জুতা থেকেও ছড়ায় করোনা, চাই জীবাণুমুক্ত ট্রে

1
Spread the love

মিলি রহমান

করোনা-করোনা-করোনা চার দিকে শুধুই করোনার ভীতি, আতঙ্ক আর আলোচনা। মহামারি করোনা ভাইরাসের প্রকোপে বিশ্বজুড়ে প্রতিদিনই জীবন যাচ্ছে হাজারো মানুষের, শনাক্ত হচ্ছে লাখে, আর আক্রান্ত আরও বেশি। এই ভয়াবহতা থেকে বাঁচার পথ খুঁজছে বিশ্ব। কিন্তু যতক্ষণ পর্যন্ত সবার জন্য সঠিক চিকিৎসা ব্যবস্থা না পাওয়া যায়, সে পর্যন্ত করোনার সংক্রমণ থেকে নিরাপদে থাকতে সতর্কতার সঙ্গে চলতে হবে। আর এই চলার জন্য আমরা যে জুতাটা পায়ে পরছি, সেখানেও লেগে থাকতে পারে করোনার ভাইরাস। জুতা পরে বাইরে থেকে অফিস বা বাড়িতে আমাদের সঙ্গে যে মহামারি করোনা ভাইরাস না আসতে পারে এজন্য জুতার নিচের জীবাণু দূর করার ব্যবস্থা নিতে হবে। কীভাবে?

* ঘর এবং কর্মস্থলের পরিপূর্ণ সুরক্ষা দিতে সকলের সুস্বাস্থ্য নিশ্চিত করতে ব্যবহার করুন জুতা জীবাণুমুক্ত ট্রে।

* বিভিন্ন গবেষণায় জানা যায় ভাইরাস আমাদের জুতায় ৫ দিন বা তারও বেশি বেঁচে থাকতে সক্ষম।

* এই ট্রে-তে বিশেষ একটি ম্যাট রাখতে হবে

*  নিয়মিত জীবাণুনাশক তরল দিতে হবে ট্রেতে

* ট্রে-টি বাড়ি বা কর্মস্থলের দরজার সামনে রেখে দিন

* ভেতরে প্রবেশের আগে জুতাসহ পা ট্রে ম্যাটে রেখে ভালোভাবে পরিষ্কার করতে হবে

*  যেন জীবাণু ও ময়লা বাইরেই থেকে যায়

*  ট্রে ম্যাটে যেকোনো প্রকার জীবাণুনাশক তরল ব্যাবহার করতে পারেন

*ট্রে পরিষ্কার করার সময় হাতে গ্লাভস ব্যাবহার করতে হবে।

এই ট্রে নিজেরাই তৈরি করে নিন। অথবা বর্তমানে রেড রিবনসহ (জবফ জরননড়হ) বেশ কিছু অনলাইনে পাওয়া যাচ্ছে।  যেগুলো হোম ডেলিভারি দেবে, এমন কোথাও থেকে আনিয়ে নিতে পারেন। দাম পড়বে দুই থেকে আড়াই হাজার টাকা।