ক্রীড়া প্রতিবেদক
করেনাভাইরাসের ভয়াবহতা আর প্রাননাশী রুপ সবাইকে তটস্ত করতে পারলেও, ক্রিকেট অন্তঃপ্রাণ মুশফিকুর রহীম সতর্ক-সাবধানী হয়ে চলার পাশাপাশি মুখিয়ে আছেন মাঠে ফিরতে। ক্রিকেট যার ধ্যান-জ্ঞান,খেলার বাইরেও অন্য কিছু,সেই মুশফিক বারবার ব্যক্তিগত পর্যায়ে অনুশীলন করার অনুমতি চাচ্ছেনবোর্ডে।
খেলার পাশাপাশি অনুশীলনটাও তিনি দারুণ উপভোগ করেন। সবচেয়ে বেশি সময় ধরে প্র্যাকটিস করেন। নেটেও যার প্রতিদিন ঘন্টার পর ঘন্টা কাটে-সেই মুশফিক ঘরে বসে থাকতে থাকতে একদম হতোদ্যম হয়ে গেছেন। দিন গুনছেন অন্ততপক্ষে অনুশীলনে ফেরার। মুশফিকের সে ইচ্ছা পূরণ হতে যাচ্ছে। অবশেষে বিসিবি ক্রিকেটারদের ব্যক্তিগত পর্যায়ে অনুশীলন করার সুযোগ দিতে চাচ্ছে। সবকিছু ঠিক থাকলে চলতি সপ্তাহের শেষেই জাতীয় দলের ক্রিকেটারদের ব্যক্তিগত পর্যায়ে অনুশীলন শুরুর সুযোগ দেয়া হবে।
গতকাল শুক্রবার) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান। তিনি জানিয়েছেন, ‘ঢাকা, চট্টগ্রামসহ কয়েকটি মাঠে জাতীয় ক্রিকেটারদের ব্যক্তিগত পর্যায়ের অনুশীলনের সুযোগ করে দিতে চাই। এ সিদ্ধান্ত চূড়ান্ত হওয়ার ৪-৫ দিন পর সে সুযোগ পাবে ক্রিকেটাররা। তখন ওরা নিজ ইচ্ছায় মাঠে গিয়ে অনুশীলন করতে পারবে।’
মাঝে শোনা গেল সংস্পর্শহীন প্র্যাকটিসের কথা। করোনা সংক্রমনের কথা মাথায় রেখে একসঙ্গে সবাই দল বেধে নয়, কারও সঙ্গে কারও যেন শারীরিক স্পর্শ না ঘটে, সেভাবে অনুশীলন ব্যবস্থার কথা জানিয়েছিলেন বিসিবি প্রধান চিকিৎসক দেবাশিষ চৌধুরী।
বিসিবি ক্রিকেট অপারেশনস কমিটি প্রধানযোগ করেন, ‘টেস্ট মানে হচ্ছে ৫ দিনের খেলা। তিনটি টেস্ট মিলে অনেক দিনের ব্যাপার স্যাপার। সারা দিন মাঠে থাকা। কাজেই ঝুঁকির সম্ভাবনাও আছে বেশি। সব খুঁটিয়ে দেখে অবস্থা বুঝে ব্যবস্থা নেব।’ শ্রীলঙ্কা সফর নিয়ে যদি এখনও তড়িঘড়ি নাই থাকে, তাহলে করোনার এমন ভয়াল রুপের ভেতরে ক্রিকেটারদের ব্যক্তিগত পর্যায়ে অনুশীলন করার অনুমতি কেন? আকরাম খানের জবাব, ‘আমরা বারবার বলছি, কোন রিস্ক নেবো না। দল বেধে অনুশীলন না করার চিন্তাও চূড়ান্ত।’
নিরপেক্ষ ভেন্যুতে বসুন্ধরার বাকি ৫ ম্যাচ
ক্রীড়া প্রতিবেদক
করোনাকালে বিশ্বের নানা প্রান্তে খেলা শুরুর উদ্যোগ শুরু হচ্ছে আবার। কোথাও কোথাও শুরুও হয়েছে। এশিয়ান ফুটবল কনফেডারেশন বা এএফসিও নড়চড়ে বসেছে। এশিয়ার ফুটবলের সর্বোচ্চ সংস্থাটি এএফসি কাপের গ্রুপ পর্ব আগামী সেপ্টেম্বর-অক্টোবরের মধ্যে শেষ করতে চায়। দক্ষিণ এশিয়ার ৩দেশ ভারত, বাংলাদেশ ও মালদ্বীপের ৪কাব ও সংশ্লিষ্ট ফেডারেশনের এএফসির অনলাইন সভা শেষে এমনটাই জানা গেছে।
