মহেশপুরে পুলিশের উপর মাদক ব্যবসায়ীদের হামলা: ৫ পুলিশ সদস্য আহত

2
Spread the love

মহেশপুর (ঝিনাইদহ)প্রতিনিধিঃ

শুক্রবার রাতে ঝিনাইদহের মহেশপুরে মাদক ব্যবসায়ীদের হামলায় এস্আই সহ ৫ পুলিশ আহত হয়েছেন। থানা সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে মহেশপুর থানার এসআই রওশোন আলী ও এসআই সজল উপজেলার ভোলাডাঙ্গা গ্রামের জোনাব কামারের মেয়ে মাসুরা খাতুনের বাড়িতে মাদক উদ্ধারের জন্য অভিযান চালালে তার ভাই আইনাল হোসেন (৩২), জয়নাল হোসেন (২৫) ও একই গ্রামের নুর মোহাম্মদের ছেলে ইসরাফিল সংঘবদ্ধ হয়ে পুলিশের উপর হামলা করে। এতে এ.এস.আই আবুজার গিফারী, এ.এস.আই সজল, এ.এস.আই রওশোন, কনস্টেবল মনির ও রকিব উদ্দিন আহত হয়। পরে তারা থানায় ফিরে এসে অতিরিক্ত পুলিশ নিয়ে ঘটস্থলে যেয়ে ৩ জনকে ভারতীয় ৩ বোতল মদ ও ১ কেজি গাঁজা সহ আটক করে এ সময় মাদক স¤্রাজ্ঞী মাসুরা পালিযে যায় ।

মহেশপুর থানার অফিসার ইনচার্জ মোর্শেদ হোসেন খাঁন জানানা, এ ব্যাপারে মাদক আাইনে মামলা হয়েছে। যার নং-১৮ তারিখ১২/৬/২০ইং। এছাড়া সরকারি কাজে বাধাদানের কারণে একই দিনে মামলা হয়েছে যার নং ১৯। শনিবার সকালে আসামীদেরকে জেল-হাজতে পাঠানো হয়েছে। তিনি আরো জানান, মাদক ব্যবসায়ী মাসুরা বেগম একজন স্বামী পরিত্যক্তা মহিলা সে দীর্ঘদিন যাবৎ এলাকায় মাদক ব্যবসা চালিযে আসছে।

মহেশপুরে করোনা ভাইরাস প্রতিরোধে স্থানীয় সমস্যা সমাধান বিষয়ক আলোচনা সভা

মহেশপুর (ঝিনাইদহ)প্রতিনিধিঃ

ঝিনাইদহের মহেশপুরে করোনা ভাইরাস প্রতিরোধে স্থানীয় সমস্যা সমাধান বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকালে উপজেলা পরিষদের হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্বাশতী শীলের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এ্যাডঃ শফিকুল আজম খান চঞ্চল,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র আব্দুর রশিদ খাঁন,উপজেলা পরিষদের চেয়ারম্যান মইজদ্দিন হামিদ,উপজেলা হাসপাতালের টিএইচএ আনজুমানারা বেগম,উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সাংবাদিকগন উপস্থিত ছিলেন।

করোনা ভাইরাস প্রতিরোধে স্থানীয় সমস্যা সমাধান বিষয়ক আলোচনা সভায় বক্তারা বলেন করোনা ভাইরাস থেকে বাচতে হলে আমাদের সকলকে সর্বদা সজাগ থাকতে হবে এবং সরকারের বেধে দেওয়া আইন মেনে প্রয়োজনীয় যা যা করনীয় সেই দিক নির্দেশনা মেনে চলতে হবে।