খুলনা জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা

10
Spread the love


তথ্য বিবরণী


খুলনা জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা আজ (রবিবার) সকালে অনলাইনে (জুম প্রযুক্তি ব্যবহার করে) অনুষ্ঠিত হয়। খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন তাঁর সম্মেলনকক্ষ থেকে সভায় সভাপতিত্ব করেন।

সভায় খুলনা জেলায় যাতে করোনা পরিস্থিতি অবনতি না হয় তার জন্য জনসাধারণের স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব নিশ্চিত করতে পুলিশ, বিজিবিসহ সংশ্লিষ্টদের তদারকি বাড়াতে হবে বলে সিদ্ধান্ত হয়। উপজেলাগুলোতে করোনা সংক্রমণ প্রতিরোধে প্রয়োজন হলে ঝুঁকিপূর্ণ ছোট ছোট এলাকাগুলো লকডাউন করার বিষয়ে আলোচনা হয়। সভায় আরও জানানো হয় খুলনা নগরীসহ উপজেলাগুলোতে বাড়িতে চিকিৎসা নেওয়া করোনায় আক্রান্ত রোগীরা পুলিশের নজরদারিতে আছেন। এছাড়া জনসাধারণকে মাস্ক ব্যবহারে উৎসাহিত করতে সিদ্ধান্ত নেওয়া হয়।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ ইউসুপ আলী জানান, গত মে মাসে খুলনা জেলায় মোট ১০৩টি মোবাইল কোর্ট পরিচালনা করা হয় এবং ১৩২টি মামলা দায়ের করা হয়।

জেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের প্রধান, উপজেলা চেয়াম্যান ও ইউএনওরা স্ব স্ব দপ্তরে বসে অনলাইনে এই সভায় অংশ নেন।