স্টাফ রিপোর্টার:
অবশেষে নারী কেলেঙ্কারির অভিযোগে অভিযুক্ত খুলনার ডুমুরিয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি আবুল বাশার খান বহিস্কার হচ্ছেন। গনমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে তার নারী সম্পর্কিত ঘটনা প্রকাশ পাওয়ায় জেলা ছাত্রলীগ তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহন করতে যাচ্ছেন বলে জানা গেছে। অবশ্য একটি মহল ঘটনাগুলো ধামাচাপ দেয়ার চেষ্টা করলেও ছাত্রলীগের দলের ঐতিহ্য রক্ষার্থে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করবেন বলে নির্ভরযোগ্য সুত্র জানিয়েছে।
বুধবার বিভিন্ন গণমাধ্যম ও ফেইসবুকে ডুমুরিয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি বাশারের নারী কেলেঙ্কারির ঘটনা প্রকাশিত হওয়ায় নড়েচড়ে বসেছেন জেলা ছাত্রলীগের শীর্ষ নেতারা।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ডুমুরিয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি আবুল বাসার খানের নারী কেলেঙ্কারির তথ্য, চিত্র ও কলরেকর্ড সম্প্রতি ভাইরাল হয়েছে। একজন মেয়েকে চাকুরি দেয়ার প্রলোভনে প্রেমের ফাঁদে ফেলে তার সাথে শারীরিক সর্ম্পক করার প্রস্তাব রীতিমত সমালোচনার ঝড় বইছে। একই সাথে একাধিক মেয়েদের সাথে সর্ম্পক গড়ে তোলার কথোপকথোনও ভাইরাল হয়েছে। তাতে দেখা গেছে সে মেয়েদের মেসেঞ্জারে বিভিন্ন সময়ে অশ্লীল ছবি পাঠিয়েছে, ছবিগুলো এতটাই আপত্তিকর যা গনমাধ্যমে প্রকাশ করা সম্ভব না।
কখনো কখনো অসামাজিক কাজের প্রস্তাবও দিয়েছে। আবার একটি কল রেকর্ডে পাওয়া গেছে, তাতে একটি মেয়েকে চাকরী দেওয়ার প্রস্তাবে শারীরিক সর্ম্পক করতে চেয়েছে। যার সকল তথ্য আমাদের কাছে সংরক্ষিত আছে। এ ব্যাপারে অভিযুক্ত ওই ছাত্রলীগ নেতার সাথে মঙ্গলবার জানতে চাইলে তিনি বিষয়টি সাজানো বলে দাবী করেন। তবে ভুক্তভোগী ও ডুমুরিয়া এলাকার একাধিক সূত্র তার এ অপকর্মের সত্যতা নিশ্চিত করেছে।
অপরদিকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হওয়ার কারনে এবং আবুল বাশার খানের যৌন হয়রানির বিরুদ্ধে নারী নির্যাতন মামলার প্রস্তুতি চলছে বলেও জানিয়েছে একটি অসর্থিত সুত্র।
আর খুলনা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমরান হোসেন বলেন, বাংলাদেশ ছাত্রলীগের একটি ঐতিহ্যবাহী ছাত্র সংগঠন। যদি কেউ ব্যক্তিগত কোন কাজে দলকে সমালোচনার মধ্যে ফেলে তার দ্বায়ভার তাকেই নিতে হবে। জেলা ছাত্রলীগের সভাপতির সাথে কথা বলে ব্যবস্থা গ্রহন করা হবে।