স্টাফ রিপোর্টার:
খুলনা জেলা আইনজীবী সমিতির সাবেক সহ-সভাপতি ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরম খুলনা শাখার সিনিয়র সদস্য অ্যাডভোকেট বেগম আক্তার জাহান রুকুকে গুলি করে হত্যার হুমকি দিয়েছে জনৈক আবু সিদ্দিকী।
ঘটনাটি ১৪ জুন রাত ১০ টার দিকে নগরীর ৯৬, শের-এ-বাংলা রোডস্থ হাজী বাড়িতে ঘটেছে। এ ঘটনায় এড. রুকু ঘটনার সুষ্ঠু তদন্ত ও জীবনের নিরাপত্তার জন্য খুলনা সদর থানায় সাধারণ ডায়েরী (জিডি) করেছেন।
জিডি সুত্রে জানা যায়, নগরীর ৯৬, শের-এ-বাংলা রোডস্থ হাজী বাড়ির মরহুম শেখ মোহাম্মদ আলীর মেয়ে অ্যাডভোকেট বেগম আক্তার জাহান রুকুর পরিবারের শরীকদের সম্পত্তি নিয়ে কোন্দলে আদালতে একাধিক দেওয়ানী মামলা রয়েছে। এ কোন্দলের জেরে এড. রুকু ও তার ভাইদের হত্যার হুমকি দিয়ে আসছিল প্রতিপক্ষরা।
এ বিষয়ে একাধিক জিডি ও মামলা আদালতে চলমান। সম্প্রতি প্রতিবেশী বাগেরহাট জেলা সদরের কান্দাপাড়ার বাসিন্দা মৃত. ছোটন মিয়ার ছেলে আবু সিদ্দিকী তার স্ত্রীর নামে শরীকের একটি বাড়ি কৌশলে দখল করে নেয়। আবুর সঙ্গে প্রতিবেশীর কোন্দলে রুকু পরিবারের ইন্দন আছে এই অজুহাতে প্রায় সে শর্টগান নিয়ে গুলি করতে চড়াও হয় এবং গালিগালাজ করে। এ ঘটনায় রুকুর ছোট ভাই গত ২৩ জানুয়ারি আবুর নামে জিডি করে। পরবর্তীতে অ্যাডভোকেট সেলিম আল আজাদ মিমাংসার জন্য সাবেক এমপি আলহাজ্ব আবুল হোসেনের কাছে দু’পক্ষকে নিয়ে যায়। কিন্তু সেখানেও আবু তাদের শর্টগান দিয়ে গুলি করতে চড়াও হয়। বেশ কিছুদিন যাবত আবুসহ অন্যান্যরা এড. রুকুর ভাই এখলাস আলি মোহনকে মারপিটসহ মিথ্যা মামলা দিয়ে শায়েস্তার ষড়যন্ত্র করায় তাদের বিরুদ্ধে ১ জুন জিডি করা হয়।
সর্বশেষ ১৪ জুন রোববার রাত ১০টার দিকে আবু সিদ্দিকী ফোন করে এড. রুকুকে বাড়ির সামনে আসতে বলে। এড. রুকুকে গেটের বাইরে আসলে জিডি কেন করা হয়েছে বলে শর্টগান দিয়ে গুলি করতে উদ্ধত হয় এবং গালগালাজ করতে থাকে। এ ঘটনায় এড. রুকু ঘটনার সুষ্ঠু তদন্ত ও জীবনের নিরাপত্তার জন্য খুলনা থানায় সাধারণ ডায়েরী (জিডি) করেছেন যার নং-৬৪৬।
জিডিতে আইনজীবী রুকু আরো উল্লেখ করেন, আবু’র সঙ্গে সুন্দরবনের জলদস্যুদের লেনদেন রয়েছে। সে অস্ত্র ভাড়া দেয়। বিভিন্ন রকম অসামাজিক কার্যক্রমের জন্য তার নিজ এলাকা বাগেরহাট থেকে তাকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। ফলে আবু শের-এ-বাংলা রোডের শশুর বাড়িতে বসবাস করে।
এদিকে খুলনা জেলা আইনজীবী সমিতির সাবেক সহ-সভাপতি ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরম খুলনা শাখার সিনিয়র সদস্য অ্যাডভোকেট বেগম আক্তার জাহান রুকুকে গুলি করে হত্যা করার হুমকি দেওয়ায় তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং সন্ত্রাসীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরম খুলনা শাখার নেতৃবৃন্দ। বিবৃতিদাতারা হলেন ফোরামের সভাপতি এড. মাসুদ হোসেন রনি, এড. গাজী আব্দুল বারী, এড.আব্দুল্লাহ হোসেন বাচ্চু, এড. বজলুর রহমান, এড. আব্দুল মালেক, এড. শেখ আব্দুল আজিজ, এড. আকরাম হোসেন, এড. এস আর ফারুক, এড. নুরুল হাসান রুবা, এড মোল্লা মাসুম রশিদ, এড. মশিউর রহমান নান্নু, এড. মনিরুজ্জামান মুরাদ, এড. চৌধুরী আব্দুর সবুর, এড. খালিদ হোসেন জলি প্রমুখ।