স্টাফ রিপোর্টার
গত ২৪ ঘন্টায় খুলনায় আরো ৪৯ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে খুলনায় করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৪৯৪ জন। মঙ্গলবার (১৬ জুন) সন্ধ্যায় খুলনা সিভিল সার্জনের দপ্তর থেকে এ তথ্য জানা গেছে। খুলনা সিভিল সার্জন ডা. সুজাত আহমেদ বলেন, ‘মঙ্গলবার দুপুর পর্যন্ত খুলনায় করোনা রোগীর সংখ্যা ছিল ৪৪৫ জন। সন্ধ্যায় খুমেকের ল্যাবে আরো ৪৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে খুলনা মহানগরীতে ৩১ জন, রুপসা ১০ জন, দাকোপ ৩ জন, ডুমুরিয়া ২ জন, তেরখাদা ২জন ও পাইকগাছা ১ জন নতুন করে শনাক্ত হয়েছেন। এ নিয়ে খুলনায় মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৪৯৪ জন। এর মধ্যে ৫৯ জন রোগী সুস্থ্য হয়েছেন।’ তিনি আরো বলেন, খুলনায় এ পর্যন্ত সব থেকে বেশি রোগী শনাক্ত হয়েছে মহানগরীতে। নগরীতে করোনা মোট রোগীর সংখ্যা ৩৪২ জন। এছাড়া দাকোপে ১৫ জন, বটিয়াঘাটায় ৮ জন, রূপসায় ৪৩ জন, তেরখাদায় ১৫ জন, দিঘলিয়ায় ৩৬ জন, ফুলতলায় ৯ জন, ডুমুরিয়ায় ১৪ জন, পাইকগাছায় ৮ জন ও কয়রায় ৪ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন।