর্বশেষ তথ্য জানানোর জন্যও নির্দেশনা দিয়েছে ফিফা।’
গত ২০ এপ্রিল অনুষ্ঠিত হবার কথা ছিল বহুল আলোচিত এই নির্বাচন। কিন্তু ২৭ মার্চ অনুষ্ঠিত কার্যনির্বাহী কমিটির বৈঠকে করোনা মহামারীর সময় নির্বাচন নিয়ে বিভিন্ন প্রতিনিধি উদ্বেগ প্রকাশ করলে সেটি স্থগিত করা হয়। পরে ফিফা বর্তমান কমিটির মেয়াদও বাড়িয়ে দেয়। কারণ ৩০ এপ্রিল শেষ হয়েছে বর্তমান কমিটির মেয়াদ। এক চিঠিতে বাংলাদেশে করোনাভাইরাসের উন্নতি না ঘটা পর্যন্ত নির্বাচন স্থগিত রাখার নির্দেশনা জারি করে ফিফা। মার্চে নির্বাচন বন্ধ হলেও নির্বাচনের প্রস্তুতিমুলক কর্মকা- অব্যাহত রেখেছে বাফুফে। এ সময় তারা চুড়ান্ত করেছে ভোটার তালিকাও।
নারী ফুটবলারদের প্রস্তুত থাকার নির্দেশ
ক্রীড়া প্রতিবেদক
এই তো কয়েকদিন আগে নারী ফুটবল দলের প্রধান কোচ গোলাম রব্বানী ছোটন তার খেলোয়াড়দের ফিটনেস ধরে রাখতে প্রয়োজনে বাড়ির উঠান ব্যবহারের নির্দেশনা দিয়েছেন।
কোচের নির্দেশনা পাওয়ার পর নারী ফুটবলারদের অনেকে কাকডাকা ভোরে আশপাশের মাঠ কিংবা খোলা জায়গায় গিয়ে শরীরচর্চা শুরু করেন। যার যে সুযোগ আছে তা ব্যবহার করে নিজেদের ফিটনেস লেভেল বাড়ানোর চেষ্টায় সাবিনা-মৌসুমী আর মারিয়ারা। সেই নির্দেশনা এবার আসলো বাফুফের মহিলা কমিটির পক্ষ থেকেই। গতকাল বুধবার বাফুফের সদস্য ও মহিলা ফুটবল কমিটির চেয়ারপার্সন মাহফুজা আক্তার কিরণ ভার্চুয়াল সভা করেছেন নারী ফুটবলারদের সঙ্গে। সভায় ছিলেন প্রধান কোচ গোলাম রব্বানী ছোটন, সহকারী কোচ মাহবুবুর রহমান লিটু, মাহমুদা আক্তার অনন্যা, মহিলা দলের কর্মকর্তা সুইনু প্রু মারমা।
কাজী শামীম আহসান এর ভাইয়ের ইন্তেকালে ক্রীড়া সংস্থার শোক
ক্রীড়া প্রতিবেদক
খুলনা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক কাজী শামীম আহসান এর ভাই কাজী আকতারুজ্জামান বুলবুল (৬৭) ইন্তেকাল করেছেন (ইন্না –রাজিউন)। ১৬জুন রাত সাড়ে ৮টায় মসজিদে অযুরত অবস্থায় হৃদযন্ত্রের ক্রীয়া বন্ধ হয়ে মাদারীপুরে তিনি ইন্তেকাল করেন।
কাজী আকতারুজ্জামান বুলবুল এর ইন্তেকালে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন খুলনা জেলা ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দ। নেতৃবৃন্দরা হলেন সংস্থার সহ-সভাপতি এ্যাড. মো. সাইফুল ইসলাম, আলহাজ্ব এসএম মোর্ত্তজা রশিদী দারা, মুস্তাফিজুর রহমান বাবলু, আজমল আহম্মেদ তপন, অতিরিক্ত সাধারণ সম্পাদক হাজ্বী মো. মোতালেব মিয়া, যুগ্ম-সম্পাদক শেখ হেমায়েত উল্লাহ, জিএম রেজাউল ইসলাম, কোষাধ্যক্ষ হাসান জহীর মুকুল, কার্যনির্বাহী পরিষদ সদস্য এসএম খালেদীন রশিদী সুকর্ন, মো. মোমতাজ আহমেদ তুহিন, মোল্লা খায়রুল ইসলাম, ফরহাদ নেওয়াজ শিমু, মো. সুজন আহম্মেদ, মনোয়ার আলী মনু, শরীফ মো. বদরুজ্জামান মামুন, নাজমুস সাদাত সুমন, এসএম ইনামুল কবীর মন্নু, কনক রহমান, ফয়সাল আহম্মেদ পপা, এস ওয়াহিদুর রহমান বাবু, খান নজরুল ইসলাম, এবিএম কামরুজ্জামান, শাহানাজ ফাতেমা আজাদ মৌরী, পারভীন রহমান।
