স্টাফ রিপোর্টার:
মমতাজ বেগম (আন্টি) নামীয় ফেইজবুক আইডিতে অ্যাডভোকেট শাহারা ইরানী প্রিয়া ও তার পরিবারের ছবি পোস্ট করা হয়েছে। এঘটনায় অ্যাড. প্রিয়া বিষয়টি তদন্তপুর্বক ব্যবস্থা গ্রহণের জন্য খানজাহান আলি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সুত্রে জানা যায়, গত ৪জুন রাত সাড়ে ৮টার দিকে অ্যাড. প্রিয়ার মোবাইল ফোনে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেজবুক আইডিতে মমতাজ বেগম (আন্টি) নামীয় ফেইজবুক আইডি হতে ফ্রেন্ডস রিকোয়েস্ট আসে। তখন অ্যাড. প্রিয়া আইডিতে ডুকে দেখেন তার ও পরিবারের কিছু ছবি পোস্ট করা হয়েছে। সেখানে অ্যাডভোকেট শাহারা ইরানী প্রিয়াকে সামাজিক ভাবে হেয় প্রতিপন্ন করা হয়েছে।
এ এঘটনায় অ্যাড. প্রিয়া বিষয়টি তদন্তপুর্বক ব্যবস্থা গ্রহণের জন্য খানজাহান আলি থানায় লিখিত লিখিত অভিযোগ দায়ের করেছেন যার নং- ১৭১, তারিখ- ০৫/০৬/২০।