সভার এএফসি কাপের বাকি ম্যাচগুলো কীভাবে শেষ করা যায় সেটা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। এটিহোম অ্যান্ড অ্যাওয়ে টুর্নামেন্ট। কিন্তু কোনো দেশেই এই করোনাকালে হোম অ্যান্ড অ্যাওয়ে ম্যাচ খেলতে রাজি নয়। ফলে বিকল্প হিসেবে তিন দেশের কোনো একটি দেশ স্বাগতিক হতে পারে এমন প্রস্তাব আসে। টুর্নামেন্ট আকারে সব ম্যাচ একবারেই আয়োজনের কথা বলা হয়। যাতে কোনো কাবকেই বেশি ভ্রমণ করতে না হয়। তবে এখন স্বাগতিক হতে রাজি নয় এখন আসলে কোনো কাব বা দেশই।
ভারতে করোনার পরিস্থিতি ভালো নয়। তারা স্বাগতিক হবে না বলে দিয়েছে। বাংলাদেশও রাজি নন। এ অবস্থায় নিরপেক্ষ কোনো দেশে ম্যাচগুলো হতে পারে। বিবেচনায় আছে মালয়েশিয়া। এ ব্যাপারে কাবগুলোর চূড়ান্ত মতামত জানতে কয়েক দিনের মধ্যে চিঠি দেবে এএফসি। পাশাপাশি এএফসি বলেছে, সেপ্টেম্বর-অক্টোবরের মধ্য গ্রুপ পর্ব শেষ করে এ বছরই এএফসি কাপের চূড়ান্ত পর্বও শেষ করার পরিকল্পনা এশিয়ার ফুটবলের সর্বোচ্চ সংস্থাটির। কাবগুলোর সুবিধার্থে খেলা শুরুর আগে একটি উইন্ডো খোলা হবে। যাতে কাবগুলো বিদেশ ফুটবলার রদবদল করতে পারে।
বাংলাদেশের কাজ সহজ করলো ভারত
ক্রীড়া প্রতিবেদক
এশিয়ার মধ্যে দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কায় করোনাভাইরাসের প্রাদুর্ভাব বেশ কম। দেশটিতে এখন পর্যন্ত মাত্র ১৭৯৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন। আর মারা গেছে মাত্র ১১জন। আক্রান্তদের মধ্যে অর্ধেকে সুস্থ হয়ে উঠেছেন। যার ফলে দেশটিতে লকডাউন ও জরুরী অবস্থা উঠিয়ে নেওয়া হয়েছে। দেশটির সরকারের পক্ষ থেকেও খেলাধুলার জন্য সবুজ সংকেত দেওয়া হয়েছে।
ফলে শ্রীলঙ্কা ক্রিকেট জুলাইয়ে বাংলাদেশ ও ভারতকে নিজেদের মাটিতে সফরের আহ্বান করেছিল। ভারতীয় ক্রিকেট বোর্ডের ইচ্ছে থাকলেও সরকার থেকে অনুমতি না পাওয়া ভারতের শ্রীলঙ্কা সফরে যাওয়া হচ্ছে না। তবে তামিম, মুশফিকদের শ্রীলঙ্কায় পাঠানোর ইচ্ছে নেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)। করোনা পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণে না আসায় ক্রিকেটারদের মাঠেও ফেরায়নি বোর্ড। এজন্য জুলাইয়ে শ্রীলঙ্কা সফরে আগ্রহী নয় বাংলাদেশ।