উয়েফা চ্যাম্পিয়নস লিগ শুরু ৭আগস্ট
ক্রীড়া প্রতিবেদক
অবশেষে চলতি চ্যাম্পিয়নস লিগের পূর্ণ সূচি ঘোষণা করেছে উয়েফা। আগামী ৭আগস্ট থেকে পুনরায় শুরু হতে যাচ্ছে চ্যাম্পিয়নস লিগের মৌসুমের বাকি আসর। পর্তুগালের লিসবনে ২৩ আগস্টের ফাইনাল দিয়ে যার পর্দা নামবে। এবারের চ্যাম্পিয়নস লিগ অনেকটা মিনি টুর্নামেন্টের মতো আয়োজন করা হবে। কোয়ার্টার বা সেমিফাইনালে এবার সরাসরি নকআউট স্টেজের ম্যাচ হবে।
সাধারণত চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনাল এবং সেমিফাইনালে দুই লেগ করে খেলা হয়ে থাকে। তবে চলতি বছর করোনাভাইরাস বিপর্যয়ের কথা মাথায় রেখে এক লেগ করে আয়োজনের পরিকল্পনা করছে উয়েফা কর্তৃপক্ষ। টুর্নামেন্টটি স্থগিত হওয়ার আগে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে প্যারিস সেইন্ট জার্মেই, লাইপজিগ, অ্যাটলেটিকো মাদ্রিদ এবং আতালান্তা।
মেসি-ফাতির গোলে বার্সার জয়
ক্রীড়া প্রতিবেদক
আনসু ফাতি ও লিওনেল মেসির গোলে একেবারে তলানির দল লেগানেসের বিপক্ষে ২-০ গোলে জয় পেল বার্সেলোনা। প্রথমার্ধের শেষ দিকে ফাতি স্বাগতিকদের এগিয়ে নেওয়ার পর দ্বিতীয়ার্ধে ব্যবধান বাড়িয়ে জয় নিশ্চিত করেন মেসি।
মঙ্গলবার ঘরের মাঠ ক্যাম্প ন্যুয়ে পুঁচকে দল লেগানেসকে আতিথেয়তা জানায় বার্সা। তবে স্বাগতিকরা পাঁচ পরিবতর্ন নিয়ে মাঠে নামায় লেগানেস ভালোই দাপুটে শুরু করে। শুরুতেই দুবার বার্সার রক্ষণ কাপিয়ে দেয় সফরকারীরা। অবশ্য নিজেদের গুছিয়ে নিতে বেশি সময় নেয়নি বার্সা। ইভান রাকিতিচের ৩০তম মিনিটে চমৎকার ক্রসে গোল করতে ব্যর্থ হন অঁতোয়ান গ্রিজমান। কিন্তু ৪২তম মিনিটে এগিয়ে যায় স্বাগতিকরা। জুনিয়র ফিরপোর পাস থেকে গোলটি করেন ফাতি। দ্বিতীয়ার্ধে ৬৯তম মিনিটে গোল করেন মেসি। পেনাল্টি কিক থেকে ব্যবধান দ্বিগুণ করে জয় নিশ্চিত করেন আর্জেন্টাইন অধিনায়ক। ডি-বক্সে ফাউলের শিকার হওয়ার পর রেফারি পেনাল্টির বাঁশি বাজান।
নিষিদ্ধ দ্রুততম মানব কোলম্যান
ক্রীড়া প্রতিবেদক
করোনার দুঃসময়ে গৃহবন্দী হয়েই ছিলেন তিনি। ট্র্যাকে নামার সুযোগই মিলছিল না। ঠিক তখনই পেলেন দুঃসংবাদ! টানা তৃতীয়বার ডোপ টেস্টে হাজির না হওয়ায় নিষিদ্ধ ক্রিস্টিয়ান কোলম্যান। ১০০ মিটার স্প্রিন্টে বর্তমান চ্যাম্পিয়নকে সাময়িক নিষিদ্ধ করেছে অ্যাথলেটিকস ইনটেগ্রিটি ইউনিট (এআইইউ)।
গত বছরের ৯ ডিসেম্বর ডোপ টেস্ট দিতে ডাকা হয় তাকে। এর আগেও দুবার ডাক মিলেছিল। কিন্তু তিনবারই অনুপস্থিত! ব্যস, তার পথ ধরেই এবার নিষিদ্ধ হয়ে গেলেন ২৪ বছর বয়সী যুক্তরাষ্ট্রের এ অ্যাথলিট। যদিও কোলম্যান বলছেন ভিন্ন কথা। তার দাবি ডোপ টেস্টের সময় বড় দিন উপলক্ষে শপিং করতে বাইরে ছিলেন। তার বাড়িতে আসার আগে কোনো সংবাদ দেয়নি কমিটির লোকজন।
