১১৮১ মুক্তিযোদ্ধার ভুয়া সনদ বাতিল

19
Spread the love

ঢাকা অফিস

এক হাজার ১৮১ জন মুক্তিযোদ্ধার ভুয়া সনদ বাতিল করেছে সরকার। তাদের গেজেট বাতিল করে প্রজ্ঞাপন জারি করেছে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়। রবিবার (৭ জুন) এ বিষয়ে দুটি প্রজ্ঞাপন জারি করা হয়।

মুক্তিযুদ্ধবিষযক মন্ত্রণালয়ের উপসচিব রথীন্দ্র নাথ দত্তের সই করা প্রজ্ঞাপনে বলা হয়, ‘জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইন-২০০২’ এর ৭ (ঝ) ধারা অনুযায়ী, সরকারের রুলস অব বিজনেস ১৯৯৬ এর সিডিউল (অ্যালোকেশন অব বিজনেস) এর তালিকা ৪১ এর ৫ ক্রমিকে বর্ণিত ক্ষমতা বলে ২০১৯ সালের ১০ ডিসেম্বর অনুষ্ঠিত জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের (জামুকা) ৬৬তম সভার সিদ্ধান্ত মোতাবেক রাষ্ট্রপতির আদেশক্রমে এই সনদ বাতিল করা হয়েছে।’ প্রজ্ঞাপনে বলা হয়, বাতিল করা এক হাজার ১৮১টি সনদের মধ্যে এক হাজার ১৩৪ জন হলেন ১৯৭১ সালের ১৬ ডিসেম্বরের পরে তৎকালীন বিডিআরে (বর্তমান বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি) যোগদানকারী মুক্তিযোদ্ধা। আর বাকি ৪৭ জন হলেন একই তারিখের পর বিমান বাহিনীতে যোগদান করা মুক্তিযোদ্ধা।