তবে দু’পক্ষের মধ্যে এখনও কথা চালাচালি হচ্ছে। চলতি সপ্তাহেই আসবে আনুষ্ঠানিক সিদ্ধান্ত। ভারত সফরের প্রস্তাব নাকচ করে দেওয়ায় বাংলাদেশের জন্যও এখন সিদ্ধান্ত নেওয়ার কাজ নিশ্চিতভাবেই সহজ হয়ে গেল।
সর্বকালের সেরা টেস্ট একাদশ সাজালেন বাশার
ক্রীড়া প্রতিবেদক
এবার একই নিজের সর্বকালের সেরা টেস্ট একাদশ বেছে নিয়েছেন বাশার। মূলত ক্যারিয়ারে তিনি যাদের বিরুদ্ধে খেলেছেন তাদের নিয়েই এই তালিকা প্রকাশ করেছেন ‘মিস্টার ফিফটি।’ ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া, ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কা এই ছয়টি দেশের সাবেক ক্রিকেটারদের নিয়ে সাজিয়েছেন সর্বকালের সেরা টেস্ট একাদশ। বাশারের একাদশের অধিনায়ক করা হয়েছে সাবেক অস্ট্রেলিয়ান কিংবদন্তি রিকি পন্টিংকে।
সেরা টেস্ট একাদশ : মার্কাস ট্রেসকোথিক, গ্রায়েম স্মিথ, রিকি পন্টিং (অধিনায়ক), শচীনটেন্ডুলকার, ইনজামাম-উল-হক, মাহেলা জয়াবর্ধনে, কুমার সাঙ্গাকারা (উইকেটরক্ষক), ওয়াসিম আকরাম, শেন ওয়ার্ন, ওয়াকার ইউনিস, মুত্তিয়া মুরালিধরন।
জহুর আহমেদ স্টেডিয়ামে আইসোলেশন সেন্টার
ক্রীড়া প্রতিবেদক
বিশ্বজুড়ে প্রতিনিয়ত প্রাণঘাতী করোনাভাইরাসে মৃতের সংখ্যা বাড়ছে। সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যাও। রোগীরর সংখ্যা বাড়ার কারণে পৃথিবীর বহু দেশে বড় বড় স্টেডিয়াম, জিমনেশিয়াম গুলোকে আইসোলেশন সেন্টারে রূপ দেওয়া হয়েছে অনেক আগেই।
এরই ধারাবাহিকতায় বাংলাদেশের কিছু স্টেডিয়ামকেও আইসোলেশন সেন্টার বানানোর উদ্যোগ নেওয়া হয়েছে। যার প্রথমটি হচ্ছে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী ক্রিকেটস্টেডিয়াম। হাসপাতালগুলোয় আইসোলেশন সেন্টারে জায়গা নেই। এমন পরিস্থিতির মুখে পর্যায়ক্রমে দেশের বৃহত্তম ক্রীড়া স্থাপনাগুলোকে আইসোলেশন সেন্টার হিসেবে ব্যবহারের জন্য দেওয়ার কথা ভাবছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।
বরোদা নারী দলে সালমাদের কোচ আঞ্জু
ক্রীড়া প্রতিবেদক
আঞ্জু জৈনকে কোচ হিসেবে নিয়োগ দিয়েছে বরোদা ক্রিকেট অ্যাসোসিয়েশন (বিসিএ)। সিনিয়র নারী দলের কোচ হিসেবে কাজ করবেন ভারতের সাবেক এই নারী ক্রিকেটার।
আঞ্জু একা নন। অর্জুনা পুরস্কার জয়ী সাবেক এই উইকেটকিপারের সঙ্গে বরোদা দলে টেনেছে ভারতের আরেক সাবেক নারী ক্রিকেটার দেবীকা পালশিকরকে। তবে তিনি যোগ দিচ্ছেন সহকারী কোচ হিসেবে। ভারতের নারী দলের সাবেক কোচ আঞ্জু ২০১৮ সালে দায়িত্ব কাঁধে তুলে নেন বাংলাদেশ নারী ক্রিকেট টিমের। তার কোচিংয়েই এশিয়া কাপের ফাইনালে ভারতকে হারায় লাল-সবুজের প্রতিনিধিরা।
