পাইকগাছা প্রতিনিধি
পাইকগাছা থানা পুলিশ অভিযান চালিয়ে নুর মোহাম্মদ রেজা (৪৫) নামে ১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামীকে গ্রেফতার করেছেন। সে দীর্ঘদিন পুলিশের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে বেড়াচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিত্বে রোববার রাতে এসআই মুনতাসির মাহমুদ
সঙ্গীয় ফোর্স নিয়ে রেজাকে গদাইপুর থেকে গ্রেফতার করে। পুলিশ সুত্র জানায়, তিনি সিআর- ১১৪/০৮ মামলার সাজাপ্রাপ্ত আসামী। ওসি মোঃ এজাজ শফী জানান, সোমবার সাজাপ্রাপ্ত পালাতক আসামী রেজাকে পাইকগাছার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরন করা হয়েছে।
পাইকগাছায় ম্যাজিস্ট্রেট পরিচয়ে চাঁদা দাবীর অভিযোগ
পাইকগাছা প্রতিনিধি
পাইকগাছায় ভোক্তা অধিকারের নির্বাহী ম্যাজিস্ট্রটের পরিচয় দিয়ে স্যানিটারি ইন্সপেক্টরকে ফাঁদে ফেলতে মিষ্টির দোকানদারদের কাছে চাঁদা দাবীর অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় থানায় জিডি হয়েছে। উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর উদয় কুমার মন্ডল জানান, ১৫ জুন সোমবার বেলা ১ টার দিকে ভোক্তা অধিকারের নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচয় দিয়ে ০১৭১৩-১৬৬৬২১ মোবাইল নম্বর দিয়ে আমার কাছে ফোন করে বলেন, উপজেলায় কতগুলো মিষ্টির দোকান আছে এবং করোনা সংকট লকডাউনে পৌরসভার ক’য়টি মিষ্টির দোকান খোলা রয়েছে তাদের নাম ঠিকানা জানতে চান।
আমার মাধ্যমে নাম ঠিকানা সংগ্রহ করে তিনি মিষ্টির দোকানদার কুমারেশ মন্ডল, শচীন মন্ডল, শুভংকর ঘোষ সহ অনেকের কাছে ০১৯১০-৫৪১৯৩৯ নম্বর দিয়ে ফোন করে সীমিত আকারে দোকান খোলা রাখার কথা বলে অর্থ দাবী করেন। ব্যবসায়ীদের মধ্যে কানাঘুষা হলে দ্রুত স্যানিটারি ইন্সপেক্টর পর্যন্ত গড়ায়। জানা গেছে, পরবর্তীতে বিষয়টি পরিস্কার হবার জন্য ইন্সপেক্টর উক্ত ২টি মোবাইল নম্বর একাধিকবার ফোন দিলে তা বন্ধ থাকায় সন্দেহের সৃষ্টি হয়। অর্থ দাবীর বিষয়ে মিষ্টি ব্যবসায়ী কুমারেশ মন্ডল সত্যতা স্বীকার করে জানান, ম্যাজিস্ট্রেট পরিচয় দিয়ে ঐ ব্যক্তি কাউকে কোন কিছু না বলার শর্ত দিয়ে মোবাইলে ১০ হাজার টাকা দাবী করেন। এ ঘটনায় ইন্সপেক্টর উদয় কুমার মন্ডল বাদী হয়ে থানায় জিডি করেছেন, যার নং- ৮৩৮।
পাইকগাছায় মেধাবী শিক্ষার্থীর মাঝে আরআরএফ-এর ১ লাখ ৫৬ হাজার টাকার শিক্ষা বৃত্তি প্রদান
পাইকগাছা প্রতিনিধি
পাইকগাছায় আরআরএফ-এর উদ্যোগে পিকেএসএফ সহযোগিতায় ১৩ জন মেধাবী শিক্ষার্থীর মাঝে ১ লাখ ৫৬ হাজার টাকার শিক্ষা বৃত্তি প্রদান করা হয়েছে। সোমবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে সংস্থার উপকারভোগী সদস্যদের সন্তানদের মধ্যে প্রত্যেকের ১২ হাজার করে টাকা প্রদান করেন ইউএনও জুলিয়া সুকায়না। আরআরএফ-এর আঞ্চলিক ব্যবস্থাপক মুশফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, সংস্থার সহকারী
পরিচালক মোস্তাফিজুর রহমান, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মনিরুল ইসলাম সিদ্দিকী ফিরোজ, সমাজসেবা কর্মকর্তা সরদার আলী আহসান, শেখ আরিফুর রহমান, ইখলাছুর রহমান, প্রতীম সাহা, উজ্জ্বল কুমার মল্লিক ও মনিশংকর মন্ডল।