হাত-পা বেঁধে দুই কিশোরকে নির্যাতনের ঘটনায় গ্রেপ্তার ১

1
Spread the love

খুলনাঞ্চল রিপোর্ট:

ঠাকুরগাঁওয়েরর পীরগঞ্জে হাত-পা বেঁধে দুই কিশোরকে নির্যাতনের ঘটনায় জিয়াবুল (৫৬) নামে একজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।

শনিবার (১৩ জুন) সন্ধ্যায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

রোববার (১৪ জুন) সকালে ঠাকুরগাঁও ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) রবিউল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

উপজেলার সেনগাঁও ইউনিয়নের দেওধা গ্রামে জিয়াবুল ইসলামের বাড়ি। তার বাবার নাম মেহেরাব আলী। এ ঘটনায় দায়ের করা মামলার ৬ নম্বর আসামি তিনি।

এসআই রবিউল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সন্ধ্যায় জিয়াবুল ইসলামের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। মামলার অন্য আসামিরা আত্মগোপনে রয়েছে। তাদেরকেও গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। দ্রুত তাদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।’

প্রসঙ্গত, গত ২২ মে সেনগাঁও ইউনিয়নে দুই কিশোরকে হাত-পা বেঁধে নির্যাতন চালায় ইউপ সদস্য জহিরুল ইসলাম গুড ও মোতালেব আলীসহ তাদের বেশ কয়েকজন সমর্থক। এরপর পরিবারটিকে অবরুদ্ধ করে রাখে তারা।

এই ঘটনায় গত ৫ জুন দুপুরে গৃহবধূ শরিফা খাতুন বাদী হয়ে পীরগঞ্জ থানায় ৭ জনের নাম উল্লেখ করে মামলা করেন।

মামলা সূত্রে জানা যায়, সেনগাঁও ইউনিয়নের দেওধা গ্রামে শরিফা নামে এক গৃহবধূকে কুপ্রস্তাব দেয় একই গ্রামের মোতালেব আলী। ওই গৃহবধূ এ প্রস্তাবে রাজি না হওয়ায় যড়যন্ত্রমূলকভাবে গত ২২ মে মোবাইল চুরির কথিত অভিযোগে তার  ছেলে সুমন (১৩) ও ভাতিজা কমিরুলকে (১৬) রশি দিয়ে বেঁধে মারধর করে। এসময় শরিফা খাতুন বাধা দিলে তাকেও শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়।