আম্পানে ক্ষতিগ্রস্তদের ত্রাণ সহায়তায় টাইগাররা
ক্রীড়া প্রতিবেদক
ঘূর্ণিঝড় আম্পানের ছোবলে চরম ক্ষতিগ্রস্ত বাংলাদেশের দক্ষিণাঞ্চলীয় জনগণের সহায়তায় এগিয়ে এসেছেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা। তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাশরাফি বিন মর্তুজা, ও মাহমুদুল্লাহ রিয়াদের মত ক্রিকেট তারকারা ‘ফুট স্টেপ’ নামের একটি এনজিওর মাধ্যমে এসব মানুষের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন।
এনজিওটি তাদের ফেসবুক পেইজে ক্রিকেটারদের এই মহানুভবতার তথ্য তুলে ধরে জানিয়েছে, ‘আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, ভয়ঙ্কর আম্পানের ছোবলে ক্ষতিগ্রস্ত বাংলাদেশের দক্ষিণাঞ্চলের জনগনের সহায়তায় এগিয়ে এসেছেন দেশের জাতীয় ক্রিকেটাররা। ক্ষতিগ্রস্ত অনেক মানুষের মাথা গোজার ঠাই পর্যন্ত নেই। তাদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন ক্রিকেটাররা। মানুষের জীবন সহায়তায় এগিয়ে আসার জন্য টাইগারদের অসংখ্য ধন্যবাদ।’
করোনার নামে হবে টুর্নামেন্ট
ক্রীড়া প্রতিবেদক
যে করোনাভাইরাসের কারণে বন্ধ হয়ে আছে দেশের সব খেলাধুলা, সেই করোনার নামেই একটি টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা করছে বাংলাদেশ রাগবি ফেডারেশন (ইউনিয়ন)। টুর্নামেন্টের প্রস্তাবিত নাম ‘করোনা কাপ রাগবি প্রতিযোগিতা ২০২০’।
বাংলাদেশ রাগবি ফেডারেশনের সাধারণ সম্পাদক মৌসুম আলী জানিয়েছেন, সরকারের অনুমতি পেলে তারা জাতীয় ক্রীড়া পরিষদের নিয়মনীতি মেনেই প্রতিযোগিতা আয়োজন করবেন। রাগবি ফেডারেশন জানিয়েছে, বিশেষজ্ঞদের মতামত অনুয়ারী করোনা ভাইরাস সহজে যাবে না। প্রাণঘাতী এই করোনা বিষয়ে বাংলাদেশের মানুষকে সচেতন করার জন্য করোনা কাপ রাগবি প্রতিযোগিতা করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
টেস্ট ম্যাচে খেলোয়াড় বদল
ক্রীড়া প্রতিবেদক
মাথায় আঘাত লাগলে টেস্ট ক্রিকেটে খেলোয়াড় বদলির নিয়ম চালু হয়েছে। গত বছরের অ্যাশেজে প্রথমবার ক্রিকেট বিশ্ব দেখে বদলি খেলোয়াড় নামানোর দৃশ্য। করোনাভাইরাসও একই দৃশ্য দেখাতে পারে। টেস্ট ম্যাচ চলাকালীন কোনও খেলোয়াড় কোভিড-১৯রোগে আক্রান্ত হলে তার বদলি নামানোর আলোচনা চলছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলে (আইসিসি)।
ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) ডিরেক্টর অব স্পেশাল প্রজেক্টস স্টিভ এলওর্থি তেমনটাই জানিয়েছেন। গত বছর আইসিসির অনুমোদন পাওয়া ‘কনকাশন-সাব’-এর আদলে হতে পারে ‘কোভিড-১৯ সাব’। আলোচনার টেবিলে থাকা এই বদলি প্রক্রিয়াও হবে ‘লাইক ফর লাইক’খেলোয়াড়ের মতো, মানে ব্যাটসম্যানের বদলে ব্যাটসম্যান, বোলারের বদলে বোলার নামানোর সুযোগ।
ফুটবলের প্রথম বিলিওনিয়ার রোনালদো
ক্রীড়া প্রতিবেদক
বিত্তবান খেলোয়াড়দের তালিকায় ক্রিস্টিয়ানো রোনালদো থাকবেন, এটা নিশ্চিতই। তবে বিত্তবানদের তালিকায় পর্তুগিজ যুবরাজ নিজেকে এমন এক অবস্থানে নিয়ে গেছেন। যেখানে পৌঁছাতে পারেনি আর কোনও ফুটবলার। প্রথম ফুটবলার হিসেবে বিলিওনিয়ারের তালিকায় নাম লিখিয়েছেন তিনি।
এই বছরের সর্বোচ্চ উপার্জনকারী ১০০ তারকার তালিকা প্রকাশ করেছে ফোর্বস। এর মধ্যে ২০জন পুরুষ ক্রীড়াবিদের তালিকায় রোনালদোর অবস্থান দুইয়ে। ১০৬.৩ মিলিয়ন ডলার নিয়ে শীর্ষে আছেন রজার ফেদেরার। তার পরেই আছেন রোনালদো। যেখানে এই বছরে তার আয় হয়েছে ১০৫ মিলিয়ন ডলার। এই অর্থ নিয়ে রোনালদোর আয় ছুঁয়েছে বিলিয়ন ডলারে। মেসি আছেন এর পরেই। তার অর্জন ১০৪ মিলিয়ন ডলার। অবশ্য লকডাউনে সর্বোচ্চ উপার্জনকারী ক্রীড়াবিদ কিন্তু রোনালদোই। এই সময়ে শুধুমাত্র ইন্সটাগ্রামেই তার আয় হয়েছে ১.৯ মিলিয়ন পাউন্ড।
১২ জুন শুরু হচ্ছে ইতালিয়ান ফুটবল
ক্রীড়া প্রতিবেদক
কোপা ইতালিয়া দিয়েই মাঠে গড়াচ্ছে ইতালির স্থগিত হয়ে যাওয়া ফুটবল মৌসুম। এ তথ্য জানাই ছিল, বাকি ছিল সূচি। অবশেষে চূড়ান্ত হয়েছে তা। করোনাভাইরাসের কারণে মার্চ থেকে বন্ধ ছিল ফুটবল। দেশটিতে লকডাউন শিথিল করায় ১২জুন কোপা ইতালিয়ার সেমিফাইনালের দ্বিতীয় লেগ দিয়েই মাঠে গড়াচ্ছে ফুটবল।
ওই দিনই মাঠে নামছে রোনালদোর দল জুভেন্টাস। প্রতিপক্ষ এসি মিলান। দ্বিতীয় লেগের সেমিফাইনালে পরের দিন মাঠে নামবে নাপোলি ও ইন্টার মিলান। শেষ চারের প্রথম লেগ হয়েছিল ফেব্রুয়ারিতে। জুভেন্টাস-মিলানের ম্যাচটি ড্র হয়েছিল ১-১ ব্যবধানে। তবে অপর সেমির প্রথম লেগে ইন্টারের বিপক্ষে ১-০তে জয় তুলে নিয়েছিল নাপোলি।
আর্থারের সবচেয়ে কঠিন প্রতিপক্ষ মেসি
ক্রীড়া প্রতিবেদক
কাব ফুটবলে তারা সতীর্থ। বার্সেলোনার জার্সিতে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াইয়ে নামেন। কিন্তু জাতীয় দলে দুজন ‘চিরশত্রু’। বলা হচ্ছে লিওনেল মেসি ও আর্থারের কথা। আর্জেন্টিনা-ব্রাজিলের লড়াইয়ে একে অন্যের প্রতিদ্বন্দ্বী হয়ে দাঁড়ান তারা। সবচেয়ে কঠিন প্রতিপক্ষ বাছতে গিয়ে আর্থার বলেছেন মেসির নামই।
আর্থারের আন্তর্জাতিক ক্যারিয়ার খুব বেশি দিনের নয়। ২০১৮ সালে অভিষেক হয়েছে তার ব্রাজিলের জার্সিতে। যেহেতু বার্সেলোনাতেই খেলেন তাই মেসির মুখোমুখি হওয়ার সুযোগ খুব একটা হয়নি এই মিডফিল্ডারের। তবে ২০১৯ সালের কোপা আমেরিকায় আর্জেন্টাইন অধিনায়কের সামনে দাঁড়িয়ে আর্থার বুঝতে পেরেছেন, কতটা কঠিন তাকে সামলানো। গত বছরের কোপার শিরোপা জিতেছে ব্রাজিল। ঘরের মাঠের লড়াইয়ে ফাইনালে উঠেছিল তারা আর্জেন্টিনাকে হারিয়ে। ওই ম্যাচে প্রতিপক্ষ হিসেবে মেসিকে পেয়েছিলেন আর্থার।
পর্তুগালের কাব বেনফিকার টিম বাসে হামলা
ক্রীড়া প্রতিবেদক
‘কোজড ডোর’ বা দর্শকবিহীন স্টেডিয়ামে ম্যাচ শেষে ফেরার সময় হামলার শিকার হয়েছে পর্তুগালের কাব বেনফিকা। একদল দুষ্কৃতিকারী পাথর ও শার্পনেল নিক্ষেপ করেছে কাবটির টিম বাসে। এতে আহত হয়েছেন বেনফিকার দুই ফুটবলার। আহত দুই খেলোয়াড় হলেন জার্মানির হুলিয়ান ওয়েইগল এবং সার্বিয়ার আন্দ্রিজা জিভকোভিচ। দুই ফুটবলারকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
করোনা ভাইরাসের কারণে দীর্ঘদিন স্থগিত থাকার পর ৪জুন পুনরায় শুরু হয়েছে পর্তুগালের শীর্ষ ফুটবল প্রিমিয়েরা লিগ। ফেরার দিনে তোন্দেলার বিপক্ষে মাঠে নেমেছিল বেনফিকা। তবে ঘরের মাঠে তারা ম্যাচটি ড্র করেছে গোলশূন্য ব্যবধানে। ম্যাচে শেষে স্টেডিয়াম থেকে ট্রেনিং গ্রাউন্ডে ফেরার সময় হামলার শিকার হয় কাবটি। স্টেডিয়ামে বসে খেলা দেখার অনুমতি না থাকলেও বাইরে দলকে সমর্থন দিতে জড়ো হয়েছিল বেনফিকার সমর্থকরা।
জরিমানা দিয়ে বাঁচলেন দিয়েগো কস্তা
ক্রীড়া প্রতিবেদক
৬মাসের জন্য জেলে যাওয়া এড়ালেও কর প্রতারণার জন্য বড় অঙ্কের অর্থ জরিমানা দিতে হচ্ছে দিয়েগো কস্তাকে। অ্যাতলেটিকো মাদ্রিদ ফরোয়ার্ডকে ৫ লাখ ৪৩ হাজার ২০৮ ইউরো বা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫কোটি ১৮ লাখ ৩১ হাজার টাকা জরিমানা করেছে স্পেনের একটি আদালত।
কস্তার বিপক্ষে কর ফাঁকি দেওয়ার অভিযোগ আনা হয়েছিল। ৩১ বছর বয়সী তারকা তার দোষ স্বীকার করেছেন। ২০১৪ সালে অ্যাতলেটিকো থেকে চেলসিতে যোগ দেন স্প্যানিশ ফরোয়ার্ড। সে সময় ছবি সত্ত্বের ১.১ মিলিয়ন কর ফাঁকি দেওয়ার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। অবশ্য অভিযোগের পর গত বছর কর ফাঁকির সব অর্থ পরিশোধ করেছিলেন তিনি। তবে এখন তার সঙ্গে নতুন করে আরও ৫ লাখ ইউরো জরিমানা গুণতে হচ্ছে তাকে।
ইপিএলে ৫ বদলি খেলোয়াড়ের অনুমোদন
ক্রীড়া প্রতিবেদক
করোনা ভাইরাসের কারণে একের পর এক নিয়ম পাল্টে যাচ্ছে ক্রীড়া দুনিয়ায়। এবার আরেকটি নতুন নিয়ম চালু হচ্ছে ইংলিশ প্রিমিয়ার লিগে। এখন থেকে তিনজন নয়, প্রতিটি ম্যাচে পাঁচজন বদলি খেলোয়াড় নামাতে পারবে দলগুলো। এই নতুন নিয়ম চালু হবে চলতি মৌসুমের বাকি ম্যাচগুলো থেকে।
এছাড়া আগে প্রতিটি ম্যাচে কাবগুলোর সাতজন বদলি খেলোয়াড় রাখার নিয়ম ছিল। তবে এখন থেকে নয়জন বদলিখেলোয়াড় রাখা যাবে। মূলত ব্যস্ত সময়সূচিতে খেলোয়াড়দের রক্ষা করতে প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষকে এই নতুন নিয়ম চালুর অনুমোদন দিয়েছে ফুটবলের আন্তর্জাতিক আইন প্রণেতারা।
ভেরনারের চেলসিতে আসা প্রায় চূড়ান্ত
ক্রীড়া প্রতিবেদক
জার্মান বুন্দেসলিগার দল লিপজিগের প্রধান ফরোয়ার্ড টিমো ভেরনারের ওপর অনেকদিন ধরেই নজর রেখেছিল চেলসি। শেষ পর্যন্ত আগামী মৌসুমে এই ফরোয়ার্ডকে নিজেদের দলে আনার ব্যবস্থা পাকা করে ফেলেছে তারা।
লিপজিগের সঙ্গে ভেরনারকে পাওয়ার বিষয়ে সমঝোতায় পৌঁছেছে চেলসি। ভেরনারের বর্তমান দলের সঙ্গে চুক্তিতে তার রিলিজ কজ আছে সাড়ে পাঁচ কোটি ইউরো, যার মেয়াদ শেষ হবে আগামী ১৫ জুন। দলে যোগদানের পর ২৪ বছর বয়সী ভেরনারকে প্রতি সপ্তাহে দুই লাখ পাউন্ড বেতন দিবে চেলসি।
ইউএস ওপেনের সম্ভাবনা দেখছেন না নাদাল
ক্রীড়া প্রতিবেদক
করোনাভাইরাসের কারণে ইউএস ওপেনের আশাও ছেড়ে দিয়েছেন স্পেনের টেনিস তারকা রাফায়েল নাদাল। বৃহস্পতিবার অনলাইনে স্পেনের একটি সংবাদ মাধ্যমকে নাদাল বলেন, ‘যদি আমাকে প্রশ্ন করা হয়, ইউএস ওপেন হবার সম্ভাবনা কতটুকু? তা’হলে আমি বলবো, কোন সম্ভাবনাই দেখছি না’।
আগামী ৩১ আগস্ট থেকে নিউইয়র্কে ইউএস ওপেন শুরুর সূচি রয়েছে। এখনো দু’মাসের বেশি সময় বাকী রয়েছে। কিন্তু নিউইয়র্কের করোনা পরিস্থিতি এখনো স্বাভাবিক না। আগামী দু’মাসে ঠিক হবে কি-না, তাও কেউই বলতে পারছে না। নাদাল বলেন, ‘হয়তো দু’মাসে পরিস্থিতি স্বাভাবিক হতে পারে। কিন্তু কোন নিশ্চয়তা নেই। দেখতে হবে ভাইরাসের সংক্রমণ কতটা আটকানো সম্ভব হয়েছে। নিউইয়র্কের পরিস্থিতি কেমন থাকে দু’মাস পর, সেটাও মূল বিষয়। কিন্তু আমি কোন আশা দেখছি না’।