স্টাফ রিপোর্টার:
ডুমুরিয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি খান আবুল বাসার নিজের অপকর্ম ঢাকতে অবশেষে সংবাদ সম্মেলনের পথ বেছে নিয়েছে। ছাই দিয়ে মাছ ঢাকার মত তিনি নিজেকে চাঁদাবাজ, মাদক, সন্ত্রাসী ও নারী কেলেংকারীর বিরুদ্ধে প্রতিবাদ মুখর দাবি করে এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন।
সোমবার দুপুের ডুমুরিয়া প্রেসকাব ভবনে আয়োজিত এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি নিজেকে দুধ দিয়ে ধোঁয়া তুলসি পাতা দাবি করে এক কলেজ ছাত্রীর উপর দায়ভার চাপিয়ে নিজে ষড়যন্ত্রের শিকার বলে দাবি করেন। তার লিখিত এ কল্প কাহিনীতে উল্লেখ করেন তিনি নাকি তার রাজনৈতিক প্রতিপক্ষের প্রতিহিংসার শিকার। উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদকসহ গুরত্বপূর্ণ পদ পদবীর নেতা-কর্মী ছাড়াই হাতে গোনা কয়েকজন নেতা-কর্মীর উপস্থিতিতে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনিই যে অপকর্মের হোতা এমনটি উঠে আসে তার বক্তব্যে।
আপনার কুরুচিপূর্ণ ও নগ্ন ছবি কিভাবে গণমাধ্যমে ছড়িয়ে পড়ল ? নিশ্চই ছবিগুলি আপনার অপকর্মের ছাপ বহন করে, সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে তিনি কিংকর্তব্য বিমূড় হয়েœ বলেন, ছবিগুলি এডিট করা হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক আ’লীগ ও ছাত্রলীগ নেতা-কর্মীরা জানান, সংবাদ সম্মেলন করে আর শাক দিয়ে কি মাছ ঢাকা যায়।
উল্লেখ্য, উপজেলা ছাত্রলীগের সভাপতি খান আবুল বাসার’র নারী কেলেংকারী নিয়ে বেশ কিছুদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যম ও পত্র পত্রিকায় ধারাবাহিক রিপোর্ট প্রকাশিত হয় এবং তাকে বহিস্কারের দাবি উঠে। বিষয়টি আমলে নিয়ে জেলা ছাত্রলীগের উদ্দ্যোগে ২ সদস্য বিশিষ্ট একটি তদন্ত টিম গঠন করা হয়। এনিয়ে ওই ছাত্রলীগ নেতার গাত্রদাহ হলে তিনি দিশেহারা হয়ে অবশেষে সংবাদ সম্মেলনের পথ বেছে নিয়েছেন।