সাবেক স্নুকার উইলি থ্রোনের মৃত্যু
ক্রীড়া প্রতিবেদক
চলে গেলেন সাবেক স্নুকার তারকা ও বিবিসি ধারাভাষ্যকার উইলি থ্রোন (৬৬)। গত মার্চে থ্রোনের শরীরে লিউকোমিয়া ধরা পড়ে। আর গত সপ্তাহে তাকে স্পেনের একটি হাসপাতালে নিম্ন রক্তচাপের কারণে জরুরি ভিত্তিতে ভর্তি করা হয়।
এর আগে ২০০১ সালে থ্রোন পেশাদারি স্নুকার থেকে অবসর নেন। পরে দীর্ঘদিন বিবিসির ধারাভাষ্যকার হিসেবে কাজ করেছেন। নিজের খেলোয়াড়ি ক্যারিয়ারে থ্রোন দুবার বিশ্ব চ্যাম্পিয়নসশিপের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছিলেন। আর ১৯৮৫ সালে মার্কেন্টাইল ক্রেডিট ক্যাসিক জেতেন।
জাভি সানচেজকে স্থায়ীভাবে ছেড়ে দিচ্ছে রিয়াল
ক্রীড়া প্রতিবেদক
রিয়াল ভায়াদোলিদের কাছে স্থায়ীভাবে ডিফেন্ডার জাভি সানচেজকে ছেড়ে দেবার বিষয়টি নিশ্চিত করেছে রিয়াল মাদ্রিদ। এবারের মৌসুমে ভায়াদোলিদে ধারে খেলতে গিয়েছিলেন সানচেজ। আর সেখানে গিয়ে কোচ সার্জিও গঞ্জালেজের আস্থার প্রতিদান বেশ ভালভাবেই দিয়েছেন এই ডিফেন্ডার।
লস ব্ল্যাঙ্কোসদের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘জাভি সানচেজের ট্রান্সফারের ব্যপারে রিয়াল মাদ্রিদ ও রিয়াল ভায়াদোলিদ সমঝোতায় পৌঁছেছে। ২০০৫ সালে মাত্র আট বছর বয়সে জাভি সানচেজ আমাদের একাডেমিতে যোগ দিয়েছিলেন। তখন থেকেই তার মধ্যে একজন ভাল ফুটবলারের সব ধরনের প্রতিভা লক্ষ্য করা গেছে। দিনে দিনে সে নিজেকে একজন দক্ষ পেশাদার ফুটবলার হিসেবে গড়ে তুলেছিল। ক্যারিয়ারের পরবর্তী ধাপে তার জন্য শুভকামনা রইল।’
টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করতে চায় নিউজিল্যান্ড
ক্রীড়া প্রতিবেদক
করোনার প্রাদুর্ভাবে ঝুলে আছে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপের ভাগ্য। দফায় দফায় বৈঠক করে ও সময় নিয়েও কোন সিদ্ধান্ত নিতে পারেনি ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। সময়ের সাথে সাথে শঙ্কা বাড়ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন নিয়ে।
এদিকে নিজেদের করোনামুক্ত দেশ হিসেবে স্বীকৃতি দিয়েছে নিউজিল্যান্ড সরকার। তাই তো আইসিসি চাইলে অস্ট্রেলিয়ার পরিবর্তে টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক হতে চায় নিউজিল্যান্ড। টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক হওয়ার ব্যাপারে সংবাদ সংস্থা এএনআই কে নিউজিল্যান্ডের ক্রীড়ামন্ত্রী গ্র্যান্ট রবার্টসন বলেন, এই সিদ্ধান্ত পুরোপুরি আইসিসির। বছরের শুরুতে বেশ সফলতার সাথে নারী বিশ্বকাপ আয়োজন করেছে অস্ট্রেলিয়া। আমি নিশ্চিত সবাই আশাবাদী যে পুরুষদের বিশ্বকাপও পরিকল্পনা অনুযায়ী হবে।
নতুন ফরম্যাটের ক্রিকেট নিয়ে ফিরছে দক্ষিণ আফ্রিকা
ক্রীড়া প্রতিবেদক
করোনার কারণে স্থগিত থাকা ক্রিকেট আবারও ফিরতে শুরু করেছে। আর ক্রিকেট ফেরানো দেশের তালিকায় শুরুর দিকেই আছে দক্ষিণ আফ্রিকা। আগামী ২৭জুন স্বল্প পরিসরে ক্রিকেট ফিরতে চলেছে দেশটিতে। তবে এই ফেরার মধ্যে চমক আছে। এই চমক হচ্ছে, তিন দলীয় ফরম্যাট। অর্থাৎ একই ম্যাচে তিন দল প্রতিদ্বন্দ্বিতা করবে।
সেঞ্চুরিয়নের সুপারস্পোর্ট পার্কে ‘সলিডারিটি কাপ’ নামের এই পরীক্ষামূলক তিন দলীয় ফরম্যাটের এই ম্যাচটি আদতে হবে চ্যারিটি ম্যাচ। এই ম্যাচ থেকে প্রাপ্ত অর্থ করোনায় ক্ষতিগ্রস্তদের সাহায্যার্থে ব্যয় করা হবে। দর্শকশূন্য মাঠে খেলা হবে এই ম্যাচ। এধরনের ম্যাচ আয়োজনের জন্য যে নিরাপত্তা ব্যবস্থার প্রয়োজন তার একটা পরীক্ষাও হয়ে যাবে বলে আশা করছে সিএসএ।
অদ্ভুত এই ফরম্যাট কেমন হবে সে ধারণাও দিয়েছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ)। ৩৬ ওভারের ম্যাচকে দুই ভাগে ভাগ করে খেলা হবে, যেখানে তিন দলে খেলোয়াড় থাকবে ৮ জন করে। প্রতি দল একে অন্যের বিপক্ষে ১২ ওভার করে ব্যাট করবে। একজন বোলার সর্বোচ্চ ৩ ওভার করে বল করতে পারবে।
ম্যাচের দ্বিতীয়ার্ধে, আগের ইনিংসে যে দলের রান বেশি ছিল তারা আগে ব্যাট করবে। দলের শেষ ব্যাটসম্যান রয়ে যাবেন। অর্থাৎ, যদি প্রথম ইনিংসে কোনো দলের ৭ উইকেট পড়ে, তাহলে শেষ ব্যাটসম্যান দ্বিতীয় ইনিংসে সেখান থেকেই শুরু করতে পারবে। রানের সংখ্যার ভিত্তিতে দলগুলোকে স্বর্ণ, রৌপ্য এবং ব্রোঞ্জ পদক প্রদান করা হবে।
গ্রায়েম হিকসহ ক্রিকেট অস্ট্রেলিয়ায় চাকরিচ্যুত ৪০
ক্রীড়া প্রতিবেদক
ঢেলে সাজানো হয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। কমানো হলো সংস্থার লোকবল। নতুন এই সিদ্ধান্তে ৪০জন কর্মী চাকরি হারালেন। এতে করে সিএ’র খরচ কমবে ৪০ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার। বৈশ্বিক করোনাভাইরাস মহামারীর কারণে আর্থিক সঙ্কট মোকাবেলায় খরচ কমানোর এ সিদ্ধান্ত নিয়েছে দেশটির ক্রিকেটের সর্বোচ্চ সংস্থার কর্তা-ব্যক্তিরা।
চাকরি হারালেন ২০১৬ সালে থেকে জাতীয় দলের ব্যাটিং কোচ হিসেবে কাজ করতে থাকা গ্রায়েম হিকও। যারা চাকরি হারিয়েছেন তাদের মধ্যে সবচেয়ে হাই-প্রোফাইল মুখ হলেন গ্রায়েম হিক। আর নির্বাহী পর্যায়ে হচ্ছে বেতন কাটছাঁট। সিইও কেভিন রবার্টস সরে দাঁড়ানোয় ভারপ্রাপ্ত হিসেবে তার স্থলাভিষিক্ত হয়েছেন নিক হকলি। শীর্ষ পর্যায়ে এই পরিবর্তনের ২৪ ঘণ্টা পরই এলো খারাপ খবরটি। তবে সিএ চেয়ারম্যান আর্ল এডিংস জানিয়েছেন, শেফিল্ড শিল্ড, মার্শ কাপ, উইমেন্স ন্যাশনাল ক্রিকেট লিগ, বিবিএল ও ডব্লিউবিবিএল এর মতো ঘরোয়া মেজর টুর্নামেন্টের ওপর সংস্থার পুনর্গঠনের কোনো প্রভাব পড়বে না।