মোস্তফা সভাপতি রিপন সম্পাদক: পাইকগাছা চিংডি চাষী সমিতি কমিটি গঠন

14
Spread the love


পাইকগাছা প্রতিনিধি :


পাইকগাছায় চিংড়ি চাষী সমিতির ত্রি-বার্ষিক কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার এক সভায় সর্বসম্মতিক্রমে মোস্তফা কামাল জাহাঙ্গীরকে সভাপতি, গোলাম কিবরিয়া রিপনকে সম্পাদক করে ৭১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

সমিতির অন্যান্য সদস্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি মোঃ দাউদ শরীফ, সাংগঠনিক সম্পাদক জিএম ইকরামুল ইসলাম, কোষাধ্যক্ষ ইসতিয়ার রহমান শুভ। উপদেষ্টা মন্ডলীরা হলেন, প্রধান উপদেষ্টা পাইকগাছা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য শেখ কামরুল হাসান টিপু, উপদেষ্টা পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর, জেলা পরিষদ সদস্য

আ’লীগ নেতা আব্দুল মান্নান গাজী, চেয়ারম্যান আব্দুল মজিদ গোলদার, কওসার আলী জোয়াদ্দার, এস, এম এনামুল হক, কে এম আরিফুজ্জামান তুহিন, এস এম আবু জাফর সিদ্দিকী রাজু। নব-নির্বাচিত কমিটির সভাপতি মোস্তফা কামাল জাহাঙ্গীর জানান, শুধু মাত্র চিংড়ী চাষীদের নিয়ে কার্যকরী কমিটি ও উপদেষ্টা কমিটি গঠন করা হয়েছে।

পাইকগাছায় ইট ভাটা মালিকের বিরুদ্ধে টাকা নিয়ে ইট না দেয়ার অভিযোগ : থানায় জিডি


পাইকগাছা প্রতিনিধি:


পাইকগাছায় ইটভাটা মালিক ভাউচার দিয়ে টাকা গ্রহণ করলেও ইট চাইতে গেলে খুন-জখমের হুমকি। ঘটনাটি উপজেলার চাঁদখালী ইউনিয়নের হাচিমপুর গ্রামে। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরী হয়েছে।
অভিযোগে জানা যায়, উপজেলার গড়ইখালীর আবেদ আলী সরদারের ছেলে মোঃ শরিফুল ইসলাম বলেন, সাহাপাড়ার হাচিমপুরের এ.কে.বি ব্রিক্সের বর্তমানে খান ভাটা মালিক আব্দুর রাজ্জাক, তোরাব খান, সালাম খান আমার নিকট থেকে ২০১৭ সালে ভাউচার মুলে নগদ ২৭ হাজার ৫শ টাকা গ্রহণ করে। কিন্তু বিভিন্ন সময় তাদের কাছে ইট ভাটার টাকা চাইতে গেলে তালবাহানা শুরু করে।

সর্বশেষ ৪ জুন সকাল ১০টায় ভাটায় তাদেরকে পেয়ে টাকা ফেরত চাই। তখন ভাটা মালিক আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। আমি গালিগালাজ করতে নিষেধ করলে তারা আমাকে মারপিট করতে উদ্যত হয় এবং আশপাশের লোকজন জড়ো হলে ভাটা মালিকরা খুন-জখমের হুমকি দিয়ে চলে যায়।

এ ব্যাপারে পাইকগাছা থানায় জিডি হয়েছে। যার নং- ৫৮৬, তাং- ১১/০৬/২০২০ইং।