লিভ-ইন সম্পর্কের খবরে ক্ষুব্ধ মোনালিসা

2
Spread the love

বিনোদন ডেস্ক

অন্তরা বিশ্বাস রুপালি পর্দায় মোনালিসা নামেই পরিচিত। বাঙালি অভিনেত্রী হলেও তিনি মূলত ভোজপুরি সিনেমায় বেশি অভিনয় করেছেন। ব্যক্তিগত জীবনে বিক্রান্ত সিং রাজপুতের সঙ্গে সংসার বেঁধেছেন তিনি। এদিকে কিছুদিন ধরে খবর চাউর হয়েছে বিয়ের আগে লিভ-ইন সম্পর্কে ছিলেন মোনালিসা। তাও বয়স্ক এক ব্যক্তির সঙ্গে দীর্ঘ ৬ বছর লিভ-ইন করেছেন এই নায়িকা। এ নিয়ে ভারতীয় সংবাদমাধ্যম খবর প্রকাশ করায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন তিনি। মোনালিসা বলেন, আমার সঙ্গে কোনো কথা না বলেই এমন খবর প্রকাশ করেছে। কথা না বলে কোনো সংবাদমাধ্যম এভাবে খবর ছাপাতে পারে? আমি আমার স্বামী বিক্রান্তকে নিয়ে খুবই সুখী। আর বিক্রান্ত এই সমস্ত খবর একেবারেই বিশ্বাস করে না। ২০০৮ সালে ‘দুলহা আলবেলা’-এর শুটিং সেটে বিক্রান্ত সিং রাজপুতের সঙ্গে মোনালিসার প্রথম পরিচয়। তারপর সম্পর্কে জড়ান এই যুগল। ২০১৭ সালে বিগ বস-১০ এর সেটে ক্যামেরার সামনে বিক্রান্তকে বিয়ে করেন মোনালিসা। ১৯৯৭ সালে হিন্দি সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন মোনালিসা। এরপর ওড়িয়্যা, বাংলা, কন্নড়, তামিল ও তেলেগু ভাষার শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেন এই অভিনেত্রী।